কোভ্যাক্স
বাংলাদেশ ১১৫ মিলিয়ন করোনার টিকা বিনামূল্যে পেয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ মোট ১১৫ মিলিয়ন করোনার টিকা বিনামূল্যে পেয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
তিনি বলেন, ‘বাংলাদেশ এখন পর্যন্ত মোট ২৯৫ মিলিয়ন করোনার টিকা পেয়েছে। এগুলোর মধ্যে ১৮০ মিলিয়ন টিকা কেনা হয়েছে এবং বাকি টিকা আমরা কোভ্যাক্স সুবিধার আওতায় বিনামূল্যে পেয়েছি।’
রবিবার সংসদে জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের (কিশোরগঞ্জ-৩) এক সম্পূরক প্রশ্নের জবাবে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
ট্রেজারি বেঞ্চের সাংসদ আলী আজমের (ভোলা-২) এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, দেশের ৮০ শতাংশ মানুষকে টিকা দেয়ার পরিকল্পনা রয়েছে সরকারের এবং পাঁচ বছরের বেশি বয়সী সকল নাগরিক করোনার টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে।
আরও পড়ুন: মানহীন ক্লিনিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: স্বাস্থ্যমন্ত্রী
তিনি জানান, ১ জুন পর্যন্ত ১২ কোটি ৮৭ লাখ ৭৩ হাজার ৪৩৬টি প্রথম ডোজ, ১১ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৩৭১টি দ্বিতীয় ডোজ এবং এক কোটি ৫২ লাখ ৮৯ হাজার ৬১০টি বুস্টার ডোজ দেয়া হয়েছে। এছাড়া ভাসমান মানুষকে দুই লাখ ৪৩ হাজার ৯১৮ ডোজ টিকা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
আওয়ামী লীগের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরীর (ভোলা-৩) প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভেজাল, নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সরকার ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ৪৬টি ওষুধ কোম্পানির উৎপাদন লাইসেন্স স্থগিত করেছে।
৪৬টি কোম্পানির মধ্যে রয়েছে-১৭টি হোমিওপ্যাথিক কোম্পানি, ১৪টি আয়ুর্বেদিক, ছয়টি ইউনানি, পাঁচটি অ্যালোপ্যাথিক ও চারটি হারবাল।
আরও পড়ুন: জুনে ৫-১২ বছরের শিশুদের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
একই ধরনের অপরাধের জন্য ২০২১ সালে ভ্রাম্যমাণ আদালত মোট দুই ৩৬টি মামলা করেছে এবং ২৬ দশমিক ৭ মিলিয়ন টাকার বেশি জরিমানা করেছে বলেও জানান তিনি।
এছাড়া এ বিষয়ে ম্যাজিস্ট্রেট আদালতে ৯১টি এবং ওষুধ আদালতে ২১টি মামলা করা হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
২ বছর আগে
বাংলাদেশকে ফাইজারের আরও এক কোটি টিকা দিলো যুক্তরাষ্ট্র
সারাদেশে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখতে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও এক কোটি (১০ মিলিয়ন) ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সোমবার ঢাকায় মার্কিন দূতাবাস জানিয়েছে, সর্বশেষ এই অনুদানটি বিশ্বব্যাপী সব দেশের মধ্যে বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের দেয়া করোনা ভ্যাকসিনের বৃহত্তম প্রাপক করে তুলেছে।
বাংলাদেশকে এই পর্যন্ত ৬১ মিলিয়ন করোনার টিকা অনুদান হিসেবে দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া এই চালানটি টিকা দেয়ার ক্ষেত্রে দু’দেশের মধ্যে অংশীদারিত্ব এবং আমেরিকান জনগণের উদারতার বিষয়টি তুলে ধরে।
আরও পড়ুন: বাংলাদেশকে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা দিলো যুক্তরাষ্ট্র
৫ বছরের কম বয়সী শিশুদের টিকা ব্যবহারের অনুমতি চেয়েছে ফাইজার
২ বছর আগে
ভাসমান জনগোষ্ঠীকে দেয়া হবে জনসনের টিকা: স্বাস্থ্যমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কোম্পানি জেনসেন ফার্মাসিউটিক্যালসের তৈরি জনসন অ্যান্ড জনসনের টিকা দেশের ভাসমান জনগোষ্ঠীকে দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে আমরা কিছু জনসন অ্যান্ড জনসনের টিকা পেয়েছি। খুব শিগগিরই সেগুলো দেয়া শুরু হবে।রবিবার মহাখালীতে বিসিপিএস মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।
