ভারত ফেরত
ভারত ফেরত যাত্রীদের কোয়ারেন্টাইন শর্ত প্রত্যাহার
ভারত ফেরত বাংলাদেশি যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন শর্ত প্রত্যাহার করে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে করোনা নেগেটিভ পাসপোর্ট যাত্রীদের ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইন বলবৎ থাকছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে এ আদেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউছুফ আলী।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের আদেশে এখন থেকে ভারত ফেরত যেসব যাত্রীর ৭২ ঘণ্টার আরটিপিসিআর করোনা নেগেটিভ সনদ থাকবে শুধুমাত্র তারাই সরাসরি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন করতে হবে। তবে যেসব পাসপোর্ট যাত্রীদের করোনার উপসর্গ বা পজিটিভ তাদেরকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।
শার্শা উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জানান, ভারত ফেরত যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন প্রত্যাহার ও হোম কোয়ারেন্টাইনন বাধ্যতামূলক করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আজ বুধবার থেকে এ আদেশ কার্যকর হয়েছে। ভিসা এবং আরটিপিসিআরের ৭২ ঘণ্টার করোনা নেগেটিভ সনদ থাকলে তাকে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
আরও পড়ুন: ভারত ফেরত যাত্রীদের জন্য শর্ত শিথিল করল সরকার
বেনাপোল দিয়ে আরও ১৯৮ মেট্রিক টন তরল অক্সিজেন আমদানি
৩ বছর আগে
কুষ্টিয়ায় ভারত ফেরত দুই জনের করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারত থেকে আসা ৩৬ বাংলাদেশীর মধ্যে শিশুসহ দুজনের করোনা শনাক্ত হয়েছে।
রবিবার রাতে কুষ্টিয়ার সিভিল সার্জন ডা: এইচ এম আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রবিবার তাদের করোনা শনাক্ত হয়।
ভারত থেকে আসা ওই ৩৬ জনকে কুষ্টিয়ায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল।
আরও পড়ুন: নেত্রকোণায় ভারত ফেরত ২ জনের করোনা শনাক্ত
সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম বলেন, করোনা পরীক্ষার জন্য রবিবার সকালে ৩৬ জনের নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলো কুষ্টিয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রাত আটটার দিকে পাঠানো পরীক্ষার ফলাফলের প্রতিবেদনে শিশুসহ দুজনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
আরও পড়ুন: মাগুরায় ভারত ফেরত ৩ জনের করোনা শনাক্ত
সিভিল সার্জন আরও বলেন, দুজনের মধ্যে একজনের বয়স ৩৯ বছর। আরেক জনের বয়স ১২ বছর। ১২ বছরের ছেলেকে তার মায়ের সঙ্গে শহরের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) রাখা হয়েছিল। আক্রান্ত আরেক যুবক শহরের একটি আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে আছেন। শনাক্ত হওয়ার পর রাত সাড়ে ৮ টার দিকে আক্রান্ত দুজনকেই ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টারে নেওয়া হয়েছে। তবে তাদের শরীরে তেমন কোনো উপসর্গ নেই।
আরও পড়ুন: সাতক্ষীরায় ভারত ফেরত ১১ বাংলাদেশির করোনা শনাক্ত
সিভিল সার্জন জানান, পিটিআইয়ের বীর প্রতীক তারামন বিবি হলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ২৭ জন ও শহরের একটি আবাসিক হোটেলে ৯ জনকে রাখা হয়। শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টায় ভারত থেকে দর্শনা বন্দর দিয়ে আসা ৩৬ জন বাংলাদেশীকে বাসে করে কুষ্টিয়া পিটিআইয়ে আনা হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাইফুর রহমান জানান, রবিবার দর্শনা বন্দর দিয়ে ভারত থেকে আসা আরও ৮২ জনকে কুষ্টিয়ায় কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে কুষ্টিয়ার ৩টি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১১৮ জনকে রাখা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ভারত থেকে আরও মানুষ ফিরলে যাতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা যায় সেই প্রস্তুতি নেয়া হয়েছে।
৩ বছর আগে
নেত্রকোণায় ভারত ফেরত ২ জনের করোনা শনাক্ত
নেত্রকোণায় ভারত ফেরত দুজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তারা বর্তমানে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টেইনে রয়েছেন।
