ডিজিএম
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএমের মৃত্যু
রাজধানীর খিলগাঁও লেভেল ক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে ৫৯ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ বলেন, মৃত ব্যক্তির নাম ফখরুল ইসলাম, যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম)।
তিনি আরও বলেন, সকাল সাড়ে আটটার দিকে ফখরুল ইসলাম রেললাইন ধরে হাঁটছিলেন। তখন আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
ফখরুল পরিবারের সঙ্গে নগরীর ওয়ারী এলাকায় বসবাস করতেন।
পুলিশ জানায়, তার লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে নিহত ১
সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
২ বছর আগে
খুলনায় জীবন বীমার ডিজিএমসহ ৪ জনের বিরুদ্ধে প্রতারণার মামলা
জীবন বীমা করপোরেশন খুলনা রিজিওনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) গৌতম কুমার সাহা (৫০) ও আরও তিনজনের বিরুদ্ধে আদালতে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে।
৪ বছর আগে