ল্যাটিন-আমেরিকা
মেক্সিকোতে ক্লিনিকে বন্দুক হামলায় নিহত ৯
মেক্সিকোর একটি মাদকাসক্তি নিরাময় ক্লিনিকে সশস্ত্র হামলায় কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।
সোমবার (৭ এপ্রিল) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এসব হতাহতের ঘটনা ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
স্থানীয় জননিরাপত্তা সচিবালয়ের মতে, সোমবার (৭ এপ্রিল) সকালে সশস্ত্র হামলাকারীরা উত্তর-পশ্চিম মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কুলিয়াকান পৌরসভার একটি ক্লিনিকে হামলা চালায়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো রাজ্যে পার্কে বন্দুক হামলায় নিহত ৩
মুখোশধারী হামলাকারীরা ক্লিনিকের গেট খুলে উচ্চ ক্ষমতাসম্পন্ন রাইফেল দিয়ে রোগী ও কর্মীদের উপর গুলি চালায়।
৯১১ জরুরি হটলাইনে একাধিক ফোনের পর স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই ৮জন নিহত হন। আহত হওয়ার কয়েক ঘণ্টা পর আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
গুলি চালিয়ে হত্যার ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়।
১ ঘণ্টা আগে
বলিভিয়ায় খনি দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু
বলিভিয়ায় একটি খনিতে ধসের ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও দুইজন। বুধবার রাতে লা পাজ শহর থেকে ১৪৯ কিলোমিটর দূরের পশ্চিমাঞ্চলীয় লারেকাজা প্রদেশে এই দুর্ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দেশটির স্থানীয় পুলিশের কমান্ডার কর্নেল গুন্থার আগুডো বার্তা সংস্থা সিনহুয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ইউক্রেনে সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: ম্যাঁখো
আগুডো বলেন, শিগগিরিই এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।
দেশটির খনির নীতি বিষয়ক উপমন্ত্রী মার্সেলো ব্যালেস্টেরোস এক সাক্ষাৎকারে বলেছেন, এমন দুর্ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা জোরদার করা অপরিহার্য।
১১ দিন আগে
বলিভিয়ায় বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু
বলিভিয়ার পশ্চিমাঞ্চলীয় এলাকায় মহাসড়ক থেকে একটি বাস খাদে পড়ে ৩১ জনের মৃত্যু হয়ছে। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির পোটোসি ও ওরুরো বিভাগের মধ্যে সংযোগকারী মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
পোটোসির বিভাগীয় পুলিশ কমান্ডের মুখপাত্র কর্নেল লিমবার্ট চক স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, ‘এ ঘটনায় ৩১ জন প্রাণ হারিয়েছেন। আমরা এখনও মৃতদেহগুলো উদ্ধার করছি।’
পুলিশের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, সোমবার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গণপরিবহনটি মহাসড়ক থেকে ছিটকে ৮০০ মিটার গভীর একটি খাদে পড়ে যায়।
আরও পড়ুন: বলিভিয়ায় ভারী বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ২৮
লিমবার্ট চক বলেন, সড়কটির দুর্ঘটনাস্থলে তীক্ষ্ণ বাঁক এবং খাড়া ঢাল রয়েছে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে—তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক এবং নিবিড় পরিচর্যা চলছে। আর আহত বাকী ১১ জন প্রাপ্তবয়স্ক— যাদের মধ্যে দু'জনের গুরুতর জখম হওয়ায় অস্ত্রোপচার করা হয়েছে।
৪৯ দিন আগে
বলিভিয়ায় ভারী বৃষ্টিপাতে মৃত্যু বেড়ে ২৮
বলিভিয়ায় গত বছরের নভেম্বর থেকে শুরু হওয়া তীব্র বৃষ্টিপাতের কারণে নিহতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির উপবেসামরিক প্রতিরক্ষামন্ত্রী হুয়ান কার্লোস কালভিমন্তেস এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৃষ্টিতে দেশের ৯টি বিভাগের মধ্যে আটটিই ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক সংবাদ সম্মেলনে ওই কর্মকর্তা বলেন, 'আমরা ক্ষতিগ্রস্ত ৮৩টি পৌরসভার কথা বলছি এবং আমি নিশ্চিত যে, এক সপ্তাহের মধ্যে তাদের অনেকেই নিজেরা দুর্যোগের সম্মুখীন থাকার কথা বলবেন।’