সতকর্তা হিসেবে শনাক্তদের আশেপাশের ছয়টি বাড়ি লকডাউন করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
তারা হলেন-নেত্রকোণার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের বৌলাম গ্রামের মো. আবুল কালাম (৫৫) ও তার পুত্রবধূ বিলকিছ বেগম (২২)।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা সিভিল সার্জন মো. সেলিম মিয়া তাদের নমুনা পরীক্ষায় পজিটিভ প্রতিবেদন আসার কথা নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে তাদের জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়। তাদের সংস্পর্শে আসায় আবুল কালামের স্ত্রীকেও কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। তবে তার নাম জানায় নি প্রশাসন।
সিভিল সার্জন বলেন, আবুল কালাম ও বিলকিসকে জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
আরও পড়ুন: করোনা: ২৪ ঘণ্টায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে
আবুল কালাম তার ক্যান্সারে আক্রান্ত ছেলে মো. সেলিমকে নিয়ে গত ১৪ মার্চ ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য। সঙ্গে গিয়েছিলেন তার পুত্রবধূ। সেখানেই সেলিমের মৃত্যু হলে তার লাশ নিয়ে গত ২০ মে দেশে ফেরেন তারা।
৩ বছর আগে
মাগুরায় ভারত ফেরত ৩ জনের করোনা শনাক্ত
মাগুরার বিভিন্ন আবাসিক হোটেলে কোয়ারেন্টাইনে থাকা ভারত ফেরত যাত্রীদের মধ্যে ৩ জনের শরীরে বৃহস্পতিবার করোনা ভাইরাস পাওয়া গেছে।
তবে তারা ভারতের নতুন ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস বহন করছে কিনা তা জিনম সিকোয়েন্সের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানা গেছে।
করোনা শনাক্ত এই ৩ জনের বাড়ি সাতক্ষীরা, টাঙ্গাইল এবং কুষ্টিয়া জেলাতে। এদের একজন ৫০ বছর বয়সি নারী এবং বাকি দুইজন পুরুষ। বয়স ২৫ ও ৪০ বছর। তবে তাদের শরীরে কোনো উপসর্গ দেখা যায়নি।
আরও পড়ুন: সাতক্ষীরায় ভারত ফেরত ১১ বাংলাদেশির করোনা শনাক্ত
মাগুরা সিভিল সার্জন ডা. মো. শহীদুল্লাহ দেওয়ান জানান, ৮ ও ৯ মে মোট ১০১ জন যাত্রী ভারত থেকে যশোর বেনাপোল বন্দর হয়ে দেশে প্রবেশ করে। দেশের বিভিন্ন জেলার বাসিন্দা ভারত ফেরত এসব যাত্রীকে মাগুরার তিনটি আবাসিক হোটেল সৈকত, হোটেল মণ্ডল এবং ঈগল হোটেলকে প্রশাসনের পক্ষ থেকে কোয়ারেন্টাইন সেন্টার ঘোষণা করে ১৪ দিনের জন্যে রাখা হয়।
এদের মধ্যে ৪ জনকে চিকিৎসার জন্যে মাগুরার কোয়ারেন্টাইন সেন্টার থেকে ঢাকা ও অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৯৭ জনের নমুনা পরীক্ষার জন্যে বুধবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পাঠানো হলে বৃহস্পতিবার তাদের মধ্যে ৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে। এদের মধ্যে ওই ৩ জন পজিটিভ হিসেবে চিহ্নিত হয়।
আরও পড়ুন: বুড়িমারী স্থলবন্দরে ভারত ফেরত ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ
মাগুরা সিভিল সার্জন ডা. শহীদুল্লাহ দেওয়ান জানান, করোনা পজিটিভ ৩ জনকে ইতিমধ্যেই মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তারা ভারতের নতুন ভেরিয়েন্টের জীবাণু বহন করছে কিনা সে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্যে ইতিমধ্যে জিনোম সিকোয়েন্সের কাজ শুরু হয়েছে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
আগামী ৭২ ঘণ্টার মধ্যে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।
৩ বছর আগে
সাতক্ষীরায় ভারত ফেরত ১১ বাংলাদেশির করোনা শনাক্ত
ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন বাংলাদেশি নাগরিকরে নমুনা পরীক্ষা করে সাতক্ষীরায় ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের বিশেষ ব্যবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।
সাতক্ষীরা সিভিল সার্জন হুসাইন সাফায়াত জানান, ভারত থেকে দেশে ফেরা ১৪২ জন পাসপোর্টধারী বাংলাদেশি নাগরিকরে সাতক্ষীরার তিনটি হোটেলে ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়। আজ ১৯ মে তাদের কোয়ারেন্টাইন শেষ হওয়ার কথা। কোয়ারেন্টাইনে আসার পর তাদের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে পিসিআর ল্যাব থেকে জানানো হয় তাদের ১১ জন করোনা পজেটিভ।
আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩৪ লাখে
তিনি আরও জানান, করোনা পজেটিভ শনাক্ত হওয়া ১১ জনের নমুনা আইইডিসিআরে পাঠানো হবে। আকান্তদের সকলের বাড়ি সাতক্ষীরাতে।
আইইডিসিআর এর রিপোর্ট আসলে তাদের ভারতীয় ভেরিয়েন্ট সংক্রমণ হয়েছে কি না জানা যাবে। আজ বুধবার সকালে তাদের শহরের বিভিন্ন হোটেল থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে নেওয়া হয়।
আরও পড়ুন: ভারতকে দ্রুত টিকা পাঠানোর আহ্বান বাংলাদেশের
সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানান, ৫ মে বুধবার সন্ধ্যায় ভারত থেকে আসা বাংলাদেশি ১৪২ জন নাগরিকের নমুনা পরীক্ষা করে ১১ জন করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তাদেরকে বিশেষ ব্যবস্থায় চিকিৎসার জন্য মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিটে প্রেরণ করা হয়েছে। তিনি জেলার সকলকে সাবধান ও সতর্ক থাকতে অনুরোধ জানিয়েছেন।
৩ বছর আগে
ভারত থেকে ফিরলেন আরও অর্ধশত বাংলাদেশী, এক নারীর করোনা শনাক্ত
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ভারতে আটকে পড়া আরও অর্ধশত বাংলাদেশী নারী-পুরুষ। ভারত ফেরত এক নারীর করোনা শনাক্ত।
মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত এ সীমান্ত পথ দিয়ে তারা দেশে প্রবেশ করেন।
দর্শনা চেকপোস্টে পৌঁছালে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ভারত থেকে দেশে ফেরতদের মধ্যে একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ঢাকায় ১৪ দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতের কোলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে অনাপত্তি পত্র (এনওসি) নিয়ে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত ৫০ জন নারী-পুরুষ দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন। এর আগে সোমবার সন্ধ্যায় এই চেকপোষ্ট দিয়ে ১১ জন দেশে ফেরেন।
আরও পড়ুন: বেনাপোলে পাসপোর্টধারীদের যাতায়াত বাড়ছে
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. অমিত কুমার বিশ্বাস জানান, ভারত ফেরতদের স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষায় চার সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। ফিরে আসা সবাইকে হেলথ স্ক্রিনিংয়ের পর এন্টিজেন টেস্টের মাধ্যমে করোনা পরীক্ষা করা হচ্ছে। এর মধ্যে এক নারীর নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া যায়।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক মনিরা পারভীন জানান, সকল প্রক্রিয়া শেষে চেকপোস্ট থেকে তাদের নির্ধারিত পরিবহনযোগে (মাইক্রোবাস) চুয়াডাঙ্গা শহরের ভিমরুল্লা এলাকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ভবনে নেয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টাইনে থাকতে হবে। আর করোনা শনাক্ত ওই নারীকে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হয়েছে। সেখানে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে।
৩ বছর আগে
বুড়িমারী স্থলবন্দরে ভারত ফেরত ৩ শিক্ষার্থীর করোনা পজিটিভ
ভারতে থেকে বুড়িমারী স্থলবন্দ দিয়ে আসা বাংলাদেশি তিন শিক্ষার্থীর করোনা পজিটিভ ফলাফল এসেছে।
ওই তিন শিক্ষার্থী বুড়িমারী স্থলবন্দরে প্রতিষ্ঠানিক আবাসিক হোটেল সাম টাইমে কোয়ারেন্টাইনে রয়েছেন। উপজেলা প্রসাশন তাদের নজরদারিতে রেখেছেন।
রবিবার (১৬ মে) সন্ধ্যায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় বলেন, তিন শিক্ষার্থীর করোনা ভারতীয় ভ্যারিয়েন্ট কি না তা পরীক্ষার জন্য নমুনা ঢাকা পাঠানো হবে।
আরও পড়ুন: ঢাকায় ১৪ দিন পর ফেরার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের
এদিকে রবিবার দুপর ২টায় ভারত থেকে এক বাংলাদেশি বুড়িমারী স্থলবন্দর হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। বাংলাদেশি ৫ সদস্যর একটি পরিবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না পাওয়ায় ভারতের চ্যাংরাবান্ধা থেকে ফেরত গেছেন বলে বুড়িমারী ইমিগ্রেশন পুলিশ জানিয়েছে।
