ব্রাজিল
‘মেসিনিয়ো’ খেতাব চান না এস্তেভিয়াও
লিওনেল মেসির সঙ্গে তুলনা যেকোনো ফুটবলারের জন্য দারুণ ব্যাপার হলেও এক্ষেত্রে ব্যতিক্রম পালমেইরাস থেকে আগামী মৌসুমে চেলসিতে যোগ দিতে যাওয়া ব্রাজিলীয় তরুণ উইলিয়ান এস্তেভিয়াও। নিজের নামে পরিচিতি হওয়াই শ্রেয় বলে মনে করেন তিনি।
২০১৭ সালে ব্রাজিলীয় ক্লাব ক্রুজেইরোর একাডেমিতে যোগ দেওয়ার পরই ‘মেসিনিয়ো’ বা ‘ছোট মেসি’ তকমা পান এস্তেভিয়াও। এরপর ২০২১ সালে পালমেইরাসের যুব একাডেমিতে যোগ দেন এবং চলতি বছরের শুরুতে খেলোয়াড়ি জীবন শুরু করেন তিনি।
লিওনেল মেসির ভক্ত হলেও মেসির সঙ্গে তুলনা নয়, বরং নিজের পরিচয়ে ফুটবল বিশ্বে আত্মপ্রকাশ করতে চান এই তরুণ।
ইএসপিএন ব্রাজিলকে তিনি বলেন, “মাত্র ১০ বছর বয়স থেকেই আমাকে ‘মেসিনিয়ো’ নামে ডাকা হয়। তবে বলতে আপত্তি নেই যে, এই নামে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। এই তুলনা আমার পছন্দ নয়। আমার মতো যারা এই ধরনের পরিস্থিতির মধ্যে পড়েছে, তাদের জন্য বিষয়টি সামলানো বেশ অস্বস্তিদায়ক।”
মেসির মতো বড় মাপের ফুটবলারের সঙ্গে তুলনা নিজের ওপর কতটা চাপ সৃষ্টি করে তা তিনি ভালো করেই জানেন।
এ বিষয়ে তার মন্তব্য, ‘১৭ বছর বয়সেই আমার ওপর সমালোচনার পাহাড় চাপুক, তা চাই না। এই বয়সে সমালোচনা শোনার মতো সময় আমার নেই। আমি খুশি থাকতে চাই, (নিজের মতো করে) ফুটবল খেলতে চাই। ফুটবল থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করতে চাই। তাই ‘এস্তেভিয়াও’ হয়ে ওঠাই আমার জন্য ভালো।’
আরও পড়ুন: চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
চলতি বছরের জানুয়ারিতে যুব অ্যকাডেমি থেকে পালমেইরাসের মূল দলে অভিষেক হয় ২০০৭ সালে জন্ম গ্রহণ করা এই তরুণের। তারপর থেকে ব্রাজিলীয় লিগে নিজের প্রতিভার সাক্ষর রেখে চলেছেন তিনি। এ পর্যন্ত লিগে ৩১ ম্যাচ খেলে ১৩ গোল ও ৯ অ্যাসিস্টের মাধ্যমে মোট ২২ গোলে অবদান রেখেছেন এস্তেভিয়াও। ব্রাজিলীয় সেরি-আয় গত মৌসুমে পালমেইরাসকে দ্বিতীয় স্থানে তুলতে গুরুত্বপূর্ণ অবদান ছিল এই তরুণের।
এরই স্বীকৃতিস্বরূপ এ বছর ব্রাজিলীয় ব্যালন দ’র বা দেশটির বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেয়েছেন তিনি। সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে এ পুরস্কার জিতেছেন এস্তেভিয়াও। মৌসুমসেরা ফুটবলার, ব্রেকথ্রু ফুটবলার ও বর্ষসেরা হিসেতে অনুষ্ঠানে তিনটি পুরস্কার জেতেন তিনি।
১ মাস আগে
ব্রাজিলে গ্লোবাল সাউথ মিডিয়া সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন এনায়েতউল্লাহ খান
ব্রাজিলে অনুষ্ঠেয় গ্লোবাল সাউথ মিডিয়া সামিটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ (ইউএনবি) ও ঢাকা কুরিয়ারের ইমেরিটাস সম্পাদক এনায়েতউল্লাহ খান।
সাও পাওলোতে আগামী ১০ নভেম্বর শুরু হয়ে ১২ নভেম্বর পর্যন্ত এ সম্মেলন চলবে। এতে অংশ নেবেন এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার উন্নয়নশীল অঞ্চলের গণমাধ্যম নেতা, নীতিনির্ধারক ও পরামর্শকরা।
আরও পড়ুন: ওয়ার্ল্ড মিডিয়া সামিটে আমন্ত্রণ পেলেন ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
এই সম্মেলনের লক্ষ্য গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে জোরদার করা এবং ভুল তথ্য, সেন্সরশিপ, সীমিত প্রেস স্বাধীনতা ও সম্পদের সীমাবদ্ধতার মতো মিডিয়া চ্যালেঞ্জগুলো মোকাবিলার বিষয়ে কাজ করা।