আরও পড়ুন: করোনা রোগীদের ৭০-৮০ ভাগই ওমিক্রনে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রীমন্ত্রী বলেন, জনজন অ্যান্ড জনসনের টিকা এক ডোজের হওয়ায় আমরা সেগুলো ভাসমান, দিনমজুরদের দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। কারণ তাদের নির্দিষ্ট কোন ঠিকানা না থাকায় তাদের খোঁজ সবসময় পাওয়া যায় না। একবার এক ডোজ দিয়ে দিলে তাদের পরে আর খোঁজতে হবে না।এর আগে গত ২০ জানুয়ারি দেশে প্রথমবারের মতো জনসন অ্যান্ড জনসনের তিন লাখ ৩৬ হাজার ডোজ করোনা টিকা দেশে এসেছে। অন্যান্য টিকার মতোই এই টিকা ইপিআইয়ে সংরক্ষণ করা হয়েছে।এ বিষয়ে এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির প্রধান অধ্যাপক ডা. শামসুল হক গণমাধ্যমকে বলেন, যুক্তরাষ্ট্রের সহায়তা হিসেবে কোভ্যাক্সের মাধ্যমে এই টিকা পেয়েছে বাংলাদেশ। অন্য কোম্পানির টিকা যেখানে অন্তত দুই ডোজ দিতে হয়, জনসনের তৈরি এই করোনাভাইরাসের টিকা এক ডোজের। অবশ্য পরে বুস্টার ডোজ দেয়ার প্রয়োজন হতে পারে।গতবছর জুন মাসেই জনসনের কোভিড টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছিল বাংলাদেশ।
আরও পড়ুন: ঢাকার এক-তৃতীয়াংশ হাসপাতালে করোনা রোগী ভর্তি: স্বাস্থ্যমন্ত্রী
২ বছর আগে
যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও প্রায় ২৫ লাখ ডোজ পৌঁছেছে
কোভ্যাক্স সুবিধার অধীনে মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ফাইজার টিকার আরও ২৪ লাখ ৯০ হাজার ৭৮০ ডোজ দেশে পৌঁছেছে। রবিবার সকাল ৮টা ২৭ মিনিটের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালানটি এসে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফাইজার টিকার ৪৬ লাখ ডোজের আরেকটি চালান ১০ জানুয়ারি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বাংলাদেশ ২৮ ডিসেম্বর থেকে ফাইজার টিকার সঙ্গে বুস্টার ডোজ দেয়া শুরু করেছে। শনিবার (১ জানুয়ারি) পর্যন্ত ফাইজার টিকার সঙ্গে ৩৫ হাজার ৭৩৮ বুস্টার ডোজ দেয়া হয়েছে।
ইতোমধ্যে, ৬১ হাজার ৫৩৯ জন ফাইজারের প্রথম ডোজ পেয়েছেন এবং ১৭ লাখ ৪৫ হাজার ৯৯৬ জন শনিবার পর্যন্ত ফাইজারে দ্বিতীয় ডোজ পেয়েছেন।
জাতীয় কোভিড-১৯ টিকাদান অভিযানকে সমর্থন করতে এবং মহামারি মোকাবিলায় সরকারের প্রতিক্রিয়া জোরদার করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে।
বাংলাদেশ ২১ জুন কোভিড -১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য ঢাকার তিনটি কেন্দ্রে ফাইজার-বায়োটেক টিকার প্রথম ডোজ পরিচালনা শুরু করেছে।
আরও পড়ুন: ওমিক্রনের বিরুদ্ধে ফাইজারের পিল কার্যকর
বাংলাদেশকে আরও ১৮ লাখ ডোজ ফাইজার টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র
২ বছর আগে
কোভ্যাক্সের আওতায় ১২ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলো বাংলাদেশ
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে করোনার অ্যাস্ট্রেজেনেকা টিকার ১২ লাখের বেশি ডোজ অনুদান হিসেবে দিয়েছে সুইজারল্যান্ড, সুইডেন ও নরওয়ে। রবিবার বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে তিন দেশের রাষ্ট্রদূত প্রতীকীভাবে বাংলাদেশ সরকারের কাছে এ টিকা হস্তান্তর করেন।
বাংলাদেশ সরকারের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের জ্যৈষ্ঠ সচিব লোকমান হোসেন মিয়া এ টিকা গ্রহণ করেন। অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) এবং অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
যৌথ বিবৃতিতে সুইডেন, সুইজারল্যান্ড ও নরওয়ের রাষ্ট্রদূতরা বৈশ্বিক মহামারিতে কার্যকর বহুপাক্ষিক সাড়াদানের গুরুত্ব তুলে ধরেন এবং নিরাপদ ও কার্যকর করোনার টিকায় দ্রুত সমান প্রবেশাধিকারের জন্য তাদের দেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
দেশ তিনটি ‘অ্যাক্সেস টু কোভিড-১৯ টুলস অ্যাক্সিলারেটর’ উদ্যোগে তাদের সংযুক্ততা বজায় রেখে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে এবং কোভ্যাক্স সুবিধায় টিকা দান করেছে।
মহামারির শুরুর পর থেকে তারা বাংলাদেশ জুড়ে বিভিন্ন ফ্রন্টলাইনের উদ্যোগে দ্বিপাক্ষিকভাবে অবদান রেখেছে এবং সবচেয়ে ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত সম্প্রদায়ের কাছে পৌঁছেছে।
অনুষ্ঠানে বাংলাদেশে করোনার অ্যাস্ট্রাজেনেকা টিকার ১২ লাখের বেশি ডোজ বরাদ্দ ও বিতরণের জন্য কোভ্যাক্স এর সিদ্ধান্তকে স্বাগত জানান রাষ্ট্রদূতরা।
