জীবন বীমা
পদ্মা ব্যাংক থেকে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে মন্ত্রণালয়ের সহায়তা চাইল জীবন বীমা
পদ্মা ব্যাংকের আটটি মেয়াদোত্তীর্ণ এফডিআরের ১২৬ কোটি ৯৫ লাখ টাকা উদ্ধারে অর্থ মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছে বাংলাদেশ জীবন বীমা করপোরেশন।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে লেখা এক চিঠিতে করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মুহিবুজ্জামান টাকা উদ্ধারে চলমান চেষ্টার কথা তুলে ধরেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ফারমার্স ব্যাংক নাম পরিবর্তন করে পদ্মা ব্যাংক লিমিটেড হওয়ার পরও ব্যাংকটি পাওনা পরিশোধে ব্যর্থ হয়েছে। এর পরই এই আবেদন করা হয়।
আরও পড়ুন: ৭ প্রতিষ্ঠানের শেয়ার হস্তান্তর স্থগিত রাখতে এনবিআরের নির্দেশ
চিঠিতে বলা হয়, ২০১৫ থেকে ২০১৬ সাল পর্যন্ত পদ্মা ব্যাংকের সাতটি শাখায় এক বছর মেয়াদি আটটি মেয়াদি আমানতে ১১৫ কোটি ৫৩ লাখ টাকা বিনিয়োগ করেছিল জীবন বীমা। কিন্তু ২০১৭ সালের ডিসেম্বরে করপোরেশন যখন ইমামগঞ্জ শাখায় আমানত নগদ উত্তোলনের চেষ্টা করলে ব্যাংক কোনো তহবিল ছাড় করতে পারেনি।
বারবার তাগাদা ও কয়েক দফা চিঠি পাঠিয়েও পদ্মা ব্যাংক টাকা ফেরত দেয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
২০১৮ সালের এপ্রিলে সুদসহ অপরিশোধিত অর্থের পরিমাণ ১২২ কোটি ৯৩ লাখ টাকায় উন্নীত হওয়ার পর করপোরেশন প্রাথমিকভাবে সহায়তার জন্য সরকারের দারস্ত হয়। এই প্রচেষ্টার পরও তহবিল পুনরুদ্ধার হয়নি।
আগস্টের শেষে পদ্মা ব্যাংকের মোট পাওনা দাঁড়িয়েছে ১২৬ কোটি ৯৫ লাখ টাকা। ব্যাংকটিতে একাধিকবার ফলোআপ চিঠি পাঠানো হলেও এখন পর্যন্ত জীবন বীমা করপোরেশন কোনো সাড়া পায়নি।
আরও পড়ুন: সেপ্টেম্বরে বাংলাদেশে মূল্যস্ফীতি কমে ৯.৯২ শতাংশ
২ মাস আগে
খিলগাঁওয়ে ট্রেনের কাটা পড়ে জীবন বীমা কর্মকর্তার মৃত্যু
রাজধানীর খিলগাঁও বাগিচা এলাকায় মঙ্গলবার দ্রুতগামী ট্রেনের কাটা পড়ে জীবন বীমা কোম্পানির এক কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. সাইদুল আলম (৫৭) জীবন বীমা করপোরেশনের জুনিয়র কর্মকর্তা। তিনি ঢাকার কেরানীগঞ্জ তেঘুরিয়া এলাকার এবিএম শফিউল্লাহর ছেলে।
তাকে নিয়ে আসা শহিদুল ইসলাম ও সিয়াম নামের দুই পথচারী জানান, ওই স্থানে দুটি রেললাইনের মধ্য দিয়ে হাঁটার সময় তিনি কমলাপুরগামী একটি ট্রেন ও কমলাপুর থেকে ছেড়ে যাওয়া আরেকটি ট্রেনের মধ্যে পড়ে যায়। দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নাটোরে ট্রেনে কাটা পড়ে নারীসহ ৩ জনের মৃত্যু
বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাটি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
নিহতের ছেলে আসিফুল আলম জানান, তার বাবা জীবন বীমা করপোরেশনে জুনিয়র অফিসার হিসেবে কর্মরত ছিলেন। সকালে কেরানীগঞ্জের বাসা থেকে কাজের উদ্দেশে বের হন তিনি। পরে মোবাইলে দুর্ঘটনার খবর পেয়ে ঢামেক হাসপাতালে এসে জানতে পারি ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ঢাকা-মাওয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু
লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু
১ বছর আগে
খুলনায় জীবন বীমার ডিজিএমসহ ৪ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
জীবন বীমা করপোরেশন খুলনা রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গৌতম কুমার সাহা (৫০) ও আরও তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
৪ বছর আগে