পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের স্ত্রী মারা গেছেন
বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের স্ত্রী লায়লা শামীম মারা গেছেন।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাত ৩টা ২৪ মিনিটে ভারতের চেন্নাইয়ের রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাহিদ ফারুক শামীম তার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেন।
মৃত্যুকালে তিনি এক সন্তান ও বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত ভারতে চিকিৎসাধীন ছিলেন।
লায়লা শামীমের মৃত্যুতে শোক জানিয়েছেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য বলরাম পোদ্দারসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: কুমিল্লা সিটি মেয়রের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
ব্যারিস্টার মইনুল হোসেন মারা গেছেন
১ বছর আগে
স্মার্ট টেকনোলজি দেশকে আরও গতিশীল করবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, স্মার্ট টেকনোলজি দেশকে আরও গতিশীল করবে।
তিনি বলেন, বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করেছে,যার ফলে সনির মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের পণ্য এদেশে উৎপাদন করছে। ডিজিটাল প্রযুক্তির সঙ্গে এদেশের মানুষের সম্পৃক্ততা ও ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশের একটি নেতৃত্বস্থানীয় প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজি (বিডি)লিমিটেডের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্ট টেকনোলজি দেশকে আরও গতিশীল করবে, দেশে সনির উৎপাদন প্ল্যান্ট স্থাপন করে কর্মসংস্থান সৃষ্টি করে দেশকে এগিয়ে যেতে সহায়ক হবে।
আরও পড়ুন: অসময়ের বন্যা থেকে ফসল রক্ষায় নতুন প্রকল্প আসছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক হোটেল সোনারগাঁওর 'পদ্মা হল রুমে' সনি ব্রাভিয়া এক্সআর কে সিরিজের গুগল টিভি’র উদ্বোধনে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: হাওরে ফসলের ক্ষতির ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশে অকৃত্রিম বন্ধু রাষ্ট্র ইলেকট্রনিক্স সামগ্রী উৎপাদনে বিশ্বে অনন্য। এখন থেকে বাংলাদেশে সনি টিভি উৎপাদন করে বিদেশে রপ্তানি করবে যা আমাদের জন্য আনন্দের। সঠিক মূল্যে আসল পণ্য এবং সেবা দেয়ার লক্ষ্যে দেশের ইলেকট্রনিক্স বাজারে দৃঢ় প্রত্যয়ে ব্যবসা সম্প্রসারণ করছে বাংলাদেশে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
জাহিদ ফারুক বলেন, বাংলাদেশে সনির অনুমোদিত পরিবেশক তাদের সুদৃঢ় ব্যবসায়ীক নীতি মেনে আসল পণ্যের সঙ্গে সঠিক মূল্যে প্রকৃত সেবার নিশ্চয়তা নিশ্চিত করবে।
২ বছর আগে
অসময়ের বন্যা থেকে ফসল রক্ষায় নতুন প্রকল্প আসছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, অসময়ের বন্যা থেকে ফসল রক্ষায় নতুন প্রকল্প আসছে।
তিনি বলেন, হাওরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, আগাম বন্যা নিয়ন্ত্রণ ও নৌযান চলাচলের সুবিধার্থে সুনামগঞ্জে দুটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। একটি হলো নদী খনন ও আরেকটি কজওয়ে নির্মাণ। বছরের শেষের দিকে এই দুটি প্রকল্পের কাজ শুরু হতে পারে। এখন এর সমীক্ষার কাজ চলছে।
বৃহস্পতিবার শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
তিনি বলেন, আমরা আশা করছি, আগামী নভেম্বর-ডিসেম্বরের দিকে সুনামগঞ্জে প্রকল্পের কাজ শুরু করতে পারবো। ১৫৪৭ কোটি টাকার ১৪টি নদী ও এর সঙ্গে যত সংযোগ খাল রয়েছে তা খননের জন্য উদ্যোগ নেয়া হয়েছে। সমীক্ষার কাজও চলছে। সমীক্ষার প্রতিবেদনে আমরা সেপ্টেম্বরের ভেতরে পাবো। এরপর একনেকে তুলে প্রকল্পটা পাস করাবো।
প্রতিমন্ত্রী বলেন, নদী পথ দিয়ে নৌ চলাচলের জন্য ও ফসল কেটে কৃষক যেনো তাদের বাড়িতে নিয়ে যেতে পারে সেজন্য ৯০টি কজওয়ে রাখা হয়েছে। শুষ্ক মৌসুমে কজওয়ের পয়েন্টগুলো জিও ব্যাগ দিয়ে বন্ধ রাখা হবে। যখন কৃষকের ফসল কাটা শেষ হয়ে যাবে তখন কজওয়েগুলো খুলে দেয়া হবে। এই দুটি কাজ হলে আগামীতে এরকম আগাম বন্যা হলে মোকাবিলা করতে পারবো।
