প্রবাস
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী নিহত কামরুল ইসলাম (৩৩) ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের করমুল্যাহপুর গ্রামের মৃত আবদুল মান্নান মিয়ার ছেলে।
কামরুলের বড় ভাই কামরুজ্জামান ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন।
কামরুজ্জামান জানান, ‘১২ বছর আগে দক্ষিণ আফ্রিকা গিয়েছিল কামরুল। সেখানে কিছুদিন চাকরি করার পর নিজে দোকান দেয় সে। কিছুদিনের মধ্যে দেশে ফেরার কথা ছিল তার। তার জন্য বিয়ের জন্য পাত্রীও খোঁজা হচ্ছিল। তবে তার আগেই সব শেষ হয়ে গেল।’
তিনি জানান, দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে ব্যবসা করতেন কামরুল। বৃহস্পতিবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করার সময় তার দোকানে ডাকাতি করতে আসে দুই কৃষ্ণাঙ্গ ডাকাত। এ সময় দোকানের নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় তারা। একপর্যায়ে দোকানের বাইরে রাখা কামরুলের গাড়িতে আরও নগদ অর্থ আছে ভেবে তাকে গাড়ির কাছে নিয়ে যায়। সেখানেই তার বুকের বাঁ পাশে গুলি করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানিয়েছে প্রতক্ষ্যদর্শীরা।
তিনি আরও বলেন, ‘দক্ষিণ আফ্রিকায় অবস্থিত আমাদের স্বজনদের সঙ্গে কথা হয়েছে, তার লাশ দেশে আনার জন্য প্রস্তুতি চলছে। এ বিষয়ে আমরা সরকারের সহযোগিতা কামনা করছি।’
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করার চেষ্টা চলছে।’
৩৬ দিন আগে
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রবাসী বাংলাদেশি নিহত
যুদ্ধবিধ্বস্ত লেবাননে ইসরায়েলি বিমান হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে লেবাননে বাংলাদেশের দূতাবাস।
নিহত মোহাম্মদ নিজাম উদ্দিন (৩১) ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আবদুল কুদ্দুসের ছেলে। তিনি বৈরুতে একটি কফি শপে কর্মরত ছিলেন।
স্থানীয় সময় শনিবার বিকেলে নিজাম উদ্দিন বৈরুতের হাজমিয়ে এলাকায় নিজ কর্মস্থলে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইউএনবিকে জানান, নিহতের স্ত্রী বর্তমানে লেবাননে অবস্থান করছেন। লেবাননে বাংলাদেশের দূতাবাস তার সঙ্গে যোগাযোগ রাখছে।
আরও পড়ুন: যুদ্ধবিরতি প্রচেষ্টা বারবার প্রত্যাখ্যান করছে ইসরায়েল: লেবাননের প্রধানমন্ত্রী
যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকায় মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে জানান ওই কর্মকর্তা।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, জীবিকার তাগিদে গত ১২ বছর আগে মোহাম্মদ নিজাম লেবাননে যান। শনিবার কর্মস্থলে যাওয়ার পথে বোমা বিস্ফোরিত হয়ে নিহত হয়েছেন বলে তার বড় ভাই আমাকে নিশ্চিত করেছেন। তার লাশ সেখানে হিমঘরে রাখা আছে।
নিজাম উদ্দিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীর খান।
আরও পড়ুন: লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৫২, আহত ৭২
১৬৮ দিন আগে
ছাত্রলীগকে নিষিদ্ধের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ
দেশের প্রাচীনতম ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগ।