সুইডেন পাঁচ লাখ ৩৫ হাজার ২০০ ডোজ, সুইজারল্যান্ড চার লাখ ৪৬ হাজার ডোজ ও নরওয়ে দুই লাখ ৩৭ হাজার ৬০০ ডোজ টিকা অনুদান হিসেবে প্রদান করেছে।
বাংলাদেশ সরকারের কাছে টিকার চালান ও হস্তান্তরের আয়োজনের জন্য ইউনিসেফকেও ধন্যবাদ জানিয়েছেন রাষ্ট্রদূতরা।
আরও পড়ুন: চলতি মাসে কোভ্যাক্সের ৩৫ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
কোভ্যাক্সের ওপর নির্ভর রোহিঙ্গাদের টিকাদান
৩ বছর আগে
আরও এক কোটি ৪০ লাখ ফাইজার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশকে আরও এক কোটি ৪০ লাখ ডোজ ফাইজার বায়োএনটেকের করোনা টিকা দিবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্যারিস থেকে এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে কোভিড-১৯ নিয়ে একটি উচ্চ পর্যায়ের ভার্চুয়াল বৈঠক হয়েছে। এসময় আমরা এই সুসংবাদ জানতে পারি।
উচ্চ পর্যায়ের এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীর সাথে আরও ২৫ জন প্রতিমন্ত্রী অংশ নেন।
আব্দুল মোমেন বলেন, এ বৈঠকে আমরা যুক্তরাষ্ট্রের কাছে সাশ্রয়ী মূল্যে করোনার টিকা এবং বাংলাদেশের মতো দেশগুলোর ওষুধ কোম্পানিগুলোকে স্থানীয়ভাবে করোনা টিকা উৎপাদনে প্রয়োজনীয় সহায়তা দাবি করেছিলাম।
আব্দুল মোমেন আরও বলেন, বাংলাদেশে ইতোমধ্যে সাত কোটি ৮০ লাখ ডোজ করোনার টিকা দেয়া হয়েছে। এরমধ্যে প্রথম ডোজের টিকা দেয়া হয়েছে চার কোটি ছয় লাখ ডোজ আর দ্বিতীয় ডোজের টিকা দেয়া হয়েছে তিন কোটি ২০ লাখ ডোজ। তবে, দেশের ১৬ কোটি ৫০ লাখ জনসংখ্যার কমপক্ষে ৮০ শতাংশকে টিকার আওতায় আনতে আমাদের আরও টিকা প্রয়োজন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভালো খবর হলো বাংলাদেশে করোনা সংক্রমণের হার এখন মাত্র এক শতাংশে নেমে এসেছে। বুধবার দেশে মাত্র দুজন করোনায় মারা গেছেন।
আরও পড়ুন: বাংলাদেশকে ৩২ লাখ অ্যাস্ট্রাজেনেকা টিকা উপহার পোল্যান্ডের
বাংলাদেশকে ২০ লাখ ডোজ টিকা উপহার দেবে ফ্রান্স: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বরের মধ্যে ৫০ শতাংশ মানুষ টিকা পাবে: স্বাস্থ্য সচিব
৩ বছর আগে
যুক্তরাষ্ট্র থেকে এলো ফাইজারের আরও ২৫ লাখ টিকা
বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার হিসেবে প্রদান করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন নাগরিকদের উপহার স্বরূপ এই টিকা হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর. মিলার।
মঙ্গলবার রাজধানীর সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত মিলার ও ইউএসএইড’র মিশন পরিচালক ক্যাথরিন স্টিভেন্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল বাশার খুরশীদ আলমের কাছে এ টিকা হস্তান্তর করেন।
আরও পড়ুন: ফাইজারের আরও ২৫ লাখ টিকা আসছে
এ সময় মিলার বলেন, ‘বাংলাদেশকে জীবন রক্ষাকারী ২৫ লাখ ফাইজার টিকা দিতে পেরে যুক্তরাষ্ট্র খুশি এবং জাতীয় টিকাদান কর্মসূচিতে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। কোভ্যাক্স সুবিধায় সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত। এর মাধ্যমে ফাইজারের টিকা সংরক্ষণ ও টিকাদান নিরাপদ ও কার্যকর করতে যথাযথ অবকাঠামো নিশ্চিত করা হবে।’
এরপর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তারা ইপিআইয়ের করোনার টিকা সংরক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
বাংলাদেশে করোনার টিকাদান কার্যক্রম এবং মহামারিতে সরকারের সাড়া প্রদানের সক্ষমতা বৃদ্ধিতে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটি নিরাপদ ও কার্যকরভাবে টিকাদান করতে ও বাংলাদেশিদের স্বাস্থ্য সুরক্ষায় ছয় হাজারের বেশি সেবা প্রদানকারী ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দিয়েছে।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় এক লাখ ৬২০ ডোজ ও দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ এবং তৃতীয় দফায় আরও ২৫ লাখ ডোজসহ ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ টিকা দেশে এসেছে।
আরও পড়ুন: ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে কাজ করছে ফাইজারের টিকা!
