ভারত থেকে ফেরার সময় করোনা নেগেটিভ সার্টিফিকেটের বিষয়ে তারা না জানায় দেশে এসে বিপাকে পড়েছেন। সরকারি নির্দেশনা বাস্তবায়নে ইমিগ্রেশন পুলিশ ও মেডিকেল টিমের সদস্যরাও করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় ওই যাত্রীদের বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না।
ইমিগ্রেশন পুলিশ ও স্বাস্থ্য কর্মীরা জানান, বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে করোনা প্রতিরোধে বিদেশ ফেরত সব যাত্রীকে ২৩ নভেম্বর থেকে ৭ দিনের মধ্যে নেয়া করোনা নেগেটিভ সার্টিফিকেটসহ ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশে প্রবেশের অনুমতি দেয়ার দির্দেশনা দেয়। বৃহস্পতিবার পর্যন্ত বেনাপোল চেকপোস্ট দিয়ে সবযাত্রী সার্টিফিকেট ছাড়া দেশে প্রবেশ করতে পারলেও শুক্রবার থেকে তারা আর প্রবেশ করতে দিচ্ছেন না।
ভুক্তভোগী যাত্রীরা জানান, বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে তারা ভারতে যান। কিন্তু ফেরার সময় ভারত থেকেও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে তা তারা জানতেন না। এখন ভারত থেকে বেনাপোলে আসার পর বলা হচ্ছে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে।
এ ব্যাপারে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে কর্মরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিচিত্র মল্লিক বলেন, ‘সরকারি নির্দেশনার বাইরে তাদের কিছুই করার নেই।’
ইমিগ্রেশন ওসি আহসান হাবীব বলেন, ‘আজ শুক্রবার যেসব বাংলাদেশি প্রবেশ করেছে, তাদের ব্যাপারে বিশেষ নির্দেশনা আসতে পারে।’
আটকে পড়া যাত্রীরাও এ ব্যাপারে সরকারের উচ্চ মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।