কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: মেসি-ডি মারিয়ার জোড়া গোলে ২-০ তে এগিয়ে আর্জেন্টিনা
লিওনেল মেসি ম্যাচের ২৩ তম পেনাল্টিতে গোল করে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনাকে ১-০ গোলে এগিয়ে দেন। বিশ্বকাপে এটি মেসির ১২তম গোল। এরমধ্য দিয়ে মেসি আসরের সর্বোচ্চ ছয় গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে গেছেন।
এরপর খেলার ৩৬ মিনিটে অসাধারণ একটি গোল করে ফ্রান্সের বিপক্ষে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে নেন ডি মারিয়া।
আরও পড়ুন: রোমাঞ্চকর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে কাতার বিশ্বকাপের
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে পায়ে চোট পাওয়ার পর প্রথমবারের মতো আজ খেলতে নেমেছেন ডি মারিয়া।
ফ্রান্সের মতো আর্জেন্টিনাও এবার তৃতীয় বিশ্বকাপ প্রত্যাশী। এবছর আর্জেন্টিনা শিরোপা জিতলে তাদের ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটবে।
১৯৮৬ সালে মেক্সিকোতে ম্যারাডোনার স্ট্রিং অব ভার্চুওসো পারফরম্যান্স তাকে চিরকালের জন্য আর্জেন্টিনার একজন নায়ক এবং ফুটবল বিশ্বে একজন আইকন করে তুলেছে।
আরও পড়ুন: কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: আর্জেন্টিনা ও ফান্সের শিরোপার লড়াই
আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২২: শীর্ষ তারকা খেলোয়াড় কারা
২ বছর আগে
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: আর্জেন্টিনা ও ফান্সের শিরোপার লড়াই
বিশ্বকাপের ফাইনালে আর কাতারের লুসাইল স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও ফ্রান্স। গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স ও বর্তমান কোপা আমেরিকান চ্যাম্পিয়ন্স আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দলের নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। এছাড়াও থাকবেন অ্যাঞ্জেল ডি মারিয়া, যিনি গ্রুপ পর্বের ফাইনাল রাউন্ডে পোল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে পায়ে চোট পাওয়ার পর প্রথমবার খেলতে নেমেছেন আজ।
অন্যদিকে, কিলিয়ান এমবাপ্পে অলিভিয়ের জিরুদের সঙ্গে ফ্রান্সের হয়ে মাঠে নেমেছেন।
আরও পড়ুন: রোমাঞ্চকর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে কাতার বিশ্বকাপের
বিশ্বকাপ ফাইনালের জন্য লাইনআপ:
আর্জেন্টিনা: এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নিকোলাস তাগলিয়াফিকো; অ্যাঞ্জেল ডি মারিয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার; জুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি।
ফ্রান্স: হুগো লরিস (গোলরক্ষক); হুলেস কুন্দে, হুগো লরিস, রাফায়েল ভারানে, দায়ত উপামেচানো, থিও হার্নান্দেজ, আরুলিন চুয়ামেনি, অ্যান্তোনিও গ্রিজম্যান, আদ্রিয়েন রাবিও, উসমান ডেম্বেলে, অলিভার জিরুদ, কিলিয়ান এমবাপে।
প্যারিসের মেট্রো অপারেটর অস্থায়ীভাবে তার একটি স্টেশনের নাম পরিবর্তন করে স্টপ ‘আর্জেন্টিনা’ পরিবর্তন করে ‘আর্জেন্টিনা-ফ্রান্স, লেটস গো লেস ব্লেউস!’ করেছে আজকের ম্যাচ উপলক্ষে।
এদিকে অতীত ও বর্তমান খেলোয়াড়রা প্রিয় দলের জন্য নিজেদের সমর্থন বার্তা পাঠিয়েছেন।
বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি পরিচালনা করছেন পোল্যান্ডের রেফারি সিজাইমন মার্সিনিয়াক (৪১)।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২২: শীর্ষ তারকা খেলোয়াড় কারা
আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ স্ট্রীমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
২ বছর আগে
ফিফা বিশ্বকাপ ২০২২: মেসির গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে আর্জেন্টিনার জয়
লিওনেল মেসির গুরুত্বপূর্ণ গোলে মেক্সিকোর বিপক্ষে ২-০ স্কোরে আর্জেন্টিনার জয় বিশ্বকাপের সম্ভাবনা এখনও টিকিয়ে রেখেছে।
মেসি যে শুধু গুরুত্বপূর্ণ গোল করেছেন তা-ই নয়, তার পাস থেকেই ম্যাচের শেষ দিকে এনজো ফার্নান্দেসের গোল দলটির জয় নিশ্চিত করে।
লুসাইল স্টেডিয়ামের ম্যাচটি বিশ্বকাপ সম্ভাবনা টিকিয়ে রেখেছে কারণ, এই পর্বের শেষ খেলায় পোল্যান্ডের বিপক্ষে মেসিদের জয় সুযোগ তৈরি করে দিবে পরের পর্বে খেলার। তবে ড্র করলেও কাগজে-কলমে হিসাবে সুযোগ থেকে যাবে তাদের।
