গাজীপুর
গাজীপুরের টঙ্গীতে বেইলি সেতু ভেঙে নদীতে ট্রাক
গাজীপুরের টঙ্গীতে বেইলি সেতু ভেঙে একটি ট্রাক পড়ে গেছে তুরাগ নদীতে। এ কারণে বিকল্প পথে চলছে গাজীপুরগামী যানবাহন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার এন এম নাসির উদ্দিন জানান, শনিবার (২১ ডিসেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরমুখী লেইনের বেইলি সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক পড়ে যায়। এতে বেইলি সেতুর উপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তাই লোকাল গাড়িগুলো কামারপাড়া হয়ে বিকল্প পথে চলাচল করছে। আর নতুনভাবে তুরাগের উপর নির্মিত সেতুর উপর দিয়ে অন্য লেইনের যানবাহন চলাচল পুরাপুরি স্বাভাবিক আছে। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এবিষয়ে ব্যবস্থা নেবে।
আরও পড়ুন: গাজীপুরে গোডাউনের আগুনে পুড়ল কোটি টাকার মালামাল
বিকল্প পথে চলতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। ওই ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ বেইলি সেতু আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সব যাত্রী ও যানবাহনকে টঙ্গী সেতু এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হয়েছে।
এবিষয়ে বক্তব্য জানতে গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী কেএম শরিফুল আলমের মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হয়। তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
আরও পড়ুন: ঢাকা-গাজীপুর পথে চালু হলো ৪ জোড়া কমিউটার ট্রেন, যাত্রীদের উচ্ছ্বাস
১৬ ঘণ্টা আগে
ঢাকা-গাজীপুর পথে চালু হলো ৪ জোড়া কমিউটার ট্রেন, যাত্রীদের উচ্ছ্বাস
রাজধানী ঢাকার সঙ্গে গাজীপুরবাসীর যোগাযোগ আরও সহজ করতে ঢাকা-জয়দেবপুর-ঢাকা রেলপথে চালু হলো চার জোড়া নতুন কমিউটার ট্রেন।
রবিবার (১৫ ডিসেম্বর) ভোর থেকে এসব ট্রেন চলাচল শুরু করেছে। সকালে জয়দেবপুর রেলওয়ে জংশনে এসে আনুষ্ঠানিকভাবে এসব ট্রেনের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
সকাল ৭ টার দিকে জয়দেবপুর স্টেশনে ফিতা কেটে ঢাকাগামী তুরাগ কমিটার ট্রেনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আরও পড়ুন: ১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু
এর আগে তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘যোগাযোগ ব্যবস্থাকে বর্তমান সরকার গুরুত্ব দিচ্ছে। এই কারণেই গাজীপুরবাসীর যোগাযোগ সহজ করতে কমিউটার ট্রেন চালু করা হচ্ছে। এতে করে প্রতিদিন স্বল্প সময় যাতায়াত করতে পারবেন লোকজন। আগামীতে ঢাকার সঙ্গে নরসিংদী ও নারায়ণগঞ্জে কমিউটার ট্রেন চালু করা হবে।’
তিনি বলেন, ‘কমিউটার ট্রেনগুলো চালু হওয়ায় নিয়মিত চলাচলকারী শিক্ষার্থী ও কর্মজীবীসহ যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে। এছাড়া সময় এবং অর্থ সাশ্রয় হবে।’
ট্রেনগুলো হলো- তুরাগ কমিউটার-১, তুরাগ কমিউটার-২, তুরাগ কমিউটার-৩ ও তুরাগ কমিউটার-৪ এবং জয়দেবপুর কমিউটার-১, জয়দেবপুর কমিউটার-২, জয়দেবপুর কমিউটার-৩ ও জয়দেবপুর কমিউটার-৪।
ঢাকা বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে এসব ট্রেন। সপ্তাহে তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটার শনিবার বন্ধ থাকবে।
মাত্র ২০ টাকা ভাড়ার বিনিময়ে গাজীপুর থেকে কমলাপুর পর্যন্ত চলাচলের সুবিধা পাচ্ছেন।
আরও পড়ুন: বৃহস্পতিবার থেকে স্বল্প দূরত্বে চলবে কমিউটার ট্রেন
৬ দিন আগে
গাজীপুরে ট্রেনে কাটা পড়ে নিহত ২
গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে দুজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর ঢাকা- ময়মনসিংহ রেলপথের বনমালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে একজনের বয়স আনুমানিক ৩০ বছর ও অপরজনের ৬ বছর।
আরও পড়ুন: নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ব্যবসায়ীর মৃত্যু
