ব্রাজিল
ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ জন নিহত
দক্ষিণ আমেরিকার বৃহত্তম মহানগরী ব্রাজিলের সাও পাওলোতে একটি রাস্তায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে শহরের পশ্চিমাঞ্চলের বাররা ফান্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দেশটির ফায়ার ডিপার্টমেন্ট এক টুইটে জানিয়েছে, সাও পাওলো রাজ্য মিলিটারি পুলিশের অংশ। দুর্ঘটনায় নয়টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি ‘বিস্তারিত তথ্যের জন্য তারাও অপেক্ষা করছে।’
স্থানীয় মিডিয়ার মতে হেলিকপ্টারটি ছিল এয়ার ট্যাক্সি কোম্পানির মালিকানাধীন রবিনসন আর৪৪ রাভেন ২।
ব্রাজিলিয়ান হেলিকপ্টার পাইলট অ্যাসোসিয়েশন অনুসারে, সাও পাওলোতে ৪১১টি ব্যক্তিগত নিবন্ধিত হেলিকপ্টার রয়েছে।
আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ব্রাজিলে ৩৬ জনের মৃত্যু
ব্রাজিলে প্রবল বর্ষণে ৩৭ মৃত্যু
ব্রাজিলে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১১৭
ব্রাজিলের ফার্স্ট লেডি রোজাঞ্জেলার সঙ্গে রাষ্ট্রদূত ফয়জুননেসার সাক্ষাৎ
ব্রাজিলের ফার্স্ট লেডি মিজ রোজাঞ্জেলা লুলা ডি সিলভা (জানজা) এর সঙ্গে সাক্ষাৎ করেছেন দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা।
সোমবার (৬ মার্চ) ব্রাজিলের প্রেসিডেন্ট ভবন প্ল্যানালটো প্যালেসে দুপুর ২টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, বর্তমান লুলা সরকার গত জানুয়ারিতে ব্রাজিলের ক্ষমতা গ্রহণের পর সাদিয়া ফয়জুননেসাই সর্বপ্রথম রাষ্ট্রদূত যিনি ব্রাজিলের ফার্স্ট লেডির সঙ্গে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ পেলেন।
রাষ্ট্রদূত ব্রাজিলের সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা ডি সিলভা এবং ফার্স্ট লেডি মিজ রোজাঞ্জেলা লুলা ডি সিলভাকে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উষ্ণ শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।
এ সময় নির্বাচনে জয়লাভ করা মাত্রই প্রেসিডেন্ট লুলাকে অভিনন্দন জানানোর জন্য ফার্স্ট লেডি লুলার পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে লুলা ডি সিলভা´র নেতৃত্বকালীন সময়ে বাংলাদেশ ও ব্রাজিলের দ্বিপক্ষীয় সম্পর্কের দৃশ্যমান অগগতি সাধিত হবে।
আরও পড়ুন: ব্রাজিল ও দ. আমেরিকার ৩ দেশের সঙ্গে পিটিএ ও এফটিএ সইয়ের ওপর জোর প্রধানমন্ত্রীর
স্বাধীনতা সংগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনবদ্য নেতৃত্ব ও তার সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস সম্পর্কে রাষ্ট্রদূত বিশদভাবে ফার্স্ট লেডিকে অবগত করেন।
এ সময় ল্যাটিন আমেরিকার কিংবদন্তী নেতা ফিদেল কাস্ত্রোর বঙ্গবন্ধুকে হিমালয়ের সঙ্গে তুলনা করার বিষয় জেনে মিজ রোজাঞ্জেলা অভিভূত হন এবং বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধাজ্ঞাপন করেন।
ফয়জুননেসা ফার্স্ট লেডিকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুর সপরিবারে নির্মম হত্যাকাণ্ডের বিষয়ে অবগত করলে তিনি মর্মাহত ও বাকরুদ্ধ হয়ে পড়েন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে গৃহীত দূরদৃষ্টিসম্পন্ন পদক্ষেপসমূহ এবং এর কার্যকরী ফলাফল নিয়ে রাষ্ট্রদূত ও ফার্স্ট লেডির মাঝে বিশদ আলোচনাকালে ফার্স্ট লেডি বলেন, ‘বাংলাদেশ নারীর ক্ষমতায়ন নিশ্চিতকরণে ব্রাজিল থেকে অনেক এগিয়ে আছে।’
ফার্স্ট লেডি শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন এবং বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে অবদানকারী নারীদের আন্তরিক অভিনন্দন জানান।
ফার্স্ট লেডিকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত বিভিন্ন ফোরামে বাংলাদেশের নেতৃস্থানীয় ও শক্তিশালী অবস্থানের বিষয়ে রাষ্ট্রদূত অবহিত করেন।
আরও পড়ুন: পঞ্চগড়ের টিউলিপ বাগান পরিদর্শনে ডেনমার্কের রাষ্ট্রদূত ও ইফাদের কান্ট্রি ডিরেক্টর
এ সময় ফার্স্ট লেডি জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ঝুঁকিপূর্ণ পরিণতির বিষয়ে অবগত আছেন বলে জানান। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি হ্রাসে বাংলাদেশের অভিযোজন সক্ষমতার প্রশংসা করে জলবায়ু পরিবর্তন মোকাবিলা সংক্রান্ত সকল আন্তর্জাতিক ফোরামে ব্রাজিল বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করবে বলে তিনি আশ্বস্ত করেন।
রাষ্ট্রদূত টেকসই উন্নয়ন, দারিদ্রমুক্তি, ক্ষুধা ও অপুষ্টি নিরসন, সামাজিক বৈষম্য, সামাজিক নিরাপত্তা বিষয়ে বাংলাদেশ ও ব্রাজিল সরকারের অভিন্ন অবস্থান সম্পর্কে ফার্স্ট লেডিকে অবহিত করেন। গৃহহীন মানুষদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প সম্পর্কে জেনে ফার্স্ট লেডি অভিভূত হন।
উল্লেখ্য, ব্রাজিলের ভূমিহীন দরিদ্রদের আবাসন নিশ্চিতকরণে মিজ রোজাঞ্জেলার ব্যাপক ভূমিকা রয়েছে।
ব্রাজিলিয়ান ফুটবলের প্রতি বাংলাদেশের ভালবাসা ও ব্রাজিলের ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য বাংলাদেশের জনগণকে ফার্স্ট লেডি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশের কুটির শিল্পের প্রসারের পাশাপাশি গ্রামীণ নারীদের স্বাবলম্বী এবং ক্ষমতায়নের মাধ্যম হিসেবে গ্রামবাংলার পটভূমিতে তৈরি হাতে বোনা শাড়ি উপহার হিসেবে গ্রহণ করে ফার্স্ট লেডি অভিভূত হন। তিনি বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতির প্রশংসা করে এ সম্পর্কে অধিকতর জানার আগ্রহ প্রকাশ করেন।
ব্রাজিলের রাষ্ট্রপ্রধান ও ফার্স্ট লেডিকে রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসা প্রধানমন্ত্রীর পক্ষ হতে বাংলাদেশ ভ্রমণের আমন্ত্রণ জানালে তিনি উষ্ণ ধন্যবাদ জানান এবং লুলা ডি সিলভাসহ বাংলাদেশ ভ্রমণের আন্তরিক ইচ্ছা প্রকাশ করেন।
উল্লেখ্য, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এই সৌজন্য সাক্ষাতের পরে ব্রাজিলের ফার্স্ট লেডি তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে উক্ত সাক্ষাতের বিষয়ে বাংলাদেশের পতাকাসহ রাষ্ট্রদূত সাদিয়া ফয়জুননেসার ছবিসহ পোস্ট করেন, যা ব্রাজিলের জনপ্রিয় দৈনিক পোডার-৩৬০ পত্রিকাতে গুরুত্বসহকারে প্রকাশ করা হয়।
আরও পড়ুন: কসমস অ্যাতেলিয়ার ৭১ পরিদর্শন করলেন ফরাসি রাষ্ট্রদূত মারি মাসদুপুই
ব্রাজিল ও দ. আমেরিকার ৩ দেশের সঙ্গে পিটিএ ও এফটিএ সইয়ের ওপর জোর প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্য ও ব্যবসায়িক সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের বিশাল সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস রবিবার তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর বক্তৃতা লেখক (স্পিচ রাইটার) মো. নজরুল ইসলাম।
এসময় দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণকে অগ্রাধিকার দেয়ার জন্য ব্রাজিল সরকারের প্রতি অনুরোধ জানান শেখ হাসিনা।
আরও পড়ুন: মায়ের স্মৃতি বিজড়িত জমি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী
এছাড়া, বাংলাদেশ ২০২৬ সালে একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে বলে তিনি ব্রাজিল এবং অন্যান্য তিনটি মার্কোসুর দেশ-আর্জেন্টিনা, প্যারাগুয়ে ও উরুগুয়ের সঙ্গে শিগগিরই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) অথবা মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সই করার বিষয়ে জোর দেন।
মার্কোসুর দেশগুলোর সঙ্গে পিটিএ বা এফটিএ সইয়ের বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে উল্লেখ করে, প্রধানমন্ত্রী শিগগিরইই চুক্তিগুলো সই করার প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
তিনি জানান, বাংলাদেশ ব্রাজিলে প্রধানত ফার্মাসিউটিক্যালস আইটেম ও আরএমজি পণ্য রপ্তানি করে এবং দেশটি থেকে সয়াবিন, অপরিশোধিত চিনি ও গম আমদানি করে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে কৃষি সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।
ফার্মাসিউটিক্যাল আইটেমগুলো এখন ব্রাজিলের বাজারে নিবন্ধন প্রক্রিয়ার ব্যাপারে কিছু শর্তাবলীর মুখে পড়ছে। তাই তিনি ব্রাজিলের পক্ষকে শর্তগুলো সহজ করতে বলেছেন।
