সুনামগঞ্জের হাওরে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তাতে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী ১০ কার্যদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন জমা দিবে কমিটি।
সোমবার সচিবালয়ে হাওরে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ থাকলে তা মওকুফের বিষয়েও সরকার চিন্তা করছে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, গত ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ভারতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। একদিনে ১৩০ মিলিমিটার এবং মোট ১২শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ এই বৃষ্টিপাতের কারণে এই ক্ষতি হয়েছে। নদীর পাড়ে যে পলিমাটিগুলো নরম থাকে, যখন পানি নামতে পারে না তখন বাঁধগুলো নরম হয়ে যায় এবং প্রাকৃতিক কারণে নদী ভাঙন হয়ে যায়। এটা কিন্তু বন্ধ করা যাবে না। এটার মধ্যেই বসবাস করতে হবে।
তিনি বলেন, হাওরের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করি আগামী বছরে সেই সমস্যা হবে না।