বিশ্বকাপ
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ: যুক্তরাষ্ট্রকে ৫ উইকেটে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ
দক্ষিণ আফ্রিকার বেনোনির উইলোমুর পার্ক বি মাঠে কম স্কোরিং তৃতীয় এবং শেষ গ্রুপ ম্যাচে সমস্ত পরাজিত মার্কিন যুক্তরাষ্ট্রকে পাঁচ উইকেটে হারিয়ে আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার-সিক্স পর্বে অপরাজিত গ্রুপ এ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে বাংলাদেশ।
দিনের সফলতার সঙ্গে বাংলাদেশ শ্রীলঙ্কার বিরুদ্ধে জায়ান্ট অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত উইকেটের জয় এবং ১০ রানে জয়ের পর টানা তিন ম্যাচে পূর্ণ ছয় পয়েন্ট অর্জন করে সর্ব-জয় রেকর্ডের সঙ্গে গ্রুপ এ মুকুট জিতেছে।
তাদের শেষ গ্রুপ ম্যাচে ইউএসএ দল টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১০৩ রান করে।
আরও পড়ুন: সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন নারী ক্রিকেটার শারমিন
বাংলাদেশের অধিনায়ক দিশা বিশ্বাস তার চার ওভারের স্পেলে ১৩ রান দিয়ে দু’টি ইউএসএ উইকেট নেন এবং ম্যাচের সেরা নির্বাচিত হন এবং মারুফা আক্তার চার ওভারে ১৭ রান দিয়ে একটি উইকেট নেন।
জবাবে বাংলাদেশ ১৭ ওভার তিন বলে পাঁচ উইকেট হারিয়ে ১০৪ রান করে ম্যাচ জয়ী হন।
ঝর্ণা আক্তার মাত্র ১২ বলে দু’টি চার ও ছয় মেরে ২২ রান, রাবেয়া খান ২৪ বলে দু’টি বাউন্ডারি সহ ১৮ রান করে অপরাজিত থাকেন। উইকেটরক্ষক দিলারা আক্তার ১৫ বলে ১৭ রান করেন দু’টি বাউন্ডারিতে এবং মিস্টি শাহা ১৩ বলে ১৪ রান করেন। দুই চারের সাহায্যে ওপেনার সুমাইয়া আক্তার ১২ বলে ১০ রান করে দুই অঙ্কে পৌঁছেছেন উল্লেখযোগ্য বাংলাদেশি ব্যাটসম্যানরা।
অদিতিবা চুদাসামা তার চার ওভারের স্পেলে ১৫ রানে দু’টি বাংলাদেশের উইকেট নেন এবং সাই তাম্মায়ি আইয়ুন্নি এবং ভুমিলা ভানরিরাজু যথাক্রমে ১৯ এবং ২৩ রান দিয়ে একটি করে উইকেট নেন।
আরও পড়ুন: নারী ক্রিকেট নিয়ে ব্যর্থতা স্বীকার করল পাপন
বিশ্বকাপ জয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো অ্যাঞ্জেল ফার্নান্দেজকে ২০২২ ফিফা বিশ্বকাপে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।
সোমবার আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লেখা চিঠিতে তিনি বলেন, ‘বাংলাদেশের জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আর্জেন্টিনার ফুটবলের দুর্দান্ত জয়ে আপনাকে ও আর্জেন্টিনা প্রজাতন্ত্রের বন্ধুত্বপূর্ণ জনগণকে এবং ২০২২ ফিফা বিশ্বকাপ জয়ী দলকে আমাদের আন্তরিক অভিনন্দন। আন্তরিক অভিনন্দন জানাতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
তিনি আরও বলেন যে ফুটবলের প্রতি স্নেহ ও ভালবাসা, বিশেষ করে আর্জেন্টিনা ফুটবল দল, দুই দেশের মানুষকে গভীরভাবে সংযুক্ত করে।
আরও পড়ুন: ‘ফুটবলপ্রেমে বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয় একই বন্ধনে আবদ্ধ’
প্রধানমন্ত্রী বলেন, ‘আপনার জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ ফুটবল চ্যাম্পিয়নশীপ জয়ের স্বতঃস্ফূর্ত উদযাপনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তাদের প্রশংসা ও ভালোবাসার পরিচয় দিয়েছে।’
শেখ হাসিনা বলেন যে দুই ফুটবলপ্রেমী দেশের জনগণের মধ্যে অভূতপূর্ব ভালোবাসা ও স্নেহ দৃঢ় দ্বিপক্ষীয় সম্পর্কের পথ প্রশস্ত করেছে।