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) ছোটন শর্মা জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে টঙ্গীর বনমালা এলাকায় ঢাকা- ময়মনসিংহ রেলপথে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা বাবা-ছেলে।
তিনি জানান, তাদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
১ সপ্তাহ আগে
শিশুকে কোলে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ, মা-শিশুর মৃত্যু
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ৮ মাসের শিশুসন্তানকে কোলে নিয়ে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেওয়ায় মা ও শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (৯ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে বরমী ইউনিয়নের সাতখামাইর রেলস্টেশনের উত্তর পাশে ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার বেলা পৌনে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর সাতখামাইর এলাকায় ঘটনাটি ঘটে। পরে মা ও শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে দুজনেরই মৃত্যু হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু
গাজীপুরের জয়দেবপুর জংশন রেলস্টেশনের রেল পুলিশের উপপরিদর্শক (এসআই) সেতাবুর রহমান বলেন, ধারণা করা হচ্ছে- পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে।
গাজীপুর জেলা পুলিশের ডিআইও-১ আবুল বাশার বলেন, হাসপাতালে নেওয়ার সময় নাক-কান দিয়ে অনবরত রক্ত পড়ছিল। শ্রীপুর থেকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে পাঠানো হলে পথেই দুজনের মৃত্যু হয়।
১ সপ্তাহ আগে
গাজীপুরে পোশাক কারখানার নিরাপত্তাকর্মী নিহত, গাড়িতে অগ্নিসংযোগ
গাজীপুর সদরে বাসের ধাক্কায় অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথা নিহত হন।
শনিবার রাতে তারগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ খবর ছড়িয়ে পড়লে পোশাক কারখানা শ্রমিকরা গাড়িতে আগুন ধরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। এতে ওই মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে তারগাছ এলাকায় বাসের ধাক্কায় গুরুতর আহত হন অনন্ত ক্যাজুয়েল কারখানার নিরাপত্তা কর্মী মুন্নাফ মালিথা। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া পথে মৃত্যু হয়।
আরও পড়ুন: গাজীপুরে ৬টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত শ্রমিকরা তিনটি গাড়িতে অগ্নি সংযোগ করেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এ সময় তারা মহাসড়কে অবরোধও করেন। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন লোকজন। পরের রাত সোয়া ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার মো. শাহিন আলম জানান,
বাসসহ তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপন ইউনিট আগুন নেভাতে ঘটনাস্থলে যায়। কিন্তু বিক্ষুব্ধ শ্রমিকেরা ইট-পাটকেল নিক্ষেপ করে তাদের যেতে বাধা দেন। এতে নিরুপায় হয়ে তারা ফিরে আসেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় আহত নিরাপত্তাকর্মী আশঙ্কাজনক অবস্থায় টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
আরও পড়ুন: সাভার, আশুলিয়া ও গাজীপুরে ৫ পোশাক কারখানা বন্ধ
২ সপ্তাহ আগে
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় মাহমুদ জিন্স লিমিটেড কারখানার শ্রমিকরা এই অবরোধ করেন।
শ্রমিকরা কাজে যোগ না দিয়ে গত মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা চন্দ্রা ফ্লাইওভারের সংযোগ সড়কের উভয়পাশে অবরোধ করেন।
আরও পড়ুন: বাগেরহাটে ৪ দফা দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের সড়ক অবরোধ
এতে ওই সড়কে যানজট লেগে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রইছ উদ্দিন জানান, ওই এলাকায় কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করলে যানবাহন চলাচল ব্যাহত হয়। শ্রমিকদের সড়ক থেকে বুঝিয়ে সরানোর চেষ্টা চলছে।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ
৩ সপ্তাহ আগে
বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে বেক্সিমকোর শ্রমিকদের ফের মহাসড়ক অবরোধ
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়ক আবারো অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়।
সোমবার (২৫ নভেম্বর) শ্রমিকদের এই অবরোধের কারণে বিকল্প পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর এবং কালিয়াকৈর থেকে ধামরাই আঞ্চলিক সড়ক দিয়ে ঢাকা ও উত্তরাঞ্চলের সাথে চলাচল করছে দূরপাল্লার বাসসহ অন্যান্য যানবাহন।
শ্রমিক অসন্তোষকে ঘিরে নিরাপত্তাজনিত কারণে আশপাশের কয়েকটি কারখানা ছুটিও ঘোষণা করা হয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকেরা জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের এক মাসের বকেয়া বেতনের দাবিতে ৭ দিন চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধের পরে রবিবারে বেতন দেওয়া হবে, এমন আশ্বাসে শ্রমিকরা গত বৃহস্পতিবার রাতে অবরোধ তুলে নেয়। কিন্তু গতকাল রবিবার বিকাল পর্যন্ত বকেয়া বেতন না পেয়ে শ্রমিকেরা আবারও অবরোধ-আন্দোলনে নামে।
আরও পড়ুন: বেক্সিমকো গ্রুপে রিসিভার হলেন বাংলাদেশ ব্যাংকের ইডি
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক রাজিব হোসেন জানান, কিছু শ্রমিক বেতন পেলেও অনেকে এখনো তাদের বকেয়া বেতন পায়নি। এ কারণে তারা সড়ক অবরোধ করেছে। দুপুরের পর বাকি শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করার কথা রয়েছে। তাদেরকে বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।
পুলিশ ও শ্রমিকরা আরও জানায়, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার সারাবো এলাকায় অবস্থিত বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কারখানাগুলোতে কমপক্ষে ৪০ হাজার শ্রমিক কর্মরত। তাদের মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা অক্টোবর মাসের বেতন পাননি।
তিনি জানান, বকেয়া বেতনের দাবিতে গত ১৪ নভেম্বর আন্দোলনে নামে শ্রমিকরা। গত ২১ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় শ্রমিকের বেতনের টাকা পরিশোধের চূড়ান্ত আশ্বাস দেন কর্তৃপক্ষ। অনেকেই বেতনের টাকা পেয়ে ওই দিন রাতেই অবরোধ প্রত্যাহার করে। এতে চন্দ্রা-নবীনগর সড়ক দিয়ে যানবাহন চলাচল শুরু হয়।
শুক্র ও শনিবার ওই মহাসড়ক স্বাভাবিক ছিল। কিন্তু রবিবার সারাদিন অপেক্ষা করেও বাকি শ্রমিকরা তাদের বকেয়া বেতনের টাকা না পেয়ে বিকালে ফের সড়ক অবরোধ করে। রাতের বিরতির পর সোমবার সকাল থেকে আবারও অবরোধ শুরু করে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: বেক্সিমকোর শেয়ার কারসাজি: ৯ বিনিয়োগকারীর ৪২৮ কোটি ৫২ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি
৩ সপ্তাহ আগে
গাজীপুরে আইইউটির পিকনিক বাসে বিদ্যুৎস্পৃষ্টে ৩ শিক্ষার্থীর মৃত্যু
গাজীপুরের আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) বিশ্ববিদ্যালয়ের পিকনিকবাহী বাস জীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
শনিবার (২৩ নভেম্বর) শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, গ্রামের শিক্ষার্থীদের নিয়ে একটি বিআরটিসি দ্বিতল চলন্ত বাসটি রাস্তার পাশ দিয়ে মাটির মায়া রিসোর্টে যাওয়ার সময় বৈদ্যুতিক সংযোগ তারের সঙ্গে বিদ্যুতায়িত হয়। মুমূর্ষু অবস্থায় পাঁচজন শিক্ষার্থীকে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। এতে আহত হয়েছেন ৩০ জনের বেশি শিক্ষার্থী।
আরও পড়ুন: ঝালকাঠিতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
তারা বিশ্ববিদ্যালয়টির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী বলে জানা গেছে।
যে সড়কে কোনোদিন বাস চলাচল করে না, সেই সড়কে দ্বিতল বাস নিয়ে পিকনিকে আসছে শিক্ষার্থীরা। যার কারণে এমন দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ করছেন স্থানীয়রা। বিদ্যুতের তারও অনেকটা ঝুলন্ত অবস্থায় থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
