মেয়ে
বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মা-বাবা ও মেয়ের
কুষ্টিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ভাতিজা সিয়াম (১৩) আহত হয়েছেন।
বুধবার (২৩ অক্টোবর) বিকাল ৪টার দিকে সদর উপজেলার হাউজিং কদমতলা এলাকায় ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- মো. সালাম (৪০), তার স্ত্রী রুপা খাতুন (৩৫) ও মেয়ে সাবা খাতুন (১৩)।
আরও পড়ুন: পাবনায় বৃষ্টিতে ভিজতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু
স্থানীয়রা জানান, রুপা ঘরে ঝাড়ু দিচ্ছিলেন। এ সময় ঘরের ভেতর ঝুলে থাকা বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তাকে বাঁচাতে এগিয়ে যান স্বামী সালাম ও মেয়ে সাবা। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারা তিনজনই ঘটনাস্থলেই মারা যান। ঘটনাস্থলের পাশে থাকা সালামের ভাতিজাও আহত হন। তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজীব উদ্দিন বলেন, ৩ জনকে হাসপাতালে নিয়ে এলে তাদের মৃত ঘোষণা করা হয়। আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতাল পুলিশ ক্যাম্পের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল বলেন, ৩ জনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু
৪ সপ্তাহ আগে
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের খুঁটি নিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লেগে প্রাইভেটকারে থাকা মা ও মেয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: সিলেটে জুলাইয়ে ২৭টি সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত, আহত ৩৬
নিহতরা হলেন, জেলার সরাইল উপজেলার তেলিকান্দি গ্রামের মোহাম্মদ ইব্রাহীম মিয়ার স্ত্রী ফয়েজ বানু (৪৫) ও তার মেয়ে ফেরদৌসী (২০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি কুমিল্লা-সিলেট মহাসড়কের বেতবাড়িয়া এলাকা দিয়ে যাওয়ার পথে দাঁড়িয়ে থাকা বিদ্যুতের খুঁটি বহনকারী ট্রাক্টরকে পেছন থকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এই ঘটনায় প্রাইভেটকারে থাকা মা-মেয়ে নিহত হয়।
সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। ট্রাক্টরটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় রূপপুর বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের শ্রমিক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
২ মাস আগে
নারী ত্রিদেশীয় সিরিজ: পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে জয় বাংলাদেশের মেয়েদের
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ত্রিদেশীয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৩৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
টস জিতে দিনের ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে। অধিনায়ক সুমাইয়া আক্তার ২৪ বলে ৩২ রান করেন।
এছাড়া বাংলাদেশের হয়ে আরবিন তানি ৩১, সুমাইয়া সুবর্ণা ২৪ ও রাবেয়া খান ২৩ রান করেন।
আরও পড়ুন: শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা সানিয়া মির্জার পরিবারের
বাংলাদেশের দুইটি উইকেট নেন আনোশা নাসির।
জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১০০ রান তোলে পাকিস্তান।
পাকিস্তানের হয়ে ওপেনার আইমান ফাতিমা ৩৯ ও আরেক ওপেনার সামিয়া আফসার ২৫ রান করেন।
আফিয়া আসিমারা পাকিস্তানের ২টি এবং ফারিয়া আক্তার ও রাবেয়া খান ১টি করে উইকেট নেন।
এরপর ২৩ রান ও একটি উইকেট দখল করা জাতীয় স্পিনার রাবেয়া খান ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
এর আগে বুধবার একই ভেন্যুতে ত্রিদেশীয় নারী টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ।
আরও পড়ুন: বিপিএল ২০২৪: আভিশকার ক্যারিশমায় বরিশালের বিপক্ষে জয় পেল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স
ব্যাংককে সুরা কৃষ্ণ চাকমার জয়জয়কার
৯ মাস আগে
চট্টগ্রামে মেয়ের দায়ের কোপে প্রাণ গেল বাবার!
চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের দায়ের কোপে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়েকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পুটিবিলা সড়াই গ্রামের বলিরজোম এলাকায় এই ঘটনা ঘটেছে।
নিহতের নাম আব্দুর রহমান (৫০) এবং আটক মেয়ের নাম হুমায়ারা আক্তার (২২)।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
স্থানীয় পুটিবিলা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক জানান, গরুকে ভুষি খাওয়ানোর মতো তুচ্ছ বিষয় নিয়ে মেয়ের সঙ্গে বাবার কথা কাটাকাটির জেরে মেয়ে দা দিয়ে পিতার ঘাড়ে কোপ মারেন। রক্তাক্ত আব্দুর রহমানকে হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, পারিবারিক বিষয় নিয়ে মেয়ে ও বাবার মধ্যে কথা কাটাকাটির জেরে মেয়ের দায়ের কোপে বাবার মৃত্যু হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ মেয়েকে আটক করে থানায় নিয়ে এসেছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিমানবন্দরে উড়োজাহাজের সিটের নিচ থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণ উদ্ধার
২৮ অক্টোবরে মহাসমাবেশ থেকে চট্টগ্রামের বিএনপি নেতা গ্রেপ্তার, কারাগারে মৃত্যু
১১ মাস আগে
লক্ষ্মীপুরে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব
লক্ষ্মীপুরের রামগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও মেয়েকে হত্যার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব।
শুক্রবার বিকালে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ নোয়াখালীর সিপিসি ক্যাম্পের ১১ লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, গ্রেপ্তার জামাল উদ্দিন ও তার স্ত্রী রওশন আরা বেগমের মধ্যে বিয়ের শুরু থেকেই পারিবারিক কলহ চলছিল।
জামাল ঢাকার রায়েরবাগ এলাকায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকতেন। গত ১৫ এপ্রিল বিরোধের জের ধরে রওশনকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন: ফেনীতে ভাইকে হত্যা: ৩০ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
একপর্যায়ে তিনি তার এক বছরের মেয়েকেও ঘুমন্ত অবস্থায় বালিশ দিয়ে মেরে ফেলেন বলে জানিয়েছে র্যাব।
হত্যাকাণ্ডের পর জামাল একটি পিকআপে লাশগুলো আলমারিতে ভরে নোয়াখালীর উদ্দেশে ঢাকা ত্যাগ করে। একপর্যায়ে নোয়াখালীর রামগঞ্জের একটি খালে লাশগুলো ফেলে দেন।
১৯ এপ্রিল, পুলিশ রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কের পাশে খালের হনুবাইশ সেতুর নীচে এক বছরের এক কিশোরীর এবং পাশের আলিপুর এসপি বাড়ির সামনে সেতুর নীচে এক মহিলার গলিত লাশ দেখতে পায়। ওইদিন রাতেই রামগঞ্জ থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে পুলিশ।
পারিবারিক কলহের জের ধরে হত্যার কথা স্বীকার করেছেন জামাল। সে একাই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে র্যাব।
আরও পড়ুন: চট্টগ্রামে মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, গ্রেপ্তার ২
১ বছর আগে
এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২২: ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা
এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২২-এর ফলাফলে পাসের হারের পাশাপাশি জিপিএ-৫ অর্জনেও ছেলেদের চেয়ে এগিয়ে আছে মেয়েরা।
দেশের ৯টি শিক্ষাবোর্ড এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের প্রতিটিতেও একই চিত্র। প্রতিটি বোর্ডেই ছাত্রদের চেয়ে জিপিএ-৫ পাওয়ার সংখ্যায় এগিয়ে ছাত্রীরা।
আরও পড়ুন: এইচএসসি: এক নজরে কোন বোর্ডে পাসের হার কত
বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
ফলাফলে দেখা যায়, এ বছর অংশগ্রহণকারী মোট ১১ লাখ ৭৭ হাজার ৩৮৭ জন শিক্ষার্থীর মধ্যে ছাত্র ছয় লাখ ৯ হাজার ৫২২ এবং ছাত্রী পাঁচ লাখ ৬৭ হাজার ৮৬৫।
তাদের মধ্যে পাঁচ লাখ ১৫ হাজার ২৪৪ ছাত্র এবং চার লাখ ৯৬ হাজার ৭৪৩ জন ছাত্রী পাস করেছেন। এরমধ্যে ৮০ হাজার ৫৬১ জন ছাত্র ও ৯৫ হাজার ৭২১ ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রের চেয়ে ১৫ হাজার ১৬০ জন বেশি ছাত্রী জিপিএ-৫ পেয়েছে।
আরও পড়ুন: আনুষ্ঠানিক ঘোষণার পূর্বেই এইচএসসির ফলাফল জানবেন যেভাবে
এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৮৫.৯৫ শতাংশ
১ বছর আগে
প্রতিশ্রুতি সত্ত্বেও মেয়েদের উচ্চশিক্ষা বন্ধ করছে তালেবান
আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকার ষষ্ঠ গ্রেডের পর মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিরুদ্ধে সিদ্ধান্ত নিয়েছে। বুধবার আফগানিস্তানের শিক্ষাবর্ষের প্রথম দিন এক তালেবান কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানান।
এর আগে মঙ্গলবার মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ‘সকল শিক্ষার্থীকে’ স্কুলে আসার আহ্বান জানানো হয়।
মেয়েদের শিক্ষা নিয়ে তালেবান সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। তারা তালেবান নেতাদের উদ্দেশে মেয়েদের স্কুল খোলার এবং পাবলিক স্পেসে নারীদের চলাচলের অধিকার দেয়ার আহ্বান জানিয়েছেন।
গত আগস্ট মাসে তালেবান সরকার গঠনের পর থেকে দেশের অধিকাংশ অঞ্চলে ষষ্ঠ গ্রেডের বাইরে মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে। অল্প কিছু প্রদেশে ছেলে-মেয়ে উভয়ে শিক্ষার সুযোগ পাচ্ছে। এছাড়া বেশিরভাগ প্রদেশেই মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে।
আরও পড়ুন: রাশিয়ার বিরুদ্ধে ১৫ উদ্ধারকর্মী আটকের অভিযোগ ইউক্রেনের
তবে রাজধানী কাবুলে বেসরকারি স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো নিরবচ্ছিন্নভাবে চালু রয়েছে।
আফগানিস্তানের রাজধানীতে অ্যাসোসিয়েটেড প্রেসের সঙ্গে কথা বলেছেন স্থানীয় সাংবাদিক মরিয়ম নাহেবি। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য তালেবানরা শর্ত হিসেবে যে ইসলামিক পোশাকের কথা বলেছিল; আমরা তা করেছি। তারা প্রতিশ্রুতি দিয়েছিল মেয়েরা স্কুলে যেতে পারবে, তবে এখন তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে।
আরও পড়ুন: ভারতে গোডাউনে আগুন: ১১ জনের মৃত্যু
ঘূর্ণিঝড় অশনি মিয়ানমারের ডেল্টা উপকূল অতিক্রম করেছে
২ বছর আগে