তিনি আগামী দিনে একে অপরের রাজধানীতে মিশন খোলার মাধ্যমে সম্পর্ককে আরও সুসংহত করার আশা প্রকাশ করেন।
আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের বিশ্বকাপের দায়িত্ব গ্রহণ আয়োজক ৩ দেশের
কূটনৈতিক হস্তান্তর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৬ সালের বিশ্বকাপের দায়িত্ব নিলেন আয়োজক তিন দেশ।
রবিবার কাতারে আয়োজক তিনটি দেশের প্রতিনিধিরা আর্জেন্টিনা ও ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল খেলার আগে এই অনুষ্টানে মিলিত হন।
মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা আগামী সোয়া তিন বছরেরও কম সময়ের মধ্যে ফুটবলের সবচেয়ে বড় ইভেন্ট আয়োজন করবে।
প্রেসিডেন্টের প্রতিনিধি দলের নেতৃত্বদানকারী ও জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেছেন, ‘আমরা বেশি আবেগতারিত হতে পারিনি।’ ‘আমরা ইতিমধ্যেই ২০২৬ সালের প্রস্তুতির জন্য কঠোর পরিশ্রম করছি এবং আমরা বিশ্বজুড়ে ভক্তদের স্বাগত জানাতে উন্মুখ।’
আরও পড়ুন: বিশ্বকাপ জয়, আর্জেন্টিনার হয়ে আরও খেলতে চায় মেসি
গ্রিনফিল্ড জাতিসংঘে কাতারের একজন সহযোগী রাষ্ট্রদূত শেখ আলিয়া আল থানিকে বলেছিলেন যে বর্তমান আয়োজক ‘উচ্চমান নিশ্চিত করেছে।’
শেখ আলিয়া বলেছেন, ‘মনে রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বকাপ জিনিসগুলোকে অতিক্রম করে এবং এটি মানুষ ও দেশকে একত্রিত করতে এবং দীর্ঘস্থায়ী বন্ধুত্ব তৈরিতে একটি ব্যতিক্রমী ভূমিকা পালন করে।’
২০২৬ সালের টুর্নামেন্টটি ১৬টি শহরে খেলা হবে: ১১টি মার্কিন যুক্তরাষ্ট্রে, তিনটি মেক্সিকোতে এবং দু’টি কানাডায়।
কাতারে ৩-৩ ড্রয়ের পর পেনাল্টি শুটআউটে ফ্রান্সকে ৪-২ গোলে হারিয়ে শিরোপা জিতেছে আর্জেন্টিনা।
আরও পড়ুন: এমবাপ্পে বিশ্বকাপের মহাকাব্যে চমক, শেষ পর্যন্ত হার
কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: স্বপ্নের শিরোপা জয়ী মেসির আর্জেন্টিনা
রোমাঞ্চকর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামছে কাতার বিশ্বকাপের
ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচের মধ্য দিয়ে আজ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে।
৬৩ টি ম্যাচ এবং দীর্ঘ প্রায় এক মাসের বিশ্বকাপ অভিযানের পর রবিবার (১৮ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় (বাংলাদেশি সময় রাত ৯টা) লুসাইল স্টেডিয়ামে স্বপ্নের ফাইনালে মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনা ও এমবাপ্পের ফ্রান্স।
ফিফার ঘোষণা অনুযায়ী, ফাইনালের আগে রোমাঞ্চকর এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করবে আয়োজক দেশ কাতার। আর তাই রোমাঞ্চকর এই অনুষ্ঠান যাতে দর্শকেরা মিস না করে, তাই খেলা শুরুর দেড় ঘণ্টা আগেই দর্শকদের নির্ধারিত আসনে বসার অনুরোধ করা হয়েছে।
৮৮ হাজার মানুষ লুসাইল স্টেডিয়ামে বসে যে সমাপনী অনুষ্ঠান উপভোগ করবেন, তা আজীবন তাদের মনে থাকবে বলে আশা করা হচ্ছে।
সমাপনী অনুষ্ঠানে ১৫ মিনিটের মধ্যে তিনটি গান পরিবেশন করা হবে।
‘নাইট টু রিমেম্বার’ গানটির সংকলনে চলবে এবারের বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও।
বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ এর সুরের মূর্চ্ছনায় দর্শকদের মোহিত করবেন মার্কিন গায়ক ডেভিডো এন্ড আয়েশা।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম ফ্রান্স ফিফা বিশ্বকাপ ফাইনাল ২০২২: শীর্ষ তারকা খেলোয়াড় কারা
এরপর বিশ্বকাপের আরেক থিম সং ‘আরবো’ গাইবেন অজুনা ও গিডস।
‘লাইট দ্য স্কাই’ গানে মঞ্চ মাতাবেন বলিউড তারকা নোরা ফাতেহি, বালকিস, রহমা রিয়াদ ও মানাল।
প্রাইজ মানি
এরপর মাঠের লড়াই শেষে চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পাবে বাংলাদেশি টাকায় ৪২০ কোটি টাকার প্রাইজ মানি।
এছাড়াও সেরা খেলোয়াড়, সেরা গোলদাতার মতো বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার।
রানার্সআপরা পাবে ৩০০ কোটি টাকা এবং ক্রোয়েশিয়া ২৭০ আর মরক্কো পেয়েছে ২৫০ কোটি টাকা।
কোয়ার্টার ফাইনালে বাদ পড়া প্রত্যেক দল পাবে ১৭০ কোটি টাকা।
দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয়া দলগুলো প্রত্যেকে পাবে ১৩০ কোটি টাকা এবং গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়া দলগুলো পাবে ৯০ কোটি টাকার প্রাইজ মানি।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম ফ্রান্স লাইভ স্ট্রীমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা
লিওনেল মেসি: দরিদ্রতা, রোগ আর প্রতিকূলতা জয় করে আজ মহানায়ক
১৩ বছর বয়সী মেসি একটা ইউজ ন্যাপকিনে বার্সেলোনার সঙ্গে তার প্রথম কন্ট্রাক্ট সাইন করেন। কারণ তিনি এতটাই উৎসাহিত ছিলেন যে তিনি চেয়েছিলেন ডিনারটা শেষ হওয়ার আগেই যেন তাকে সাইন করিয়ে নেয়া হয়। যে কারণে স্পোর্টিং ডিরেক্টর কার্লস রেসজ্যাগ তখনই সেস্টুর্যান্ট এর ওয়েটারকে ডাক দেন।
তার কাছ থেকে একটা ন্যাপকিন নিয়ে তাতে একটা কন্ট্রাক্ট লিখে ফেলেন। যে ন্যাপকিনটা এখন মেসির উকিলের অফিসে ঝোলানো রয়েছে। যেটাকে বর্তমানে মোস্ট সেলিব্রেটেড পেপার ন্যাপকিন হিসেবে গণ্য করা হয়। ইতিহাস রচনার সূচনাটা হয়েছিল টিস্যু পেপারে স্বাক্ষরিত একটি চুক্তির মাধ্যমে। কে জানত, ওই টিস্যু পেপারের মাধ্যমে হওয়া এক চুক্তি একদিন ফুটবল ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকবে।
ভিনগ্রহের প্লেয়ার বা রেকর্ড এর বরপুত্র যে নামেই ডাকুন না কেন, বর্তমান বিশ্বের সবথেকে বিধ্বংসী ও ট্যালেন্টেড ফুটবলার – লিওনেল আন্দ্রেস মেসি। ত্রিশ বছর বয়সেই মেসি যে পরিমাণ এবং যে মাপের রেকর্ড এর মালিক তা কেবল ভিনগ্রহের কারও পক্ষেই সম্ভব।
নিজের শেষ বিশ্বকাপে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ খেলতে নেমে শুরুতেই বড় হোঁচট। সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারের পর গ্রুপপর্বেই বিদায়ের শঙ্কা জেঁকে বসেছিল। সেখান থেকে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে একের পর এক বাঁচা-মরার লড়াই পেরিয়ে, এখন সোনালি ট্রফিটা থেকে নিঃশ্বাস দূরত্বে মেসির আর্জেন্টিনা।
আমাদের মধ্যে খুব কম মানুষই হয়তো এটা জানেন যে মাত্র ১১ বছর বয়সে মেসির গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি রোগ ধরা পড়ে। লোকাল পাওয়ার হাউস, রিভার প্লেট তার প্রগ্রেস এর প্রতি ইন্টারেস্টেড ছিল। কিন্তু তারা তার চিকিৎসার জন্য প্রতিমাসে জরুরি ৯০০ ডলার খরচ করতে রাজি ছিল না। কার্লস রেসজ্যাগ যিনি সেই সময় এফ সি বার্সেলোনার স্পোটিং ডিরেক্টর ছিলেন। সৌভাগ্যবশত মেসির ট্যালেন্ট সম্পর্কে তিনি অবগত হন। কারণ ওয়েস্টার্ন ক্যাটালোনিয়া লিডাতে তার কয়েকজন আত্মীয় ছিলেন। যার ফলে মেসি ওতার বাবা এফ সি বার্সেলোনা টিমের সঙ্গে একটা ট্রায়াল অ্যারেঞ্জ করতে সফল হন।