ধারাবাহিক আলোচনা, কর্মশালা ও প্যানেলের মাধ্যমে এ সম্মেলনে টেকসই, স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হবে।
সম্মেলনের মূল থিম হলো-জনমত গঠনে এবং গণতান্ত্রিক সম্পৃক্ততায় ডিজিটাল প্রযুক্তির ভূমিকা। যেসব অঞ্চলে ঐতিহ্যবাহী সাংবাদিকতা অসংখ্য বাধার সম্মুখীন হয়, সেসব অঞ্চলে নতুন মিডিয়া প্ল্যাটফর্মের সুযোগ এবং বাধা নিয়ে আলোচনা করবেন অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: এনায়েতউল্লাহ খানকে 'ন্যাশনাল অর্ডার ফর মেরিট' পদকে ভূষিত করেছে রোমানিয়া
শীর্ষ সম্মেলনের অন্যতম কেন্দ্রীয় উদ্দেশ্য হলো-আঞ্চলিক সহযোগিতা উৎসাহিত করা, গ্লোবাল নর্থের গল্পের আধিপত্যকে চ্যালেঞ্জ করা। গ্লোবাল সাউথের মিডিয়াকে ক্ষমতায়িত করে এ সম্মেলন অধিক অন্তর্ভুক্তিমূলক মিডিয়া পরিপ্রেক্ষিত তৈরি করার আশা করছে; এতে সমাজের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়গুলোর কাভারেজ দিতে সক্ষম হবে।
বাংলাদেশের ৫ আগস্টের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তিত মিডিয়া পরিপ্রেক্ষিত নিয়ে আলোচনা করবেন এনায়েতউল্লাহ খান।
গণতন্ত্রের সমর্থনে এবং সামঞ্জস্যপূর্ণ বৈশ্বিক গল্প বলার ক্ষেত্রে সাংবাদিকতার গুরুত্বপূর্ণ ভূমিকার ওপরও তিনি গুরুত্ব দেবেন তার বক্তব্যে।
আরও পড়ুন: চীনে ওয়ার্ল্ড মিডিয়া সামিটে ইউএনবি প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনায়েতউল্লাহ খান
ওয়ার্ল্ড মিডিয়া সামিটে যোগ দিতে গুয়াংজুতে ইউএনবির প্রধান সম্পাদক এনায়েতউল্লাহ খান
২ মাস আগে
ব্রাজিলে ওরোপুচে জ্বরে বিশ্বে প্রথম মৃত্যু
ব্রাজিলে ওরোপুচে জ্বরে আক্রান্ত হয়ে বিশ্বে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুলাই) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় বাহিয়া রাজ্যের ৩০ বছরের কম বয়সি দুই নারী এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এতে বলা হয়, ‘রোগীদের মধ্যে মারাত্মক ডেঙ্গু জ্বরের মতো লক্ষণ ও উপসর্গ ছিল।’
আরও পড়ুন: জলবায়ু সংকটে ব্রাজিলে ২০২৪ সালে শস্য উৎপাদন কমবে ৫.৯ শতাংশ
এতে আরও বলা হয়, 'এখন পর্যন্ত বিশ্বের বৈজ্ঞানিক গবেষণায় এই রোগে মৃত্যুর কোনো ঘটনা ছিল না।’
কর্তৃপক্ষ দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটারিনায় ওরোপুচে জ্বরে আরও একটি সন্দেহভাজন মৃত্যুর বিষয়ে তদন্ত করছে। এছাড়া দুটি ভ্রূণের মৃত্যুর পর বংশগত সংক্রমণের ছয়টি সম্ভাব্য ঘটনাও (মা থেকে সন্তানের মধ্যে) তদন্ত করছে কর্তৃপক্ষ।
১৯৬০ সালে ব্রাজিলে প্রাথমিকভাবে ওরোপুচে জ্বর শনাক্ত হয়। তখন থেকে অন্যান্য সংক্রমণের ঘটনাগুলো নথিভুক্ত করা হয়েছে। এই সংক্রমণের ঘটনাগুলো প্রধানত আমাজন অঞ্চল এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশগুলোতে ঘটছে।
চলতি বছর এখন পর্যন্ত ব্রাজিলে ৭ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
আরও পড়ুন: ব্রাজিলে বাস দুর্ঘটনায় নিহত ৫
ব্রাজিলে সশস্ত্র হামলায় ৭ জন নিহত
৫ মাস আগে
হেরে ব্রাজিল কোচ বললেন, আরও সময় প্রয়োজন
উরুগুয়ের কাছে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে হেরে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র দলের আরও উন্নতি করার জায়গা রয়েছে বলে মন্তব্য করেছেন। এখন বিশ্বকাপ বাছাইয়ে তার দল পূর্ণ মনোযোগ দেবে জানিয়ে তিনি বলেছেন, বিভিন্ন দিকে উন্নতি করার কাজ চলছে।