রোহিঙ্গা ইস্যু সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ১১ লাখেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে, যা দেশের জন্য একটি বড় বোঝা। এছাড়া প্রতিবছর ৩০ হাজার করে রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে।
রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্পষ্ট ভূমিকা নিতে ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
এছাড়া তিনি ব্রাজিলের নবনির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন।
শেখ হাসিনা ব্রাজিলের ফুটবল কিংবদন্তী এডসন আরান্তেস দো নাসিমেন্তো পেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তার পরিবার ও ব্রাজিলের জনগণের প্রতি সমবেদনা জানান।
ব্রাজিলের রাষ্ট্রদূত বলেন, ব্রাজিলের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে।
এছাড়া ব্রাজিল বাংলাদেশি আরএমজি পণ্যের একটি বড় বাজার হতে পারে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, দুই দেশের মধ্যে বিশেষ করে বাণিজ্য ও প্রযুক্তি খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোর বিশাল সুযোগ রয়েছে।
পাওলো ফার্নান্দো দুই দেশের মধ্যে মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর জোর দেন।
দ্বিপক্ষীয় কৃষি সহযোগিতার বিষয়ে রাষ্ট্রদূত বলেন, একে অপরের সঙ্গে কৃষির ইতিবাচক ব্যবহার, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করা যেতে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রীর অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মোহাম্মদ জিয়াউদ্দিন, মুখ্য সচিব এম. তোফাজ্জেল হোসেন মিয়া এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: যুদ্ধ ও মহামারি সত্ত্বেও মানুষের কষ্ট লাঘবে যা দরকার আ.লীগ তা করবে: প্রধানমন্ত্রী
আগামী নির্বাচনকে সামনে রেখে নৈরাজ্যের বিরুদ্ধে সতর্ক থাকুন: জাতির উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ফুটবল কিংবদন্তি পেলে ৮২ বছর বয়সে মারা গেছেন
ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলে ৮২ বছর বয়সে মারা গেছেন।
তিনি ২১ বছরের ক্যারিয়ারে এক হাজার ৩৬৩টি ম্যাচে এক হাজার ২৮১টি গোল করে বিশ্ব রেকর্ড করেন। যার মধ্যে তার দেশের হয়ে ৯২টি ম্যাচে ৭৭টি গোল রয়েছে।
১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০ সালের বিশ্বকাপ ট্রফি নিজেদের ঘরে তুলে তিনবার বিশ্বকাপ জয়ী একমাত্র খেলোয়াড়ের খ্যাতি পান তিনি। পেলে ২০০০ সালে ফিফার শতাব্দীর সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
তিনি সাম্প্রতিক বছরগুলোতে কিডনি ও প্রোস্টেটের সমস্যায় ভুগছিলেন।
রুটিন পরীক্ষায় টিউমার ধরা পড়ার পর পেলের ২০২১ সালের সেপ্টেম্বরে সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে তার কোলন থেকে একটি টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়েছিল। ২০২২ সালের নভেম্বরের শেষের দিকে তাকে আবার হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়ে কেলি ন্যাসিমেন্টো তার বাবার অবস্থা সম্পর্কে ভক্তদের হাসপাতাল থেকে নিয়মিত সামাজিক মিডিয়ায় আপডেট জানিয়েছেন।
বৃহস্পতিবার তিনি একটি ছবি পোস্ট করে লেখেন: ‘আমরা যা কিছু, তার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা আপনাকে অসীম ভালবাসি। রেস্ট ইন পিস।’
আরও পড়ুন: কিংবদন্তি ফুটবলার পেলে ভালো আছেন
হাসপাতাল নিশ্চিত করেছে যে কোলন ক্যান্সারে পেলের একাধিক অঙ্গ কাজ না করার কারণে তিনি মারা গেছেন।
পেলের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা হয়েছে: ‘অনুপ্রেরণা ও ভালবাসার রাজা পেলে আজ শান্তিপূর্ণভাবে মারা গেছেন। ভালবাসা, ভালবাসা এবং ভালবাসা, চিরকাল।’
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানিয়েছে, ‘পেলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রীড়াবিদ থেকেও অনেক বেশি কিছু ছিলেন।’