সৌদি আরবের সঙ্গে ২-১ গোলে হারের পর এই ম্যাচ ছিল আর্জেন্টিনার ফিরে আসার লড়াই। গ্রুপ-সি তে দলটি এখন দ্বিতীয় অবস্থানে আছে। বুধবার পোল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টাইনরা।
আরও পড়ুন: কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
সম্ভবত ৩৫ বছর বয়সী মেসির এটিই শেষ বিশ্বকাপ। অসংখ্য অর্জনের মাঝে শুধু বিশ্বকাপ জয়টিই এখনও ঘরে তুলতে পারেননি তিনি।
মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে মেসির শর্ট তার ঝুড়িতে বিশ্বকাপে ৮টি গোল এনে দেয়। এখন পর্যন্ত এই অর্জন রয়েছে আরও দুইজনের। ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই মেসিকে যার সঙ্গে তুলনা করা হয়- ক্রিশ্চিয়ানো রোনালদো এবং হরহামেশাই।
পেলে, ম্যারাডোনার বিশ্বকাপ জয়ের ক্লাবে প্রবেশ করতে এবারের বিশ্বকাপ জয় বেশ তাৎপর্যপূর্ণ। সে যাত্রায় ম্যাচটি সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
গোলটি করার আগে ম্যাচটি মেসির জন্য বেশ হতাশাজনক ছিল। তিনি যতবার বল পেয়েছেন পাশাপাশি তাকে আটকানো জন্য পেয়েছেন দুইজন ডিফেন্ডার।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সৌদি আরবের খেলার পর দলে আনেন পাঁচ পরিবর্তন। উদ্দেশ্য ছিল দলকে আরও শক্তিশালী করার। কিন্তু এই পরিবর্তন শুরুর দিকে সামান্যই পার্থক্য করতে পেরেছে। ম্যাচের ছন্দ সম্পূর্ণ ফিরে আসে মেসির গোলের পর। এবারের বিশ্বকাপে মেসির এটি দ্বিতীয় এবং আন্তর্জাতিক ম্যাচে ৯৩ তম গোল।
আরও পড়ুন: বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
২ বছর আগে
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ সার্বিয়ার বিরুদ্ধে ২৫ নভেম্বর শুক্রবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ যাত্রা শুরু করছে নেইমারের ব্রাজিল।
বৃহস্পতিবার অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে। নেইমারের দলের সেই বাধা অনায়াসে উতরে যাওয়ার কথা থাকলেও এবার শিরোপাপ্রত্যাশীদের হোঁচট খাওয়া হয়ে পড়েছে স্বাভাবিক ঘটনা।
উল্লেখ্য, গ্রুপ-জি-তে রয়েছে ব্রাজিল ও সার্বিয়া। এই নিয়ে মোট ২২ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে ব্রাজিল। অন্যদিকে সার্বিয়া এই নিয়ে ১৩ বার বিশ্বকাপের মঞ্চে নামছে।
ব্রাজিল বনাম সার্বিয়া ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে ও অনলাইনে এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২: পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং কোথায়, কিভাবে দেখবেন
চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ফেইসবুক ও ইউটিউব
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
বিশ্বকাপের জন্য ব্রাজিল বনাম সার্বিয়া সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
ব্রাজিল: (৪-২-৩-১): অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, সিলভা, মার্কুইনহোস, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, ভিনিসিউস, রাফিনহা, নেইমার, রিচার্লিসন
সার্বিয়া: (৩-৫-১-১) স্যাভিচ (গোলরক্ষক), মিত্রোভিচ, মিলেনকোভিচ, পাভলোভিচ, কস্তিচ, গুদলেই, মিলিনকোভিচ-স্যাভিচ, লুকিচ, জিভকোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ
মুখোমুখি পরিসংখ্যান
১৯৩৪ সালের বিশ্বকাপে বেলগ্রেডে ৮-৪ গোলের ব্যবধানে হারের পর থেকে সার্বিয়ার (যুগোস্লাভিয়া সহ) বিপক্ষে ১৭ ম্যাচে অপরাজিত ব্রাজিল।
২ বছর আগে
পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে আজ বিশ্বকাপ যাত্রা শুরু করছে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল।
ঘানার বিরুদ্ধে আজ গ্রুপ-এইচের ম্যাচে নামবেন রোনালদো-ব্রুনোরা। বিশ্বকাপে এখনও এক বারও সফল হয়নি পর্তুগাল। এ বারই হয়তো শেষ বিশ্বকাপে খেলতে চলেছেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো।
বিশ্বকাপে খেলতে আসার ঠিক আগে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফুটবল মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন সিআর সেভেন। সদ্য ম্যান ইউয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন রোনালদোও। ক্লাব ক্যারিয়ার নিয়ে রীতিমতো টালমাটাল চললেও, রোনালদো সেই সব নিয়ে ভাবছেন না। তাঁর ফোকাসে বিশ্বকাপ।