জানা গেছে, করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট (ধরন) ছড়িয়ে পড়ার আশঙ্কায় ২৬ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতের সব সীমান্ত বন্ধ করে দেয়া হয়। এ সময় ভারতের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করা শিক্ষার্থী ও চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশিরা আটকে যান ভারতে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কোয়ারেন্টাইনে থাকাসহ নানা শর্তে তারা দেশে প্রবেশের অনুমতি পান।
ভারতের সঙ্গে সীমান্ত বন্ধের পর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে গত ২৬ এপ্রিল থেকে ভারতের বাংলাদেশ দূতাবাসের অনুমতি নিয়ে রবিবার বিকাল ৫টা পর্যন্ত দেশটিতে আটকে পড়া শিক্ষার্থীসহ ২০২ জন দেশে ফিরেছেন। বুড়িমারী স্থলবন্দরে বর্তমানে পাচঁটি আবাসিক হোটেলে ৮৩ জন প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন। ১০১ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের সবাইকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। একই সময়ে ভারতে ফিরে গেছেন ১০৬ জন।
এদিকে দুই ধাপে ৩৫ জনের করোনা নেগেটিভ আসায় উপজেলা প্রসাশন তাদের ছাড়পত্র দিয়ে ছেড়ে দিয়েছে।
আরও পড়ুন: করোনায় ২৪ ঘণ্টায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ৬.৬৯ শতাংশ
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুর রহমান বলেন, ‘বুড়িমারী স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফেরত আসা তিন শিক্ষার্থীর শরীরে করোনা পজিটিভ ফল এসেছে, তারা বর্তমানে সুস্থ রয়েছেন।’
তিনি বলেন, ‘তাদের শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট আছে কি না জানার জন্য তাদের নমুনা সংগ্রহ করে আইডিসিআর-এ পাঠাব। বর্তমানে তিন শিক্ষার্থী আমাদের নজরে আছেন।’
৩ বছর আগে
ভারত ফেরত ১০ জনকে চমেক হাসপাতালে ভর্তি
সম্প্রতি ভারতে চিকিৎসা শেষে দেশে ফেরা ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ ১০ জন করোনা আক্রান্ত কি-না, এখনো জানা যায়নি।
ভারত থেকে দেশের বিভিন্ন জেলার কিছু সংখ্যক লোক গত ৪ মে যশোরের বেনাপোল হয়ে বাংলাদেশে আসলে তাদের সবাইকে যশোর বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ৬ মে তাদের সবাইকে নিজ নিজ জেলা হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১০ জনকে শুক্রবার ভোরে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চমেক সূত্রে জানা গেছে, ভারত ফেরত এই ১০ জনের মধ্যে সাতজনকে হাসপাতালের ২৯নং ওয়ার্ডের কেবিনে ও তিনজনকে ১৬নং মেডিসিন ওয়ার্ডে রাখা হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই ক্যানসার আক্রান্ত রোগী। সাথে তাদের অভিভাবকরাও রয়েছেন।
আরও পড়ুন: সাকিব-মোস্তাফিজ ঢাকায়
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ভারতে চিকিৎসা নিয়ে আসা চট্টগ্রামের ১০ জনকে প্রাথমিক তত্ত্বাবধানের জন্য হাসপাতালে রাখা হয়েছে। তাদের মধ্যে ফটিকছড়ি উপজেলার তিনজন, চন্দনাইশ উপজেলার তিনজন, কর্ণফুলী থানার তিনজন এবং পটিয়া উপজেলার একজন রয়েছেন।’
হাসপাতালের ২৯নং ওয়ার্ডে থাকা ইকবাল হোসেন বলেন, এক রোগীর সঙ্গে ভারতে গিয়েছিলেন তিনি।
তিনি বলেন, ‘চিকিৎসার জন্য গত ফেব্রুয়ারি ভারতে গিয়েছিলাম। কলকাতা থেকে গত ৪ মে যশোর আসি। তবে আসার আগে করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট আসে। এখানেও করোনা টেস্টে নেগেটিভ রিপোর্ট এসেছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, আমাদের বাড়িতে পাঠিয়ে দিবে।’
তিনি আরও বলেন, ‘ভারত থেকে চিকিৎসা নিয়ে আসা আমাদের রোগী হাসপাতালে থাকতে পারছেন না। আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে চাই। তবে এ ব্যাপারে কথা বলার জন্য সকাল থেকে কোনো ডাক্তারকে পাওয়া যায়নি।’
উল্লেখ্য গত ৪ মে বাংলাদেশ-ভারত সীমান্তের বেনাপোল বন্দর হয়ে বিভিন্ন জেলার মানুষ বাংলাদেশে আসে। তখন এদের সবাইকে কোভিড-১৯ পরীক্ষা করে যশোর বক্ষ্যব্যাধী হাসপাতালে রাখা হয়। তবে গতকাল কর্তৃপক্ষের নির্দেশনায় যার যার জেলা হাসপাতালে তাদের পাঠিয়ে দেওয়া হয়।
৩ বছর আগে
করোনা: ভারত থেকে ফিরে বেনাপোলে বিপাকে শতাধিক যাত্রী
করোনা নেগেটিভ সার্টিফিকেট জটিলতায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে আটকা পড়েছে ক্যানসার রোগীসহ শতাধিক পাসপোর্ট যাত্রী।
৪ বছর আগে