শুক্রবার সকালে শহরের অরুণ সারকি টাউন হলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার কাছে অ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: ট্রাকের ধাক্কায় বগুড়ায় ছাত্রলীগ কর্মী নিহত
এসময় অন্যান্যের মধ্যে বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার, ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, উপ ধর্ম বিষয়ক সম্পাদক উসিং হাই রবিন বাহাদুর বিশেষ অতিথি হিসেবে এবং বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি মো. কাউছার সোহাগ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাবি ছাত্রলীগের ‘টেন্ডারবাজির তথ্য ফাঁস’
জেলা পরিষদ সূত্র জানায়, ছাত্রনেতা উসিং হাই বরিন বাহাদুরের ব্যক্তিগত অর্থায়নে অ্যাম্বুলেন্সটি ক্রয় করা হয়। বান্দরবান জেলা পরিষদ এ অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষন এবং দুঃস্থ রোগীদের সুলভমূল্যে পরিবহন করবে।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদের জাবি ছাত্রলীগের বিক্ষোভ
হ্যালো ছাত্রলীগ
২০২০ সালের ৩০ এপ্রিল বাংলাদেশ ছাত্রলীগের ‘হ্যালো ছাত্রলীগ’ নামে একটি অফিশিয়াল অ্যাপস উন্মুক্ত করে৷ এই অ্যাপটিতে জরুরি চিকিৎসা পরামর্শ, জরুরি নম্বর, জরুরি খাদ্য সহায়তা ও বিশেষ প্রয়োজনে বিভিন্ন হাসপাতালের বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷
এই বিষয়ে সংশ্লিষ্টরা জানায়, অ্যাপটিতে জরুরি খাদ্য সহায়তার যে অংশটি রয়েছে সেখানে প্রতিটি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে কেন্দ্রীয় নেতাদের নিজ নিজ জেলার অংশে তাদের নাম, পদবী ও ফোন নম্বর যুক্ত করা হয়েছে৷
আরও পড়ুন: চকরিয়ায় সন্ত্রাসীদের পিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা নিহত
যেকোনো অসহায় মানুষ অ্যাপটি ব্যবহার করে বিশেষ প্রয়োজনে তার নিজ নিজ জেলা ছাত্রলীগের সভাপতি- সাধারণ সম্পাদকসহ তার জেলা থেকে যে সকল কেন্দ্রীয় নেতারা রয়েছেন তাদের সাথে সহজেই যোগাযোগ করে সহযোগিতা পাবেন৷