শনিবার সকালে শেষের ২০ মিনিট ১০ জন নিয়ে খেলেও ব্রাজিলকে আটকে রাখে উরুগুয়ে। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে ম্যাচটি জিতে সেমিফাইনালে উঠেছে মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
শুধু এই ম্যাচটি নয়, টুর্নামেন্টের শুরু থেকেই নিজেদের জাত চেনাতে বারবার ব্যর্থ হয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বে শুধু প্যারাগুয়েকে পরাজিত করে তারা। এছাড়া বাকি দুই ম্যাচ ড্র করে নকআউট পর্বে উঠলেও উরুগুয়ের বিপক্ষেও নিজেদের ছায়া হয়ে ছিল ব্রাজিলের খেলোয়াড়রা।
আরও পড়ুন: টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়, সেমিফাইনালে উরুগুয়ে
দলের এই বাজে পারফরম্যান্সের পুরোটা দায় নিজের কাঁধে নিয়ে দরিভাল বলেন, ‘বর্তমানে আমরা খুব গুরুত্বপূর্ণ সংষ্কার ও পুনর্নিমাণের মধ্যে দিয়ে যাচ্ছি। এই দলটিকে আমি মাত্র আট ম্যাচে কোচিং করানোর সুযোগ পেয়েছি। আর এই (সংস্কার) প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমাদের এখন যেতে হবে।’
‘আমাদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে, সে বিষয়ে আমরা সচেতন। তবে (নকআউট পর্বে) হারের বিষয়টি অপ্রত্যাশিত ছিল। আমরা যেভাবে আশা করেছিলাম, সেভাবে হয়নি।’
‘কিন্তু আমি আবারও বলছি, আমাদের উন্নতি করার অনেক জায়গা রয়েছে, আর এগুলো ভেতর দিয়ে চলেই আমাদের বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। এই মুহূর্তে আমরা (কনমেবল বাছাইয়ে) ষষ্ঠ অবস্থানে, এ নিয়ে আমরা মোটেও স্বাচ্ছন্দ্য বোধ করছি না।’
আরও পড়ুন: পেনাল্টিতে সাফল্যের রহস্য জানালেন দিবু মার্তিনেস
এসময় উরুগুয়ে কোচের প্রশংসা করে তিনি বলেন, ‘তিনি (বিয়েলসা) যেভাবে নিজের দর্শন দিয়ে দলটিকে প্রভাবিত করেছেন, তা সত্যিই প্রশংসার।’
‘আমি মনে করি, এই উরুগুয়ে দলের একটি নির্দিষ্ট (খেলার) প্যাটার্ন আছে, খুব দারুণ একটি প্যাটার্ন। তারা বেশ কিছুদিন ধরে একসঙ্গে কাজ করছে। শুরুতে তাদেরও কিছু সমস্যা ছিল, তবে সেগুলো তারা কাটিয়ে উঠতে পেরেছে। এখন তারা দারুণ ফল অর্জন করছে।’
‘আমরাও এ ধরনের অর্জন করব, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তবে নিজেদের (ভুলগুলো) শুধরে নিতে আমাদের কিছুটা সময় দরকার।’
তিনি বলেন, ‘টুর্নামেন্টের শুরুতে আমাদের কিছু সমস্যা ছিল। তবে আমি মনে করি, আমরা প্রচুর ভুল সংশোধনও করেছি। তবে যেটুকু সময় আমরা পেয়েছি, তার মধ্যে এত দ্রুত সবকিছু গুছিয়ে ওঠা আমাদের জন্য কঠিন। তবে ভবিষ্যতে আশা করি, আরও সময় পাব।’
৬ মাস আগে
টাইব্রেকারে হেরে ব্রাজিলের বিদায়, সেমিফাইনালে উরুগুয়ে
এলোমেলো ফুটবলে গতবারের ফাইনালিস্ট ব্রাজিলকে যেন চেনাই গেল না! ম্যাচজুড়ে উরুগুয়েকে গোল করতে না দিলেও টাইব্রেকারে গিয়ে হারল তারা। এর ফলে সেলেসাউদের কাঁদিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে উঠে গেল মার্সেলো বিয়েলসার শিষ্যরা।
যুক্তরাষ্ট্রের আলেজায়ান্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার সকালে ব্রাজিলের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচটি টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতেছে উরুগুয়ে।
নির্ধারিত সময়ের শেষের প্রায় ২০ মিনিট ১০ জন নিয়ে খেলেও ব্রাজিলকে আটকে রাখে উরুগুয়ে। তবে নিজেরাও গোল করতে না পারায় গোলশূন্য সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর কোপার নিয়ম অনুযায়ী সরাসরি টাইব্রেকারে চলে যায় ম্যাচ।
টাইব্রেকারে ব্রাজিলের প্রথম শটটিই ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক সের্হিও রচেত। এরপর দগলাস লুইসের তৃতীয় শটটি পোস্টে লেগে ফিরে আসে। অপরদিকে, উরুগুয়ের হোসে মারিয়া হিমেনেসের চতুর্থ শটটি ব্রাজিল গোলরক্ষক আলিসন বেকার ঠেকিয়ে দিলেও ফেদেরিকো ভালভার্দে, রদ্রিগো বেন্তাঙ্কুর, জর্জিয়ান দে আরাসকায়েতা ও মানুয়েল উগার্তে পান জালের দেখা। ফলে ৪-২ ব্যবধানে সেমিফাইনাল নিশ্চিত করেন আরাউহো-ভালভার্দেরা।
এদিন বল দখলের লড়াইয়ে আধিপত্য (৬০ শতাংশ) বিস্তার করলেও গোলের সুযোগ তৈরিতে বেশ পিছিয়ে ছিল দরিভাল জুনিয়রের শিষ্যরা। উরুগুয়ের ১১টি শটের বিপরীতে তাদের শট ছিল ৭টি। এরমধ্যে অবশ্য ব্রাজিলের তিনটি শট লক্ষ্যে থাকলেও উরুগুয়ের ছিল মাত্র একটি।
তবে লাতিন আমেরিকার ফুটবলের বৈশিষ্ট্য বজায় ম্যাচে মোট ৪১টি ফাউল করেছে দুইদল, যার মধ্যে উরুগুয়ের ২৬টি।
আরও পড়ুন: মেসির পেনাল্টি মিসের পর দিবুর কীর্তিতে সেমিফাইনালে আর্জেন্টিনা
এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের ছায়া হয়ে ছিল নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিল। অন্যদিকে, শুরু থেকেই সেলেসাউদের রক্ষণ ভাঙার চেষ্টা শুরু করে উরুগুয়ে। তবে বেশ কয়েকবারের চেষ্টায় তারা সফল না হলে পরে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণে উঠতে শুরু করে ব্রাজিল।
ম্যাচের ত্রয়োদশ মিনিটে বাঁ পাশে ফ্রি কিক থেকে রাফিনিয়ার নেওয়া শট রক্ষণ দেওয়ালে লেগে বাইরে চলে যায়। এর পাঁচ মিনিট পরই কর্নার থেকে পাওয়া বলে দূরপাল্লার জোরালো শট নেন ফাকুন্দো পেলিস্ত্রি। তবে মার্কিনিয়োসের মাথায় লেগে তা গোলপোস্টের পাশ দিয়ে বেরিয়ে যায়।
খেলার আধঘণ্টা হওয়ার কিছুক্ষণ আগে গোলের ভালো সুযোগ তৈরি করে ব্রাজিল। তবে ডি বক্সের মধ্যে বল পেয়েও শট না নিয়ে রাফিনিয়ার উদ্দেশ্যে বল বাড়ান এন্দ্রিক। আর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে দলকে বিপদমুক্ত করেন উরুগুয়ের এক ডিফেন্ডার।
ম্যাচের ৩৩তম মিনিটে দুঃসংবাদ পায় উরুগুয়ে। চোট পেয়ে চোখের জলে মাঠ ছাড়তে বাধ্য হন উরুগুয়ের বার্সেলোনা ডিফেন্ডার রোনালদ আরাউহো। চিকিৎসা নিয়ে মাঠে ফিরলেও খেলা আর চালিয়ে যেতে পারেননি তিনি। এরপর তার বদলি হিসেবে দলটির রক্ষণ সামলাতে নামেন আতলেতিকো মাদ্রিদের অভিজ্ঞ ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেস।
খেলা ফের শুরু হওয়ার পরপরই গোলের সুযোগ তৈরি করে উরুগুয়ে। তবে বক্সের ভেতরে পেনাল্টি স্পটের কাছ থেকে সতীর্থের পাওয়া ক্রসটি গোলের বাইয়ে দিয়ে হেড দেন দারউইন নুনিয়েস।
পরের মিনিটে মাঝ মাঠ থেকে বল নিয়ে প্রতিপক্ষে বক্সে ঢুকে পড়েন রাফিনিয়া। এরপর তার ডান পায়ের জোরালো শট বাঁ দিয়ে ঝাঁপিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন উরুগুয়ের গোলরক্ষক রচেত।
প্রথমার্ধের যোগ করা সময়ে রাফিনিয়ার আরও একটি শট থামান রচেত। দুই দল মিলিয়ে এই দুটি শটই প্রথমার্ধে লক্ষ্যে ছিল।
৬ মাস আগে
প্যারাগুয়েকে উড়িয়ে শঙ্কা কাটাল ব্রাজিল
কোপা আমেরিকার চলতি আসরের শুরুটা আশানুরূপ হয়নি ব্রাজিলের। কোস্টারিকার সঙ্গে ড্র করে নকআউট পর্বে ওঠা নিয়ে ভক্তদের মনে জাগিয়েছিল শঙ্কা। মূলত, ড্রয়ের কারণে নয়, ম্যাচে দলটির খেলোয়াড়দের পারফরম্যান্সই ছিল হতাশা জাগানিয়া। তবে দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দুর্দান্ত জয়ে সে আশঙ্কা কাটিয়েছে দরিভাল জুনিয়রের শিষ্যরা।
