গাজীপুর
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর কয়েক ঘণ্টা পর অভিনেত্রী মাহিয়া মাহিকে জামিন দিয়েছেন গাজীপুরের একটি আদালত।
শনিবার (১৮ মার্চ) গাজীপুর জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাহিয়া মাহি দুটি মামলায় জামিন পেয়েছেন।
আরও পড়ুন: সৌদি আরব থেকে অবতরণের পর ঢাকা বিমানবন্দরে মাহিয়া মাহি গ্রেপ্তার
এর আগে ফেসবুক লাইভে গিয়ে ‘পুলিশের মানহানি’ করার অভিযোগে শুক্রবার রাতে মাহি ও তার স্বামী রাকিবের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন বাসন থানার উপপরিদর্শক (এসআই) রোকন মিয়া।
বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হলেও মামলার আসামি স্বামী রাকিব সরকার দেশে ফেরেননি। পরে গাজীপুরের আদালত মাহিকে কারাগারে পাঠায়।
সাংবাদিকদের ব্রিফিংকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ কমিশনার ও পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে শুক্রবার রাতে মাহি ও তার স্বামীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। শনিবার দুপুরে সৌদি আরব থেকে আসার পরপরই ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিবির উপ-কমিশনার মোহাম্মদ ইব্রাহিম জানান, গাজীপুর পুলিশের একটি দল মাহিকে গ্রেপ্তার করে বাসন থানায় নিয়ে যায়।
অন্যদিকে মারধর, ভাঙচুর ও জমি দখলের অভিযোগে মাহি ও তার স্বামীসহ ২৮ জনের বিরুদ্ধে বাসন থানায় আরেকটি মামলা করেছেন ইসমাইল হোসেন নামে এক ব্যবসায়ী।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ফেসবুকে লাইভে যাওয়ার পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লা নজরুল ইসলামসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে পুলিশ ওই দম্পতির বিরুদ্ধে মামলা করেছে।
আরও পড়ুন: সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
মামলার বিবৃতি অনুযায়ী, মাহি তার ফেসবুক পেজ থেকে শুক্রবার ভোরে লাইভে গিয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলে।
লাইভে তিনি বলেন, ‘ইসমাইল হোসেন ও মামুন সরকার তাদের লোকজনের মাধ্যমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের কাছে মাহির মালিকানাধীন সনি রাজ কার প্যালেস নামের একটি গাড়ির শোরুমে হামলা চালায়।’
এছাড়া গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ঘুষ নিয়ে ‘হামলাকারীদের সমর্থন’ করেছেন বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী ও তার স্বামী।
তিনি আরও বলেন, মক্কা থেকে দেশে ফেরার পর গ্রেপ্তার হওয়ার আশঙ্কা করছেন তিনি।
ফেসবুক লাইভে মাহিয়ার স্বামী রাকিব অভিযোগ করেন, পুলিশ গাড়ির শোরুমের নিরাপত্তারক্ষীদের গ্রেপ্তার করেছে।
এদিকে গাজীপুর শহরের ইটাহাটা এলাকায় রড বাইন্ডিং কারখানার মালিক ও একটি মামলার বাদী ইসমাইল হোসেন অভিযোগে বলেন, গত ১০ বছর ধরে ওই এলাকায় জমি কিনে কারখানা চালাচ্ছেন।
শুক্রবার রাকিব ও মাহিয়ার পক্ষে কয়েকজন মিলে কারখানায় হামলা ও ভাঙচুর করে বলে জানান তিনি।
অভিযোগে বলা হয়েছে, জমি দখলের চেষ্টাকালে তারা কারখানায় পাঁচজনকে পিটিয়ে আহত করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোল্লা নজরুলের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিনেত্রী মাহিয়া মাহি ফেসবুকে পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে মিথ্যা কথার মাধ্যমে সহানুভূতি আদায়ের চেষ্টা করেছেন।
ব্যবসায়ী ইসমাইলের দায়ের করা মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ মামলায় মাহি ও তার স্বামী প্রধান আসামি (হুকুমের আসামি) ছিলেন বলে জানান কমিশনার নজরুল।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
গাজীপুরে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামীর নামে ২ মামলা
চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকারের নামে মামলা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি এবং মারধর, ভাঙচুর, চাঁদাবাজির অভিযোগে অপর একটি মামলা হয়েছে।
