অ্যাস্ট্রাজেনেকা
বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকার আরও ১০ লাখ ডোজ দিলো যুক্তরাজ্য
বাংলাদেশকে করোনার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার আরও ১০ লাখ ডোজ অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাজ্য।
বুধবার ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, টিকার এই চালানটি ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছায়।
বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন বলেন, ‘আমরা যুক্তরাজ্য থেকে বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার ১০ লাখ ডোজ আসাকে স্বাগত জানাই। গত বছর কোভ্যাক্সের আওতায় ৪০ লাখ টিকা অনুদান দেয় যুক্তরাজ্য। আর এই দ্বিপক্ষীয় অনুদান ওইটার সঙ্গে যোগ হলো।’
আরও পড়ুন: বাংলাদেশকে ফাইজারের আরও এক কোটি টিকা দিলো যুক্তরাষ্ট্র
তিনি বলেন, যুক্তরাজ্যের এই সহায়তা মহামারির বিরুদ্ধে লড়াইকে এক ধাপ এগিয়ে নিয়ে গেছে এবং দ্রুত পুনরুদ্ধার ও একটি স্বাস্থ্যকর ও সমৃদ্ধ ভবিষ্যত গড়তে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি আরও জোরদার করেছে।
হাইকমিশন বলছে, যুক্তরাজ্যের সর্বশেষ দ্বিপক্ষীয় অনুদান করোনাভাইরাস মহামারির বিরুদ্ধে বাংলাদেশের লড়াই এবং দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারকে জোরদার করবে।
এর আগে গেল বছরের ডিসেম্বরে কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা টিকার ৪০ লাখের বেশি ডোজ অনুদান হিসেবে দেয় যুক্তরাজ্য।
আরও পড়ুন: করোনা টিকার সকল ডোজই চালু থাকবে: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
বাংলাদেশকে ২ কোটি ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল ফ্রান্স
করোনার বিরুদ্ধে বন্ধুত্বপূর্ণ দেশের লড়াইয়ে সংহতির অঙ্গীকার হিসেবে গ্লোবাল শেয়ারিং প্ল্যাটফর্ম কোভ্যাক্স-এর মাধ্যমে বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের আরও দুই কোটি ১২ লাখ ডোজ টিকা দিয়েছে ফ্রান্স।
নতুন এই ডোজসহ এ পর্যন্ত বাংলাদেশকে ৫ কোটি ৩৮ লাখ ডোজ দিয়েছে ফান্স।
এমিরেটসের একটি ফ্লাইট সোমবার গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কোটি ১২ লাখ ছয় হাজার ১০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের চালানটি নিয়ে এসেছে।
ফ্রান্সের দেয়া অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দুই কোটি ৬ লাখ মিলিয়ন ডোজ এর প্রথম চালানটি ২০২১ সালের ২৯ নভেম্বর এবং দ্বিতীয় চালানটি ১৯ ডিসেম্বর দেশে পৌঁছেছিল।
তিনটি চালানই কোভ্যাক্স সুবিধার অধীনে ফ্রান্স থেকে বাংলাদেশে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: কানাডা থেকে এলো ২২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা
বাংলাদেশকে আরও ৭ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান
২ বছর আগে
কানাডা থেকে এলো ২২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা
কোভ্যাক্স সুবিধার আওতায় কানাডা থেকে করোনার অ্যাস্ট্রাজেনেকার ২২ লাখ ডোজ টিকার একটি চালান রবিবার বাংলাদেশে পৌঁছেছে।
বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার বেনোইট প্রিফন্টেইন বলেন, ‘কানাডার প্রতিশ্রুতি হলো এই মহামারি শেষ করতে জীবন রক্ষাকারী এই টিকা সর্বত্র সব মানুষের জন্য নিশ্চিত করা।’
তিনি বলেন, টিকা বিনিময়ের মাধ্যমে বাংলাদেশ ও কানাডার সম্পর্ক আরও জোরদার হবে।
আরও পড়ুন: বাংলাদেশকে ৪০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল যুক্তরাজ্য
২ বছর আগে
বাংলাদেশকে আরও ৭ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেবে জাপান
জাপানে তৈরি অ্যাস্ট্রাজেনেকা টিকার সাত লাখ চার হাজার ১০ ডোজের একটি চালান আগামী ২১ ডিসেম্বর ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এর আগে গত ১৫ ডিসেম্বর জাপান বাংলাদেশকে সাত লাখ ৮৮ হাজার ২০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দেয়।