প্রেসিডেন্ট জাইর বলসোনারো তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।
মঙ্গলবার, সাও পাওলোতে সান্তোসের রাস্তা দিয়ে একটি ব্যক্তিগত পারিবারিক সমাধিতে একটি শোকযাত্রা হবে।
আরও পড়ুন: সুস্থ আছেন ফুটবল কিংবদন্তি পেলে
কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন আর নেই
খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, আহত ৭
কুষ্টিয়ায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলায় দুই দলকে সমর্থন দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত সাতজন আহত হয়েছেন।
রবিবার (১৮ ডিসেম্বর) রাতে সদর উপজেলার হাটশ হরিপুর বাজারে ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলা শেষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সদর উপজেলার হরিপুর গ্রামের আখের আলীর ছেলে মোফাজ্জল (৪৫), আবু হানিফের ছেলে সায়েম আলী (৫৫), আমদ আলীর ছেলে অমিত (২৩), জুয়েল (৩৫), একই এলাকার শিপন (৩৭), বিজয় (৩৫) এবং চাঁদ আলীকে (৩৬) কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে কিশোর খুন
আহতদের মধ্যে সায়েম আলী চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বিশ্বকাপ ফুটবলে ফাইনাল খেলা উপলক্ষে হাটশ হরিপুর বাজারে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করেন স্থানীয়রা। খেলায় প্রথমার্ধে আর্জেন্টিনা দুই গোল দিলে দলটির সমর্থকরা বিভিন্নভাবে উল্লাস প্রকাশ করতে থাকে।
ফাইনাল খেলায় ফ্রান্সের সমর্থন দেয়াকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থকেরা খেলা দেখা বাদ দিয়ে ওই স্থান ত্যাগ করে।
কিছুক্ষণ পর ফ্রান্স দুই গোল শোধ দিলে ব্রাজিলের সমর্থকেরা আবারও সেখানে এসে উল্লাস প্রকাশ করতে থাকে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
শেষে ট্রাইব্রেকারে আর্জেন্টিনা জয় লাভ করলে দলটির সমর্থকেরা নাচানাচি শুরু করে।
এসময় আর্জেন্টিনার এক সমর্থক ব্রাজিলের এক সমর্থকের গায়ের ওপর পড়ে গেলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়।
পরে খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা-পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহত সায়েম আলীর শ্যালক হাসিবুর রহমান রিজু জানান, দুলাভাই সায়েম আলীর বাড়ির পাশেই খেলা চলছিল। খেলা নিয়ে বাগবিতন্ডা হয়। মারামারি ঠেকাতে গিয়ে সায়েম আলী চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) (তদন্ত) মো. জহুরুল ইসলাম জানান, হরিপুরে খেলা দেখা নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় খেলার সময় গাছ উপড়ে শিশুর মৃত্যু
ফিফা বিশ্বকাপ: ভোলায় নুডুলস পার্টি নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে খেলা পাগলের কাণ্ড!
কাতার বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ফাইনালে উঠেছে। রাতেই আর্জেন্টিনা মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।
আর এই ফাইনাল খেলার আগে অন্যরকম এক কাণ্ড ঘটিয়েছেন নারায়ণগঞ্জের এক ব্রাজিল সমর্থক। দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা দলকে সমর্থনের ঘোষণা দিয়েছেন তিনি।
দুধ দিয়ে গোসল করা ওই ব্রাজিল সমর্থক নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার আষারিয়ারচর গ্রামের মো. জুয়েল রানা। তিনি একজন ব্যবসায়ী।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে খর্বাকায় পুরুষ আফশিনের আদ্যোপান্ত
তার গোসলের ৪ মিনিট ৫৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে।
শনিবার দুপুরে সোনারগাঁ উপজেলার হাবীবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আর্জেন্টিনার সমর্থকদের দলে কেন যোগ দিলেন জানতে চাইলে জুয়েল রানা জানান, ছোটবেলা থেকে ব্রাজিলের বড় ভক্ত ছিলাম। সব সময় দলটির জন্য অনেকের সঙ্গে তর্ক করতাম। কিন্তু ক্রোয়েশিয়ার মতো দলের কাছে হেরে যাবে ব্রাজিল, এটা আমি ভাবতে পারিনি।
দুর্দান্ত গোল করেও ব্রাজিলকে সেমিফাইনালে তুলতে পারলেন না নেইমার, আর নেইমার এর অভিনয় মোটেই ভালো লাগেনা।
