স্বেচ্ছাসেবক লীগ
বরিশালে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ
বরিশালের হিজলা উপজেলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুফিয়ান সরদার (৩২) নিহত হন বলে জানিয়েছেন হিজলা থানার ওসি জুবাইর আহম্মেদ। এ সংঘর্ষে আরও চারজন গুরুতর আহত হয়েছেন বলে জানান তিনি।
নিহত সুফিয়ান সরদার উপজেলার মেমানিয়া ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামের বাসিন্দা জামাল সরদারের ছেলে। তিনি মেমানিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
আরও পড়ুন: খুলনায় ভাতিজার বিরুদ্ধে চাচাকে কুপিয়ে হত্যার অভিযোগ
সুফিয়ানের মামা ও মেমানিয়া ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নোমান সরদার বলেন, বুধবার রাত ১০টার দিকে সুফিয়ান তার দুই বন্ধুকে নিয়ে যাচ্ছিলেন। একই ওয়ার্ডের সাবেক সদস্য মাইনুলের বাড়ির সামনে পৌঁছালে প্রতিপক্ষ হামলা করে। ওই সময় দুই বন্ধু পালিয়ে গেলে সুফিয়ানকে এলোপাতাড়ি কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তারা গিয়ে সুফিয়ানকে উদ্ধার করে প্রথমে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখান থেকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসাপাতালের উদ্দেশ্যে রওনা দিলে মাঝ পথে মারা যান সুফিয়ান।
নোমান বলেন, মেঘনা নদীর তীরবর্তী এলাকায় মাছঘাট দেয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে তাদের বিরোধ চলছিল। তারই জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর আহমেদ বলেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের বেশ কয়েকজন জখম হযেছে। এর মধ্যে গুরুতর আহত হয়েছেন ৫ জন। আহতদের মধ্যে একজন নিহত হয়েছেন। গুরুতর আহত চারজনের পরিচয় এখনও জানা যায়নি।
ওসি বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা এ ঘটনায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে যুবকেকে কুপিয়ে হত্যার অভিযোগ
৪ মাস আগে
যশোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
যশোরে আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কন্দোলের জেরে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান শিমুলকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাত সোয়া ৮টার দিকে চুড়ামনকাটির আমবটতলার গোবিলা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত শিমুল গোবিলা গ্রামের সাবেক মেম্বার মোকলেছুর রহমানের ছেলে এবং আমবটতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য।
আরও পড়ুন: নাটোরে আদালত চত্বরে যুবককে কুপিয়ে জখম, আসামিদের ৩ দিনের রিমান্ড
স্থানীয়রা জানিয়েছে, জিল্লুর রহমান শিমুল এলাকায় রাজনৈতিক একটি পক্ষের অনুগত হিসেবে চলাফেরা করেন। দুইদিন আগে রাতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন তিনি। এ সময় গাড়িতে লাইট না থাকায় প্রতিপক্ষের একই এলাকার বুলবুল, বিল্লাল, নাইম, সোহরাব, শিমুল ও মনিরুলের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। তখন তারা জিল্লুর রহমানকে হত্যার হুমকি দেয়।
স্থানীয়রা আরও জানান, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে গোবিলা গ্রামের তরিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে একা যাচ্ছিলেন জিল্লুর রহমান। আগে থেকে ওৎ পেতে থাকা কয়েকজন তাকে একা পেয়ে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় জিল্লুর রহমানের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে চলে যায়। পরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক মিনিটের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়েন জিল্লুর রহমান।
আরও পড়ুন: নড়াইলের ব্যবসায়ীকে কুপিয়ে জখম, ৪ দিন পর মৃত্যু
নিহতের স্ত্রী নাসিমা খাতুন বলেন, ‘রাজনৈতিক আধিপত্য নিয়ে বেশ কয়েকদিন ধরে এলাকার বুলবুল, বিল্লাল, নাইম, সোহরাব, শিমুল ও মনিরুল তার স্বামীকে হত্যার হুমকি দিয়ে আসছিল। এদিন রাত সোয়া ৮টার দিকে তিনি বাইরে থেকে বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথিমধ্যে ওই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করেছে।’
হাসপাতালটির ইমার্জেন্সি মেডিকেল অফিসার সাইফুর রহমান বলেন, অতিরিক্ত রক্ষক্ষরণে জিল্লুর রহমান মারা গেছেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে এ হত্যাকাণ্ড তা এখনই বলা সম্ভব হচ্ছে না। পুলিশের একাধিক টিম জড়িতদের গ্রেপ্তারে মাঠে নেমেছে।
আরও পড়ুন: বগুড়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা
৯ মাস আগে
ধুনটে বার্মিজ চাকুসহ স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা গ্রেপ্তার
বগুড়ার ধুনটে বার্মিজ চাকুসহ রিফাত হাসান (২০) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার এলাঙ্গী ইউনিয়নের নলডাঙ্গা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: সন্দ্বীপে অস্ত্রসহ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রিফাত উপজেলার কালেরপাড়া ইউনিয়নের ইসলামপুর (ঈশ্বরঘাট) গ্রামের বেলাল হোসেনের ছেলে ও ধুনট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক।
ধুনট উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএস সবুজ জানান, রিফাত বর্তমান কমিটিতে নেই। তবে আগের উপজেলা সেচ্ছাসেবক লীগের আইনবিষয়ক সম্পাদক ছিলেন। সে সময় রিফাতসহ আরও কয়েকজন সংবাদ সম্মেলন করে পদত্যাগ করেন।
