গাজীপুর
ঈদযাত্রায় গাজীপুরে যাত্রীদের ঢল, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ
ঈদ যাত্রায় গাজীপুরের ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের ঢল নেমেছে। উত্তরবঙ্গ ও উত্তরাঞ্চলের বিভিন্ন রুটের গাড়িতে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগও রয়েছে যাত্রীদের।
শুক্রবার (২৮ মার্চ) চান্দনা চৌরাস্তা ও চন্দ্রা মোরে গাড়ির চাপ থাকায় কিছুটা ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া অন্য অংশে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহন পরিস্থিতিও স্বাভাবিক হতে শুরু করেছে।
যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ায় সড়কে বেড়েছে যানবাহনের চাপ। গাড়ির সংখ্যা কয়েকগুণ বেড়ে যাওয়ায় ভোরে ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা, টঙ্গী স্টেশন রোড, চেরাগ আলী, গাজীপুরা পয়েন্টে বিআরটি প্রকল্পের ফ্লাইওভার ও বিআরটি স্টেশন এর কারনণে সড়কের লেন কমে যাওয়ায় ওই সকল স্থানে যান চলাচল করছে ধীরগতিতে।
এদিকে, ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় ও কিছুটা অস্বস্তি হয় মূলত যাত্রী উঠানামাকে কেন্দ্র করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হতে শুরু করে।
এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিং, ইউটার্ন নেওয়া, যাত্রী উঠানামার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এলাকায় ঘরমুখো মানুষের উপস্থিতির সঙ্গে সঙ্গে বেড়েছে যানবাহনের চাপ। এতে এই পয়েন্টে কিছুটা ধীর গতিতে চলছে গাড়ি।
চান্দনা চৌরাস্তায় জামালপুর, শেরপুরসহ বিভিন্ন রুটে এবং চন্দ্রা মোরে রংপুর, বগুড়া ও গাইবান্ধাসহ বিভিন্ন রুটে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা।
আরও পড়ুন: সিলেট সীমান্তে ১ কোটি ৪৩ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
যানজট নিরসন ও ঘরমুখো যাত্রীদের নিরাপত্তায় পুলিশ, কমিউনিটি পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছেন।
ঈদকে সামনে রেখে মহাসড়কে ঘরমুখো মানুষের নিরাপত্তায় ড্রোন পর্যবেক্ষণ, মোটরসাইকেল পেট্রোলিং, কুইক রেসপন্স টিম ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে পুলিশ কাজ করছে। একই সঙ্গে যানজট নিরসনে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে।
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, গাজীপুরের পোশাক কারখানাগুলো ছুটি হলে যাত্রীদের চাপ আরও বাড়বে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার অশোক কুমার পাল জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক আছে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন রাখতে ট্রাফিক ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া পোশাক কারখানাগুলো একযোগে ছুটি হলেও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রস্তুতি রয়েছে।
২০ দিন আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (টাইলস মার্কেটের) সামনে সড়ক দুর্ঘটনায় মুরগীর খামারি (পোল্ট্রি ব্যবসায়ীসহ) দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, চালক ও মুরগী খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগী নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।
আরও পড়ুন: সিলেটে ‘দায়ের কোপে’ বাবার মৃত্যুর অভিযোগ, ছেলে আটক
অজ্ঞাত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২০ দিন আগে
গাজীপুরে লরির ধাক্কায় ইজিবাইকচালক ও যাত্রী নিহত
গাজীপুরের পূবাইলে লরির ধাক্কায় ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হয়েছেন।
রবিবার (২৩ মার্চ) সকালে গাজীপুর মহানগরীর পূবাইল থানার টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই থানার হায়দরবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া (৩৫) ও ইজিবাইকের যাত্রী সাহেদ সাব্বির (২৫) মাজুখান গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রবিবার সকালে ঢাকামুখী একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে পুবাইলমুখী ব্যাটারচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।
আরও পড়ুন: পাবনায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছে।
পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে-মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
২৪ দিন আগে
গাজীপুরে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
গাজীপুরের কাশিমপুরে নিজ বসত ঘর থেকে স্বামী- স্ত্রী ও এক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৩ মার্চ) লাশগুলো উদ্ধার করে পুলিশ।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান জানান, রবিবার সকালে কাশিমপুরের গোবিন্দবাড়ি এলাকার একটি বাসা থেকে নাজমুলের লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় এবং তার স্ত্রী খাদিজা ও শিশু কন্যা নাদিয়ার লাশ বিছানা থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাফ নদী থেকে ৪ রোহিঙ্গার লাশ উদ্ধার, বিজিবি সদস্য নিখোঁজ