আরও পড়ুন: ব্রাজিলে বন্যা ও ভূমিধসে নিহত ৭
এখন পর্যন্ত ২৭টি পৌরসভা নিজেদের জরুরি অবস্থা ঘোষণা করেছে, যার মধ্যে ২২টি লা পাজের এলাকার। জলবায়ুর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিভাগটি।
দেশটির সরকার জানিয়েছে, চুকুইসাকা (দক্ষিণ), লা পাজ (পশ্চিম), তারিজা (দক্ষিণ), কোচাবাম্বা (কেন্দ্র), সান্তা ক্রুজ (পূর্ব) এবং পোটোসি (দক্ষিণ-পশ্চিম) বিভাগে বন্যায় এসব মৃত্যুর ঘটনা ঘটেছে।
সরকারের তথ্যানুযায়ী এখনো চারজন নিখোঁজ রয়েছেন।নিখোঁজদের তিনজন লা পাজের উত্তরে এবং একজন চুকুইসাকা বিভাগের।
ন্যাশনাল মেটিওরোলজি অ্যান্ড হাইড্রোলজি সার্ভিস পূর্বাভাস দিয়েছে যে, আগামী সপ্তাহগুলোতে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এমনকি বৃষ্টিপাত মার্চ ও এপ্রিল পর্যন্তও অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: ফিলিপাইনে বন্যায় নিহত ৩, নিখোঁজ ২
৫২ দিন আগে
নিষেধাজ্ঞার মুখে অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণে অনুমতি দিল কলোম্বিয়া
অভিবাসীবাহী মার্কিন ফ্লাইট অবতরণের অনুমতি দিতে কলোম্বিয়া রাজি হয়েছে। এরআগে স্থানীয় সময় রোববার (২৬ জানুয়ারি) অভিবাসীদের তাড়িয়ে দিতে মার্কিন পরিকল্পনা নিয়ে দুই দেশের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে।
অভিবাসীদের গ্রহণ না করলে দক্ষিণ আমেরিকার দেশটির ওপর চড়া শুল্কারোপ ও নিষেধাজ্ঞাসহ বিভিন্ন শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আর অভিবাসীদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রে তাদের সঙ্গে সম্মানজনক আচরণ করা হচ্ছে না বলে অভিযোগ করেন কলোম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এ সময়ে অভিবাসীবাহী দুটি মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করেন তিনি।
রোববার দিনের শেষভাগে এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভেট বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের সব শর্ত মেনে নিয়েছে কলোম্বিয়া। যুক্তরাষ্ট্রে কলোম্বিয়া থেকে যেসব অবৈধ বিদেশি প্রবেশ করেছেন, তাদেরকে অবাধে ফেরত নেওয়ার পাশাপাশি কোনো ধরনের বিলম্ব ও শর্ত ছাড়াই মার্কিন সামরিক উড়োজাহাজ অবতরণেও অনুমতি দেবে তারা।’
সেক্ষেত্রে কলোম্বিয়ার পণ্যে শুল্কারোপে যে নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, সেটা প্রস্তুত থাকবে জানিয়ে তিনি বলেন, ওই আদেশে এখনো প্রেসিডেন্ট সই করেননি। যে কারণে এটি প্রস্তুত থাকবে, প্রয়োজনে ব্যবহার করা হবে। আর যতক্ষণ না অভিবাসীবাহী প্রথম উড়োজাহাজটি কলোম্বিয়া থেকে ফেরত না আসছে, ততক্ষণ পর্যন্ত দেশটির কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা ও পণ্যে শুল্ক তল্লাশির আদেশ বহাল থাকবে।
আরও পড়ুন: মার্কিন অভিবাসী ফ্লাইট অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান, নিষেধাজ্ঞার মুখে কলোম্বিয়া
এ নিয়ে কলোম্বিয়ার কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এরআগে অভিবাসীবাহী মার্কিন সামরিক বিমান অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করে প্রতিবেশী দেশ মেক্সিকো। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সম্পর্ক এখন আলোচনায়। দুই দেশের যৌথ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। সীমান্তে অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্পের শাস্তিমূলক পদক্ষেপে এটি স্পষ্ট হচ্ছে যে মার্কিন পররাষ্ট্রনীতি আরও বেশি পেশিশক্তি প্রয়োগের দিকে যাচ্ছে; এছাড়াও ট্রাম্পের ইচ্ছার কাছে নত হতে দেশগুলোকে বাধ্য করার অভিপ্রায়ই ফুটে উঠেছে।