খাতায় কলমে দুর্বল প্রতিপক্ষ ঘানার বিরুদ্ধে নামলেও পর্তুগালের সতর্ক থাকা উচিত। কারণ, এ বারের বিশ্বকাপ ইতোমধ্যেই অঘটন ঘটানো শুরু করে দিয়েছে। এই পোস্টে জানবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন সে সম্পর্কে বিস্তারিত।
পর্তুগাল বনাম ঘানা ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে পর্তুগাল বনাম ঘানা লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
পর্তুগাল বনাম ঘানা লাইভ ফেইসবুক ও ইউটিউব
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
আরও পড়ুন: রোনালদোর গায়ে দেখা যাবে না ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি
বিশ্বকাপের জন্য পর্তুগাল ও ঘানা সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
পর্তুগাল: (৪-৩-৩): কস্তা (গোলরক্ষক), ক্যানসেলো, দিয়াস, সিলভা, মেন্দেস, ফার্নান্দেজ, কারভালহো, নেভেস, সিলভা, রোনালদো, লেয়াও।
ঘানা: (৪-১-৪-১) আতি জিগি (গোলরক্ষক), বাবা, সালিসু, আমার্টে, ল্যাম্পটে, পাটি, জর্ডান আয়েউ, আন্দ্রে আয়েউ, কুদুস, সুলেমানা, উইলিয়ামস।
মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপে আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে পাঁচবার খেলেছে পর্তুগাল। এরমধ্যে ৩টি জয় পেয়েছে তারা। একমাত্র হারটি ১৯৮৬ সালে মরক্কোর বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে হারে তারা।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
২ বছর আগে
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে মেসির গোলে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
বহুল প্রত্যাশিত আর্জেন্টিনা বনাম সৌদি আরব খেলা শুরু হয় (বাংলাদেশ সময়) মঙ্গলবার বিকল ৪টায়। খেলা শুরুর ২৬ মিনিটের মাথায় লিওনেল মেসি পেনাল্টি থেকে গোল করায় সৌদি আরবের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে গেছে আর্জেন্টিনা।
সৌদি আরব ৪-১-৪-১ ফর্মেশন দিয়ে খেলা শুরু করেছিল, যেখানে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ৪-৪-২ ফর্মেশন নিয়েছেন।
তাদের মধ্যে শর্ট পাস খেলে ব্যাক লাইন থেকে আক্রমণ গড়ে তোলার চেষ্টা করেছে আর্জেন্টিনা। খেলার ৬ষ্ঠ মিনিটে কর্নার কিক পায় আর্জেন্টিনা।
আরও পড়ুন: স্বাগতিক দেশ কাতার ইকুয়েডরের মুখোমুখি হয়ে বিশ্বকাপের সূচনা
লিওনেল মেসি কর্নার কিক নিলেও সৌদি আরবের একজন ডিফেন্ডার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ফাউল করেন। রেফারি ভিএআর দিয়ে পরীক্ষা করেন যে এটি ফাউল ছিল কিনা। উত্তরে দেখা গেছে, এটি একটি ফাউল ছিল, তাই সিদ্ধান্তটি আর্জেন্টিনার পক্ষে যায়।
লিওনেল মেসি পেনাল্টি নেয়ার জন্য এগিয়ে যান এবং শান্তভাবে বলটি বাঁ দিকের কর্নারে রেখে আর্জেন্টিনাকে ১-০ তে এগিয়ে দেন।
আর্জেন্টিনা একাদশ:
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মোলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারেদেস, আলেহান্দ্রো গোমেজ, লাউতারো মার্তিনেজ আনহেল ডি মারিয়া ও লিওনেল মেসি।
সৌদি আরবের একাদশ:
আল-ওয়াইস, আব্দুল হামিদ, আল-তামবাক্তি, আল-বুলাইহি, আল-শাহরানী, কান্নো, আল-মালকি, আল-শেহরি, আল-ফারাজ, আল বুরাইকান, আল-দাওসারী।
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২: আর্জেন্টিনা বনাম সৌদি আরব লাইভ স্ট্রীমিং কোথায় কিভাবে দেখবেন
কাতার ফুটবল বিশ্বকাপ-২০২২: ইরানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে শক্তিশালী বার্তা ইংল্যান্ডের
২ বছর আগে
কেমন হলো ব্রাজিল ও আর্জেন্টিনার বিশ্বকাপ দল, কার হাতে উঠবে ট্রফি?
কাতারে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ফেবারিট কারা এ নিয়ে এরই মধ্যে চলছে নানা বিতর্ক। কাতার বিশ্বকাপ ফুটবলের আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’-এর জন্য দিন গুনছে ফুটবল বিশ্ব।
অনেকেই বিশ্বকাপের ফেবারিট তালিকায় রাখছেন ব্রাজিল-আর্জেন্টিনাকে। বিশ্বকাপ উন্মাদনা এরই মধ্যে দেখা যাচ্ছে। কোন দল ফেবারিট, সেরা চারে কাদের সম্ভাবনা- এসব নিয়ে তর্কটাও জমে ওঠেছে, বাকযুদ্ধ চলছে পৃথিবীজুড়ে।
টুর্নামেন্ট সামনে রেখে চলছে দল ঘোষণাও। এর মধ্যেই ২৬ জনের স্কোয়াড ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ব্রাজিল