ধারণা করা হচ্ছে, নাজমুল নিজে ফাঁসিতে ঝুলার আগে স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। পারিবারিক ঝগড়া-বিবাদের জেড়ে এর আগে নাজমুল ব্লেড দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় রক্তাক্ত করে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
২৫ দিন আগে
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, ১৫ কারখানা ছুটির পর কয়েকটি চালু
গাজীপুরে একটি পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখার পর অন্তত ১৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। আন্দোলন থেকে গেলে কয়েকটি কারাখানা আবার চালু করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে শ্রমিকরা আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখার পর কারখানা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
বিক্ষোভ চলাকালে বিক্ষুব্ধ শ্রমিকরা কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ যৌথবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার জায়ান নিটওয়্যার ফ্যাশন লিমিটেড কারখানায় কয়েকদিন আগে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে বাক-বিতণ্ডার জেরে কারখানার তিন কর্মকর্তাকে মারধর করে শ্রমিকরা। এ ঘটনায় একটি মামলা ও কয়েকজন গ্রেপ্তার হয়। এসবের জের ধরে এই কারখানায় উত্তেজনা চলছিল। ওই প্রেক্ষাপটে শনিবার (২২ মার্চ) থেকে ওই কারখানাটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। আজ সকালে কারখানায় গিয়ে অনির্দিষ্টকালের বন্ধের নোটিশ দেখে উত্তেজিত হয় শ্রমিকরা।
আরও পড়ুন: শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৮ কারখানায় ছুটির ঘোষণা
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এসে অবস্থান নিয়ে সকাল সাড়ে ৮টা থেকে প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। আশপাশের কয়েকটি কারখানা শ্রমিকরা তাদের সঙ্গে যোগ দেয়। এ সময় আরও কারখানায় গিয়ে ইট পাটকেল ছোড়েন তারা।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, শিল্প পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে তাদের দ্রুত সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে। ওই শ্রমিক আন্দোলনের জের ধরে আশপাশের অন্তত ১০ থেকে ১২টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছিল। আন্দোলন থেমে গেলে পরে আবার অধিকাংশ কারখানা চালু করা হয়।
শিল্পাঞ্চলের পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
২৬ দিন আগে
গাজীপুরে ডাকাতের হামলায় মাটি ব্যবসায়ী নিহত
গাজীপুরে কালিয়াকৈরে ডাকাত দলের হামলায় সজিব হোসেন নামে একজন মাটি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় রয়েল নামে আরও একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২0 মার্চ) রাত ৯টার দিকে বড়ইবাড়ি-হাটুরিয়া চালা আঞ্চলিক সড়কে ঘটনাটি ঘটে। এ সময় দুই ডাকাতকে পিটিয়ে পুলিশে সোপর্দ করা হয়।
সজিব হোসেন (৩৮) উপজেলার বোয়ালী ইউনিয়নের গাভচালা গ্রামের বাসিন্দা এবং ইটভাটায় মাটি সরবরাহের ব্যবসা করতেন।
আরও পড়ুন: গুলশানে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত
স্থানীয়রা জানান, সজিব ও রয়েল মোটরসাইকেলকরে চালা বাজারে যাওয়ার পথে একদল ডাকাত তাদের গতিরোধ করে। এ সময় তারা মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করেন। এক পর্যায়ে ডাকাতদলের সদস্যরা তাদের ওপর হামলা করে। তাদের হামলায় ঘটনাস্থলেই সজিব নিহত হন ও রয়েল আহত হন। পরে রয়েলের চিৎকারে স্থানীয়রা দুই ডাকাতকে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান ওসি রিয়াদ মাহমুদ।
২৭ দিন আগে
শ্রমিক বিক্ষোভের জেরে গাজীপুরে ৮ কারখানায় ছুটির ঘোষণা
গাজীপুরে শ্রমিক বিক্ষোভের জের ধরে আটটি পোশাক কারখানায় একদিনের জন্য ছুটির ঘোষণা করা হয়েছে।
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে একটি কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেছেন। তবে এর আধ ঘণ্টার মধ্যেই আইন-শৃঙ্খলা বাহিনী বিক্ষুব্ধদের সরিয়ে যানবাহন চলাচলে স্বাভাবিকতা ফিরিয়ে আনে।