ট্রাম্প বলেন, জো বাইডেন প্রশাসন আমলে লাখ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। কাজেই তাদের প্রত্যাবাসনে পদক্ষেপ নেওয়া দরকার।
৭১ দিন আগে
মার্কিন অভিবাসী ফ্লাইট অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান, নিষেধাজ্ঞার মুখে কলোম্বিয়া
অভিবাসীবাহী মার্কিন উড়োজাহাজ অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করায় কলোম্বিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ওপর নিষেধাজ্ঞাসহ পণ্যের ওপর শুল্কারোপ করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে ফিরে যাওয়ার পর বেশ কিছু নির্বাহী আদেশে সই করেন যুক্তরাষ্ট্রের এই নতুন প্রেসিডেন্ট। দেশটিতে প্রবেশে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিরস্ত করতে চাচ্ছে তার প্রশাসন। পাশাপাশি লাখ লাখ কাগজপত্রহীন অভিবাসীকে দেশ থেকে বের করে দেওয়ারও পদক্ষেপ নেওয়া হয়েছে।
ট্রাম্প বলেন, জো বাইডেন প্রশাসন আমলে লাখ লাখ অভিবাসী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছেন। কাজেই তাদের প্রত্যাবাসনে পদক্ষেপ নেওয়া দরকার।
এরআগে অভিবাসীবাহী মার্কিন সামরিক বিমান অবতরণের অনুরোধ প্রত্যাখ্যান করে প্রতিবেশী দেশ মেক্সিকো। ট্রাম্প দ্বিতীয় মেয়াদে শপথ নেওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সম্পর্ক এখন আলোচনায়। দুই দেশের যৌথ সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছেন তিনি। সীমান্তে অতিরিক্ত দেড় হাজার সেনা মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
আর দক্ষিণ আমেরিকায় যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহৎ বাণিজ্য অংশীদার কলোম্বিয়া। দেশটির পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। জবাবে কলোম্বিয়ার বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো এক এক্স পোস্টে বলেন, মার্কিন আমদানিতে ২৫ শতাংশ শুল্কারোপ করতে বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।
বিভিন্ন দেশের বিরুদ্ধে ট্রাম্পের শাস্তিমূলক পদক্ষেপে এটি স্পষ্ট হচ্ছে যে মার্কিন পররাষ্ট্রনীতি আরও বেশি পেশিশক্তি প্রয়োগের দিকে যাচ্ছে; এছাড়াও ট্রাম্পের ইচ্ছার কাছে নত হতে দেশগুলোকে বাধ্য করার অভিপ্রায়ই ফুটে উঠেছে।
নিজের সামাজিকমাধ্যম ট্রুথে ট্রাম্প লিখেছেন, ফ্লাইট অবতরণের প্রস্তাব প্রত্যাখ্যানের মধ্য দিয়ে মার্কিন নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন গুস্তাভো পেট্রো।
কলোম্বিয়ার বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপের মধ্যে রয়েছে, দেশটির যেসব পণ্য যুক্তরাষ্ট্রে প্রবেশ করবে, সেগুলোর ওপর ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে। এক সপ্তাহের মধ্যে তা ৫০ শতাংশে পৌঁছাতে পারে। এছাড়া দক্ষিণ আমেরিকার দেশটির কর্মকর্তাদের ভিসা বাতিল ও ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। পাশাপাশি জরুরি রাজস্ব, ব্যাংকিং ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারে কলোম্বিয়া।
ট্রাম্প বলেন, সীমান্তে কলোম্বিয়ার নাগরিক ও কার্গোতে তল্লাশি চালাতে নির্দেশ দেওয়া হবে। এটা কেবল শুরু।
৭১ দিন আগে
হাইতিতে হাসপাতালে বন্দুকধারীদের হামলায় পুলিশ-সাংবাদিকসহ নিহত ৩
হাইতির সবচেয়ে বড় সরকারি হাসপাতালে বন্দুকধারীর হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। নিহতদের মধ্যে সাংবাদিক, পুলিশ রয়েছেন।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি বুধবার (২৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দেশটির সবচেয়ে বড় হাসপাতালটি পুনরায় চালু করার ঘোষণা দিতে আয়োজিত এক ব্রিফিংয়ে সশস্ত্র ব্যক্তিরা গুলি চালালে সাংবাদিক, পুলিশ ও চিকিৎসাকর্মীদের অন্তত তিনজন নিহত হয়েছেন।
