বগুড়ার সারিয়াকান্দিতে পুলিশের ওপর আওয়ামী লীগ,স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা হামলা করে সাজাপ্রাপ্ত এক আসামিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ইউপি সদস্য সোহেল রানা হামিদ (৩৫),ভেলাবাড়ি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য সোহেল রানা, ভেলাবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওমর আলী ও স্বেচ্ছাসেবক লীগের কর্মী শাফি।
পুলিশ সূত্রে জানা গেছে, সারিয়াকান্দি থানার এএসআই (উপপরিদর্শক) জানে আলম ও কনস্টেবল নাজমুল জোড়গাছা বাজারে ছয় মাসের সাজাপ্রাপ্ত আসামি রাজ্জাককে আটক করেন। আসামি থানায় নিয়ে যাওয়ার সময় ইউপি সদস্য সোহেল রানা হামিদের নেতৃত্বে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা পুলিশকে মারধর করে হ্যান্ডকাপসহ আসামি রাজ্জাককে ছিনিয়ে নেয়। তাদের হামলায় দুই পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ পৌঁছে আহত দুই পুলিশকে উদ্ধার করেন।
সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মিজানুর রহমান বলেন, পুলিশের ওপর হামলা করে আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে এএসআই জানে আলম বাদী হয়ে মামলা করেছেন।
আরও পড়ুন: নড়াইলে অপহৃত শিশু আরাফাতের লাশ উদ্ধার, গ্রেপ্তার ২