আরও পড়ুন: নদী ভাঙন রোধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এসএম শহীদুল ইসলাম, সিলেট অফিসের তত্ত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ অফিসের নির্বাহী প্রকৌশলী জহিরুল হক, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নূর হোসেন প্রমুখ।
২ বছর আগে
হাওরে ফসলের ক্ষতির ঘটনায় গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
সুনামগঞ্জের হাওরে বাঁধ ভেঙে সৃষ্ট বন্যায় ফসলের যে ক্ষতি হয়েছে তাতে কারও গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আগামী ১০ কার্যদিবসের মধ্যে মতামতসহ প্রতিবেদন জমা দিবে কমিটি।
সোমবার সচিবালয়ে হাওরে আকস্মিক বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী আরও বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ থাকলে তা মওকুফের বিষয়েও সরকার চিন্তা করছে।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
বাঁধ ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হিসেবে প্রতিমন্ত্রী বলেন, গত ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ভারতে রেকর্ড পরিমাণে বৃষ্টিপাত হয়েছে। একদিনে ১৩০ মিলিমিটার এবং মোট ১২শ’ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হঠাৎ এই বৃষ্টিপাতের কারণে এই ক্ষতি হয়েছে। নদীর পাড়ে যে পলিমাটিগুলো নরম থাকে, যখন পানি নামতে পারে না তখন বাঁধগুলো নরম হয়ে যায় এবং প্রাকৃতিক কারণে নদী ভাঙন হয়ে যায়। এটা কিন্তু বন্ধ করা যাবে না। এটার মধ্যেই বসবাস করতে হবে।
তিনি বলেন, হাওরের সমস্যাগুলো চিহ্নিত করা হয়েছে। আমরা কাজ শুরু করে দিয়েছি। আশা করি আগামী বছরে সেই সমস্যা হবে না।
২ বছর আগে
জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে আগাম বৃষ্টিপাত হচ্ছে।
তিনি বলেন, আমাদের তিনটি স্থানে ভাঙন হয়েছে। ফসলের ক্ষেত্রে দুই লাখ ২৩ হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়। সাম্প্রতিক বন্যায় সুনামগঞ্জের হাওর এলাকায় প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার সচিবালয়ে নিজ কার্যালয়ে হাওরে অকষ্মিক বন্যা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই সব কথা বলেন।
আরও বলেন: নদী ভাঙন রোধে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে: পানি সম্পদ প্রতিমন্ত্রী
জাহিদ ফারুক বলেন, গত ১ এপ্রিল থেকে ৬ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হয়। বৃষ্টির পরিমাণ ছিল এক হাজার ২০৯ মিলিমিটার। প্রতি বছর আগাম বন্যা মোকাবিলায় প্রস্তুত থাকি এবারও ছিলাম। অনেকে বলেছে কাজ দেরিতে হয়েছে, কাজ দেরির কারণ আমরা ডিসেম্বরে কাজ শুরু করে ফেব্রুয়ারিতে শেষ করি। কিন্তু পানি জমে থাকায় সময়মতো কাজ শেষ করতে পারিনি। জানুয়ারিতে শুরু করেছিলাম, কাজটি শেষ পর্যায়ে ছিল এবং ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তারা বন্যার কারণ বিষয়ে প্রতিবেদন দেবেন।
প্রতিমন্ত্রী বলেন, সুনামগঞ্জের প্রকল্প প্রক্রিয়াধীন। প্রকল্প ৫০ কোটির উপর হলে সমীক্ষার প্রয়োজন আছে। এছাড়া এর জন্য ৪৯৪ কোটি টাকার প্রকল্প নিয়েছি।
আরও পড়ুন: পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত
জাহিদ ফারুক বলেন, নদী খননের এক হাজার ৫৪৭ কোটি টাকার আরেকটি প্রকল্প প্রক্রিয়াধীন। একনেকে পাস হলে নভেম্বরে কাজ শুরু করব। আমরা সমস্যাগুলো চিহ্নিত করেছি, আগামী বছর থেকে এই সমস্যা হবে না। আগেও এমন সমস্যা হয়নি।
২ বছর আগে
কমলনগরে তীর রক্ষা বাঁধের কাজ শিগগিরই শুরু হবে: প্রতিমন্ত্রী
লক্ষ্মীপুরের কমলনগরে নদীর তীর রক্ষা বাঁধ প্রকল্প শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব) জাহিদ ফারুক।
৪ বছর আগে
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনায় আক্রান্ত
পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
৪ বছর আগে
ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টেকসইয়ে ১০০ কোটি টাকার প্রকল্প: প্রতিমন্ত্রী
ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ টেকসই করার লক্ষ্যে ১০০ কোটি টাকার প্রকল্প নেয়া হচ্ছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।
৪ বছর আগে