বড় দলের মধ্যে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে ব্রাজিল। ২৬ জনের দলে বড় চমক নেই সে অর্থে। লিভারপুলের ইনফর্ম ফরোয়ার্ড রবার্তো ফিরমিনো জায়গা পাননি, সেটা নিয়ে কথা হচ্ছে। নেই আর্সেনালের ডিফেন্ডার গ্যাব্রিয়েলও। এ ছাড়া মোটামুটি অনুমিতদেরই রেখেছেন তিতে।
গত এক বছরে যাদের ঘুরিয়ে ফিরিয়ে খেলিয়েছেন, তাদের প্রায় সবাইকেই ডেকেছেন তিতে। এই দলের সবচেয়ে বড় শক্তি আক্রমণভাগ। রিয়ালের ভিনিসিয়াস ভিনিসিয়ুস, রদ্রিগো, পিএসজির নেইমার, ম্যান ইউনাইটেডের অ্যান্টনি, বার্সার রাফিনহা, আর্সেনালের জেসুস-মার্টিনেলি, টটেনহামের রিচার্লিসন- কমবেশি সবাই ক্লাব ফুটবলে ভালো সময় কাটাচ্ছেন। এর মধ্যে কয়জনকে বা কাকে তিতে খেলাবেন সেটাই প্রশ্ন। নেইমারসহ মোট চারজনকে বেঁছে নিতে পারেন তিতে। সেক্ষেত্রে মিডফিল্ডের স্পট দুইটি। সেখানে বিবেচনায় আছেন কাসেমিরো, ফ্রেড, গুমারেজ, ফাবিনিও, পাকেতারা।
আরও পড়ুন: ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল: যে ফল ছিল আগের চার লড়াইয়ে
২ বছর আগে
কাতার ভ্রমণ: বিভিন্ন শহরের শীর্ষস্থানীয় ১০ দর্শনীয় স্থান
প্রথমবারের মত মধ্যপ্রাচ্যের একটি দেশ হিসেবে ফিফা বিশ্বকাপ মঞ্চস্থ করার মাধ্যমে ইতিহাস গড়ার প্রস্তুতি নিচ্ছে কাতার৷ ৮টি সুসজ্জিত ফুটবল ভেন্যু সরাসরি দেখতে যারা দেশটিতে পা রাখতে যাচ্ছেন, তাদের জন্য অভাবনীয় চমক অপেক্ষা করছে এই প্রাকৃতিক নৈসর্গে। ঐতিহ্যবাহী আরব আতিথেয়তার সাথে আদর্শ শীতকালীন আবহাওয়া, খেলা দেখার স্বাদকে পরিপূর্ণতা দেবে। এই ভ্রমণের পরিকল্পনা করতে চলুন দেখে নেয়া যাক কাতারের সেরা দর্শনীয় স্থানগুলো।
কাতারের বিভিন্ন শহরের সেরা দর্শনীয় স্থানগুলো
দোহার ইসলামী শিল্প যাদুঘর
চাইনিজ স্থপতি আইএম পেইয়ের নকশা করা ইসলামী শিল্প জাদুঘর জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় ২০০৮ সালে। কাতারের রাজধানী দোহায় অবস্থিত ভবনটিকে দূর থেকে একে অপরের উপরে রাখা কয়েকটি বাক্সের স্তুপের মতো দেখায়৷ এর ক্রিম রঙের চুনাপাথরের বাহ্যিক অংশটি ইউরোপীয়ান স্থাপত্যের আমেজ দেয়। পরিচ্ছন্ন জ্যামিতিক প্রান্তগুলো জানান দেয় এর মজবুত কাঠামোর কথা।
আরো পড়ুন: সমুদ্রে স্নানের সময় সতর্ক থাকতে করণীয়
সূর্যের আলোতে ধারগুলো ঝলমল করতে থাকে। ভবনের উপরে চোখের মতো স্লিটটি বানানো হয়েছে ১৩ শতকের ওজুর ফোয়ারা থেকে অনুপ্রাণিত হয়ে। যাদুঘরের কাছাকাছি হওয়ার জন্য লেকের উপর দিয়ে একটি সেতু অতিক্রম করতে হয়। বাইরের অবকাঠামোটি যতটাই সরল, এর অভ্যন্তর ভাগটি ঠিক ততটাই জটিল। এই বৈপরীত্য প্রতিটি দর্শনার্থীকেই হতবাক করে দেয়।
২ বছর আগে
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের ১০টি অত্যাধুনিক প্রযুক্তি
প্রগতিশীল প্রযুক্তির ছোঁয়ায় যুগান্তকারী এক উৎসব হতে যাচ্ছে আসন্ন ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ। বিশ্বের আনাচে কানাচে থেকে আসা ফুটবলপ্রেমীদের সুবিধার জন্য ফিফা ইতিহাস গড়তে যাচ্ছে বৈচিত্র্যপূর্ণ সেবা প্রদানের মাধ্যমে। এগুলোর অধিকাংশই এই প্রথমবারের মতো উপভোগ করতে যাচ্ছে ফুটবল দর্শকরা। চলুন জেনে নেয়া যাক- কোন কোন প্রযুক্তিগুলো এবারের বিশ্বকাপ মৌসুমকে মন্ত্রমুগ্ধ করে রাখবে।
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে যেসব অত্যাধুনিক প্রযুক্তির দেখা মিলবে
আল রিহলা, ইতিহাসের প্রথম প্রযুক্তি সজ্জিত ফুটবল
আরবি শব্দ থেকে উদ্ভূত ‘আল রিহলা’ নামটি জুড়ে দেয়া হয়েছে এবারের বিশ্বকাপ ফুটবলের সঙ্গে। বলটি ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারি বা ভিএআর প্রযুক্তি অনুযায়ী খেলা তদারককারিদের কাছে রিয়েল-টাইম ডেটা পাঠাতে পারবে। এর থ্রিডি অ্যানিমেশন ফুটবলের সংস্পর্শে প্রতিটি ঘটনার সঙ্গে জড়িত খেলোয়াড়দের সঠিক অবস্থানের জানান দেবে। এমনকি প্রয়োজনে তা টেলিভিশন এবং স্টেডিয়ামের বড় মনিটরেও দেখানো হবে।
আল রিহলা ফিফার আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তির কার্যকারিতায় সাহায্য করবে। এই বলের মধ্যে থাকবে মোশন সেন্সর। এর মাধ্যমে বলটি অফসাইড রেখা অতিক্রম করছে কিনা তা যাচাই করতে পারবে। এই যাচাইকরণটি সংঘটিত হবে খেলার তদারককারিদের কাছে থাকা কম্পিউটারের মধ্যে। এখানে সুক্ষ্ম নিরীক্ষণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলগুলো সরাসরি সম্প্রচারিত হবে, যা তাৎক্ষণিকভাবেই গ্যালারি সহ গোটা বিশ্ববাসী দেখতে পারবে।