লাস ভেগাসের অ্যালেজায়ান্ট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্যারাগুয়ের বিপক্ষে ৪-১ গোলের জয় পেয়েছে ব্রাজিল। ভিনিসিউসের জোড়া গোলের ম্যাচে স্যাভিনিয়ো এবং লুকাস পাকেতা বাকি গোল দুটি করেন।
স্কোরলাইন দেখে ম্যাচটি একপেশে মনে হলেও মাঠের খেলায় তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে প্যারাগুয়ে। ব্রাজিলের পায়ে ৫৪ শতাংশ সময় বল থাকলেও ৪৬ শতাংশ সময় নিজেদের পায়ে বল রাখতে সক্ষম ছিল দলটি। এছাড়া পুরো ম্যাচে ব্রাজিল গোলের জন্য শট নেয় ১৭টি, যার ৬টি ছিল লক্ষ্যে। অপরদিকে, প্যারাগুয়ের ১৫টি শট থেকেও ৬টি লক্ষ্যে ছিল।
দুই অর্ধে দুটি পেনাল্টিতে ব্রাজিলের কাজ অনেকটা সহজ হয়ে গেলেও তার একটি থেকে গোল আদায় করতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৩১তম মিনিটে পাওয়া প্রথম স্পট কিক থেকে গোল আদায় করতে না পেরে দলকে এগিয়ে নিতে ব্যর্থ হন লুকাস পাকেতা। গোলরক্ষককে পরাস্ত করতে গিয়ে তার শটটি গোলপোস্টেরই বাইরে দিয়ে চলে যায়।
তবে এর চার মিনিট পরই দর্শকদের আনন্দে ভাসান ভিনিসিউস। ডি বক্সের ভেতর পাকেতার বাড়ানো বল থেকে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদ তারকা।
আরও পড়ুন: লাউতারোর গোলে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা
এরপর প্রথমার্ধের খেলা দুই মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুণ করেন স্যাভিনিয়ো। ব্রুনো গিমেরায়েসের শট গোলরক্ষকক ফিরিয়ে দিলে বল প্যারাগুয়ের এক ডিফেন্ডারের পায়ে লেগে চলে যায় স্যাভিনিয়োর কাছে। এরপর বল জালে জড়াতে খুব বেশি বেগ পেতে হয়নি আসন্ন মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়া জিরোনার এই ফরোয়ার্ডের।
এরপর মাঠের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। প্রতিপক্ষের সঙ্গে বিবাদে জড়ান ভিনিসিউস। তাকে ধাক্কা মেরে ফেলেও দেওয়া হয়। তবে বিরতির ঠিক আগেই অতিরিক্ত সময়ে গোল করে এর জবাব দেন তিনি। ফলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ব্রাজিল।
৬ মাস আগে
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে সশস্ত্র হামলায় নিহত ৭
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় সিয়ারা রাজ্যের একটি টাউন স্কয়ারে বৃহস্পতিবার ভোরে সশস্ত্র হামলাকারীদের হামলায় অন্তত সাতজন নিহত ও দুজন আহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সামরিক পুলিশ।
ভিকোসা দো সিয়ারা শহরের চত্বরের নিরাপত্তা ক্যামেরায় ধারণ করা ছবিতে দেখা গেছে, সশস্ত্র সন্দেহভাজনরা বেশ কয়েকটি গাড়ি ঘটনাস্থলে নেমে বেশ কয়েকজন মানুষকে তাদের হাত মাথার উপর উঁচু করে রাখতে বাধ্য করে।
আরও পড়ুন: ব্রাজিলে ডে কেয়ার সেন্টারে ৪ শিশুকে হত্যা, আহত ৩
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা অন্তত ৫০টি গুলির শব্দ শুনেছেন, এতে নারী-পুরুষসহ সাতজন নিহত হয়েছেন। আহত দুজনকে পৌর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কর্তৃপক্ষ এই হামলার কোনও কারণ খুঁজে পাননি, তবে উল্লেখ করেছে যে মারাত্মক ক্ষতিগ্রস্থদের মধ্যে কমপক্ষে একজনের গোড়ালিতে মনিটর পরা ছিল। সাধারণত প্যারোলে মুক্ত থাকা বা বিচারের অপেক্ষায় থাকা ব্যক্তিরা এ ধরণের পোশাক পরেন।