আরও পড়ুন: মেসি-আলভারেজ জাদুতে ৩-০ গোলে ফাইনালে আর্জেন্টিনা
এক সাক্ষাতকারে মেসি বলেন, “টাকা আমার কাছে কোনদিনই অনুপ্রেরণাদায়ক ছিল না। টাকা আমাকে কোনদিনই অনুপ্রেরণা যোগায় না। আমাকে আরও ভালো খেলতে কোনোভাবেই উৎসাহিত করে না। আমি শুধুমাত্র আমার পায়ে একটা ফুটবল থাকলেই খুশি। আমার অনুপ্রেরণা আসে খেলাটা থেকে, যে খেলাটাকে আমি এতটা ভালবাসি। যদি আমি একজন প্রফেশনাল ফুটবলার নাও হতাম, তাও আমি কোন কিছু ছাড়াই সারা জীবন ফুটবল খেলে যেতাম।”
মেসি অন্যান্য গ্রেট ফুটবলারদের মত অতটা লম্বাও নন, অতটা স্বাস্থ্যও ভালো না। কিন্তু তবুও লিও মেসি সারাবিশ্বের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ হিসেবে গিয়ে এসেছেন। প্রমাণ করে দিয়েছেন যে, শুধুমাত্র স্বাস্থ্য শরীরই না সেটা ছাড়াও যেটা অনেক বেশি জরুরি তা হল অদম্য মানসিক শক্তি।
মেসিকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়েছিল যখন মেসি আর্জেন্টিনা ছেড়ে, পরিবার ছেড়ে একটা নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে ঘর ছেড়ে বেরিয়ে পড়েছিলেন। কিন্তু মেসি যা কিছু করেছিলেন শুধুমাত্র ফুটবলের জন্য। মেসির স্বপ্নকে পূরণ করতে।
এই কারণেই আমি অত বেশি পার্টি বা অন্যান্য মজার জিনিস গুলো করে বেড়াই না। এখনো পর্যন্ত তার সব থেকে বেশি আবেগপ্রবণ সাক্ষাৎকারে বার্সেলোনার সেই ছোট তারকাটি বলেছিলেন, যে ঠিক কতটা কষ্ট সহ্য করেও তিনি তার পরিবারকে ছেড়ে, সমস্ত বন্ধুদেরকে ছেড়ে, সমস্ত ইনভাইটেশনকে না করে সে বিদেশ চলে এসেছিল একটা নতুন জীবন শুরু করতে।
এত ছোট বয়সেও তিনি এত বড় একটা ডিসিশন নিয়েছিল। কারণ একদম ছোটবেলা থেকেই তার লক্ষ্য সম্পূর্ণ পরিষ্কার ছিল। সে সব দিনই চেয়েছিল একজন মহান ফুটবলার হতে। আর অন্য কোনো কিছুই তার কাছে তার জীবনে কোনদিনই এর থেকে বেশি মূল্যবান ছিল না।
আরও পড়ুন: লিওনেল মেসি: দুনিয়া কাঁপানো ফুটবলার হয়ে উঠার সচিত্র গল্প
বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড মেসির দখলে
ক্রোয়েশিয়ার বিপক্ষে গোল করার মাধ্যমে ফুটবল বিশ্বকাপে ১১ গোল হলো লিওনেল মেসির। এর মাধ্যমে গ্যাব্রিয়েল বাতিস্তুতাকে ছাড়িয়ে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের দখলে নিলেন তিনি। বিশ্বকাপে বাতিস্তুতার গোল ১০টি।
তাছাড়া ফুটবল বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ (২৫টি) খেলার রেকর্ডেও জার্মানির লোথার ম্যাথিউসের পাশে নাম লিখিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলতে নামার মধ্য দিয়ে মেসি ছাড়িয়ে গেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে। ক্লোসা বিশ্বকাপে খেলেছেন ২৪ ম্যাচ।
সাত ব্যালন ডি’অর জয়
লিওনেল মেসি তার ক্যারিয়ারে ব্যালন ডি’অর জিতেছেন সাতবার। ব্যালন ডি’অর জেতার দিক থেকে মেসির চেয়ে এগিয়ে আর কেউ নেই।
সবচেয়ে বেশি গোল্ডেন শু জয়ী
ইতিহাসের সবচেয়ে বেশি বর্ষসেরা হওয়ার কীর্তি মেসির। এক মৌসুমে ইউরোপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটাও তার। ক্যারিয়ারে ছয়বার তিনি জিতেছেন এ ট্রফি। ২০১৭, ২০১৮ ও ২০১৯–এই তিন বছর টানা তিনটি গোল্ডেন শু জিতেছিলেন তিনি।
এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোল
শেষ এক যুগেরও বেশি সময় ধরে মেসি খেলে যাচ্ছেন সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে। তবে ২০১২ সালটাকে মেসির জন্য আলাদা করে রাখতেই হবে। সে বছর মেসির গোলের বাঁধ যেন ভেঙেই গিয়েছিল।
এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল
লিওনেল মেসি গত বছর বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন ফরাসি ক্লাব পিএসজিতে। তবে তার আগে মেসি ১৭ বছর বার্সেলোনার হয়ে যা করেছেন, তা হয়তো কেউ আর করে দেখাতে পারবে না। বার্সেলোনার জার্সি গায়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিনি করেছেন ৬৭২ গোল। এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের তালিকায় তার ধারেকাছে কেউ নেই।
আমরা তাকে নিয়ে অনেক কিছু বলেছি। খবরের কাগজের হেডলাইনে তাকে অবিশ্বাস্য, অতুলনীয়, অদ্বিতীয়, আশ্চর্য থেকে শুরু করে মেসি হলেন ফুটবলের ভগবান। এই অব্দিও বলা হয়েছে। এক্স বাসেলোনা কোচ পেপ গোর্ডেলিও একবার বলেছিলেন, “তার ব্যাপারে কিছু লিখে লাভ নেই। তাকে বর্ণনা করার চেষ্টা করাও বৃথা। শুধু তার খেলাটা দেখুন। আর উপভোগ করুন।”
আরও পড়ুন: বাঁচা-মরার লড়াইয়ে মেক্সিকোর মুখোমুখি মেসির আর্জেন্টিনা
বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি রোনালদো: পর্তুগাল কোচ
পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস শুক্রবার বলেছেন, সুইজারল্যান্ডের বিপক্ষে ১৬ রাউন্ডে খেলার জন্য শুরুর লাইনআপ থেকে বাদ পড়ার পর ক্রিশ্চিয়ানো রোনালদো বিশ্বকাপ ছাড়ার হুমকি দেননি।
সান্তোস স্বীকার করেছেন যে তার তারকা খেলোয়াড় ‘খুশি নন’ বলে জানানো হয়েছিল যে তিনি মঙ্গলবার দুপুরের খাবারের পরে খেলার কয়েক ঘন্টা আগে একটি ব্যক্তিগত বৈঠকের শুরুতে ছিলেন না।
রোনালদোর বদলি গনসালো রামোস ৬-১ গোলের জয়ে তিনটি গোল করেন। ৭৪তম মিনিটে পর্তুগালের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা বেঞ্চ থেকে নেমে আসেন।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ কাতার ২০২২: ট্রাইব্রেকারের ৪-৩ স্কোরে ডাচদের হারিয়ে মেসিরা সেমিফাইনালে
কোয়ার্টার ফাইনালে মরক্কোর মুখোমুখি হওয়ার একদিন আগে সান্তোস বলেছিলেন , ‘ক্রিস্টিয়ানো স্পষ্টতই এটি নিয়ে খুব খুশি ছিলেন না। তিনি আমাকে বলেছিলেন, 'আপনি কি সত্যিই মনে করেন এটি একটি ভাল ধারণা?’
পর্তুগিজ মিডিয়ার প্রতিবেদন খারিজ করে অনূদিত মন্তব্যে সান্তোস বলেছেন, ‘তিনি আমাকে কখনও বলেননি যে তিনি জাতীয় দল ছাড়তে চান।’ ‘এখন আমাদের এই
কথোপকথন এবং বিতর্কগুলো বন্ধ করার সময় এসেছে। আমরা যে সব গোল করেছি সে সব সেলিব্রেট করেছে।’
কোচ বলেন, ‘পর্তুগিজ ফুটবলের জন্য রোনালদো যা করেছেন তার স্বীকৃতি দিয়ে তাকে একা ছেড়ে দেয়ার সময় এসেছে।’
সান্তোস বলতে রাজি হননি যে তিনি দল পরিবর্তন করবেন এবং মরক্কোর মুখোমুখি হতে রোনালদোকে পুনরুদ্ধার করবেন কিনা।
আরও পড়ুন: ব্রাজিল বনাম ক্রোয়েশিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২ কোয়ার্টার ফাইনাল, সম্ভাব্য একাদশ ও পরিসংখ্যান
ব্রাজিল বনাম দক্ষিণ কোরিয়া লাইভ স্ট্রিমিং: কোথায় দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২, সম্ভাব্য একাদশ
বিশ্বকাপের ট্রফি উন্মোচন করবেন দীপিকা!
'ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব'। ফুটবল বিশ্বকাপের মাঠে ভারতীয়রা না থাকলেও মঞ্চে আছেন ঠিকই। নোরা ফাতেহি এর সাম্প্রতিক উদাহরণ। এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে বলিউড তারকা দীপিকা পাড়ুকোনের নাম।
ভারতের একাধিক গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী ১৮ ডিসেম্বর কাতারের লুসান আইকনিক স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ট্রফি উন্মোচন করার দায়িত্ব পেলেন এই বলিউড সুন্দরী ৷
আরও পড়ুন: বলিউড সিনেমায় পঙ্কজ ত্রিপাঠীর বিপরীতে জয়া আহসান
বিষয়টি নিয়ে ফিফার তরফ থেকে কোনো বক্তব্য আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসেনি। তবে ভারতের প্রথম সারির গণমাধ্যমগুলোর সূত্র অনুযায়ী এই খবরই সত্যি হতে যাচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
দীপিকাকে এর আগেও বিশ্বের অনেক সম্মানজনক আসরে দেখা গেছে। কান ফিল্ম ফেস্টিভ্য়ালে জুরি হিসেবে ডাক পেয়েছিলেন তিনি। বেশকিছু বিদেশি ব্র্যান্ডের সঙ্গেও এই অভিনেত্রী। তবে এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের মত আসরের মঞ্চে উঠবেন দীপিকা।
আরও পড়ুন: ১৩ বার মনোনয়নের পর অবশেষে অস্কার পেলেন ডায়ান ওয়ারেন
মঞ্চ তৈরি, অপেক্ষা নোরা ফাতেহির
বিশ্বকাপ উপলক্ষে শাওমি নিয়ে এসেছে বড় পর্দার টিভি
জমে উঠেছে কাতার বিশ্বকাপ-২০২২। একটার পর ঘটনা আর অঘটনের স্বাক্ষী হচ্ছে বিশ্ববাসী। সবাই যার যার মতো করে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে বিশ্বকাপের এ উত্তেজনা উপভোগ করছেন। কেউ ঘরে বসে আবার কেউ বাইরে বড় পর্দায় ফিফা বিশ্বকাপ দেখছেন। বিশ্বকাপের মতো বড় আসর বড় পর্দায় দেখার মজাই আলাদা। তাইতো শেষ মুহুর্তে অনেকেই এখন বড় পর্দার স্মার্ট টিভি কেনার দিকে ঝুঁকছেন। এদের কথা চিন্তা করেই বাংলাদেশের বাজারে এসেছে শাওমির সর্বশেষ প্রযুক্তির স্মার্ট টিভি।
শাওমির অনুমোদিত পরিবেশক আমায়া নিয়ে এসেছে তিনটি মডেলের এ২ টিভি সিরিজ। শাওমি টিভি সিরিজের আকর্ষণীয় দিকগুলো হচ্ছে:
আরও পড়ুন: গুগল-মাইক্রোসফটের মুনাফায় মন্থর গতি
টিভি কেনার আগে আমাদের প্রথমেই মাথায় আসে টিভির সাইজের কথা। বেডরুমের দেয়ালের সাইজের সঙ্গে মিল রেখে অনেকেই টিভি কিনে থাকেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ৩২, ৪৩, ৫৫, ৬৫, ৭৫ ইঞ্চি এমন সাইজের হয়ে থাকে। শাওমির এ২ সিরিজের তিনটি টিভি ৩২, ৪৩ এবং ৫৫ ইঞ্চি সাইজের। এ তিনটি সাইজ সময়োপযোগী। সবস্থানেই সুন্দরভাবে ফিটিং করা যাবে।
স্মার্ট টিভির ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রেজ্যুলেশন। এখনকার স্মার্ট টিভিগুলো সাধারণত ১০৮০পি, ৪কে ও ৮কে রেজ্যুলেশনের হয়ে থাকে। এরমধ্যে ৪কে টিভি বহুল ব্যবহৃত ও জনপ্রিয়। শাওমির এ২ সিরিজের ৪৩ এবং ৫৫ ইঞ্চি টিভি ৪কে রেজ্যুলেশনের। সুতরাং পিকচার কোয়ালিটি নিয়ে কোন বাড়তি চিন্তা করতে হবে না।
টিভি দেখার ক্ষেত্রে সাউন্ড বা অডিও কোয়ালিটি অবশ্যই ভালো হওয়া চাই। ভালো সাউন্ড সুবিধার জন্য শাওমি টিভিতে ১০ ওয়াট স্পিকার সুবিধার সঙ্গে ডলবি অডিও এনহেন্সমেন্টে সুবিধা থাকছে। পাশাপাশি টিভি সিরিজটি এইডডিআর ১০ ও ডলবি ভিশন কনটেন্টস সাপোর্ট করবে। সবগুলো মডেলের টিভি মেটাল চেসিস ও বেজেল-লেস স্ক্রিনের।