দেশে করোনায় আরও ১৮ মৃত্যু, শনাক্ত ৭৯
৩ বছর আগে
ঢাকায় পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা
কোভ্যাক্সের আওতায় মঙ্গলবার ভোরে ফাইজার ভ্যাকসিনের প্রায় ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
ন্যাশনাল এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ভ্যাকসিনের এই ডোজ বহন করে ভোর ৫ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) এবং বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই টিকা গ্রহণ করেন।
আরও পড়ুন: কাল আসছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, ‘ফাইজার ভ্যাকসিনের আরও ২৫ লাখ ডোজ টিকা আসার ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।’
এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি উপহার বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। এনিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকা: পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যের ডিজি
এর আগে অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা, মডার্না টিকাসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স সুবিধার আওতায় মোট টিকা দেশে এসেছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। এর মধ্যে শনিবার(২৫ সেপ্টেম্বর পর্যন্ত) প্রথম ডোজ মোট ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।
এছাড়াও চীনের সিনোফার্মের ৬ কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা
৩ বছর আগে
কাল আসছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ
কোভ্যাক্স সুবিধার আওতায় আগামীকাল সোমবার (২৭ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় যুক্তরাষ্ট্র থেকে ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে আসবে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সোমবার রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে ন্যাশনাল এয়ার লাইন্স কার্গো বিমানে কোভ্যাক্স সুবিধার আওতায় ২৫ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছবে।
টিকাগুলো গ্রহণ করতে বিমান বন্দরে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমসহ স্বাস্থ্যখাতের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। আগামীকাল আরও ২৫ লাখ ডোজ আসলে এনিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসে পৌঁছবে।
পড়ুন: ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে কাজ করছে ফাইজারের টিকা!
এর আগে অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা, মডার্না টিকাসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স সুবিধার আওতায় মোট টিকা দেশে এসেছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। এর মধ্যে (২৫ সেপ্টেম্বর পর্যন্ত) প্রথম ডোজ মোট ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।
এছাড়াও চীনের সিনোফার্ম এর ৬ কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আরও সাড়ে ১০ কোটি ডোজ ভ্যাকসিনসহ মোট ২৪ কোটি ডোজ ভ্যাকসিন ক্রয়ের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পড়ুন: ফাইজারের আরও ১০ লাখ টিকা দেশে
১৮ বছরের কম বয়সী শিক্ষার্থীরা পাবে ফাইজার-মডার্নার টিকা
৩ বছর আগে
যুক্তরাষ্ট্র থেকে আরও ৮৯ লাখ টিকা পাবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
কোভ্যাক্স সুবিধার আওতায় বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও ৭১ লাখ ফাইজার এবং ১৮ লাখ মডার্নার টিকা পাবে বলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছেন।
বুধবার ফেসবুকে দেয়া এক পোস্টে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের অনুদান হিসেবে ৭১ লাখ ফাইজার এবং কোভ্যাক্স সুবিধার আওতায় ১৮ লাখ মডার্নার ডোজ পাবে বাংলাদেশ।’
শাহরিয়ার বলেন, নতুন বরাদ্দ পাওয়া এই টিকা বছরের শেষ ভাগে দেশে আসবে।
এই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকার বরাদ্দ পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে তিনি জানান।
টিকা সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আরও পড়ুন: ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের মধ্যে কাজ করছে ফাইজারের টিকা!
অক্টোবরে আবার টিকা রপ্তানি শুরু করবে ভারত
ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা
৩ বছর আগে