২০২১ সালের ডিসেম্বরে একটি বাড়ির ভিতরে চারজনকে গুলি করে হত্যার পর সাম্প্রতিক সময়ে ভিকোসা দো সিয়ারায় এই হামলাটি দ্বিতীয় সহিংস ঘটনা।
আরও পড়ুন: ব্রাজিলে কারাগারে দাঙ্গায় নিহত ৫
৭ মাস আগে
জলবায়ু সংকটে ব্রাজিলে ২০২৪ সালে শস্য উৎপাদন কমবে ৫.৯ শতাংশ
খারাপ আবহাওয়ার কারণে ব্রাজিলের বেশ কয়েকটি অংশে ২০২৪ সালের শস্য উৎপাদন ২০২৩ সালের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ কমে যাবে বলে জানিয়েছে ব্রাজিলিয়ান ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড স্ট্যাটিস্টিকস (আইবিজিই)।
বৃহস্পতিবারের (১৩ জুন) আইবিজিইর প্রতিবেদন অনুসারে, আবাদি জমি দশমিক ৬ শতাংশ বাড়া সত্ত্বেও এই বছর খাদ্যশস্য, শিম ও তেলবীজের উৎপাদন মোট ২৯৬ দশমিক ৮ মিলিয়ন টন হবে বলে আশা করা হচ্ছে। যা গত বছরের ফসলের চেয়ে ১৮ দশমিক ৬ মিলিয়ন টন কম।
আরও পড়ুন: ব্রাজিলে ভয়াবহ বন্যায় নিহত ৩৯, নিখোঁজ অর্ধশতাধিক
সরকারি এই সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ‘উৎপাদন কমে যাওয়ার এই চিত্র ২০২৩ ও ২০২৪ সালে ঘটে যাওয়া জলবায়ু সমস্যার প্রভাবকে তুলে ধরে। ফসল রোপণ এবং মধ্য-পশ্চিম অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়া থেকে শুরু করে উচ্চ তাপমাত্রার কারণে কিছু ফসলের চক্রকে সংক্ষিপ্ত করে এবং ফসলের উৎপাদনশীলতা কমিয়ে ফেলে।’
দক্ষিণ আমেরিকার দেশটির শীর্ষ তিনটি কৃষি পণ্য হলো ধান, ভুট্টা ও সয়াবিন। এটি আনুমানিক মোট উৎপাদনের ৯১ দশমিক ৫ শতাংশ এবং চাষ করা জমির ৮৭ দশমিক ২ শতাংশের প্রতিনিধিত্ব করে।
এতে আরও বলা হয়েছে, আবহাওয়াজনিত সমস্যার কারণে সয়াবিন ও ভুট্টা উৎপাদন উভয়ই হ্রাস পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে চলতি ২০২৪ সালে কম উৎপাদনশীলতার দিকে পরিচালিত করবে এটি।
আরও পড়ুন: ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল
৭ মাস আগে
ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছে ব্রাজিল
গাজা যুদ্ধ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক মাস ধরে চলা উত্তেজনার পর ইসরায়েল থেকে নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিয়েছে ব্রাজিল।
বুধবার (২৯ মে) ব্রাজিলের অফিসিয়াল গেজেটে এই পদক্ষেপের কথা জানানো হয়।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ বিষয়ে ব্রাজিল সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বার্তা পাওয়া যায়নি। তবে গণমাধ্যমের খবরের পরিপ্রেক্ষিতে ব্রাজিলের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বৈঠকের জন্য তলব করা হয়।
গাজায় ইসরায়েলি অভিযানের শুরু থেকেই বারবার সমালোচনা করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। একে ‘হলোকাস্ট’ অর্থাৎ ‘ইহুদী গণহত্যা’র সঙ্গে তুলনা করেছিলেন। এ কারণে ব্রাজিলের রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে জেরুজালেমের জাতীয় হলোকাস্ট যাদুঘরে জনসমক্ষে তিরস্কারের জন্য তলব করেছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ।
আরও পড়ুন: রাফায় ইসরায়েলি বিমান হামলায় ৩৭ ফিলিস্তিনি নিহত
এ সময় মেয়ারকে দেশে ডেকে পাঠান লুলা। তবে, রাষ্ট্রদূত প্রত্যাহারের এই ঘটনা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে এবং কূটনৈতিক সম্পর্কের অবনতিও হতে পারে। যদিও ইসরায়েলে ব্রাজিলের দূতাবাস এখনো বহাল রয়েছে তবে এই পদে কোনো রাষ্ট্রদূত নেই।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইসরায়েলের শীর্ষ কূটনীতিকের কাছে মেয়ারের হেনস্তার প্রতিক্রিয়ায় বুধবারের এই প্রত্যাহার।
ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তিনি আরও বলেন, ইসরায়েলে ব্রাজিলের নতুন রাষ্ট্রদূত নিয়োগের বিষয়টি যথাসময়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হবে। আপাতত তেল আবিবে ব্রাজিলের দূতাবাস চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে কাজ চালিয়ে যাচ্ছে।
মেয়ারকে জেনেভায় স্থানান্তর করা হয়েছে এবং তিনি সেখানে জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ব্রাজিলের স্থায়ী মিশনে যোগ দেবেন।
এদিকে দেশটির ইসরায়েলপন্থী গোষ্ঠী ইসরায়েলি কনফেডারেশন অব ব্রাজিল সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, তারা এই পদক্ষেপের জন্য 'দুঃখ' প্রকাশ করছে।
আরও পড়ুন: আমাদের কিছুই নেই: হামলায় খাদ্যের সন্ধানে থাকা ফিলিস্তিনিরা
তারা জানিয়েছে, ‘ব্রাজিল সরকারের একতরফা পদক্ষেপ ব্রাজিলের যে ভারসাম্য ও সংলাপের কূটনৈতিক ঐতিহ্য তা থেকে দূরে সরিয়ে নিয়েছে এবং ব্রাজিলকে মধ্যপ্রাচ্যে মধ্যস্থতাকারী ও সমর্থনকারী হিসেবে কাঙ্ক্ষিত ভূমিকা পালনে বাধা দিচ্ছে।’
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস দক্ষিণ ইসরায়েলে অতর্কিতে হামলা চালিয়ে প্রায় ১২০০ বেসামরিক লোক হত্যা ও ২৫০ জনকে জিম্মি করার পর এর প্রতিক্রিয়ায় গাজা যুদ্ধের সূচনা করে ইসরায়েল।
এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় অন্তত ৩৬ হাজার ৯৬ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। আর ইসরায়েলের দাবি, তারা ১৫ হাজার হামাস সেনাকে হত্যা করেছে।
দক্ষিণ ব্রাজিলের ফেডারেল ইউনিভার্সিটি অব সান্তা ক্যাটারিনার আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ড্যানিয়েল আইরেস বলেন, বুধবারের পদক্ষেপ ছিল 'প্রতীকী' এবং কূটনৈতিক সম্পর্ক ছিন্ন না করে লুলা ইঙ্গিত দিয়েছেন যে তিনি সম্পর্ক বজায় রাখতে চান এবং ৭ অক্টোবরের হামলার 'ইসরায়েল যেভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে তার তীব্র সমালোচনা' করতে ব্রাজিল সরকারের অবস্থানকে শক্তিশালী করতে চান।
পৃথকভাবে, এই সপ্তাহে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতিকে স্বাগত জানিয়েছে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রাজিল ২০১০ সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। মঙ্গলবারের তিনটি পশ্চিম ইউরোপীয় দেশের সমন্বিত প্রচেষ্টা ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়িয়ে তুলেছে।
হলোকাস্টের সঙ্গে গাজায় ইসরায়েলের হামলার তুলনা প্রত্যাখান করে ইসরায়েল বলেছে, হামাসের অতর্কিত হামলার প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসেবে গাজায় অভিযান চালানো হয়েছে।
চলতি মাসের শুরুতে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে কলম্বিয়া। এর আগে ইসরায়েলের কাছ থেকে অস্ত্র কেনা স্থগিত করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে নাৎসি জার্মানির কর্মকাণ্ডের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। গাজায় অভিযানকে কেন্দ্র করেবলিভিয়া ও বেলিজও ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।
আরও পড়ুন: ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে নরওয়ে-আয়ারল্যান্ড ও স্পেন
৭ মাস আগে
চেলসিতেই যাচ্ছেন মেসিনিয়ো!
