ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান গুজব প্রতিরোধে ডিএমপির সকল সদস্যকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
তিনি তাদের (পুলিশ সদস্যদের) জনগণের সামনে সত্য উন্মোচন করে সঠিক তথ্য উপস্থাপনের আহ্বান জানান।
সোমবার (১৬ অক্টোবর) ডিএমপি সদর দপ্তরে ২০২৩ সালের সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
তিনি বলেন, যারা সমাজকে বিঘ্নিত করবে তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: অবসরে যাচ্ছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক
তিনি আরও বলেন, পেশাদারিত্ব, নিষ্ঠা, দক্ষতা, আন্তরিকতা, সততা ও ত্যাগের মাধ্যমে ডিএমপি আজ যে অবস্থানে পৌঁছেছে, আগামী দিনগুলোতেও যেকোনো কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএমপি প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, পুলিশকে দিনরাত কাজ করতে হয় এবং যেকোনো প্রয়োজনে যেকোনো সময় যেকোনো জায়গায় যেতে হয়। এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা সুশৃঙ্খল বাহিনীর সদস্য। আমাদের কাজে শৃঙ্খলা আনতে হবে। আমাদের সঠিক নিয়ম অনুযায়ী পোশাক পরতে হবে।
যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট নগরবাসীর সবচেয়ে বড় সমস্যা। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আমরা অনেকেই এর জন্য দায়ী। তাই যানজট নিরসনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করতে হবে এবং সমস্যাগুলো সমাধান করতে হবে। ট্রাফিক বিভাগকে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএমপি কমিশনার পুলিশ কর্মকর্তাদের মামলার তদন্ত ও মনিটরিংয়ে আরও আন্তরিক হওয়ার নির্দেশ দেন, যাতে দ্রুততম সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ করা যায়।
তদন্ত সংশ্লিষ্ট কোনো কারণে যেন কোনো অপরাধী বেকসুর খালাস না পায়, তা নিশ্চিত করতেও নির্দেশ দেন তিনি।
এ সময় ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীর আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা রক্ষায় ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ডিএমপির বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যদের মাঝে আর্থিক পুরস্কার বিতরণ করেন।
এ সময় ডিএমপি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: বাজার নিয়ন্ত্রণকারী দলে সম্পৃক্ত হবে ডিএমপি: ডিএমপি কমিশনার