শুক্রবার রাতে বাসন থানার উপ-পরিদর্শক মো. রোকন মিয়া বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মাহি দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। অন্যদিকে একই রাতে অপর মামলাটি করেন স্থানীয় ইসমাইল হোসেন।
এর আগে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার জমি ও শো-রুম নিয়ে স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেনের বিরুদ্ধে ও গাজীপুর মহানগর পুলিশকে জড়িয়ে ওমরাহ হজ পালন করতে গিয়ে মক্কা থেকে ফেসবুক লাইভে নানা অভিযোগ তুলে ধরেন। অন্যদিকে, ইসমাইল হোসেন তাদের বিরুদ্ধে মারধর, কারখানা ভাঙচুর ও জমি দখলের অভিযোগ তুলে ধরেন।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার মো. আবু তোরাব মোহাম্মদ শামসুদ্দিন জানান, শুক্রবার রাতে চিত্রনায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী আওয়ামী লীগ নেতা রকিব সরকারের নামে গাজীপুর মহানগরের বাসন থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। ফেসবুক লাইভে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলামসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশ তাদের বিরুদ্ধে মামলা করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচন: আ.লীগের মনোনয়নপত্র নিয়েছেন নায়িকা মাহি
স্থানীয় ব্যবসায়ী ইসমাইল হোসেন মারধর, ভাঙচুর, চাঁদাদাবি ও জমি দখলের অভিযোগে তাদের বিরুদ্ধে হুকুমের আসামি করে ২৮ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। মামলা দুটোর বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ দিকে মাহি মক্কা থেকে রওনা দেয়ার আগে শুক্রবার মধ্যরাতে আবারও ফেসবুক লাইভে যুক্ত হয়ে পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ তোলেন। শনিবার সকালে দেশে পৌঁছাবেন জানিয়ে এ ঘটনার প্রেক্ষাপটে গ্রেপ্তার হতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করেন। এ সময় তার স্বামী রকিব সরকারও তাদের শো-রুমে হামলা ও সেখানকার নিরাপত্তা কর্মীদের গ্রেপ্তারের অভিযোগ করেন।
অন্যদিকে, নগরের ইটাহাটা এলাকার রড বাইন্ডিং কারখানা মালিক ইসমাইল হোসেন জানান, জমি কিনে কমপক্ষে ১০ বছর ধরে তিনি কারখানা বানিয়ে তাতে দখলে রয়েছেন। বর্তমান বাজারদরে প্রায় চার কোটি টাকা দামের এই জমির মালিকানা নিয়ে বিরোধে উচ্চ আদালতেও তার পক্ষে রায় রয়েছে। এরপরও শুক্রবার ভোরে রাকিব সরকার ও তার স্ত্রীর লোকজন অতর্কিত হানা দিয়ে তাদেরকে মারধর করে অন্তত পাঁচজনকে পিটিয়ে আহত করেছে এবং জবর দখলের চেষ্টা করে। তিনি পুলিশ কর্মকর্তা ও সরকারের প্রতি এর সুষ্ঠু প্রতিকার দাবি করছেন।
এর আগে শুক্রবার ভোরে চিত্রনায়িকা মাহিয়া মাহির ফেসবুক আইডি থেকে লাইভে তার স্বামী গাজীপুরের ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা রকিব সরকারের গাড়ির শো-রুমে হামলা ও ভাঙচুরের অভিযোগ তোলেন ইসমাইল হোসেন ও মামুন সরকারের বিরুদ্ধে।
তারা লাইভে জানান, গাজীপুর মহানগরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের পূর্বপাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশের তাদের ব্যবসা প্রতিষ্ঠান সনি রাজ কার প্যালেস নামের গাড়ির শো-রুম দখলের উদ্দেশ্যে হামলা ও ভাঙচুর করা হয়।
দীর্ঘ সময়ের লাইভে তারা এ ঘটনায় গাজীপুর মহানগর পুলিশের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কমিশনারের বিরুদ্ধে ‘ঘুষ নেয়ার’ অভিযোগও করেন।
এ প্রসঙ্গে গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল সাংবাদিকদের বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মাহিয়া মাহি পুলিশের বিরুদ্ধে ঢালাও অভিযোগ করেছেন, মিথ্যা বলে মানুষের সহানুভূতি নেয়ার চেষ্টা করেছেন। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, তাদেরও আমি চিনি না।’