নাম উইলিয়ান এস্তেভিয়াও। ডাক নামটি আর আর্ষণীয়, ‘মেসিনিয়ো’ অর্থাৎ ছোট মেসি। ১৭ বছরেই মেসির সঙ্গে তুলনা পাওয়া ব্রাজিলিয়ন তরুণ এস্তেভিয়াওকে পেতে ইউরোপের বড় বড় ক্লাবগুলো টানাটানি শুরু করেছিল বলে শোনা গেছে আগেই। তবে সে প্রতিযোগিতায় ইংলিশ ক্লাব চেলসি জিতে গেছে।
ইতোমধ্যে এস্তেভিয়াওয়ের সঙ্গে চেলসির মৌখিক চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ট্রান্সফার গুরু ফাব্রিৎসিও রোমানো। এমনকি চেলসির দেওয়া ৬৫ মিলিয়ন ইউরো (৪০+২৫) ফিয়ের প্রস্তাবটিও মেসিনিয়োর বর্তমান ক্লাব পালমেইরাস গ্রহণ করেছে বলে জানিয়েছেন তিনি।
এক্স পোস্টে রোমানো আরও জানিয়েছেন, চেলসির লিখিত চুক্তিপত্রে সই করতে মুখিয়ে আছে এস্তেভিয়াও ও পালমেইরাস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: মেসি-বার্সা চুক্তির সেই বিখ্যাত টিস্যু বিক্রি হলো ১১ কোটি টাকায়
তবে এখনই প্রিমিয়ার লিগের ক্লাবটিতে যোগ দিতে পারছে না উইলিয়ান। বয়স ১৮ হওয়ার পর ২০২৫ সালে লন্ডনের ক্লাবটিতে যাবে সে। চেলসির সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ হতে চলেছে এস্তেভিয়াও।
এস্তেভিয়াওয়ের ব্যাপারে দুই ক্লাব সম্মত হওয়ার দিন দশেক আগেই ব্যক্তিগতভাবে চেলসিতে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দেয় সে। চুক্তিটি পাকাপাকি করতে গত কয়েকদিন ধরে ব্রাজিলে অবস্থান করছিলেন চেলসির কয়েকজন কর্মকর্তা।
সৃজনশীলতা, অসাধারণ ড্রিবলিং ও খেলার ধরনের জন্য দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা ফুটবল প্রতিভা হিসেবে আত্মপ্রকাশ করেছে এস্তেভিয়াও। ব্রাজিলের হয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশ নেয় এই সেলেসাও যুবা। সেখানেও বল পায়ে আলো ছড়ায় সে।
আরও পড়ুন: প্রিমিয়ার লিগে ‘ভিএআর’ বাদ দেওয়ার প্রস্তাব
এর আগে ১৭ বছর বয়সী এই ফুটবল প্রতিভাকে দলে টানতে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও পিএসজির মতো ইউরোপের বাঘা বাঘা দলগুলোর আগ্রহের কথা শোনা গিয়েছিল। এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে, বার্সেলোনার সঙ্গে মৌখিক চুক্তি সেরে ফেলেছে সে। তবে কাতালুনিয়ার ক্লাবটি আর্থিক দুর্দশার কারণে সে গুঞ্জন থেমে যায়। পরে চেলসির সঙ্গে তার সম্পর্কের অগ্রগতির কথা চাউর হয়।
অবশেষে স্ট্যামফোর্ড ব্রিজই হতে চলেছে তার ঠিকানা।
৮ মাস আগে