আজকাল স্মার্ট টিভি হওয়ায় সবাই টিভিতে ইন্টারনেট সংযোগ দিতে চান। এ২ টিভি সিরিজ অ্যান্ড্রয়েড টিভি হওয়ায় এর সব মডেলেই ইন্টারনেট সংযোগ ও গুগল প্লে অ্যাকসেস সুবিধা থাকবে। ফলে ব্যবহারকারী তার সুবিধামতো অতিরিক্ত অ্যাপস ডাউনলোড করে নিতে পারবেন। থাকবে স্মার্ট বিল্ট ইন গুগল এ্যাসিসটেন্ট ও শাওমি হোম অ্যাপ। এর মাধ্যমে সকল শাওমি স্মার্ট হোম প্রোডাক্টস নিয়ন্ত্রণ করা যাবে। নেটফ্লিক্স, প্রাইম ভিডিও এবং ইউটিউব প্রি-ইনস্টল থাকবে।
ভাবছেন কিভাবে টিভির সঙ্গে অন্যান্য ডিভাইস কানেকশন দিবেন। এ২ সিরিজের টিভিগুলোতে দুর্দান্ত কানেক্টিভিটির জন্য ব্লুটুথ, ওয়াইফাই, তিনটি এইচডিএমআই ২.০ পোর্টস, দুটি ইউএসবি ২.০ টাইপ এ পোর্টস, একটি আরজে-৪৫ ইথারনেট জ্যাক, একটি ৩.৫ মিলিমিটার অডিও জ্যাক এবং বেশ কিছু কম্পোজিট জ্যাক রয়েছে। সুতরাং সব ধরনের কানেকটিভির জন্য কোন চিন্তা করতে হবে না।
দাম: ৫৫ ইঞ্চির এ২ সিরিজের দাম পড়বে ৬৫,৯৯০ টাকা, ৪৩ ইঞ্চির দাম পড়বে ৪২,৯৯০ টাকা, এবং ৩২ ইঞ্চির দাম পড়বে ২৫,৯৯০ টাকা। শাওমির অনুমোদিত পরিবেশন আমায়া ছাড়া অনলাইন প্লাটফর্ম দারাজে পাওয়া যাচ্ছে সিরিজের টিভিগুলো।
আরও পড়ুন: দেশের বাজারে এলো দুর্দান্ত পারফরমেন্স ও সেরা দামের রিয়েলমি সি৩০
শিগগিরই দেশের বাজারে আসছে সাকিবের এক্সক্লুসিভ এস#৭৫ রঙ সম্বলিত অপো এফ২১এস প্রো
ফ্রান্স বনাম ডেনমার্ক লাইভ স্ট্রিমিং: কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
দোহার ঐতিহাসিক স্টেডিয়াম ৯৭৪-এ ডেনমার্কের বিরুদ্ধে লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স দুই ম্যাচে দুটি জয়ের দিকে তাকিয়ে থাকবে। কাগজে কলমে ও শক্তির বিচারে ডেনমার্ককে হারাতে ফ্রান্সের খুব একটা বেগ পাওয়ার কথা না। তবে অঘটনের ফিফা ফুটবল ২০২২ বিশ্বকাপে ঘটতে পারে যেকোন কিছুই। শেষ মুহূর্তেও বদলে যেতে পারে ফ্রান্স বনাম ডেনমার্ক খেলার চিত্র।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচ সরাসরি
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি তিউনেশিয়া বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে বিটিভি, গাজী টিভি অথবা টি-স্পোর্টস চ্যানেলে দেখতে পারবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ফ্রান্স বনাম ডেনমার্ক লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টিভিতে ফ্রান্স বনাম ডেনমার্ক লাইভ খেলা
বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ভারতীয় উপমহাদেশ: Sony Network
টফি অ্যাপে লাইভ বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সাথে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: পর্তুগালের কাছে ৩-২ গোলে ঘানার পরাজয়
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ফ্রান্স বনাম ডেনমার্ক দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ ফ্রান্স বনাম ডেনমার্ক ম্যাচ।
বিশ্বকাপের জন্য ফ্রান্স বনাম ডেনমার্ক সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