আরো পড়ুন: ২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ জার্সি অনলাইনে কোথায় পাবেন
স্টেডিয়ামে উন্নত কুলিং প্রযুক্তি
এবারে ফুটবল বিশ্বকাপ আসরের সবচেয়ে অভিজাত দিকটি হচ্ছে এর ভেন্যুগুলো তথা- স্টেডিয়াম। কাতার এবার ইতিহাসের সবচেয়ে সুন্দর এবং প্রযুক্তিগত ভাবে উন্নত কতগুলো স্টেডিয়াম পরিবেশন করতে যাচ্ছে। প্রায় ২৬ ডিগ্রি সেলসিয়াসের স্থিতিশীল তাপমাত্রা নিশ্চিত করার জন্য ভেন্যুগুলোতে থাকবে উন্নত শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা। এটি ভক্ত এবং খেলোয়াড় উভয়কেই খেলায় দেখা এবং খেলায় অংশ নেয়ার জন্য একটি স্বাচ্ছন্দ্যময় পরিবেশ দেবে।
এই শীতলতা বজায় রাখার জন্য স্টেডিয়ামগুলোর পাশে প্রস্তুত রাখা হয়েছে শীতল পানির আধার, যেখানে বিদ্যুৎ খরচ হবে বিশ্বের অন্যান্য স্টেডিয়ামের তুলনায় ৪০ শতাংশেরও কম। স্টেডিয়ামগুলোর বিল্ডিং ইনভেলাপ নকশা এগুলোর পুরো সিস্টেমের তাপ ও বিদ্যুতের চাহিদা কমিয়ে দিয়ে ভারসাম্যের মধ্যে রাখে। ৮টি স্টেডিয়ামের মধ্যে ৭টিতেই এই প্রযুক্তি থাকবে। উপকূলবর্তী স্টেডিয়াম-৯৭৪ তে সমুদ্রের প্রাকৃতিক শীতলতা থাকায় আর নতুন করে এখানে কৃত্রিমতার সংযোগ ঘটানো হয়নি।
ওয়াইফাই ও স্মার্ট চার্জিং স্টেশন
সৌর বিদ্যুৎ-এ চালিত এলপাম উইন্ড টারবাইন বাতাস ও সূর্য শক্তিকে সমন্বয় করবে। এই যন্ত্রের পরিষেবা হচ্ছে ভক্তদের ছায়া প্রদান করা এবং ইউএসবি চার্জিং ডক হিসেবে কাজ করা। এমনকি এটি তথ্য বহন করার জন্য স্পিকার, ওয়াইফাই, শীতলীকরণ, নজরদারি ক্যামেরা এবং লাইটের কাজ দিবে। তাছাড়া অত্যাধুনিক প্রযুক্তি পণ্য বা সেবার বিজ্ঞাপন তো থাকছেই।
আরো পড়ুন: ২০২২ আইসিসি পুরুষ টি-২০ বিশ্বকাপ আয়োজক ৭ শহর ভ্রমণ
প্রতিবন্ধীদের জন্য খেলা উপভোগের ব্যবস্থা
বোনোকল হল বিশ্বের প্রথম ব্রেইল বিনোদন প্ল্যাটফর্ম, যেখানে দৃষ্টি প্রতিবন্ধীদের ডিজিটাল সামগ্রী ব্যবহার করার জন্য যাবতীয় সহায়তা প্রদান করা হয়৷ ফোরামটি সমস্ত ডেটা দৃষ্টি প্রতিবন্ধী ফুটবল ভক্তদের বোঝার সহায়ক করে আপডেট দিতে থাকবে। ফলে তারা অন্য সবার মতো খেলা উপভোগ করতে পারবে৷
ফিলিক্স পাম হচ্ছে হাতে পরিধানযোগ্য একটি সংবেদনশীল যোগাযোগের যন্ত্র, যা বর্তমানে বেশ জনপ্রিয় একটি প্রযুক্তি। ফিলিক্স পাম হাতের তালুতে প্যাটার্নযুক্ত তথ্য প্রেরণের মাধ্যমে এক ধরনের স্পর্শের অনুভূতি তৈরি করে। সংক্ষেপে যার নাম হচ্ছে হ্যাপটিক প্রতিক্রিয়া, যার ফলে পরিধানকারি ব্যক্তিরা স্পর্শ বা গতি অনুভব করতে পারবেন। এটি প্রতিবন্ধীদেরকে নিখুঁত ভাবে খেলায় মগ্ন হতে সাহায্য করবে। খেলার মাঠে সংঘটিত প্রতিটি ছোট ছোট ঘটনাগুলো তাদের মস্তিষ্ক অব্দি পৌছাতে এতটুকু দেরী হবে না, কারণ হ্যাপটিক প্রতিক্রিয়াগুলো হবে রিয়েলটাইম।
এছাড়া প্রতিবন্ধী তরুণদের নিরাপদ ও আরামপ্রদ স্থান প্রদানের জন্য স্টেডিয়ামে সেন্সরি ভিউয়িং রুম স্থাপন করা হচ্ছে। এখানকার ইন্টারেক্টিভ প্রজেকশন, নিয়ন্ত্রিত আলো, বিন ব্যাগ এবং খেলনাগুলোর মাধ্যমে তারা আরামদায়ক পরিবেশে খেলার অভিজ্ঞতা পাবে।
সম্পূর্ণ অপসারণযোগ্য স্টেডিয়াম
দীর্ঘ সময় পর আয়োজন হয়ে থাকে বিশ্বকাপ ফুটবল। অনুষ্ঠান শেষে এর আভিজাত্যকে আর কাজে লাগানো সম্ভব হয় না। কিন্তু এবার স্টেডিয়াম-৯৭৪ কে একদম অপসারণগ্য করে তৈরি করা হয়েছে। ঠিক খেলনার মত করেই পুনরায় খুলে ফেলা যাবে পুরো স্টেডিয়ামকে। শিপিং কনটেইনার এবং ইস্পাত ফ্রেম থেকে নির্মিত এই স্টেডিয়ামটি তাই কাতারের একটি আইকনিক স্টেডিয়াম। মডিউল নকশা ব্যবস্থার কারণে প্রতিটি অংশকে আলাদা করে ফেলা যাবে বিশ্বকাপ টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ার পর। সাধারণ স্টেডিয়ামের তুলনায় কম উপকরণ ব্যবহার করা হয়েছে বলে এর স্থাপত্য আকর্ষণীয় হয়ে উঠছে। আর খরচের দিক থেকেও অতিরঞ্জিত পরিস্থিতির সম্মুখীন হতে হয়নি।
আধা-স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তি
