জাপানের মাউন্ট ফুজিতে এই মৌসুমের প্রথম তুষারপাত হয়েছে বৃহস্পতিবার। অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে গত ১৩০ বছরের মধ্যে এ বছর সবচেয়ে দেরিতে তুষারপাত হলো বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
প্রতি বছর ফুজি তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস। কর্তৃপক্ষের বরাত দিয়ে জাপানি সংবাদপত্র আসাহী শিম্বুনের প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল সোয়া ৬টায় মাউন্ট ফুজির শিখর তুষারে ঢেকে যায়।
আবহাওয়া অফিস জানায়, উষ্ণ আবহাওয়ার কারণে এবার নির্ধারিত সময়ের পরে ফুজির শিখর তুষারে ঢেকেছে। এর আগে ১৯৫৫ ও ২০১৬ সালে ২৬ অক্টোবর এটি হয়েছিল। এবার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেল। ১৮৯৪ সাল থেকে এই রেকর্ড রাখা শুরু হয়।
স্থানীয় সময় সকাল ৭টার দিকে শিযুওকা ও ইয়ামানাশি অঞ্চলের ৩ হাজার ৭৭৬ মিটার উঁচু পর্বতের চূড়ায় তাপমাত্রা মাইনাস ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে।
বুধবার কিছু স্থান থেকে তুষারপাত দেখা গিয়েছে। কিন্তু মেঘের কারণে অন্ধকার হয়ে যাওয়ায় তুষারপাত নিশ্চিত করতে পারেনি ইয়ামানাশির দিকের কোফু পর্যবেক্ষণ কেন্দ্র।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, অক্টোবরে পর্বতচূড়ায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডে গড়েছে। এ কারণে বৃষ্টিপাত হয় এবং তুষারপাত হয়নি।
সাধারণত মাউন্ট ফুজিতে প্রথম তুষারপাত ২ অক্টোবর হয়। তবে ২০২৩ সালের রেকডেৃ দেখা গেছে প্রথম তুষারপাত ৫ অক্টোবর।