সোমবার (১৭ মার্চ) সকালে এই বিক্ষোভের জের ধরে আশপাশের আটটি কারখানা ছুটি ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ছুটি ঘোষণা করা পোশাক কারখানাগুলো হলো— রোয়া ফ্যাশন লিমিটেড, ম্যাস্টেট ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, ক্লোসাস অ্যাপারেলস লিমিটেড, রোজ সোয়েটার লিমিটেড, স্কয়ার ফ্যাশন লিমিটেড, ফারদার ফ্যাশন লিমিটেডসহ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নগরের ভোগড়া এলাকার মীম আলেমা ডিজাইন গার্মেন্টস কারখানা শ্রমিকদের অভিযোগ, কারখানায় কর্মরত তিন শতাধিক শ্রমিক মাসের বেতন ঠিকমতো পাচ্ছিলেন না। গত মাসের বেতন এখনও দেওয়া হয়নি। আবার অনেক শ্রমিকের দুই মাসের বেতন বকেয়া আছে। বেতন দেওয়ার সময় হলে কর্তৃপক্ষ গড়িমসি করে। তাই বেতনের দাবিতে তারা আন্দোলনে নামতে বাধ্য হন।
আরও পড়ুন: গাজীপুরে ট্রাকচাপায় অটোরিকশার চালকসহ নিহত ৩
এলাকাবাসী জানায়, শ্রমিক বিক্ষোভের সময়ে ভোগড়া বাইপাস এলাকার আশপাশের ফ্যাক্টরিগুলোতে বিক্ষোভ চলাকালে ইটপাটকেল ছুড়তে থাকে। এ কারণে কারখানাগুলোতে ছুটির ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, সড়কে নামার আধঘণ্টার মধ্যেই শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এ কারণে ৭-৮টি কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।
এ বিষয়ে জানতে ওই কারখানার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
৩১ দিন আগে
গাজীপুরে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিক বিক্ষোভ, সড়ক অবরোধ
ঈদ বোনাস, ২৫ ভাগ উৎপাদন বোনাসসহ বিভিন্ন দাবিতে গাজীপুরের তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার নামে একটি কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে।
এ সময় শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার কারখানার শ্রমিকরা সকাল ৮ টায় কাজে যোগ না দিয়ে ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন। এক পর্যায়ে তারা বিক্ষোভ মিছিল করে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন।
সকাল ১০টা থেকে শ্রমিকদের অবরোধের কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী। অনেকেই পায়ে হেঁটে বা বিকল্প উপায়ে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, তেলিপাড়া এলাকায় ইসমক্স সোয়েটার কারখানায় প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করছেন। দীর্ঘ দিন কাজ করলেও তাদের ওভার টাইম বিল, নাইট বিল, মাতৃকালীন ছুটি, বাৎসরিক টাকা দেওয়া হয় না। এছাড়া তাদের প্রোডাকশন রেট সঠিকভাবে দেওয়া হয় না। এ অবস্থায় ঈদ বোনাস, ওভারটাইম বিল, জিএমের পদত্যাগসহ ১৪ দফা দাবি আদায়ের জন্য আন্দোলন করছেন তারা।
গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ঈদ বোনাসসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন। গাজীপুর মহানগর পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।
৩৪ দিন আগে
অবশেষে গাজীপুর থেকে উদ্ধার হলো চুরি হওয়া শিশু, গ্রেপ্তার ৪
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে চুরি যাওয়া আড়াই মাস বয়সি সায়ামকে গাজীপুর থেকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (১২ মার্চ) জেলা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় গাজীপুর বড়বাড়ি নুরলতলা গোবিন্দগঞ্জ এলাকার সামসুদ্দিন ও তার মেয়ে সোনালী আক্তারসহ (২০) ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, শ্বাসকষ্ট নিয়ে রবিবার (৯ মার্চ) শিশুটিকে হাসপাতালে ভর্তি করান তার বাবা-মা। সারাদিন শিশুটির পরিবারের কাছে অপরিচিত সোনালী আক্তার নামে ওই নারী পাশে থেকে শিশুটির যত্ন নেয় ও সহযোগিতা করে।
আরও পড়ুন: ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে শিশু চুরি, শহরে উত্তেজনা
সোমবার সন্ধ্যায় শিশুটির মা হাসি ও নানি পাশের ওয়ার্ডে অন্য এক রোগীকে দেখতে গেলে ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। পরে শিশুটির বাবা সদর উপজেলার মুজাবর্নি গ্রামের মো. শিমুল ইসলাম সদর থানায় একটি মামলা দায়ের করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুর রহমান বলেন, ‘সোনালী শিশুটিকে নিয়ে গাজীপুরে গেছেন বলে প্রাথমিক তথ্য পাই। এর পর গাজীপুর র্যাব-১ এর সহায়তায় শিশুটিকে উদ্ধার করা হয় এবং রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
৩৫ দিন আগে
গাজীপুরে সড়কে পোশাক শ্রমিক নিহত, বিক্ষোভ
সড়ক দুর্ঘটনায় এক সহকর্মী নিহত হওয়ার ঘটনায় গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন।
আরও পড়ুন: গাজীপুরে শ্রমিক অসন্তোষ, মহাসড়ক অবরোধ
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় গতকাল রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। পরে তামান্নার কারখানার পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়িতে চলে যান। বুধবার কারখানায় আসার পথে সড়ক পারাপারের সময় অটোরিকশা ও ট্রাকের চাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন তারা।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।
৩৬ দিন আগে