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপের সময় বিপ্লব ঘটবে খেলার মাঠেও। এবারের আধা স্বয়ংক্রিয় অফসাইড প্রযুক্তিটি ম্যাচ রেফারিদের জন্য একটি সহায়ক টুল হবে। কেননা এটি তাদের টুর্নামেন্টের সময় সঠিক ভাবে এবং অনেক কম সময়ের মধ্যে অফসাইড সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
প্রযুক্তি সজ্জিত আল রিহলা বলের ভেতরের সেন্সর ছাড়াও স্টেডিয়ামের চারপাশে থাকবে ১২টি ট্র্যাকিং ক্যামেরা। এই পুরো ব্যবস্থাটি অফসাইড অবস্থানে থাকা খেলোয়াড়কে প্রতিবার বল নিয়ন্ত্রণের সময় ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিকে একটি স্বয়ংক্রিয় অফসাইড সতর্কতা প্রদান করবে। তাই অফসাইড হয়েছে কি না তা নির্ধারণ করতে দীর্ঘ সময় ধরে ভিএআর ভিডিওর পুনরাবৃত্তি করার প্রয়োজন হবে না।
পরিধানযোগ্য ইলেকট্রনিক প্রযুক্তি
বিশ্বকাপে চলাকালীন যে কোন চিকিৎসা সংক্রান্ত জরুরী পরিস্থিতি এড়াতে প্রস্তুত রাখা হচ্ছে পরিধানযোগ্য কতগুলো ইলেকট্রনিক ডিভাইসের সিরিজ। স্নাগ-ফিটিং শার্টের কাপড়ে সরাসরি কম বিদ্যুতের সেন্সর মুদ্রণের কাজ চলছে। এর মাধ্যমে তাৎক্ষণিক ভাবে শার্ট পরিধানকারির হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস এবং হাইড্রেশন পরিমাপ করা যাবে। এই শার্টগুলোতে ব্লুটুথেরও ব্যবস্থা থাকবে, যেটি সরাসরি বেস স্টেশনের সঙ্গে সংযোগ রক্ষা করবে। এতে করে অত্যাবশ্যক লক্ষণগুলো রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা যাবে।
দেশ ঘুরে দেখার অ্যাপ্লিকেশন
বিশ্বের জমজমাট এই উৎসবের অংশ নিতে কাতার ভ্রমণকারিদের জন্য থাকছে নাভবাডি অ্যাপ। এটি দেশ ঘুরে দেখার জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য সরবরাহ করবে। স্টেডিয়ামগুলোর অবস্থান সহ হাসপাতাল, রেস্তোরাঁ, যানবাহন ইত্যাদির খোঁজ পাওয়া যাবে অ্যাপে। এতেও আছে রিয়েল-টাইম ডেটা ব্যবহারের সুযোগ তাই ইনডোর নেভিগেশনেও কোন সমস্যার সম্মুখীন হতে হবে না।
সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো এই অ্যাপের আওতায় রাখা হয়েছে প্রতিটি ভেন্যুতে যাওয়ার জন্য বৈদ্যুতিক বাস চলাচলের সময়সূচী। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো কোনো দেশ এমনটা করল। বাসগুলো কার্বন নিরপেক্ষ এবং অত্যাধুনিক শীতাতপ নিয়ন্ত্রিত। আর খেলা শুরু আগেই স্টেডিয়ামে পৌছার জন্য অ্যাপের মাধ্যমে খুব সহজেই এগুলো খুঁজে পাওয়া যাবে৷
সহজে ব্যবহারযোগ্য পূর্ণাঙ্গ স্বতন্ত্র ওয়েবসাইট
এই বিশ্বনন্দিত ইভেন্টটিকে সামনে রেখে তৈরি করা হয়েছে একটি স্বতন্ত্র ওয়েবসাইট। এটি পৃথিবীর নানা প্রান্ত থেকে আগত ফুটবলপ্রেমিদের জন্য যাবতীয় সুযোগ-সুবিধার বিশ্বকোষ হিসেবে প্রতীয়মান হবে। টিকিট থেকে শুরু করে হোটেল, যাতায়াত, দর্শনীয় স্থান সবকিছুই অন্তর্ভুক্ত করা হয়েছে এই প্ল্যাটফর্মটিতে। এই ইন্টার্যাক্টিভ সাইটে ম্যাগনিফায়ার, এআই(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) রিডার, উন্নত রঙের স্কিম, স্পিচ সফটওয়্যারের মত সহায়ক প্রযুক্তি থাকবে।
স্মার্টফোন অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার
গ্যালারির দর্শকরা নিজেদের আসনে থেকেই খাবার অর্ডার করতে পারবেন। এএসঅ্যাপ নামের স্মার্টফোন অ্যাপটি খাবার সরবরাহ সংক্রান্ত যাবতীয় কার্যক্রমগুলো নিয়ন্ত্রণ করবে। তাই টান টান উত্তেজনাকর খেলা রেখে খাবারের জন্য উঠে যাওয়ার দিন শেষ। অ্যাপ সার্বক্ষণিক সক্রিয় রাখার নিমিত্ত্বে ফোনের চার্জ চলে যাওয়ারও ভয় নেই। গ্রাউন্ডের আশেপাশে স্মার্ট ওয়াইফাই এবং চার্জিং স্টেশনগুলো তো আছেই।
শেষাংশ
২০২২ কাতার ফুটবল বিশ্বকাপে এই অত্যাধুনিক প্রযুক্তিগুলো বিশ্ববাসীর খেলা দেখায় আনবে আমুল পরিবর্তন। দীর্ঘ চার বছর ধরে এই মৌসুমটির জন্য প্রতীক্ষার প্রহর গুনে চলেন ফুটবল অনুরাগীরা। কিন্তু এবার বোধ হয় তারা তাদের জীবনের শ্রেষ্ঠ অভিজ্ঞতাটি পেতে যাচ্ছেন। নিদেনপক্ষে কাতারের মোহনীয় আড়ম্বরের এই প্রস্তুতি তারই ইঙ্গিত বহন করছে।
২ বছর আগে
২০২২ ফিফা ফুটবল বিশ্বকাপ জার্সি অনলাইনে কোথায় পাবেন
গ্যালারিতে অথবা টিভি স্ক্রিনের সামনে বসে খেলা দেখার আনন্দটা যেন বহুগুণে বেড়ে যায়, যদি গায়ে থাকে প্রিয় দলের জার্সি। ফুটবল খেলা দেখার সঙ্গে জার্সি পড়াটা যেন রীতিমত প্রথা হয়ে দাড়িয়েছে। এবারের বিশ্বকাপ জ্বরে ফিফা বিশ্বকাপ ২০২২-এর জার্সি অনলাইনে কেনা যাবে। খেলা মাঠে গড়াবার আগেই তাই চলছে প্রিয় দলের জার্সি সংগ্রহের তোড়জোড়। চলুন, দেখে নেয়া যাক অনলাইনে কোথায় কোথায় বিক্রি হচ্ছে ফিফা বিশ্বকাপ জার্সি।