এক যৌথ বিবৃতিতে সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান বলেন, 'অপশক্তির অবৈধ সরকার ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে ২৩ অক্টোবর প্রজ্ঞাপন জারি করেছে। এই অপচেষ্টার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।'
তারা আরও বলেন, 'ব্রিটিশ পরাধীনতার কবল থেকে মুক্ত হয়ে পাকিস্তানি পরাধীনতায় প্রবেশের এক বছরের মাথায় সময়ের প্রয়োজনেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। '৫২-এর ভাষা আন্দোলন, ’৫৪-এর সাধারণ নির্বাচন, ’৫৮-এর আইয়ুব বিরোধী আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ৬ দফা আন্দোলন, '৬৯-এর গণঅভ্যুত্থান, '৭০-এর নির্বাচন, '৭১-এর মুক্তিযুদ্ধে ছাত্রলীগের অভূতপূর্ব ভূমিকা পালন এবং '৭৫ পরবর্তী সামরিক শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্রের উত্তরণসহ প্রতিটি আন্দোলন-সংগ্রামে ছাত্রলীগের অসামান্য অবদান দেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। ইতিহাসের সাধারণ পাঠক মাত্রই জানেন, বাংলা ও বাঙালির যা কিছু সোনালি অর্জন তার সবকিছুরই গর্বিত অংশীদার বাংলাদেশ ছাত্রলীগ।'
বিবৃতিতে আরও বলা হয়, 'ছাত্রলীগ সবসময় সৃষ্টি করে গেছে। যে শক্তি সৃষ্টি করে, সে শক্তি অবিনশ্বর। ছাত্রলীগ অবিনশ্বর।'
১৭৮ দিন আগে
বিবিসি বাংলার প্রয়াত পাঁচ সাংবাদিককে শ্রদ্ধাভরে স্মরণ
আবেগঘন স্মৃতিচারণের মধ্য দিয়ে গভীর শ্রদ্ধায় ও ভালবাসায় পাঁচ সাংবাদিককে স্মরণ করলেন তাদের সহকর্মীরা।
শুক্রবার (১৮ অক্টোবর) লন্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে এ স্মরণ সভার আয়োজন করা হয়।
বিবিসিখ্যাত এই পাঁচ সাংবাদিক হলেন ঊর্মি রহমান, গোলাম কাদের, কাদের মাহমুদ, গোলাম মুর্শিদ ও শাহীন জামান। বিবিসি বাংলা বিভাগে কাজ করে সুনাম অর্জন করেন তারা।
একইসঙ্গে লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক জনমত ও নতুন দিনের প্রকাশনায়ও তাদের অনেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
সম্প্রতি অল্প সময়ের ব্যবধানে মৃত্যুবরণ করেন এই পাঁচ বিশিষ্ট সাংবাদিক।
বিলেতে বাংলা ভাষার চর্চা ও বিকাশে এবং বাংলা সাহিত্য ও বাঙালি সংস্কৃতির প্রচার ও প্রসারে তাদের তাৎপর্যপূর্ণ ভূমিকার কথা সহকর্মীদের স্মৃতিকথায় উঠে আসে।
লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ জুবায়ের।
সাধারণ সম্পাদক তাইসির মাহমুদের সঞ্চালনায় প্রয়াত সাংবাদিকদের কর্মজীবন ও ব্যক্তিগত সম্পর্কের স্মৃতি তুলে ধরেন- মুহিব চৌধুরী, কামাল আহমেদ, দানেশ আহমেদ, খুররম মতিন, নবাব উদ্দিন, জাকি রেজওয়ানা আনোয়ার, মোস্তফা কামাল মিলন, শামসুল আলম লিটন, মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, তারেক চৌধুরী, জাহেদী ক্যারোল প্রমুখ।
তাদের বক্তব্যে উঠে আসে প্রয়াত এই পাঁচ সাংবাদিকের কর্মনিষ্ঠা, বন্ধুত্ব, সহকর্মীদের প্রতি গভীর আন্তরিকতা, শ্রদ্ধাবোধ এবং বাংলা ভাষার প্রতি তাদের মমতার কথা।
এ সময় ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে।
বিবিসি বাংলার সাবেক সাংবাদিক কামাল আহমেদ বলেন, মূলত পাঁচজন নয়, সৈয়দ আফসার উদ্দিনসহ বিবিসি বাংলার ছয়জন প্রয়াত সাংবাদিকের মধ্যে একটি বিষয়ে অভিন্ন মিল ছিল, আর তা হলো- ব্রিটেনে বাংলা ভাষা ও সাহিত্য চর্চা ও প্রসারে তারা প্রত্যেকেই গুরুত্বপূর্ণ অবদান রাখেন। গোলাম মুরশিদ তার সাহিত্য কর্মের মাধ্যমে বাংলা ভাষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন। শাহীন জামান শিল্পচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