আরও পড়ুন: মাহির ফেসবুক পেজে কোনো ছবি নেই
গাজীপুরে ছুরিকাঘাতে কলেজ ছাত্র নিহত
গাজীপুর মহানগরীতে ডাকাতের ছুরিকাঘাতে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। রবিবার (১৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে জেলার সালনা মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্র মাহিউস সুনান চৌধুরী এবার এইচএসসি পাস করেছে। সে ওই এলাকার জালাল উদ্দিন চৌধুরীর ছেলে।
নিহতের মা মেহজাবিন চৌধুরী জানান, রাত ৩টার দিকে পাঁচ থেকে ছয়জন ডাকাতদলের সদস্য জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে। এরপর তার হাত-পা মুখ বেঁধে ফেলে। তারপর ছেলের ঘরে প্রবেশ করে তাকেও হাত পা বেঁধে অস্ত্রের মুখে ঘরের ভেতর থাকা পাঁচ ভড়ি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ মালামাল লুটে নেয়।
আরও পড়ুন: ময়মনসিংহে যাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আগুনে নিহত ৪, আহত ৭
এ সময় তার ছেলেকে ধাড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
পরে তিনি তার ছেলের ঘরে প্রবেশ করে তার শরীর রক্ত মাখা, হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে ঘটনাটি ডাকাতি না শত্রুতার জেরে তা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে ট্রাকচাপায় কলেজ শিক্ষক নিহত
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে নারীর লাশ উদ্ধার, স্বামী পলাতক
গাজীপুরে তালাবদ্ধ ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী পলাতক রয়েছে বলে জানা যায়। রবিবার সকালে নগরের পূবাইল থানাধীন করমতলা এলাকার সুমনের ভাড়া বাড়ি থেকে এই লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত নাজমা (৩৫) সিরাজগঞ্জের এনায়েতপুর থানার জালালপুর গ্রামের মাহমুদ আলীর মেয়ে। তিনি স্বামী ফারুকের সঙ্গে স্থানীয় ‘নেক্সট কম্পোজিট গার্মেন্টস’-এ অপারেটর পদে চাকরি করতেন।
নিহত নাজমার বাবা জানান, প্রায় দুই বছর আগে ময়মনসিংহ জেলার নান্দাইল থানার তেলিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে ওমর ফারুককে বিয়ে করে। তিনি গত শনিবার সকালে মেয়ের খবর নেয়ার জন্য ভাড়া বাসায় গেলে তার জামাতা ফারুক রুমের দরজার সামনে থেকে সুকৌশলে কথা বলে এবং জানায় আমার মেয়ে ঘুমাচ্ছে।
আরও পড়ুন: মেঘনা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
পরে জানায়, তাদের দু’জনের অফিস ছুটি নারায়ণগঞ্জ কোনো আত্মীয়ের বাসায় বেড়াতে যাবে। তিনি ওই দিনই দুপুরে মেয়ের ভাড়া বাড়িতে গিয়ে রুম তালাবদ্ধ দেখতে পান। রবিবার সকালে ভাড়া বাড়ির লোকজন জানালা দিয়ে দেখতে পায় রুমের এক পাশে আমার মেয়ে পড়ে আছে। পরে এলাকাবাসী পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রুমের তালা খুলে লাশটি উদ্ধার করে।
এ ব্যাপারে পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান,ভুক্তভোগীর মাথা ও শরীরের বিভিন্ন অংশ রক্তে রঞ্জিত। ধারণা করা যাচ্ছে যে গত শুক্রবার দিবাগত রাতে তাকে খুন করে স্বামী রুমে তালা লাগিয়ে পালিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। পলাতক স্বামীকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।
আরও পড়ুন: গুলিস্তানে বিস্ফোরণ: ধ্বংসস্তূপ থেকে আরও একজনের লাশ উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২১
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর মহানগরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা এলাকায় মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ২ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুলের বাড়ি গাজীপুরের শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত ইসলাম উদ্দিনের ছেলে।
অন্যজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল চিকিৎসক মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, চিকিৎসক মো. রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ২টায় হাসপাতালের জরুরি বিভাগে গুরুতর আহত অবস্থায় তিনজনকে আনা হয়। এদের মধ্যে একজনকে মৃত ও দুইজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আহতদের মধ্যে আরিফুল ইসলাম নামে একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়, সেলিম নামের অপরজনকে হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। মৃত অন্যজনের পরিচয় জানা যায়নি।
গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, মুরগিবাহী পিকআপের সঙ্গে বালুবাহী ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। খবর পেয়ে মর্গে এসে দুইজনের লাশ পাওয়া গেছে। একজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসে সড়ক দুর্ঘটনায় ৪৮৭ জন মারা গেছে: রোড সেফটি ফাউন্ডেশন
নাটোরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু
গাজীপুরে শিক্ষাসফরের বাসে আগুন, আহত ১০
গাজীপুরের শ্রীপুরে একটি শিক্ষাসফরের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাস থেকে নামার সময় আহত হয় অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় ঘটনাটি ঘটে।
এ সময় বাসে থাকা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বাস থেকে লাফিয়ে আত্মরক্ষা করতে সক্ষম হন। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় আধ ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
আরও পড়ুন: নাটোরে আগুনে পুড়ে ২ সন্তানসহ মায়ের মৃত্যু, আহত বাবা
গাজীপুর মহানগরের হাড়িনাল এলাকার অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী জানান, বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যায় ময়মনসিংহের ভালুকার ড্রিম হলিডে পার্কে শিক্ষাসফর থেকে ফেরার পথে মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় পৌঁছে উড়াল সেতুতে উঠার সময় হঠাৎ পেছন থেকে ধোঁয়া দেখা যায়।
তিনি আরও বলেন, মুহূর্তেই আগুন বাসে ছড়িয়ে পরে। এ সময় বাস থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সকলকে নিরাপদে নামিয়ে আনা হয়। বাসটিতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৭২ জন ছিলেন।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন: উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আগুন: পুড়ে গেছে ২ হাজার ঘর
গাজীপুরে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের জয়দেবপুর স্টেশনে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় শনিবার সকাল ৮টা থেকে ঢাকার সঙ্গে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর মধ্যে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জয়দেবপুর স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল করিম ইউএনবিকে জানান, সকাল ৮টার দিকে জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেলে উভয় পাশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, ট্রেন সরানোর চেষ্টা চলছে। আশা করা হচ্ছে শিগগিরই ট্রেন যোগাযোগ পুনরায় শুরু হবে।
আরও পড়ুন: রবিবার থেকে ঢাকা-না’গঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে ক্রেন উল্টে লাইনে: ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ছাদ ধসে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছে এবং পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকার হ্যামস নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার কাশিরাম গ্রামের কান্দু মিয়ার ছেলে আরিফুল ইসলাম (২৮) ও দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার নানিয়াটিকা গ্রামের রজনী চন্দ্রের ছেলে শ্রী মুকুল চন্দ্র।