শুক্রবার বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আমরা আগামী সপ্তাহে আরও সাত লাখ চার হাজার ১০ ডোজ করোনা টিকা দেয়ার পরিকল্পনা করেছি। ফলে এক সপ্তাহের মধ্যে জাপান বাংলাদেশকে প্রায় ১৫ লাখ ডোজ করোনা টিকা উপহার দিলো।
রাষ্ট্রদূত আরও বলেন, এটি সম্পূর্ণরূপে বাংলাদেশি জনগণের স্বার্থে দেয়া। তিনি আশা প্রকাশ করেন যে এই টিকা সহায়তা করোনার বিস্তার রোধে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় অবদান রাখবে।
আরও পড়ুন: বাংলাদেশকে ৪০ লাখ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকা দিল যুক্তরাজ্য
ইতো নাওকি বলেন, জাপান আশা প্রকাশ করে যে, বাংলাদেশে নিরাপদ ও কার্যকর টিকার ন্যায্য, ন্যায়সঙ্গত এবং ব্যাপক প্রবেশাধিকার নিশ্চিত করা হবে। আমি আবারও বলতে চাই যে করোনার বিরুদ্ধে বাংলাদেশের লড়াইয়ে জাপান সবসময় বাংলাদেশের পাশে থাকবে এবং করোনা প্রতিরোধে একসঙ্গে কাজ করবে।
উল্লেখ্য, কোভ্যাক্স সুবিধার আওতায় গত জুলাই ও আগস্ট মাসে জাপান সরকার বাংলাদেশকে ৩০ লাখেরও বেশি ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা সরবরাহ করেছে।
আরও পড়ুন: কোভ্যাক্সের আওতায় ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলো বাংলাদেশ
বাংলাদেশকে সাড়ে ৫ লাখ ডোজ অ্যাস্টাজেনেকা টিকা দিল মালয়েশিয়া
২ বছর আগে
কোভ্যাক্সের আওতায় ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলো বাংলাদেশ
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে করোনার অ্যাস্ট্রেজেনেকা টিকার ১২ লাখের বেশি ডোজ অনুদান হিসেবে দিয়েছে সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ে। রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত প্রতীকীভাবে বাংলাদেশ সরকারের কাছে এ টিকা হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যৈষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এ টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যৌথ বিবৃতিতে সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতরা বৈশ্বিক মহামারিতে কার্যকর বহুপাক্ষিক সাড়াদানের গুরুত্ব তুলে ধরেন এবং নিরাপদ ও কার্যকর করোনার টিকায় দ্রুত সমান প্রবেশাধিকারের জন্য তাদের দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দেশ তিনটি ‘অ্যাক্সেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর’ উদ্যোগে তাদের সংযুক্ততা বজায় রেখে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং কোভ্যাক্স সুবিধায় টিকা দান করেছে।
মহামারির শুরুর পর থেকে তারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ফ্রন্টলাইনের উদ্যোগে দ্বিপাক্ষিকভাবে অবদান রেখেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত সম্প্রদায়ের কাছে পৌঁছেছে।
অনুষ্ঠানে বাংলাদেশে করোনার অ্যাস্ট্রাজেনেকা টিকার ১২ লাখের বেশি ডোজ বরাদ্দ ও বিতরণের জন্য কোভ্যাক্স এর সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রদূতরা।
সুইডেন পাঁচ লাখ ৩৫ হাজার ২০০ ডোজ, সুইজারল্যান্ড চার লাখ ৪৬ হাজার ডোজ ও নরওয়ে দুই লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা অনুদান হিসেবে প্রদান করেছে।
বাংলাদেশ সরকারের কাছে টিকার চালান ও হস্তান্তরের আয়োজনের জন্য ইউনিসেফকেও ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূতরা।
আরও পড়ুন: চলতি মাসে কোভ্যাক্সের ৩৫ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
কোভ্যাক্সের ওপর নির্ভর রোহিঙ্গাদের টিকাদান
২ বছর আগে
বাংলাদেশকে ২০ লাখ ৬০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দিল ফ্রান্স
বাংলাদেশকে করোনার অ্যাস্ট্রাজেনেকার টিকার ২০ লাখ ৬০ হাজার ডোজ অনুদান হিসেবে দিয়েছে ফ্রান্স সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জিন মারিন শু পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এ টিকা হস্তান্তর করেন।
টিকা বিনিময়ের মাধ্যমে দু’দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে দুই পক্ষই উল্লেখ করে।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্যারিস সফরকালে দেশটি এ টিকা অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেয়।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুইডেন বাংলাদেশকে পাঁচ লাখ ৩০ হাজার ডোজ টিকা অনুদান হিসেবে প্রদান করবে।
আরও পড়ুন: বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
চট্টগ্রামে বস্তিবাসীদের টিকাদান শুরু আজ
সারাদেশের স্কুলে স্কুলে গিয়ে শিক্ষার্থীদের টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
বাংলাদেশকে ৩২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার পোল্যান্ডের
কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের সাথে সংহতি প্রকাশ করে ৩২ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিয়েছে পোলিশ সরকার। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পোল্যান্ডের রাষ্ট্রদূত অধ্যাপক অ্যাডাম বুরাকোস্কি প্রতীকী টিকার টোকেন হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এবং ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.)মো. খুরশেদ আলম পোলিশ রাষ্ট্রদূতের কাছ থেকে এই প্রতীকী উপহার গ্রহণ করেন
পোলান্ড সরকারের নিজস্ব ব্যবস্থাপনায় মোট তিনধাপে ৩২ লাখ ৭২ হাজার ৮৮০ডোজ অ্যাস্টাজেনেকা টিকা ঢাকাকে দেয়া হবে। এরমধ্যে বুধবার প্রথম ধাপের ১০ লাখ ২৭ হাজার ২৯০ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ৯ লাখ ২০ হাজার ৭৯০ ডোজ টিকা ঢাকায় পৌঁছাবে। আর তৃতীয় ধাপে ১৩ লাখ ২৪ হাজার ৮০০ ডোজ টিকা আগামী ১৪ নভেম্বর ঢাকায় আসবে।
এসময় পোল্যান্ডের রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, কোভিড-১৯ প্রতিরোধী এই টিকাগুলো বাংলাদেশের প্রতি বন্ধুত্বের নিদর্শন হিসেবে পোল্যান্ড সরকার বাংলাদেশ সরকারকে উপহার হিসেবে দিয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, উভয় দেশ শিগগিরই যৌথ প্রচেষ্টার মাধ্যমে মহামারির ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবে।
ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব মো.খুরশেদ আলম বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পোল্যান্ড সরকারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এই দুই দেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
২ বছর আগে
আগামীকাল থেকে বিমানের ঢাকা-সিঙ্গাপুর ফ্লাইট শুরু
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বৃহস্পতিবার ২৮ অক্টোবর বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন শুরু করতে যাচ্ছে। ২৮ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং ১৩ নভেম্বর থেকে সপ্তাহে প্রতি শনিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ফ্লাইট পরিচালনা করবে বিমান।
ঢাকা থেকে স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুরের উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে এবং সিঙ্গাপুর থেকে সেখানকার স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
যাত্রীরা বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন।
আরও পড়ুন: সৌদিগামী বিমান বাংলাদেশের ফ্লাইট ৫ দিন স্থগিত
সিঙ্গাপুর যেতে হলে যাত্রীদের অবশ্যই সিঙ্গাপুর কর্তৃপক্ষ কর্তৃক দেশটিতে প্রবেশের অনুমতিপত্র নিতে হবে এবং অনুমোদিত কোভিড-১৯ এর টিকার পূর্ণ ডোজ নিতে হবে। ফাইজার, মডার্না, অ্যাস্ট্রাজেনেকা, সেরামের কোভিশিল্ড, সিনোফার্ম, সিনোভ্যাক টিকার যে কোন একটির দুই ডোজ এবং জনসনের টিকার ক্ষেত্রে এক ডোজ নেয়ার কমপক্ষে ১৪ দিন পর থেকে সিঙ্গাপুরে যাওয়া যাবে।
দুই বছরের বেশি বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৪৮ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। সিঙ্গাপুর পৌঁছে ১০ দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। কোয়ারেন্টাইনের তৃতীয় ও সপ্তম দিনে নিজ খরচে অ্যান্টিজেন র্যাপিড টেস্ট করাতে হবে এবং দশম দিনে নিজ খরচে কোভিড-১৯ পিসিআর পরীক্ষা করাতে হবে। সংক্ষিপ্ত সময়ের জন্য ভ্রমণে গেলে যাত্রীদেরকে চাঙ্গি বিমানবন্দরে করোনা পরীক্ষা করাতে হবে যার জন্য আগেই অনলাইনে রেজিস্ট্রেশন ও ফি দিতে হবে। সিঙ্গাপুর যাওয়ার আগে মোবাইলে ‘Trace Together’ অ্যাপ ডাউনলোড করতে হবে। সিঙ্গাপুর বিমানবন্দরে যাত্রীদেরকে অভ্যর্থনা জানানোর জন্য বাইরের কোন ব্যক্তি প্রবেশ করতে পারবেন না।
আরও পড়ুন: করোনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্মকর্তার মৃত্যু
সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসতে হলে ১২ বছরের বেশি বয়সী যাত্রীদের ফ্লাইট ছাড়ার আগে সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। করোনা টিকা নেয়া না থাকলে বাসায় গিয়ে ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে। বিমানবন্দরে পৌঁছানোর পর করোনার লক্ষণ দেখা গেলে যাত্রীকে সরকার নির্ধারিত হোটেলে নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে।
বিস্তারিত ট্রাভেল অ্যাডভাইজারি দেখতে ভিজিট করুন www.biman-airlines.com।উল্লেখ্য, সর্বশেষ ৪ মে থেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরে যাত্রী পরিবহন বন্ধ ছিল। তবে সিঙ্গাপুর থেকে যাত্রীরা বাংলাদেশে আসতে পারতেন।
৩ বছর আগে
ভারত থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ টিকা
ভারত থেকে অ্যাস্ট্রাজেনেকার আরও ১০ লাখ ডোজ করোনার টিকা দেশে এসেছে।
বেক্সিমকোর ক্রয়াদেশের বিপরীতে শনিবার বিকাল ৫ টা ৪০ মিনিটে এ টিকার চালান পৌঁছায় বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
বাণিজ্যিক চুক্তির আওতায় বাংলাদেশ এখন পর্যন্ত ভারতের সেরাম ইন্সটিটিউট থেকে ৮০ লাখ করোনার টিকা পেয়েছে। এছাড়া দ্বিপক্ষীয় অংশীদারিত্বের উপহার স্বরূপ ৩৩ লাখ টিকা বাংলাদেশকে দিয়েছে ভারত সরকার।
সেরাম ইন্সটিটিউট থেকে তিন কোটি টিকা কেনার চুক্তি করেছিল বাংলাদেশ। চুক্তি অনুসারে প্রতি মাসে ৫০ লাখ ডোজ টিকা বাংলাদেশে সরবরাহ করার কথা প্রতিষ্ঠানটির। কিন্তু ভারতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসে টিকা রপ্তানি বন্ধ করে দিয়েছিল সেরাম।
পরে করোনা পরিস্থিতির উন্নতি হলে অক্টোবর থেকে টিকা আবার রপ্তানি করার কথা জানায় ভারত সরকার।
আরও পড়ুন: আগামী মার্চের মধ্যে ৭০-৮০ শতাংশ মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
যুক্তরাষ্ট্র থেকে এলো ফাইজারের আরও ২৫ লাখ টিকা
৩ বছর আগে
ভারত থেকে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন আসছে আজ
অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ১০ লাখ ডোজ টিকা শনিবার ভারত থেকে ঢাকায় পৌঁছাবে বলে জানিয়েছেন ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন।
সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া থেকে শনিবার বিকেল ৫.৪০ মিনিটে এ চালানটি আসার কথা রয়েছে।
এটি বেক্সিমকোর বাণিজ্যিক অর্ডারের সরবরাহ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এর আগে ভারত সরকার করোনা পরিস্থিতির উন্নতির মধ্যে অক্টোবর থেকে করোনা ভ্যাকসিন রপ্তানি পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছিল।
সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদক সংস্থাটি দেশীয় চাহিদা মেটাতে এপ্রিল মাসে রপ্তানি বন্ধ করে দিয়েছিল।
অ্যাস্ট্রাজেনেকা দ্বারা উৎপাদিত ভ্যাকসিনের তিন কোটি ডোজ টিকা কেনার জন্য বাংলাদেশ সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার এসআই আই) সাথে চুক্তি করেছে।
চুক্তি অনুসারে বাংলাদেশের প্রতি মাসে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন পাওয়ার কথা ছিল। তবে চুক্তির মাধ্যমে বাংলাদেশ এখন পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের মাত্র ৭০ লাখ ডোজ টিকা পেয়েছে।
উল্লেখ্য,বাংলাদেশ দ্বিপাক্ষিক অংশীদারিত্বের উপহার হিসেবে ৩৩ লাখ ডোজ ভ্যাকসিন পেয়েছে।
আরও পড়ুন: ২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা উপহার দিবে রোমানিয়া
টিকা উৎপাদনে প্রযুক্তি ভাগ করে নেয়ার আহ্বান বাংলাদেশের
ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে
৩ বছর আগে