আর মেসির দল আর্জেন্টিনা সেই ক্রোয়েশিয়াকে তিন গোলে হারিয়ে দিল। এসব দেখে আমি আর্জেন্টিনার ফ্যান হয়ে যাই। তাই আজ থেকে আমি আর্জেন্টিনার সমর্থক থাকব।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, বালতিতে দুধ রাখা। সেখান থেকে একটি মগে করে জুয়েল মাথায় দুধ ঢালছেন। এসময় স্থানীয় আর্জেন্টিনার সমর্থক ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের মেম্বার আবুল হোসেন তুষার এর নেতৃত্ব তিনি আজীবন আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকবেন বলেও জানান।
জুয়েল রানা ব্রাজিলের সমর্থক ছিলেন। কিন্তু ক্রোয়েশিয়ার সঙ্গে ব্রাজিলের হারের পর সে মনোবল হারিয়ে ফেলে। যে ক্রোয়েশিয়া ব্রাজিলকে হারিয়েছে, সেই ক্রোয়েশিয়া তিন গোলে হেরেছে আর্জেন্টিনার কাছে। এ কারণে তিনি আর্জেন্টিনা দলকে ভালোবেসে এই দলে যুক্ত হয়েছে।
এ বিষয়ে স্থানীয় মেম্বার আবুল হোসেন তুষার বলেন, সোনারগাঁ উপজেলায় আর্জেন্টিনার সমর্থক বিপুল। আর্জেন্টিনা একটি সেরা দল, জুয়েল রানার মাঝে সেই বোধোদয় জন্মেছে, সেজন্য তাকে শুভেচ্ছা জানাই।
এসময় আর্জেন্টিনার সমর্থকরা তাকে সাধুবাদ জানান।
আরও পড়ুন: সাতক্ষীরায় বিশ্বের সর্ববৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী শুরু
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
FIFA World Cup Qatar 2022 Quarter Final: Brazil vs Croatia Live: ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) শুক্রবার রাতে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল ও ক্রোয়েশিয়া।
কাতার বিশ্বকাপে শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। এখান থেকে ভুলের কোনও সুযোগ নেই। হারলেই বিশ্বকাপ থেকে বিদায়। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সহজ জয়ের পর এবার কোয়ার্টার ফাইনালে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ গত আসরের রানার্স-আপ ক্রোয়েশিয়া।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৯টায় প্রথম কোয়ার্টার ফাইনালের ম্যাচে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। তবে এর আগের দুবারে শতভাগ জয় নিয়ে মাঠ ছেড়েছেন সেলেকাওরা।
ব্রাজিলের ফুটবলাররা দক্ষিণ কোরিয়ার সঙ্গে অসাধারণ পারফর্মেন্সে ব্রাজিলের কাছে ৪-১ গোলে দক্ষিণ কোরিয়া হেরে জায়গা করে নেয় কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে। অপরদিকে ক্রোয়েশিয়া জাপানের সঙ্গে বাঁচা মরার লড়াই অবশেষে টাইফিকারের মাধ্যমে জয় ছিনিয়ে আনে এবং এর মাধ্যমে ক্রোয়েশিয়াও জায়গা করে নেয় কাতার বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে।
শেষ আটে মুখোমুখি হবে বিশ্ব ফুটবলের দুই বড় শক্তি- ব্রাজিল এবং ক্রোয়েশিয়া। তাদের ম্যাচ কবে, কখন- লাইভ কিভাবে দেখবেন, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান জানুন বিস্তারিত।
আরও পড়ুন: ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২, সম্ভাব্য একাদশ
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কীভাবে দেখবেন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনাল লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
মোবাইলে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ খেলা
বাংলাদেশি মোবাইল অ্যাপ Toffee তে সবচেয়ে ভালো মানের স্ট্রিম সম্প্রচারিত হচ্ছে ফিফা বিশ্বকাপ। কোনো প্রকার বাফারিং ছাড়াই ফিফা বিশ্বকাপের প্রতিটি ম্যাচ Toffee তে দেখা যাচ্ছে। Toffee খেলা দেখার দুটি উপায় আছে একটি ফ্রি অপরটি প্রিমিয়াম। ফ্রি এবং প্রিমিয়াম দুই এর মধ্যে কোনো পার্থক্য নাই। প্রিমিয়ামে শুধু মাত্র অ্যাডভার্টাইজম্যান্ট বা অ্যাড দেখায় না। অপর দিকে ফ্রি ভার্সনে ১০ সেকেন্ডের জন্য একটা এড দেখায় তাও খেলা শুরু হওয়ার আগে এবং পরে। কাজেই ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ খেলা দেখার জন্য টিভির পরে প্রথম পছন্দ হবে Toffee Application.
