মার্কিন কংগ্রেস সদস্য এবং হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস বিশ্বাস করেন না যে বাংলাদেশের ওপর গণহারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে। কারণ তিনি মনে করেন টার্গেটেড স্যাংশন (নিষেধাজ্ঞা) বেশি কার্যকর।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) কমিটির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং সংস্থাটির সাবেক ও বর্তমান ৭ কর্মকর্তার ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি এ কথা জানান।
মিকস বলেন, ‘টার্গেটেড স্যাংশন (নিষেধাজ্ঞা) সবচেয়ে বেশি কার্যকর হয় বলেই আমার বিশ্বাস এবং আমি বিশ্বাস করি না যে বাংলাদেশের উপর এই মুহুর্তে গণহারে নিষেধাজ্ঞা বহাল রয়েছে।’
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা বাড়ানোর সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
তিনি জানান, বাংলাদেশে অবাধ নির্বাচন নিশ্চিত করার জন্য এবং মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য কাজ করার জন্য তিনি উন্মুখ।
তিনি বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে সমর্থন করে যাচ্ছি। বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে এটা নিশ্চিত করাসহ দেশের মানবাধিকার ও গণতন্ত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় সহায়তা করার জন্য কাজ করতে আমি উন্মুখ।’
তবে তিনি বলেছেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি হিউম্যান রাইটস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অ্যাক্টের অধীনে বাইডেন প্রশাসন র্যাব এবং এর বেশ কিছু বর্তমান ও সাবেক সদস্যের ব্যাপারে যে অবস্থান নিয়েছে তাকে তিনি দৃঢ়ভাবে সমর্থন করেন।
আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে চায় না যুক্তরাষ্ট্র: কংগ্রেসম্যান মিকস
মার্কিন নিষেধাজ্ঞায় ইউরোপের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কে প্রভাব পড়বে না: ইইউ