আঞ্চলিক অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সম্পৃক্ততা বাড়াতে এবং বাংলাদেশের ডিজিটাল খাতে নতুন সুযোগ কাজে লাগাতে ১০ দশমিক দুই মার্কিন ডলার বিনিয়গ করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবার অস্ট্রেলীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আরও চার দশমিক তিন মিলিয়ন মার্কিন ডলার অস্ট্রেলিয়া, ভারত ও বাংলাদেশের মধ্যে এলএনজি সরবরাহ চেইন সম্পর্ককে সহায়তা করবে।
এছাড়া পাঁচ দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার এ অঞ্চলে অস্ট্রেলীয় ব্যবসার জন্য অবকাঠামো বিনিয়োগের সুযোগ উন্নীত করবে।
আরও পড়ুন: কেয়ার ওয়ার্কার ভিসা: প্রার্থীদের সতর্কভাবে আবেদনের পরামর্শ ব্রিটিশ হাইকমিশনারের
সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, মরিসন সরকার দক্ষিণ এশিয়ার বাজার বোঝার ক্ষেত্রে দেশটির সম্পদ এবং মাইনিং সরঞ্জাম, প্রযুক্তি ও পরিষেবার (এমইটিএস) উন্নয়নে চার দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে।
সমুদ্র উপকূল ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ এবং ব্যবসা, বিনিয়োগ ও সংযুক্ততার সুযোগে সহযোগিতা করে অস্ট্রেলিয়া উত্তর-পূর্ব ভারত মহাসাগরে সম্পৃক্ততা বাড়াচ্ছে।
নৌপথ, দুর্যোগ সহনশীলতা ও তথ্য বিনিময়ে আঞ্চলিক সহযোগিতা বাড়াতে ১১ দশমিক চার মিলিয়ন মার্কিন ডলারসহ পাঁচ বছরে অস্ট্রেলিয়া ৩৬ দশমিক পাঁচ মিলিয়ন মার্কিন ডলার দেবে।
আরও পড়ুন: কর্মী পাঠনোর বিষয়ে বাংলাদেশ ও গ্রিসের সমঝোতা স্মারক স্বাক্ষরিত