Toffee App লিখে গুগুল প্লে স্টোরের সার্চ করুন।
তারপর Toffee App Install করুন।
তারপর Open করুন।
তারপর Fifa live নামে অনেকগুলো বাটন দেখবেন।
আপনি প্রতমটিতে ক্লিক করলে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ খেলা দেখতে পারবেন।
Sportzfy অ্যাপে নকআউট পর্বে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ খেলা
Sportzfy app এ কোয়ার্টার ফাইনালে রাউন্ড অফ সিক্সটিন লাইভ দেখা যাবে। চিন্তার কারণ নেই। Sportzfy app গুগুল প্লেতে পাওয়া যায়। আপনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলে রাউন্ড অফ সিক্সটিন এর ক্রোয়েশিয়া, ব্রাজিলের লাইভ খেলা দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচ।
টিভিতে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ খেলা (Brazil vs South Korea Live on TV)
বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ভারত থেকে যারা মোবাইলে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া খেলার লাইভ দেখার কথা ভাবছেন তাদের জন্য JioCinema মোবাইল এপ সমাধান। প্লে স্টোর থেকে JioCinema এপসটি ডাউনলোড করে তারপর ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া খেলাটি উপভোগ করুন।
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি এডুকেশন সিটি স্টেডিয়াম -এ হবে।
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া ম্যাচটি কখন শুরু হবে?
এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় ৫ম বারের মতো মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। এটি হবে বিশ্বকাপ মঞ্চে তৃতীয় দেখা।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম অস্ট্রেলিয়া লাইভ স্ট্রিমিং: কোথায়, কীভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
কোয়ার্টার ফাইনালের জন্য ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সম্ভাব্য একাদশ
ব্রাজিলের সম্ভাব্য একাদশ: আলিসন বেকার, সান্দ্রো, থিয়াগো সিলভা, মার্কিনোস, দানিলো, কাসেমিরো, লুকাস পাকেতা, ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, নেইমার জুনিয়র ও রিচার্লিসন।
ক্রোয়েশিয়া সম্ভাব্য একাদশ: ডমিনিক লিভাকোভিচ (গোলরক্ষক), জোস্কো গার্দিওল, ডেজান লোভরেন, জসিপ জুরানোভিচ, বোর্না বারিসিচ, লুকা মদ্রিচ, মাতেও কোভাচিচ, মার্সেলো ব্রোজোভিচ, ইভান পেরিসিচ, আন্দ্রেজ ক্রামারিচ, মার্কো লিভাজা
ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া মুখোমুখি পরিসংখ্যান
বিশ্বকাপের পরিসংখ্যানে দেখা গেছে, সব মিলিয়ে চারটি ম্যাচের মধ্যে তিনটিতেই জয় ব্রাজিলের; একটি ম্যাচ ড্র হয়েছে। পরিসংখ্যান এবং শক্তিমত্তার দিক থেকে ব্রাজিল এগিয়ে থাকলেও একের পর এক অঘটন এবারের বিশ্বকাপকে রোমাঞ্চকর করে তুলেছে।
২০০৫ সালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া সর্বপ্রথম মুখোমুখি হয়েছিল আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে। সে ম্যাচটি ১-১ গোল সমতায় ড্র হয়।
এরপর ২০০৬ বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বআসরে মুখোমুখি হয় দলদুটি। যেখানে ব্রাজিল ১-০ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে।
২০১৪ সালে পুনরায় দু’দলের দেখা হয়। সেখানে ব্রাজিল ৩-১ গোলে ক্রোয়েশিয়াকে পরাজিত করে।
সর্বশেষ ২০১৮ সালে আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচে দেখা হয়েছিল এই দুইটি ফেভারিট দলের। সেই ম্যাচেও ক্রোয়েশিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছিল তিতের শিষ্যরা।
আরও পড়ুন: ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২, সম্ভাব্য একাদশ
ফিফা ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup 2022) আজ রাতে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া (Brazil vs South Korea)।
কাতার বিশ্বকাপে চলছে নকআউট পর্ব। এখান থেকে ভুলের কোনও সুযোগ নেই। পা হড়কালেই টুর্নামেন্ট থেকে বিদায়। ইতোমধ্যে শেষ আটে পৌঁছে গিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স। বাকি দলগুলোর মধ্যে কোন পাঁচটি দল কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে তা নির্ধারণ হয়ে যাবে ৭ ডিসেম্বরের মধ্যে। সোমবার ফের মাঠে নামছে ব্রাজিল। কোচ তিতে জানিয়ে দিয়েছেন, গোড়ালির চোট সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন নেইমার জুনিয়র। নকআউট ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলবেন তিনি। সন হিউং মিনরাও তৈরি সেলেকাওদের হেক্সার স্বপ্ন ভাসিয়ে দিতে। কোথায়, কবে, কীভাবে দেখবেন এই ম্যাচ।
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। সেলেসাওদের ফেবারিট মানলেও চমকের অপেক্ষায় থেগোক যোদ্ধারা। নাইন সেভেন ফোর স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় মাঠে গড়াবে শেষ আটে উঠার এ লড়াই।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে ও ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও। চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক।
সুতরাং, টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
Toffee App লিখে গুগুল প্লে স্টোরের সার্চ করুন।
তারপর Toffee App Install করুন।
তারপর Open করুন।
তারপর Fifa live নামে অনেকগুলো বাটন দেখবেন।
আপনি প্রথমটিতে ক্লিক করলে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ খেলা দেখতে পারবেন।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়
Sportzfy অ্যাপে নকআউট পর্বে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ খেলা।
Sportzfy app এ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া রাউন্ড অব সিক্সটিন লাইভ দেখা যাবে। চিন্তার কারণ নেই। Sportzfy app গুগুল প্লেতে পাওয়া যায়। আপনি অ্যাপটি ডাউনলোড করে ওপেন করলে রাউন্ড অফ সিক্সটিন এর দক্ষিণ কোরিয়া ও ব্রাজিলের লাইভ খেলা দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ।
টিভিতে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ খেলা (Brazil vs South Korea Live on TV)
বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচ কোথায় খেলা হবে?
