আদালত মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছে।
আরও পড়ুন: প্রতারণার অভিযোগে খুলনায় আইনজীবী আটক
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৬ প্রতারণা মামলা
মামলার বাকি তিন আসামি হলেন- দিঘলিয়া থানার সেলস অফিসের মহসীন শেখের ছেলে মোরশেদুজ্জামান (৩৫), মুজগুন্নি এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে কাজী মাহাবুব উর রহমান (৩৬) ও খুলনা শাখা অফিসের উন্নয়ন অফিসার আব্দুল্লাহ হোসেন মোল্যার ছেলে মো. সোহেল রানা (৩৭)।
মামলার বিবরণে জানা যায়, ডিজিএম গৌতম একজন সুচতুর প্রতারক। অন্য তিন আসামি তার সহযোগী। তারা ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে চাকরির নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
আরও পড়ুন: মাগুরায় এমপির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার
আরও পড়ুন: টিকিট নিয়ে প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের
আরও পড়ুন: ‘গ্রামীণ সার্ভিস বাংলাদেশ লিমিটেডের’ প্রতারণা: সতর্ক থাকার আহ্বান মন্ত্রণালয়ের
গত ২৩ আগস্ট দুই প্রার্থীকে চাকরি দেয়ার জন্য অফিসে দেনদরবার চলে। বিষয়টি উন্নয়ন ম্যানেজার ও শাখা ইনচার্জ মো. আলাউদ্দিন প্রকাশ্যে আনলে তিনজন মিলে তাকে কিলঘুষি মারে ও পকেট থেকে ৩০ হাজার টাকা নিয়ে নেয়।
এ ঘটনায় আলাউদ্দিন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে নালিশি আমলি আদালত সোনাডাঙ্গায় মামলা দায়ের করেন।