আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার ষষ্ঠ গ্রেডের পর মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার আফগানিস্তানের শিক্ষাবর্ষের প্রথম দিন এক তালেবান কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ‘সকল শিক্ষার্থীকে’ স্কুলে আসার আহ্বান জানানো হয়।
মেয়েদের শিক্ষা নিয়ে তালেবান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তারা তালেবান নেতাদের উদ্দেশে মেয়েদের স্কুল খোলার এবং পাবলিক স্পেসে নারীদের চলাচলের অধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন।
গত আগস্ট মাসে তালেবান সরকার গঠনের পর থেকে দেশের অধিকাংশ অঞ্চলে ষষ্ঠ গ্রেডের বাইরে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। অল্প কিছু প্রদেশে ছেলে-মেয়ে উভয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে। এছাড়া বেশিরভাগ প্রদেশেই মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ১৫ উদ্ধারকর্মী আটকের অভিযোগ ইউক্রেনের
তবে রাজধানী কাবুলে বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে।
আফগানিস্তানের রাজধানীতে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন স্থানীয় সাংবাদিক মরিয়ম নাহেবি। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তালেবানরা শর্ত হিসেবে যে ইসলামিক পোশাকের কথা বলেছিল; আমরা তা করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছিল মেয়েরা স্কুলে যেতে পারবে, তবে এখন তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
আরও পড়ুন: ভারতে গোডাউনে আগুন: ১১ জনের মৃত্যু