কাতার বিশ্বকাপ ২০২২, ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া স্টেডিয়াম ৯৭৪ এ বাংলাদেশ সময় রাত ১টায় একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল-দক্ষিণ কোরিয়া। এই ম্যাচ জিতলেই টানা ৭ আসরে গ্রুপ পর্বে কোনো ম্যাচ না হারার কীর্তি গড়বে ব্রাজিল।
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া খেলা কখন?
ফুটবল বিশ্বকাপের নকআউটে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচটি রয়েছে সোমবার মধ্যরাত (৬ ডিসেম্বর)।
আরও পড়ুন: ভ্যান গালের নেতৃত্বে নেদারল্যান্ডস বিশ্বকাপে এগিয়ে যাওয়ার উপক্রম
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচটি কোথায় হবে?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচটি স্টেডিয়াম ৯৭৪-এ হবে।
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচটি কখন শুরু হবে?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া ম্যাচটি শুরু হবে রাত ১২.৩০ মিনিটে।
বিশ্বকাপের জন্য ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া সম্ভাব্য একাদশ–
ব্রাজিল: ব্রাজিল: (৪-২-৩-১): এডারসন (গোলরক্ষক), তেলেস, ব্রেমার, আলভেস, মিলিতাও, গুইমারেস, ফ্যাবিনহো/নেইমার, মার্তিনেল্লি, রদ্রিগো, অ্যান্তোনি, জেসুস
দক্ষিণ কোরিয়া: (৪-৩-৩) কিম (গোলরক্ষক), মুন-হোয়ান, মিন জায়ে, ইয়ং-গুওন, জিন-সু, হোয়াং, জুং, না, লি, সন, হোয়াং
আরও পড়ুন: লিওনেল মেসি: দুনিয়া কাঁপানো ফুটবলার হয়ে উঠার সচিত্র গল্প
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া মুখোমুখি পরিসংখ্যান
ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭ ম্যাচে। যেখানে আধিপত্য পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। সাত ম্যাচের মধ্যে ৬টিতেই জিতেছে হলুদ শিবির। দক্ষিণ কোরিয়ার জয় এক ম্যাচে।
বিশ্বকাপে এখনও ব্রাজিল-দক্ষিণ কোরিয়ার কোনো ম্যাচ হয়নি, ৬টিই ছিল প্রীতি ম্যাচ। এর মধ্যে শেষ চার দেখায়ই ব্রাজিলের কাছে একাধিক গোলে হেরেছে কোরিয়া। শেষ চার ম্যাচে সন হিয়ং মিনের দলকে তারা দিয়েছে ১৩ গোল। সব মিলিয়ে ৭ ম্যাচে দক্ষিণ কোরিয়ার ৫ গোলের বিপরীতে ব্রাজিল দিয়েছে ১৬ গোল।
ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ভিনসেন্টের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের পরাজয়
গ্রুপ পর্বের শেষ দিনে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হেরেছে ব্রাজিল। ভিনসেন্ট আবুবকরের শেষ মুহূর্তের গোলে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন দলটিকে হারের স্বাদ নিতেই হল। অন্যদিকে দুর্দান্ত জয়েরও পরও শেষ ১৬-এ জায়গা করে নিতে পারেনি ক্যামেরুন।
বলের দখল ব্রাজিলের কাছেই ছিল। ২১টি শট ও ৭ টার্গেট শট নিয়ে দলটি বেশ দাপুটে খেলা দেখিয়েছে। এর বিপরীতে ক্যামেরুনের পরিসংখ্যান ছিল ৭ ও ৩। কিন্তু ভিনসেন্টের ৯০+২ মিনিটের গোল এই পরিসংখ্যানের হিসাবে অঘটন ঘটিয়ে দেয়।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
৩৫ শতাংশ বল নিজেদের পায়ে রাখতে পারলেও ক্যামেরুনের ডিফেন্স ছিল বেশ দৃঢ়। তা না হলে জয় ব্রাজিলেরই হতে পারত! তবে ভিনসেন্টকে লাল কার্ড নিয়েই মাঠ ছাড়তে হয়। ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে রেফারি তাকে ৯০+৩ মিনিটে গোলের উৎসব পালন করার কারণে লাল কার্ড দেখান। তবে সে যাই হোক, তিনি যে ইতিহাস গড়লেন তাতে কোনো সন্দেহ নেই।