আরও পড়ুন: কুড়িগ্রামে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈকত হাসান জানান, বার্মিজ চাকুসহ রিফাত হাসান নামে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে থানায় মামলা দায়ের করে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে ৪ ভোটকেন্দ্রে আগুন, হাতবোমা উদ্ধার
১১ মাস আগে
ঝিনাইদহে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শুড়া গ্রামের খালের ধারে ঘটনাটি ঘটে।
নিহত কামরুজ্জামান শামীম (৪৫) একই গ্রামের গোলাম রসুল নান্টুর ছেলে এবং তিনি স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার এশার নামাজ পড়ে বাড়ি থেকে হরিণাকুন্ডু উপজেলা শহরের উদ্দেশে বের হন শামীম। এরপর রাতে বাড়ির পাশের খালের ধারে শামীমকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জামিনুর রশিদ বলেন, হাসপাতালে আসার আগেই শামীমের মৃত্যু হয়। শামীমের বুকের বাম পাশে গুলির চিহ্ন রয়েছে।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে রাতে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কেন বা কারা তাকে হত্যা করেছে তা তদন্ত শেষে জানা যাবে।
এর সঙ্গে জড়িতদেরকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
আরও পড়ুন: চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
বগুড়ায় ট্রাকে আগুন: স্বেচ্ছাসেবকদল নেতা কারাগারে
১ বছর আগে
চট্টগ্রামে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে শাহাদাত হোসেন (৩৪) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন হয়েছেন।
মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ছদাহা ইউনিয়নের মিঠাদিঘী এলাকায় এ ঘটনা ঘটে।
একই ঘটনায় নিহত শাহাদাতের বড় ভাই আনোয়ার হোসেন (৪৫) আহত হয়েছেন। বর্তমানে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
হতাহতরা ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড রোয়াজীর পাড়া এলাকার বাসিন্দা। তাদের বাবার নাম মো. ইউনুস। নিহত শাহাদাত হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউল হক চৌধুরী বলেন, ভুক্তভোগীদের সঙ্গে প্রতিবেশি তারেক ও এলাহীদের আগে থেকে বিরোধ চলছিল। গতকাল দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে মঙ্গলবার রাতে পুনরায় সংঘর্ষ হয়। এতে শাহাদাত হোসেন নিহত হন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
আরও পড়ুন: কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা খুন
চট্টগ্রামে ইউপি নির্বাচনে বিরোধের জেরে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন
১ বছর আগে
লক্ষ্মীপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার
লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক আবদুল্যা আল নোমানের (প্রকাশ সুমন কারী) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২১ অক্টোবর) বিকালে শহরের উত্তর তেমুহনী এলাকার নিজ বাড়ির পরিত্যক্ত টিনের ঘর থেকে তার লাশ উদ্ধার হয়।
এসময় ঘরটি থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামও জব্দ করা হয়। পুলিশের ধারণা, অতিরিক্ত মাদক সেবনের কারণেই তার মৃত্যু হতে পারে।
আরও পড়ুন: সিলেটে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল্যা আল নোমান পৌর এলাকার বাঞ্চানগর গ্রামের ক্বারী বাড়ির মৃত আমির হোসেন ডিলারের ছেলে।
স্থানীয়রা জানায়, ৫ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর গ্রামের নিজ বাড়ির একটি পরিত্যক্ত টিনের ঘরে বন্ধুদের নিয়ে আড্ডা দিতেন সুমন কারী। শনিবার বিকালে প্রতিবেশীরা ওই ঘরটি ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে প্রতিবেশীরা সুমন কারীকে পড়ে থাকতে দেখেন। অনেক ডাকাডাকি করে সাড়া না পেয়ে প্রতিবেশীরা পুলিশকে খবর দেয়।
পরে শহর ফাঁড়ি পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে এবং সুমন কারীর লাশ উদ্ধার করে। একই সঙ্গে পুলিশ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। গত বৃহস্পতিবার থেকে সুমন কারী আর ঘরে ফেরেননি। পরিবারের সদস্যরা তার মোবাইলে একাধিকবার কল করলেও তিনি ফোন রিসিভ করেননি।
লক্ষ্মীপুর সদর সার্কেল পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা জানান, স্বেচ্ছাসেবক লীগের সাবেক ওই নেতার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: কুড়িগ্রামে বস্তাবন্দি লাশ উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
মানিকগঞ্জে ঘরের মেঝে থেকে নারীর লাশ উদ্ধারের রহস্য উদঘাটন
১ বছর আগে
রাজধানীর দারুসসালামে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
রাজধানীর দারুসসালাম এলাকায় শনিবার রাতে (১৪ অক্টোবর) আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের এক কর্মী নিহত হয়েছেন।
নিহত শাহ আলম (৩৫) সাভারের মোগরাকান্দা এলাকার মুক্তিযোদ্ধা সৈয়দ আলীর ছেলে। তিনি দারুসসালাম এলাকার লালকুঠি-২ কলোনিতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য নাবিল খান ও দারুসসালাম থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মহব্বত ইসলামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল বাশার জানান, শনিবার উভয় পক্ষের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রাত ১০টার দিকে নাবিল গ্রুপের শাহ আলম গুরুতর আহত হলে তারা ধারালো অস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় জানিয়ে ওসি বলেন, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় শাহ আলমের বাবা সৈয়দ আলী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান চলছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: মাদারীপুরে দুই নারীর ‘রহস্যজনক’ মৃত্যু
