তিনি বলেন, ‘পৃথিবীর বহু দেশে যখন প্রবৃদ্ধি কমে যাচ্ছে তখন আমাদের দেশে প্রবৃদ্ধি বাড়ছে। এ প্রবৃদ্ধি কাদের? গবেষণার তথ্য বলছে বাংলাদেশে শতকরা পাঁচ ভাগ মানুষের হাতে রাষ্ট্রের শতকরা ৯৫ ভাগ সম্পদ রয়েছে।’
তিনি এক আলোচনা সভায় বক্তব্যকালে আরও বলেন, ‘এক আন্তর্জাতিক জার্নালের গবেষণা বলছে নতুন কোটিপতি তৈরির সবচেয়ে বড় কারখানা হলো বাংলাদেশ। এখানে প্রতিবছর নতুন কোটিপতি তৈরি হচ্ছে। যেখানে এ কোভিডকালে এক কোটি ৬৪ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছে।’
দেশে জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করে লুণ্ঠন ও বৈষম্য কমিয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।
বাংলাদেশ শিক্ষক সমন্বয় কমিটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবে পরীক্ষা ছাড়াই এসএইচসি পরীক্ষার রেজাল্ট ও শিক্ষা ব্যবস্থার ওপর প্রভাব পর্যালোচনা শীর্ষক এ আলোচনা সভা হয়।
পরীক্ষা না নিয়ে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করার সরকারের সিদ্ধান্ত ‘ভ্রান্ত’ বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, ‘অফিস-আদালত চালু করে দিয়েছেন, কল-কারখানা চালু করে দিয়েছেন, গণপরিবহন চালু করে দিয়েছেন, দোকানপাট চালু করে দিয়েছেন- সব কিছু চালু করে দিয়েছেন, কোথাও কোনো বাধা নেই। সবই চলতে পারবে শুধু পরীক্ষা নেয়া চলতে পারবে না এ যুক্তি ধোপে টিকবে না।’
নজরুল ইসলাম বলেন, ‘আমাদের স্কুল-কলেজ সব কিছু বন্ধ, বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন অডিটোরিয়াম আছে, অনেক কমিউনিটি সেন্টার আছে এসব কাজে লাগিয়ে স্বাস্থ্যবিধি মেনে আংশিকভাবে শিক্ষার্থীদের পরীক্ষা নেয়া যেত।’
তিনি বলেন, অটো প্রমোশনের সিদ্ধান্ত নেয়ার আগে সরকারের নিরপেক্ষ শিক্ষাবিদদের পরামর্শ নেয়া উচিত ছিল।