গল্ফ
৫০তম আগা খান গোল্ডকাপ গলফ টুর্নামেন্টের উদ্বোধন
তিন দিনব্যাপী '৫০তম আগা খান গোল্ডকাপ গলফ টুর্নামেন্ট ২০২৪' -এর উদ্বোধন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকের-উজ-জামান।
শুক্রবার(৯ ফেব্রুয়ারি) কুর্মিটোলা গলফ ক্লাবে এটির উদ্বোধন করেন তিনি।
টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করছে প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল ফর বাংলাদেশ।
এই টুর্নামেন্টে বাংলাদেশের কূটনৈতিক সম্প্রদায়ের প্রতিনিধিসহ দেশের সব ক্লাবের প্রায় ৫০০ গলফার অংশগ্রহণ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: তাইওয়ান মাস্টার্স: দ্বিতীয় রাউন্ডে ভালো অবস্থানে সিদ্দিকুর
এ সময় উপস্থিত ছিলেন- প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল ফর বাংলাদেশের প্রেসিডেন্ট মাদাদ আলী ভিরানি, ভাইস প্রেসিডেন্ট সেলিমা কাসসাম, বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ক্লাব ক্যাপ্টেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবিদুর রেজা খান, কুর্মিটোলা গলফ ক্লাবের টুর্নামেন্ট ডিরেক্টর কর্নেল মো. শহিদুল হক (অব.), কুর্মিটোলা গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার ক্লাব অ্যাফেয়ার্স লেফটেন্যান্ট কর্নেল আবু মো. সায়েদুর রহমান (অবঃ), কুর্মিটোলা গলফ ক্লাবের জেনারেল ম্যানেজার গলফ অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল মো. আনোয়ার হোসেন (অব.), প্রিন্স আগা খান শিয়া ইমামি ইসমাইলি কাউন্সিল ফর বাংলাদেশের সদস্য এবং কুর্মিটোলা গলফ ক্লাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আগা খান গোল্ডকাপ গলফ টুর্নামেন্টের কো-স্পন্সর হিসেবে ছিল আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিনার্জিস সোর্সিং বাংলাদেশ, জেডএক্সওয়াই ইন্টারন্যাশনাল, বোম্বে সুইটস অ্যান্ড কোম্পানি লিমিটেড, মমতাজ হারবাল প্রোডাক্টস, হাবিব ব্যাংক লিমিটেড, ঢাকা থাই লিমিটেড, স্ট্যান্ডার্ড ফিনিস অয়েল কোম্পানি এবং বেঙ্গল গ্লাস ওয়ার্কস লিমিটেড।
শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা গলফ ক্লাবের ব্যাংকুয়েট হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ভাটিয়ারী গলফ ক্লাবে তুর্কি-বাংলা ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
৪৩৬ দিন আগে
ভাটিয়ারী গলফ ক্লাবে তুর্কি-বাংলা ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত
চট্টগ্রামের ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাবে শনিবার (২১ জানুয়ারি) তুর্কি-বাংলা ফ্রেন্ডশিপ গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
দেশের অভিজাত ক্লাব টাইগার গলফ ক্লাব ও ভাটিয়ারী গলফ এন্ড কান্ট্রি ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে টাইগার গলফ ক্লাবের পক্ষে ৩৫ জন খেলোয়ার এবং ভাটিয়ারী গলফ এর পক্ষে ১৬ জন খেলোয়াড় অংশ নেন।
৮১৯ দিন আগে
তাইওয়ান মাস্টার্স: দ্বিতীয় রাউন্ডে ভালো অবস্থানে সিদ্দিকুর
ঢাকা, ০৪ অক্টোবর (ইউএনবি)- তাইওয়ান মাস্টার্সে দ্বিতীয় রাউন্ডে যৌথভাবে ষষ্ঠ স্থানে আছেন বাংলাদেশের গলফার সিদ্দিকুর রহমান।
২০২৪ দিন আগে
শেষ হলো ১৩তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট
ঢাকা, ২৯ জানুয়ারি (ইউএনবি)- এম জে এল বাংলাদেশ লিমিটেডের আয়োজনে শেষ হলো ‘১৩তম মোবিল কাপ গলফ টুর্নামেন্ট ২০১৯’।
২২৭৩ দিন আগে