সাপ্তাহিক জনমতের সাবেক সম্পাদক নবাব উদ্দিন বলেন, গোলাম মুর্শিদ বাংলার পণ্ডিত ছিলেন। মালবারি স্কুলের বাংলা বিভাগের প্রধান থাকাকালে তিনি মালবারি গুচ্ছ প্রকাশ করেন যা বাংলা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপ্তাহিক জনমত এ মালবারি গুচ্ছ প্রকাশের দায়িত্ব পালন করে। বইগুলো বাঙালির জীবন কাহিনী নিয়ে সরল ভাষায় রচিত। একইসঙ্গে তিনি বাংলা ও ইংরেজিতে অভিধান রচনা করেন। তিনি ‘কালাপানির হাতছানি’ নামে একটি বই লেখেন যা বিতর্কের সৃষ্টি করে।
১৮২ দিন আগে
কোটাবিরোধী আন্দোলন করায় আরব আমিরাতে অর্ধশতাধিক বাংলাদেশির কারাদণ্ড
কোটাবিরোধী আন্দোলন ও বিক্ষোভ মিছিল করার অভিযোগে তিন বাংলাদেশিকে যাবজ্জীবনসহ অর্ধশতাধিক বাংলাদেশিকে কারাদণ্ড দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের একটি আদালত।
রবিবার (২২ জুলাই) ৫৩ বাংলাদেশি নাগরিককে ১০ বছরের কারাদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আবুধাবির রাষ্ট্রীয় আপিল আদালত।
সোমবার (২৩ জুলাই) দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন আমিরাত নিউজ এজেন্সি (ডব্লিউএএম) জানিয়েছে, সাজার মেয়াদ শেষে তাদের সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: সপ্তাহজুড়ে সংঘর্ষের পর স্বাভাবিক হচ্ছে বাংলাদেশ, নিহত ২০০: এপি
আদালতে একজন প্রত্যক্ষদর্শী সাক্ষী বলেন, আসামিরা বাংলাদেশ সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকটি রাস্তায় জড়ো হয়ে বড় আকারের মিছিল বের করে।
শনিবার তাদের গ্রেপ্তার করে এ বিষয়ের তদন্ত ও দ্রুত বিচারের নির্দেশ দেয় দেশটির প্রশাসন।
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বাংলাদেশে বেশ কয়েকদিন বিক্ষোভ চলার পর আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে সেখানে বিক্ষোভ মিছিল করে।
কোটা আন্দোলনের কারণে সৃষ্ট সহিংসতায় দেশজুড়ে অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর রবিবার (২১ জুলাই) হাইকোর্টের কোটা সংক্রান্ত আদেশ বাতিল করে সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে পুনরায় কোটা বিন্যাস করে রায় ঘোষণা করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রায়ে সরকারি চাকরিতে নিয়োগে এখন থেকে ৯৩ শতাংশ মেধার ভিত্তিতে এবং বাকি ৭ শতাংশ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রাখা হয়েছে বলা জানানো হয়। এর মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা, ১ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এবং বাকি ১ শতাংশ ক্ষুদ্র-নৃগোষ্ঠীর জন্য বরাদ্দ রাখা হয়েছে।
আরও পড়ুন: সীমিত পরিসরে খুলেছে অফিস-ব্যাংক; রাজধানীতে যানজট
শনিবার আরব আমিরাতের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ এনেছে, যার মধ্যে রয়েছে- উন্মুক্ত স্থানে জড়ো হওয়া, অস্থিরতা উসকে দেওয়ার উদ্দেশ্যে নিজ দেশের সরকারের বিরুদ্ধে প্রতিবাদ, আইন প্রয়োগকারী সংস্থাকে বাধা দেওয়া, জানমালের ক্ষতি করা প্রভৃতি।
আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের মধ্যে বাংলাদেশিরা সংখ্যায় তৃতীয় বৃহত্তম। দেশটির মোট জনসংখ্যার (৯২ লাখের বেশি) মাত্র ১০ শতাংশ আমিরাতি।
সংযুক্ত আরব আমিরাতের আইন অনুযায়ী, সেখানে রাজনৈতিক দল ও শ্রমিক ইউনিয়ন গঠন করা নিষিদ্ধ। আইনের মাধ্যমে দেশের জনগণের বাক স্বাধীনতাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করে থাকে দেশটির সরকার। সেখানকার প্রায় সব শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমই রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্র-অনুমোদিত।
২৭০ দিন আগে
অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ে নতুন ট্রেড ইউনিয়নের ঘোষণা
অভিবাসী শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে একটি নতুন ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম গঠন করেছে ছয়টি গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও একটি নারী গৃহকর্মী ইউনিয়ন।
বুধবার (২৭ সেপ্টেম্বর) ঢাকায় অনুষ্ঠানিকভাবে ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্মটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নতুন ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্মের নাম হবে অভিবাসী শ্রমিকদের জন্য ট্রেড ইউনিয়ন প্ল্যাটফর্ম।
নতুন প্ল্যাটফর্মটি আগামী দুই বছরের জন্য তার কার্যক্রম পরিচালনা করতে ১১ সদস্যের একটি পরিচালনা পরিষদ নির্বাচন করেছে।
নতুন ট্রেড ইউনিয়ন প্লাটফর্মের প্রতিষ্ঠাতা সদস্য এবং বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, ‘আমরা অভিবাসী শ্রমিকদের অধিকারের কথা বিচ্ছিন্নভাবে বলে আসছিলাম। এখন থেকে আমরা তাদের অধিকারের কথা আরও বেশি বেশি করে বলব।’
প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা সদস্যরা হলো- বাংলাদেশ মুক্ত গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন ফেডারেশন, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস ওয়ারকারস ফেডারেশন, সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশন, গার্মেন্টস শ্রমিক সংহতি ফেডারেশন এবং জাতীয় গার্হস্থ্য নারী শ্রমিক ইউনিয়ন।
আরও পড়ুন: জাপানি ব্যবসায়ীদের শিল্পকারখানা স্থাপনের জন্য জায়গা দেওয়ার প্রস্তাব প্রধানমন্ত্রীর
প্ল্যাটফর্মটিতে চারজন সহযোগী প্রতিষ্ঠাতা সদস্য রয়েছে যাদের ভোট দেওয়ার ক্ষমতা নেই। তারা হচ্ছে- সলিডারিটি সেন্টার বাংলাদেশ, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি, আওয়াজ ফাউন্ডেশন এবং বাংলাদেশী অভিবাসী মহিলা শ্রমিক অ্যাসোসিয়েশন।
প্ল্যাটফর্মটির লক্ষ্য দেশে ও বিদেশে কাজ করা অভিবাসী শ্রমিকরা যেন তাদের অধিকার আদায় করতে পারেন।একই সঙ্গে কোনো পরিস্থিতিতে বৈষম্যের শিকার না হন।
সলিডারিটি সেন্টারের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিম বলেন, 'এটি ব্যতিক্রমী উদ্যোগ। কারণ এটি অভিবাসী শ্রমিকদের একটি ট্রেড ইউনিয়ন।’
তিনি বলেন, ‘এখন পর্যন্ত সুশীল সমাজের সংগঠনগুলো মূলত অভিবাসন সমস্যা নিয়ে কাজ করত।’
ট্রেড ইউনিয়নের পরিচালনা পরিষদের গভর্নিং কাউন্সিলের সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দন কুমার দে এবং সদস্য সচিব লিলি গোমেজ।
