নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের ভোট অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।
বুধবার গাজীপুর সার্কিট হাউজে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কমিশনার এ কথা বলেন।
এবারের নির্বাচন আলাদা কোনো চ্যালেঞ্জ নয় উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, সব নির্বাচনই সমান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।’
এছাড়াও বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
ইসি সব ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে।
নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এতে ২৪৮ জন কাউন্সিলর এবং ৭৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২জন পুরুষ এবং ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং হিজড়ার সংখ্যা ১৮ জন।
আরও পড়ুন: গাজীপুর সিটি করপোরেশনে মডেল নির্বাচন চাই: সিইসি
আগামী নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত কোনো চাপে নেওয়া হয়নি: সিইসি
আগামী জাতীয় নির্বাচন ইভিএম নয়, ব্যালট পেপারে হবে: ইসি সচিব