কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে করোনার অ্যাস্ট্রেজেনেকা টিকার ১২ লাখের বেশি ডোজ অনুদান হিসেবে দিয়েছে সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ে। রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত প্রতীকীভাবে বাংলাদেশ সরকারের কাছে এ টিকা হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যৈষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এ টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যৌথ বিবৃতিতে সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতরা বৈশ্বিক মহামারিতে কার্যকর বহুপাক্ষিক সাড়াদানের গুরুত্ব তুলে ধরেন এবং নিরাপদ ও কার্যকর করোনার টিকায় দ্রুত সমান প্রবেশাধিকারের জন্য তাদের দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দেশ তিনটি ‘অ্যাক্সেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর’ উদ্যোগে তাদের সংযুক্ততা বজায় রেখে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং কোভ্যাক্স সুবিধায় টিকা দান করেছে।
মহামারির শুরুর পর থেকে তারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ফ্রন্টলাইনের উদ্যোগে দ্বিপাক্ষিকভাবে অবদান রেখেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত সম্প্রদায়ের কাছে পৌঁছেছে।
অনুষ্ঠানে বাংলাদেশে করোনার অ্যাস্ট্রাজেনেকা টিকার ১২ লাখের বেশি ডোজ বরাদ্দ ও বিতরণের জন্য কোভ্যাক্স এর সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রদূতরা।
সুইডেন পাঁচ লাখ ৩৫ হাজার ২০০ ডোজ, সুইজারল্যান্ড চার লাখ ৪৬ হাজার ডোজ ও নরওয়ে দুই লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা অনুদান হিসেবে প্রদান করেছে।
বাংলাদেশ সরকারের কাছে টিকার চালান ও হস্তান্তরের আয়োজনের জন্য ইউনিসেফকেও ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূতরা।
আরও পড়ুন: চলতি মাসে কোভ্যাক্সের ৩৫ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
কোভ্যাক্সের ওপর নির্ভর রোহিঙ্গাদের টিকাদান