দেশে ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২০৪৭
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা মামলায় পৌর মেয়র কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর খাইরুল আলম জেম হত্যা মামলায় উচ্চ আদালতে জামিন পাওয়া প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র মোখলেসুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক নির্মলেন্দু দাশ এই আদেশ দেন।
আরও পড়ুন: চাঁদপুর জেলা কারাগারে বিএনপি নেতার মৃত্যু
পাবলিক প্রসিকিউটর (পিপি) নাজমুল আজম জানান, জেম হত্যা মামলার প্রধান আসামি মোখলেসুর রহমান মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত বিচার-বিশ্লেষণ করে জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারগারে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গত, হত্যা মামলার ৪৮ জন আসামির মধ্যে ৩৪ জন আসামি উচ্চ আদালত থেকে জামিন নেয়। এরপর গত ৩০ মে উচ্চ আদালতে জামিন পাওয়া ৩২ জন জেলা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত ২৬ জনের জামিন মঞ্জুর করেন এবং ছয়জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগে হত্যাকাণ্ডের ঘটনায় পাঁচজন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারক্তি দেন।
উল্লেখ্য, গত ১৯ এপ্রিল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের উদয়ন মোড় এলাকায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল আলম জেমকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা,পরে গত ২২ এপ্রিল নিহত খাইরুল আলম জেমের বড় ভাই মনিল ইসলাম বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র,দুই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ ৪৮ জনকে আসামি করে মামলা করেন।
আরও পড়ুন: কুড়িগ্রাম জেলা কারাগারে হাজতির মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ৬ আসামি কারাগারে
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যা: ৬ আসামি কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে চাঞ্চল্যকর স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যা মামলায় জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটনসহ ছয় আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ মে) বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আদীব আলী তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত একই মামলার আত্মসমর্পণ করা ৩২ আসামির মধ্যে ২৬ জনকে জামিন দিয়েছেন।
আরও পড়ুন: শেরপুরে মা-মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি কারাগারে
জামিন নামঞ্জুর হওয়া ছয় আসামি হলেন- জেলা যুবলীগের সাবেক সভাপতি সামিউল হক লিটন, চরবাগডাঙ্গা ইউপি চেয়ারম্যান শহীদ রানা টিপু, আব্দুল কাদের, আলমগীর হোসেন, জামিল হোসেন ও মাহিন রেজা উরফে মুমিন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, খাইরুল আলম জেম হত্যা মামলায় পৌর মেয়রসহ ৩৪ আসামি উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন।
নির্দিষ্ট সময় শেষ হওয়ায় মঙ্গলবার ৩২ জন জেলা জজ আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। তবে বিচারক ছয় জনের জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং ২৬ জনকে জামিন দিয়েছেন আদালত।
এদিকে মামলার প্রধান আসামি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোখলেসুর রহমান আদালতে আত্মসমর্পণ করেননি।
প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল সন্ধায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়ন মোড়ে কুঁপিয়ে হত্যা করা হয় খায়রুল আলম জেমকে। এই ঘটনায় তার ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ৪৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১ হাজার ১২ জনকে আসামি করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেন। এ মামলায় এজাহারভুক্ত ১১ জনসহ মোট ১৪জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে ৫ জন হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছেন।
আরও পড়ুন: হাতি হত্যা: শেরপুরে ২ আসামি কারাগারে
ফরিদপুরে হাইওয়ে থানায় হামলা: ৭ আসামি কারাগারে
১ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সদস্যকে কুপিয়ে হত্যা
চাঁপাইনবাবগঞ্জে সাবেক কাউন্সিলর ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য খায়রুল আলম জেমকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বুধবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ শহরের উদয়নমোড় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত খায়রুল আলম জেম জেলার শিবগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন। এছাড়াও তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য।
জেম জেলার শিবগঞ্জ পৌরসভার মর্দানা এলাকার মাইনুল আহসানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইফতার সামগ্রী কেনার জন্য উদয়নমোড়ে যান খায়রুল আলম জেম। এ সময় পাঁচ-ছয়জন দৃর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথারী আঘাত করে চালে যায়।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাত সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনিরা খাতুন জানান, বুধবার সন্ধ্যার দিকে কয়েকজন যুবক খায়রুল আলম জেমকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এরপর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ
১ বছর আগে