এলাকাবাসী জানায়, নিহত আরিফুল কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক এবং মুকুল চন্দ্র নির্মাণাধীন ছাদের রড বাধাইয়ের কাজ করছিলেন। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন নির্মাণ শ্রমিক মো. মামুন মিয়া (২৮)। তিনি কুড়িগ্রাম জেলার কাচাকাটা উপজেলার বকুলতলা গ্রামের কাছু মিয়ার ছেলে। তাৎক্ষণিকভাবে অন্য আহত শ্রমিকদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে ৩ শ্রমিকের মৃত্যু
ওই কারখানার নির্মাণ শ্রমিক সজিব আহমেদ জানান, নির্মাণাধীন ভবনের এক তলার ছাদ ধসে পড়ে কয়েকজন শ্রমিক চাপা পড়ে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, এখন পর্যন্ত দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধসে পড়া ছাদের নিচে তল্লাশি কাজ চলছে।
আরও পড়ুন: খুলনায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু
গাজীপুরে আ.লীগের সঙ্গে সংঘর্ষের সময় পিস্তল ঠেকানো বিএনপি কর্মীকে গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুর উপজেলায় আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষের সময় পিস্তল বিএনপির সেই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ওই সংঘের্ষের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর সোমবার তাকে গ্রেপ্তার করল পুলিশ।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, আগ্নেয়াস্ত্র রাখার পেছনে উদ্দেশ্য ছিল হামলার আগে ‘মানুষকে আতঙ্কিত করা’।
আইনশৃঙ্খলা বাহিনী জাহিদুল ইসলাম আটক করে তার কাছ থেকে পিস্তলটি উদ্ধার করেছে।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে কাভার্ডভ্যান থেকে ৯৬ কেজি গাঁজা জব্দ, গ্রেপ্তার ১
জানা গেছে, শনিবার গাজীপুরের শ্রীপুরে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের সময় জাহিদুলকে পিস্তল ঠেকাতে দেখা গেছে।
এদিকে, শনিবার সিরাজগঞ্জের সদর উপজেলায় চলমান ইউনিয়ন পর্যায়ের পদযাত্রাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৯ জন আহত হয়েছেন। সংঘর্ষে ১২টি মোটরসাইকেল ভাংচুর ও তিনটি পুড়িয়ে দেয়া হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির জানান, আ.লীগ নেতাকর্মীরা যখন শান্তি সমাবেশের প্রস্তুতি নিয়ে মিটিং করছিল তখন বিএনপির মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
সামাজিক মাধ্যমে শুধুমাত্র আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দোষারোপ করার জন্য এবং তৃণমূল পর্যায়ে তাদের কর্মীদের এই ধরনের হামলার বিষয়ে নীরব থেকে জাতিসংঘকে ‘বাংলাদেশের উপর চাপ সৃষ্টির’ জন্য বিএনপি-জামায়াত কর্মী এবং মিত্রদের পোস্ট এবং টুইটগুলো নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।
আরও পড়ুন: যুবকের কবজি কেটে নেয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
গাজীপুরে পোশাক কর্মী সংঘবদ্ধ ধর্ষণের শিকার, গ্রেপ্তার ৩
গাজীপুরে এক পোশাক কর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মোসাদ্দেক হোসেন অপু (৩২), নাঈম ইসলাম (১৮) ও হৃদয় (২০)। তাদের সকলের বাড়ি নগরের গজারিয়া পাড়া এলাকায়।
আরও পড়ুন: নাটোরে সংঘবদ্ধ ধর্ষণের যুবকের ১০ বছরের আটকাদেশ
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, শনিবার (৪ ফেব্রুয়ারি) গাজীপুর মহানগরের গজারিয়া পাড়া এলাকা দিয়ে বাসায় যাওয়ার সময় এক যুবক ভুক্তভোগীকে ছুরি দেখিয়ে রাস্তা থেকে পাশের গজারি বনে নিয়ে যায়। সেখানে তিনজন তাকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে এবং মোবাইলে ভিডিও করে।
এ ঘটনায় সোমবার ভুক্তভোগী নিজে বাদী হয়ে অজ্ঞাতদের নামে মামলা করেন। পুলিশ ঘটনার তদন্তে নেমে রাতেই তিনজনকে গ্রেপ্তার করে এবং ভিডিওর আলামত জব্দ করে।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা ধর্ষণের কথা স্বীকার করেছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
আরও পড়ুন: সীতাকুণ্ডে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ইউপি সদস্য গ্রেপ্তার
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় যুবক গ্রেপ্তার