মজুরি বৃদ্ধি ও সপ্তাহে ছয় কর্মদিবসের দাবি জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন। বুধবার জাতীয় প্রেসক্লাবের কাছে এ দাবিতে তারা এক সমাবেশের আয়োজন করেন।
সমাবেশে তাদের দাবি পূরণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সদস্যরা।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি এম কে বাঙ্গালী, সহ-সভাপতি নাজিম উদ্দিন ও লোকমান হাকিম, সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক হারিক হোসেন ও প্রচার সম্পাদক শামীম ইসলাম প্রমুখ।
বিড়ি শিল্পে শ্রমিকদের সুরক্ষার জন্য একটি আইন প্রণয়নে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেশন।
আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের অবস্থান কর্মসূচি
শ্রমিকদের বেঁচে থাকা ও শিল্পটিকে বাঁচানোর জন্য সদস্যরা ২০২২-২৩ বাজেটে বিড়ির ওপর বিদ্যমান শুল্ক হ্রাসের পাশাপাশি ১০ শতাংশ আগাম ট্যাক্স প্রত্যাহারের দাবি করেন।
বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতারা বলেন, বিড়ি শ্রমিকেরা এখনো তাদের অধিকার ও ন্যায্য মজুরির জন্য লড়াই করছেন।
তারা বলেন, ‘বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন সময়ের প্রয়োজন।’
বহুজাতিক সিগারেট কোম্পানিগুলো এদেশের মানুষের ফুসফুস পোড়াচ্ছে। আর কিছু সরকারি কর্মকর্তা তাদের (বহুজাতিক সিগারেট কোম্পানিগুলোর) একচেটিয়া আধিপত্য তৈরিতে সহায়তা করছে বলে অভিযোগ করেছেন ফেডারেশনের সদস্যরা।
আরও পড়ুন: তেঁতুলতলা খেলার মাঠ: মা-ছেলেকে আটকের ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি