দুই ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্রনায়ক যুক্তরাষ্ট্রের বাইডেন এবং রাশিয়ার পুতিনের মধ্যকার বহুল প্রতিক্ষীত জেনেভা বৈঠক অনেকটা ফলাফলহীন ভাবেই শেষ হয়েছে।
বুধবার জেনেভায় অনুষ্ঠিত এই রাষ্ট্রপ্রধানদের বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যকার বৈরিতা প্রশমন হবার আশা করা হলেও, বৈঠক শেষে যৌথ বিবৃতিতে বৈঠককে কার্যকরী বলে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: তিন নভোচারী নিয়ে চীনের প্রথম মহাকাশ যাত্রা
বৈঠকে মানবাধিকার, সাইবার আক্রমণ, যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপসহ দুই দেশের মধ্যকার বিভিন্ন নেতিবাচক দিকগুলোই উঠে এসেছে।
তবে এই দুই রাষ্ট্র প্রধান তাদের দেশের রাষ্ট্রদূত প্রেরণে সম্মত হয়েছেন। এর আগে পারস্পরিক সম্পর্কের অবনতি ঘটলে দুই দেশই নিজেদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।
আরও পড়ুন: ভিড়ের মাঝে ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে চড়
এছাড়া দেশ দু’টি তাদের মধ্যকার শেষ চুক্তি হিসেবে রয়ে যাওয়া পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপারে কাজ করতে সম্মত হয়েছে।
কিন্তু সবদিক বিবেচনায় জেনেভার এই বৈঠক তাদেরকে নিজেদের পূর্বের অবস্থান থেকে খুব একটা টলাতে পারেনি।
আরও পড়ুন: ইসরায়েলে নতুন সরকার: অবশেষে নেতানিয়াহু যুগের অবসান
সভা শেষে এক সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, ‘আমি নিশ্চিত না যে, তিনি (পুতিন) তার আচরণ পরিবর্তন করবেন কিনা। তার প্রতি পৃথিবীর মানুষের প্রতিক্রিয়াই তাদের আচরণে পরিবর্তন আনতে পারে। আর এর মাধ্যমে তারা তাদের অবস্থান হারাতেও পারে। আমি এসব ব্যাপারে নিশ্চিত নই।’