অনলাইনে ফিফা বিশ্বকাপ ২০২২-এর জার্সি কেনার ১০টি সাইট
দারাজ
দেশের স্বনামধন্য এই ই-কমার্স সাইটটি এবারের বিশ্বকাপের প্রতিটি দলের জন্য অফিসিয়াল বিশ্বকাপ জার্সি বিক্রি করছে। সফ্ট প্রথম শ্রেণীর ফ্যাব্রিকগুলো থেকে শর্ট, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেলের যে কোনটি বাছাই করে নেয়ার সুযোগ তো আছেই। সেই সঙ্গে আছে পছন্দের জার্সিটি বাছাইয়ের মুহুর্তে ওয়েবসাইট থেকে ছবি ও বিস্তারিত যাচাই করার স্বাধীনতা। উচ্চ চাহিদার কারণে স্বভাবতই দ্রুত স্টক ফুরিয়ে যাওয়ার বিষয় রয়েছে। দেশব্যপি কার্যক্রম থাকার কারণে দূরত্বের ভিত্তিতে পণ্য পেতে বিলম্ব হওয়ার ঝামেলা নেই। ডিলার ও আকারের উপর ভিত্তি করে জার্সির মূল্য মানে উল্লেখযোগ্য তারতম্য বিদ্যমান। ক্রেতাদেরকে ১০০০ থেকে ৪০০০ টাকা পর্যন্ত পরিশোধের পরিকল্পনা রাখতে হবে।
ফেব্রিলাইফ
একজন ভক্ত হিসেবে প্রিয় দলটির সর্বোচ্চ মানের জার্সিটি পাওয়ার ক্ষেত্রে নির্দ্বিধায় নির্ভর করা যায় ফেব্রিলাইফের ওপর। এরা রীতিমত পুরো ফুটবল কম্বো সরবরাহের ব্যবস্থা রেখেছে, যেখানে জার্সির সঙ্গে থাকছে বিভিন্ন কিট। তাই বিশ্বকাপ পরবর্তী সময়ে ফুটবল ইভেন্টটিকে দৈনন্দিন জীবনযাত্রায় ধরে রাখতে চাইছেন যারা, তারা অনায়াসেই এই কিটগুলোর মালিকানা নিতে পারেন। বিশ্বকাপের পরের বছরেও কোন এক ভোরে বা সন্ধ্যায় এই জার্সি ও কিটগুলো শারীরিক অনুশীলনের সঙ্গী হতে পারবে। কাপড়ের গুণাগুণ নিয়ে কোন আপস নেই। শীত-গ্রীষ্ম সব ঋতুতেই অন্যান্য কস্টিউমের মধ্যে এই জার্সিকেই সবার উপরে রাখা যায়। অর্থাৎ এ কথা অকুন্ঠচিত্তে স্বীকার করা যায় যে, ১২৯০ থেকে ১৩৯০ টাকার পণ্যগুলো বেশ ন্যায়সঙ্গত হবে।
ডেলিভারি হবে
মানসম্পন্ন জার্সি বিক্রির তালিকায় অল্প সময়েই নিজের জায়গা করে নিয়েছে এই ইকমার্স সাইটটি। নকশার আসল-নকল নিয়ে চিন্তার কোন অবকাশ নেই। এদের সফ্ট পলিয়েস্টার ফ্যাব্রিকে এয়ার-কুলিং-এর হিট এ্যান্ড ড্রাই প্রযুক্তির স্পষ্ট প্রতিফলন পাওয়া যায়।
পছন্দ মত ডাবল এক্সেল থেকে শুরু করে শর্ট পর্যন্ত আকারগুলো ত্বকের ভিন্নতা উপেক্ষা করে ঠান্ডা ও আরামদায়ক অনুভূতির পরশ দিবে। ২৭ ইঞ্চি উচ্চতা এবং ১৮ ইঞ্চি প্রস্থ থেকে শুরু হওয়া ১০০ ভাগ পলিয়েস্টারে ১০০০ থেকে ১৪৫০ টাকা পর্যন্ত এর দামগুলো ন্যায্যতা পেয়েছে। তবে এখানে জার্সিগুলো কেবল ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, পর্তুগাল এবং ফ্রান্সের মত শীর্ষস্থানীয় দলগুলোতে সীমাবদ্ধ থাকছে।
নেইম্যাট
কেরানীগঞ্জ কেন্দ্রিক কার্যক্রম শুরু করা এই শোরুমটি অনলাইনেও তাদের বিশাল এক গ্রাহক গ্রুপ তৈরি করে ফেলেছে। এবারের ফিফা কিটে এদের মিডিয়াম-থ্রি-এক্সেল বেশ ভালোই জনপ্রিয়তা পেয়েছে। পলিয়েস্টারের জার্সিগুলো অর্ডার করতে তাদের ফেসবুক বিজনেস পেজের ইনবক্স পর্যন্ত যাওয়াটাই যথেষ্ট। বিশ্বকাপের জন্য প্রস্তুতকৃত দেশগুলোর ভিন্ন ভিন্ন নকশা এমব্রয়ডারির মাধ্যমে সুচারুরূপে বসানো আছে জার্সিতে। ঘরে বসেই ট্রায়াল দেয়ার অনুভূতি পেতে ১০০০ থেকে ১৩০০ টাকার জার্সির ভিডিও রিভিউগুলো সেরা হতে পারে। সেখানে পণ্যের আকারগুলো কাপড়েরর গুণাগুণ ও ব্যবহার সহ খুব পরিণত ভাবে পরিবেশন করা হয়েছে। অন্যান্য জায়ান্ট ই-কমার্স সাইটগুলোর অভিজাত সারিতে শামিল হওয়ার লক্ষ্য নিয়ে বেশ আয়োজন করে এগিয়ে যাচ্ছে নেইম্যাট।
জার্সি.নেট.বিডি
হাজারো পণ্যের ভেতর থেকে পছন্দের জার্সি খুঁজে নেয়ার ঝামেলা এড়াতে হলে আসতে হবে জার্সি.নেট.বিডির কাছে। শুধুমাত্র জার্সিকে কেন্দ্র করেই পুরো এক নিবেদিত অনলাইন শপিং সাইট হিসেবে এটিকে তৈরি করা হয়েছে। আমদানিকৃত মালামালের অরিজিনালিটি স্পষ্টভাবে বোঝা যাবে এগুলোর ১০০ ভাগ পলিয়েস্টারের কাজ দেখে। শর্ট, মিডিয়াম, লার্জ, এক্সেল এবং ডাবল এক্সেলের এর মত বাহারি আকারের জার্সি তো থাকছেই। পাশাপাশি এগুলোর উজ্জ্বলতা ক্রেতাদেরকে এদের নিপুণ কারুকাজের কথা জানান দেয়। ১০০০ থেকে ১৫০০ টাকার জার্সিগুলোকে মসৃণ ভাবে পরিষ্কারের জন্য ওয়াশিং মেশিনে ধোয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অধিকাংশ জার্সিতেই শার্টের মত হাতা, কিন্তু এগুলোর কোনটিতেই মসৃণতা ঘাটতি নেই।
জার্সি শপ বিডি
ফুটবল ভক্তরা খেলোয়ারদের জার্সি পড়ার অনুভূতি উপভোগ করতে জার্সি শপ বিডির উপর ভরসা করতে পারেন। বাংলাদেশে থেকে যে জার্সিগুলো রপ্তানি করা হয়, এরা সেই প্লেয়ার সংস্করণগুলো এদের সাইটে তুলেছে। এই খাঁটি প্রিমিয়াম নেট ফ্যাব্রিক জার্সি পরিহিত অবস্থায় একজন খেলোয়ার হিসেবে অনুভূতি পাওয়াটা একদমি কৃত্রিম নয়। কেননা এই জার্সিটি পরেই কোন এক মিড ফিল্ডার মাঠে নামবে বিশ্বকাপের মঞ্চে। ৯৫০ থেকে ১০৯০ টাকার মধ্যে এই অনুভূতি পাওয়াটা একটি সেরা উপভোগ্য বিষয়। মিডিয়াম, লার্জ, এক্সেল, এবং ডাবল এক্সেলের প্রতিটিতে রয়েছে সূচিকর্মের লোগো। গায়ে ঠিকমত ফিট হচ্ছে কিনা অথবা হাতে পলিয়েস্টারের পরশ পেতে চাইলে চলে যেতে হবে এদের মোহাম্মদপুরের একমাত্র শোরুমটিতে। আর অনলাইনে অর্ডারের জন্য আছে এদের ফেসবুক পেজ।
শপ্জ্
দাম নিয়ে খুব বেশি চিন্তিত হলে শপ্জ্-এর চাইনিজ জার্সিগুলো সেরা হতে পারে। কেননা এরাই একমাত্র জার্সি দিচ্ছে মাত্র ৫০ থেকে ৭৫০ টাকায়। এরা স্লিম-ফিট জার্সিগুলোকে কেন্দ্র করেই সাজিয়েছে এদের শপিং সাইটটি। হালকা ওজনের ও খাঁটি পণ্যগুলো সঠিক ভাবে যাচাই করে নিতে সরাসরি যোগাযোগ করে নেয়াটা উত্তম। এতে জার্সির আকারটি শরীরের জন্য উপযুক্ত হচ্ছে কিনা তা বোঝার একটা সুযোগ পাওয়া যাবে। চূড়ান্ত অর্ডার অথবা তাৎক্ষণিক প্রতিক্রিয়ার জন্য সব সময়ের জন্য প্রস্তুত রয়েছে তাদের ফেসবুক পেজ।
দিয়ামু
এখানকার বেশিরভাগ জার্সি রেগুলার ফিট, রিবড ক্রুনেক এবং ১০০ ভাগ ডাবল নিট পলিয়েস্টারের। ছোট, মাঝারি, বড়, এক্সেল, এবং ডাবল এক্সেল আকার থাকায় জার্সি বাছাই নিয়ে কোন ঝামেলা নেই। সাইটটি তেমন জনপ্রিয় নয়, তবে এর ৭৯০ টাকার খাঁটি জার্সি একটিবারের জন্য হলেও ভক্তদেরকে এই ই-কমার্স সাইটের দিকে ভ্রূক্ষেপ দিতে বাধ্য করবে। এর ২৭/১৬ ইঞ্চি অথবা ১৮/১৯ ইঞ্চি ক্যাটাগরিকে দেহের সঙ্গে সামঞ্জস্য বিধান করে সাবলিল ভাবেই জার্সি বাছাই করা যাবে। এর জন্য সরাসরি তাদের ওয়েবসাইটেই পাওয়া যাবে বিভিন্ন আকারের তালিকা। প্রায় সবগুলো দেশের জার্সিই আছে দিয়ামুতে, তাই প্রিয় জার্সিটি না পাওয়া নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নেই।
অ্যাটায়ার গুরু
পলিয়েস্টারের জার্সি নিয়ে ফেসবুক ভিত্তিক আরো একটি জনপ্রিয় শপিং সাইট এই অ্যাটায়ার গুরু। বিশ্বকাপ মৌসুমকে ঘিরে তাদের কৌশল হলো একটি নির্দিষ্ট দাম পরিবেশন করে অগ্রসর হওয়া। তাদের ১০৯০ টাকার প্রিমিয়াম জার্সির গুণগত মান ফেসবুকের বর্তমান মার্কেটপ্লেসের যে কোন জার্সিকেই টেক্কা দেয়ার সক্ষমতা রাখে। বাংলাদেশে এফ-কমার্স বা ফেসবুক ভিত্তিক ব্যবসার ব্যাপক প্রসারের দরুণ হাজার হাজার ব্যবসায়িক প্রতিষ্ঠানের সারিতে নিজেদেরও শামিল করে নিয়েছে অ্যাটায়ার গুরু। মিডিয়াম, লার্জ, এক্সেল কিংবা ডাবল এক্সেল; যে কোনটিরই আসল ছবি দেখে অর্ডার করতে সরাসরি তাদের ফেসবুক পেজের ইনবক্সে ম্যাসেজ দেয়া যেতে পারে।
বিবর্তন
চট্রগ্রামের বিবর্তন তাদের নামের মতই উন্নতি করছে টি-শার্ট বিপণনে। এবার তাদের ফিফা জার্সি নিয়ে অগ্রসর হওয়ার পালা। চট্রগ্রামের ভেতরে ৭০০ থেকে ১২০০ টাকার জার্সিগুলো পৌছে দিতে তারা কোন ফি নিচ্ছে না। তবে চট্রগ্রামের বাইরে হলে ১০০ টাকার বিনিময়ে পন্য সরবরাহের নিশ্চয়তা দিচ্ছে তারা। তাদের বিশেষত্ব হলো তাদের আমদানিকৃত আসল থাই প্রিমিয়াম জার্সি। প্রয়োজন মত আকার ও অন্যান্য বিবরণ সহ পছন্দ মত জার্সি অর্ডার করতে সরাসরি যোগাযোগ করতে হবে তাদের ফেসবুক পেজে।
আরো পড়ুন: ফিফা কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২ এর চোখ ধাঁধানো ৮টি স্টেডিয়াম
শেষাংশ
এই সাইটগুলোর মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২২-এর জার্সি অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই সংগ্রহ করা যাচ্ছে। পাশাপাশি এই ফুটবল মৌসুমে দারুণ সুযোগের সৃষ্টি হয়েছে ডিজিটাল ব্যবসায়ীদের বিক্রি বৃদ্ধির। বড় বড় শপিং মলে ভীড়ের মধ্যে যেয়ে কেনাকাটা করার বিড়ম্বনা থাকছে না। অন্যদিকে সাশ্রয়ী মূল্যে সরবরাহের কারণে বিক্রির সংখ্যার আকাশ ছোঁয়ার দশা। সর্বসাকূল্যে, জাতি, ধর্ম, বর্ণ, বয়স সবকিছু ছাড়িয়ে এই বিশ্বমানের বিনোদনটি যেন খেলোয়ার আর দর্শকদের এক জার্সির বন্ধনে বাধতে চলেছে।
২ বছর আগে