৪ সপ্তাহ আগে
গাজীপুর-সাভারে পোশাক শ্রমিকদের অসন্তোষ, গাড়ি ও কারখানায় আগুন
বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভকালে বেক্সিমকোসহ দুটি পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে সোমবার (১৮ নভেম্বর) সকাল থেকে গাজীপুরের চন্দ্রা-নবীনগর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষের কারণে পার্শ্ববর্তী এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
একপর্যায়ে উচ্ছৃঙ্খল শ্রমিকরা সাভারের একটি কারখানায় অগ্নিসংযোগের পাশাপাশি মহাসড়কে একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এর ফলে গাজীপুর ও সাভার এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
গাজীপুরে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা তাদের পাওনা পরিশোধের দাবিতে সকাল ৯টার দিকে চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে। অন্যদিকে ডরিন কারখানার শ্রমিকরা তাদের কারখানা পুনরায় চালুর দাবিতে রাস্তায় নেমে আসে।
শ্রমিকদের বরাত দিয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ব্যবসায়ী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের পর বেক্সিমকো কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন পরিশোধ করতে ব্যর্থ হয়েছে।
আরও পড়ুন: সিলেটে মজুরি-রেশন পরিশোধের দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ মিছিল
সকালে কারখানা বন্ধ পেয়ে ডরিন কারখানার শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে মহাসড়কে বিক্ষোভ করে।
খবর পেয়ে শিল্প পুলিশ, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে শ্রমিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শ্রমিকরা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর ইউএনবির সাভার প্রতিনিধিকে জানান, বেক্সিমকো ও ডরিন কারখানার শ্রমিকরা আশুলিয়ার জিরানীর নবী টেক্সটাইল এলাকার অ্যামাজন নিটওয়্যার লিমিটেডে ঢুকে কর্তৃপক্ষকে তাদের উৎপাদন বন্ধ করতে বাধ্য করেছে।
একপর্যায়ে আমাজন কারখানার মালিক ও কর্মচারীরা কারখানার কয়েকজন শ্রমিককে মারধর করে।
পরে বহিরাগতরা কারখানার ভেতরে ভাঙচুর চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এই আগুন শ্রমিক কলোনিতে ছড়িয়ে যাওয়ায় ২০টি কক্ষ পুড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বেক্সিমকো কারখানার শ্রমিকরা গত সাত দিন ধরে বিক্ষোভ করছেন।
আরও পড়ুন: টঙ্গীতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধে যানজট
চলমান শ্রমিক অসন্তোষের যৌক্তিক সমাধান করা হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
১ মাস আগে
গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী ও পোশাক কর্মী নিহত
গাজীপুর সিটি করপোরেশনের বাংলাবাজার ও শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থী ও এক পোশাক কর্মী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- শেরপুরের নালিতাবাড়ি থানার মন্ডালিয়া পাড়া গ্রামের বিলকিস আক্তার ও গাজীপুর সিটি করপোরেশনের বাহাদুরপুর গ্রামের নিলয় সরকার।
পোশাক কর্মী বিলকিস আক্তার স্থানীয় ট্রাস্ট নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। নিলয় নগরের পূবাইলের ম্যাটসের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, ‘রবিবার (১৭ নভেম্বর) সকাল পৌনে ৮টার দিকে শ্রীপুর উপজেলার নতুন বাজার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি বাস বিলকিস আক্তারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।’
এদিকে, সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, সকাল ৭টায় বাজার থেকে মোটরসাইকেল নিয়ে রাজেন্দ্রপুর বাজারে যাচ্ছিলেন নিলয়। পথে একটি অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিলয় সরকার নিহত হন।
১ মাস আগে