অনুষ্ঠানে ছিলেন সলিডারিটি সেন্টার বাংলাদেশের ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর মনিকা হার্টসেল।
আরও পড়ুন: বাণিজ্যিক সম্পর্ক জোরদারে সরকারের সহযোগিতা চায় বিটিসিসিআই
রাশিয়ান মুদ্রায় বাণিজ্যের অনুমতিপ্রাপ্তদের তালিকায় বাংলাদেশ: রুশ দূতাবাস
৫৭১ দিন আগে
থ্রিএমটিতে প্রথম হলেন খুলনার সুমাইয়া রহমান
যুক্তরাষ্ট্রের অউবার্ন বিশ্ববিদ্যালয়ে থ্রি মিনিট থিসিস(থ্রিএমটি) প্রতিযোগিতায় প্রথম হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী সুমাইয়া রহমান। একই সাথে দর্শকদের সর্বোচ্চ ভোট পেয়ে তিনি পিপলস চয়েস অ্যাওয়ার্ডও অর্জন করেন। সেখানে তিনি তার থিসিসের বিষয়- ‘সাস্টেইনেবল ফুড প্যাকেজিং ফর ফিউচার ওয়ার্ল্ড’- উপস্থাপন করেছিলেন।
সুমাইয়া রহমান খুবির ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের ১২ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ে স্কুল অব ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ সাইন্সেস বিভাগের স্নাতকোত্তর প্রথম বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি তিনি সেন্টার ফর এডভান্সড সাইন্স, ইনোভেশন অ্যান্ড কমার্স-এ কর্মরত আছেন।
আরও পড়ুন: খুলনায় জমে উঠেছে শীতের পিঠা বিক্রি
থ্রিএমটি প্রতিযোগিতায় প্রতিযোগীদের তিন মিনিটের মধ্যে তার গবেষণার বিষয়বস্তুকে এমনভাবে উপস্থাপন করতে হয় যাতে তা বিশেষজ্ঞদের পাশাপাশি সাধারণ মানুষও বুঝতে পারে, ১২০ জন প্রতিযোগী নিয়ে ১ সেপ্টেম্বর থেকে প্রতিযোগিতাটি শুরু হয়েছিল। এরপরে ১১ নভেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ১০ জন ফাইনালিস্টকে হারিয়ে প্রথম হয়েছেন সুমাইয়া। সামনে প্রদেশ ভিত্তিক থ্রিএমটি প্রতিযোগিতায় তিনি অউবার্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন।
সুমাইয়া রহমান বলেন, অনেক চেষ্টার ফল এটা। বিশ্বের দরবারে আমার দেশকে উপস্থাপন করতে পেরে আমি আনন্দিত। আগামী দিনেও আমি আমার মেধা ও পরিশ্রম দিয়ে আমার দেশ ও খুলনা বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল করার চেষ্টা করব।
ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, পড়াশোনার সাথেই থাকতে চাই, অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে গবেষণায় অবদান রাখতে চাই।
আরও পড়ুন: খুলনায় রুটি বিক্রেতা রিক্তা এখন ইউপি সদস্য
১২৫০ দিন আগে
কানাডার মহাসড়কে ৩ বাংলাদেশি শিক্ষার্থী নিহত
কানাডার ম্যানিটোবায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।
১৫২০ দিন আগে
যুক্তরাষ্ট্রে পিএইচডি করা চুয়েট শিক্ষকের মৃত্যু
যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মারকেট বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে যাওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সহকারী অধ্যাপক অভিজিৎ হীরা মারা গেছেন।
১৫২০ দিন আগে
মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো নিয়ে রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট তৈরির অভিযোগ
মালয়েশিয়ায় জনশক্তি পাঠানোর জন্য নতুন করে স্বল্পসংখ্যক রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট তৈরির অপচেষ্টার অভিযোগ করেছে বায়রা সিন্ডিকেট নির্মূল ঐক্যজোট।
১৫২৫ দিন আগে