৬ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল শেষ ১৬ এর খেলায় সোমবার দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে। অন্যদিকে ক্যামেরুন ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্বে তৃতীয় অবস্থানে থেকে এবারের বিশ্বকাপ যাত্রার ইতি টানল।
আরও পড়ুন: বরিশালে ব্রাজিল সমর্থকদের মোটর শোভযাত্রা
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
ফিফা ফুটবল বিশ্বকাপে (Brazil vs Cameroon Live FIFA World Cup 2022) আজ রাতে মুখোমুখি হতে চলেছে ব্রাজিল বনাম ক্যামেরুন (Brazil vs Cameroon)।
কাতার বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ড আগেই নিশ্চিত হওয়ায় নির্ভার পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। জি গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ক্যামেরুনের বিরুদ্ধে রাতে মাঠে নামছে ব্রাজিল। লুসাইল আইকনিক স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় রাত ১টা) অনুষ্ঠিত হবে ম্যাচটি। চোটজর্জর ব্রাজিলের এই ম্যাচে তিন তারকা খেলছেন না। নেইমার এই ম্যাচেও খেলতে পারবেন না।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ সরাসরি
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে, অনলাইনে, এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলেও । চলুন জেনে নেওয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
টফি অ্যাপে লাইভ ব্রাজিল বনাম ক্যামেরুন বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
আরও পড়ুন: ব্রাজিল বনাম সুইজারল্যান্ড লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজী টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ।
ব্রাজিল বনাম ক্যামেরুন ম্যাচ কোথায় খেলা হবে?
কাতার বিশ্বকাপ ২০২২, ব্রাজিল বনাম ক্যামেরুন দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় একে অপরের মুখোমুখি হবে ব্রাজিল-ক্যামেরুন। এই ম্যাচ জিতলেই টানা ৭ আসরে গ্রুপপর্বে কোনো ম্যাচ না হারার কীর্তি গড়বে ব্রাজিল।
ব্রাজিল বনাম ক্যামেরুন খেলা কখন?
ব্রাজিল বনাম ক্যামেরুন খেলা ৩ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১ টায়।
বিশ্বকাপের জন্য ব্রাজিল বনাম ক্যামেরুন সম্ভাব্য একাদশ–
ব্রাজিল: এডারসন, দানি আলভেস, মিলিতাও, ব্রেমার, তেলেস, ফ্যাবিনহো, ফ্রেড/গুইমারেস, রড্রিগো/রিবেইরো/ রিচার্লিসন, মার্টিনেলি, গ্যাব্রিয়েল জেসুস/পেদ্রো, অ্যান্টনি।
ক্যামেরুন: (৪-৪-২) ডেভিন এপাসির (গোলরক্ষক), ক্যাসটেলেট্টো, তোলো, এনকোলো, ফাই, অ্যাঙ্গুইসা, একামবি, হংলা, এমবেউমো, চৌপো-মোটিং, আবু বকর
ব্রাজিল বনাম ক্যামেরুন মুখোমুখি পরিসংখ্যান
ক্যামেরুনের বিপক্ষে এর আগে ৬টা ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে পাঁচবারই জয় পেয়েছে সিলেকাওরা। একবার জয় পেয়েছে ক্যামেরুন। ২০০৩ সালে ফিফা কনফেডারেশন্স কাপে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়েছিলেন স্যামুয়েল ইতোরা। বিশ্বকাপে দুই দল দু'বার মুখোমুখি হয়েছে। ১৯৯৪ সালে ব্রাজিল জয় পেয়েছে ২-০ গোলে। ২০১৪ সালে সিলেকাওরা ৪-১ গোলে হারিয়েছে ক্যামেরুনকে।
ব্রাজিল বনাম ক্যামেরুন লাইভ স্ট্রিমিং
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২