রাশেদা সুলতানা
প্রার্থী নয়, অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হবে: ইসি
প্রার্থী দেখে নয়, বরং অপরাধ দেখে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, যে প্রার্থীই অপরাধ করুক না কেন, দলমত নির্বিশেষে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: বিয়ে না দেওয়ায় মাকে খুনের ঘটনায় ছেলে গ্রেপ্তার
শনিবার জেলার প্রশাসকের সন্মেলনকক্ষে নির্বাচনি আইনশৃঙ্খলাবিষয়ক এক মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, মাঠ পর্যায়ের প্রশাসন যদি নিরপেক্ষ ও শক্তিশালীভাবে তাদের কাজ করে তবে কোথাও কোনো বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বিগত নির্বাচনে যারা প্রশ্নবিদ্ধ হয়েছেন তাদের বিরুদ্ধে তদন্তে প্রমাণিত হওয়ায় কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি বলেন, ভোটারদের নির্বিঘ্নে, নিরাপদে ও নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশ তৈরিতে যা যা করতে হয় স্থানীয় প্রশাসন তাই করবে।
কোনোভাবেই ভোটররা যেন অসন্তুষ্ট না হয় এবং তাদের মধ্যে যেন ভীতির সৃষ্টি না হয় সেই ব্যাপারে সর্বদা সজাগ থাকতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।
আরও পড়ুন: জাল ভোট হলে তাৎক্ষণিক সেই কেন্দ্রের ভোট বন্ধ: ইসি হাবিব
গাজায় মৃত মায়ের গর্ভ থেকে উদ্ধারের ৫ দিন পর মারা গেছে শিশুটি
৭ মাস আগে
সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার ইসি তা করছে: কমিশনার রাশেদা
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যা যা করা দরকার নির্বাচন কমিশন (ইসি) তার সবই করছে বলে মন্তব্য করেছেন ইসি রাশেদা সুলতানা।
তিনি বলেন, জনগণের প্রত্যাশা যাতে পূরণ হয় এবং তারা কোনো বাধা ছাড়াই ভোট দিতে পারে সেজন্য সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থী, নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার রাশেদা এসব কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন করতে সবার সহযোগিতা চেয়ে তিনি বলেন, ভোটারদের হুমকি দিলে শাস্তির বিধান রাখা হয়েছে।
নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু নাসের ভূঁইয়ার সভাপতিত্বে সভায় নাটোরের চারটি আসনের প্রার্থীরা, রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে চিন্তা নেই: ইসি রাশেদা
গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: ইসি রাশেদা সুলতানা
ইভিএম পাস না হলে ব্যালট পেপার দিয়ে ভোটগ্রহণ হবে: কমিশনার রাশেদা
১ বছর আগে
আগামী নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে চিন্তা নেই: ইসি রাশেদা
আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে মাঠ পর্যায়ের প্রশাসন নিয়ে কোনো উদ্বেগ নেই বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানা।
তিনি বলেন, ইসি সবার সঙ্গে মিলে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তাব দেবে।
শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রংপুর বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কমিশনার রাশেদা এসব কথা বলেন।
আরও পড়ুন: নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না: ইসি আনিছুর
তিনি বলেন, ‘কমিশন এখন ভোটারদের জন্য একটি নতুন আইন করেছে। তাদের (ভোটারদের) অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচন বিলম্বিত হতে পারে কি না জানতে চাইলে ইসি বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে, তফসিল পেছানোর কোনো সুযোগ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেকোনো পরিস্থিতিতে মোকাবিলা করবে।’
রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার, ঊর্ধ্বতন জেলা নির্বাচন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ইসি ও আঞ্চলিক নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে: ডিএমপি
সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা করবেন সিইসি
১ বছর আগে
গাজীপুর সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: ইসি রাশেদা সুলতানা
নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, গাজীপুর সিটি করপোরেশনের ভোট অবাধ ও সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হবে এবং বৃহস্পতিবার ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবেন।
বুধবার গাজীপুর সার্কিট হাউজে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় ম্যাজিস্ট্রেটদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে কমিশনার এ কথা বলেন।
এবারের নির্বাচন আলাদা কোনো চ্যালেঞ্জ নয় উল্লেখ করে রাশেদা সুলতানা বলেন, সব নির্বাচনই সমান গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সকাল থেকে নির্বাচন পর্যবেক্ষণ করা হবে।’
এছাড়াও বুধবার গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষায় মোট ১৩ হাজার আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
ইসি সব ভোটকেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করবে।
নির্বাচনে মেয়র পদে আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এতে ২৪৮ জন কাউন্সিলর এবং ৭৯ জন মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন।
মোট ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। তাদের মধ্যে ৫ লাখ ৯২ হাজার ৭৬২জন পুরুষ এবং ৫ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন নারী এবং হিজড়ার সংখ্যা ১৮ জন।
আরও পড়ুন: গাজীপুর সিটি করপোরেশনে মডেল নির্বাচন চাই: সিইসি
আগামী নির্বাচনে ব্যালট পেপার ব্যবহারের সিদ্ধান্ত কোনো চাপে নেওয়া হয়নি: সিইসি
আগামী জাতীয় নির্বাচন ইভিএম নয়, ব্যালট পেপারে হবে: ইসি সচিব
১ বছর আগে
আমাদেরও সময় আসবে, ‘ওয়েট অ্যান্ড সি’: এমপি বাহার প্রসঙ্গে ইসি রাশেদা
আইনের কিছু ফাঁক-ফোকরকে ব্যবহার করে সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দনি বাহার কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় অবস্থান করছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।
তিনি বলেন, ‘তিনি (আ ক ম বাহাউদ্দনি বাহার) আইন অমান্য করে নির্বাচনী এলাকায় আছেন। তবে আইনের কিছু ফাঁক-ফোকরকে তিনি ব্যবহার করছেন। আমাদেরও সময় আসবে, ওয়েট অ্যান্ড সি।
সোমবার কুমিল্লার ফয়জুন্নেছা বালিকা বিদ্যালয়ের অডিটোরিয়মে প্রিসাইডিং অফিসারদের ব্রিফিংয়ে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
রাশেদা সুলতানা বলেন, যদি ভোটের পরিস্থিতি ভালো না থাকে তাহলে নির্বাচন স্থগিত করা হবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে।
আরও পড়ুন: চেয়ারম্যান প্রার্থীর হুমকি: চাম্বল ইউপি নির্বাচন স্থগিত করল ইসি
তিনি বলেন, ভোটের পরিস্থিতি ভালোই আছে। কোন ধরনের খারাপ পরিস্থিতির ঘটনা এখনও ঘটেনি। নির্বাচনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। সুষ্ঠু ভোটের জন্য যা যা করা দরকার সবই করা হয়েছে।
এসময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আহসান হাবিব বলেন, সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দনি বাহার একজন জনপ্রতনিধি। উনারা আইন প্রণয়ন করনে। যদি উনারাই আইন না মানেন, তাহলে আর কি বলার। উনাকে তো আর আমরা টেনেহিঁচড়ে নামাতে পারি না! এখানে ইজ্জত গেলো কার আপনারাই বুঝুন।
এসময় কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, কুমিল্লা জেলা প্রশাসক কামরুল হাসান ও জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পেশি শক্তি ব্যবহার করে ভোটে জেতার সুযোগ নেই: সিইসি
ইভিএম নিয়ে ইসি এখনও পুরোপুরি আত্মবিশ্বাসী নয়: হাবিবুল আউয়াল
২ বছর আগে