ফ্রান্স: (৪-২-৩-১): লরিস (গোলরক্ষক), পাভার্ড, উপমেকানো, ভারানে, হার্নান্দেজ, চুয়ামেনি, রাবিওট, দেম্বেলে, গ্রিজম্যান, এমবাপে, জিরুদ
ডেনমার্ক: (৩-৪-৩) স্মাইকেল (গোলরক্ষক), ক্রিস্টেনসেন, অ্যান্ডারসেন, কেয়ার, হজবার্গ, এরিকসেন, মাহেল, ক্রিস্টেনসেন, ডামসগার্ড, ডলবার্গ, ওলসেন
সবমিলিয়ে দলদুটি মোট ১৬ বার মুখোমুখি হয়েছে। তাতে ফ্রান্সের জয় আটটি এবং ডেনমার্কের ছয়টি। অপর দুটি ড্র।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ-২০২২: উরুগুয়ে-দ. কোরিয়া শূন্য গোলে মাঠ ছাড়ল
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ স্ট্রিমিং, কোথায়, কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
খাতা কলমে দুর্বল প্রতিপক্ষ সার্বিয়ার বিরুদ্ধে ২৫ নভেম্বর শুক্রবার লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ যাত্রা শুরু করছে নেইমারের ব্রাজিল।
বৃহস্পতিবার অন্যতম ফেভারিট ব্রাজিল মাঠে নামবে সার্বিয়ার বিপক্ষে। নেইমারের দলের সেই বাধা অনায়াসে উতরে যাওয়ার কথা থাকলেও এবার শিরোপাপ্রত্যাশীদের হোঁচট খাওয়া হয়ে পড়েছে স্বাভাবিক ঘটনা।
উল্লেখ্য, গ্রুপ-জি-তে রয়েছে ব্রাজিল ও সার্বিয়া। এই নিয়ে মোট ২২ বার বিশ্বকাপে অংশ নিচ্ছে ব্রাজিল। অন্যদিকে সার্বিয়া এই নিয়ে ১৩ বার বিশ্বকাপের মঞ্চে নামছে।
ব্রাজিল বনাম সার্বিয়া ফিফা ফুটবল বিশ্বকাপ কিভাবে দেখবেন
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২ দেখা যাবে টিভিতে ও অনলাইনে এবং ধারাভাষ্য শোনা যাবে রেডিওতে ও ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন: ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার-২০২২: পর্তুগাল বনাম ঘানা লাইভ স্ট্রিমিং কোথায়, কিভাবে দেখবেন
চলুন জেনে নেয়া যাক উল্লেখিত মাধ্যমগুলো থেকে কিভাবে খেলার খবর রাখবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম সার্বিয়া ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলোর লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ: জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান
ফিফা ফুটবল বিশ্বকাপ কোন চ্যানেলে দেখা যাবে?
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সঙ্গে সাব-লাইসেন্সিং অ্যাগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
ব্রাজিল বনাম সার্বিয়া লাইভ ফেইসবুক ও ইউটিউব
এছাড়া বিভিন্ন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার বনাম ইকুয়েডর ম্যাচ।
বিশ্বকাপের জন্য ব্রাজিল বনাম সার্বিয়া সম্ভাব্য একাদশ–
সম্ভাব্য লাইন আপ
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
ব্রাজিল: (৪-২-৩-১): অ্যালিসন (গোলরক্ষক), দানিলো, সিলভা, মার্কুইনহোস, সান্দ্রো, পাকেতা, ক্যাসেমিরো, ভিনিসিউস, রাফিনহা, নেইমার, রিচার্লিসন
সার্বিয়া: (৩-৫-১-১) স্যাভিচ (গোলরক্ষক), মিত্রোভিচ, মিলেনকোভিচ, পাভলোভিচ, কস্তিচ, গুদলেই, মিলিনকোভিচ-স্যাভিচ, লুকিচ, জিভকোভিচ, তাদিচ, ভ্লাহোভিচ
মুখোমুখি পরিসংখ্যান
১৯৩৪ সালের বিশ্বকাপে বেলগ্রেডে ৮-৪ গোলের ব্যবধানে হারের পর থেকে সার্বিয়ার (যুগোস্লাভিয়া সহ) বিপক্ষে ১৭ ম্যাচে অপরাজিত ব্রাজিল।