রাজধানী পোর্ট-অ-প্রিন্সের জেনারেল হাসপাতালে মঙ্গলবারের ওই হামলায় আরও অনেকে আহত হয়েছেন।
আরও পড়ুন: গ্যাসবাহী ট্যাঙ্কারে ট্রাকের ধাক্কায় ভয়াবহ অগ্নিকাণ্ড, রাজস্থানে নিহত ৯
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এই ঘটনার এক প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা যায় ভবনের ভেতরে বেশ কয়েকজনকে আহত বা মৃত অবস্থায় পড়ে আছে।
শহরের বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী সশস্ত্র গ্যাং দলের দখল ও ধ্বংস হওয়ার পরে জুলাইতে হাইতির সরকার অঞ্চলটি পুনরুদ্ধার করেছিল।
অস্ত্রধারীরা এমন সময় গুলি চালিয়েছিল যখন সাংবাদিকরা স্বাস্থ্যমন্ত্রী লর্থ ব্লেমার আগমনের জন্য অপেক্ষা করছিলেন।
খবরে বলা হয়, দুই সাংবাদিক ও এক পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে।
সহিংসতার প্রত্যক্ষদর্শী ফটো সাংবাদিক দিউগো আন্দ্রে হাইতিয়ান টাইমসকে বলেন, ‘এটি একটি ভয়ানক সিনেমার মতো দৃশ্য ছিল এটি।’
তিনি বলেন, ‘বেশ কয়েকজন আহত সাংবাদিকের রক্ত আমার পোশাকে লেগে আছে।’
জানা গেছে, ভিভ আনসানাম গ্যাংয়ের সদস্যরাই এই হামলা চালিয়েছে।
এক ভিডিও বিবৃতিতে হাইতির প্রেসিডেন্সিয়াল ট্রানজিশনাল কাউন্সিলের প্রধান লেসলি ভলতেয়ার বলেন, 'আমরা নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি, বিশেষ করে হাইতি ন্যাশনাল পুলিশ এবং সকল সাংবাদিক সংগঠনের প্রতি।’
তিনি বলেন, ‘আমরা তাদের গ্যারান্টি দিচ্ছি যে এই কাজটির জন্য আমরা শাস্তির ব্যবস্থা না নিয়ে বসে থাকব না।’
এপ্রিলে একটি নতুন অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা এবং ছয় মাস আগে কেনিয়ার পুলিশ কর্মকর্তাদের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা সত্ত্বেও হাইতির জনগণ অসহনীয় মাত্রার দলবদ্ধ অস্ত্রধারীদের দ্বার হামলার শিকার হচ্ছেন।
২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মোয়েসকে হত্যার পর থেকে হাইতিতে গ্যাং সহিংসতা চলছে।
পোর্ট-অ-প্রিন্সের আনুমানিক ৮৫ শতাংশ এখনও গ্যাংদের নিয়ন্ত্রণে।
জাতিসংঘ বলছে, শুধু এ বছরই হাইতিতে সহিংসতায় প্রায় পাঁচ হাজার মানুষ নিহত হয়েছে এবং দেশটি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
আরও পড়ুন: নাইজেরিয়ায় উৎসবে পদদলিত হয়ে নিহত বেড়ে ৩৫
১০৪ দিন আগে
ইকুয়েডরে সশস্ত্র হামলায় নিহত ৯
ইকুয়েডরের পশ্চিমাঞ্চলে দুটি সশস্ত্র হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে পুলিশ ১৭ থেকে ২৫ বছর বয়সী ছয়জনের লাশ পাওয়ার কথা নিশ্চিত করে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কয়েকটি লাশ বাঁধা অবস্থায় ছিল এবং সেগুলোতে গুলির ক্ষত দেখা গেছে। পুলিশ লাশগুলো বন্দর নগরী মানাবির মানতার একটি ফরেনসিক সেন্টারে নিয়ে গেছে।
অন্যদিকে, বুধবার রাতে মানাবির সুক্রে ক্যান্টনের বাহিয়া দে কারাকুয়েজ শহরে একই পরিবারের তিনজনকে হত্যা করা হয়।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ইকুয়েডরের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে মাদক পাচারের জন্য একটি গুরুত্বপূর্ণ অঞ্চল মানাবিতে ২০২৪ সালে সহিংসতা বেড়েছে।
সংঘাতপূর্ণ এলাকাগুলোতে সন্ত্রাসী গোষ্ঠীগুলো নির্মূল করতে পুলিশ ও সামরিক বাহিনী মোতায়েন করেছে দেশটির সরকার।
প্রেসিডেন্ট দানিয়েল নোবোয়া এ বছরের জানুয়ারিতে ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত ২২টি অপরাধী চক্রের বিরুদ্ধে ‘অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাত’ ঘোষণা করেন।
১২২ দিন আগে
মেক্সিকোর মধ্যাঞ্চলে বন্দুকধারীর গুলিতে নিহত ৮
মেক্সিকোর উত্তর-মধ্যাঞ্চলে রাস্তার পাশে একটি খাবারের দোকানের সামনে বন্দুকধারীর গুলিতে আটজন নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
স্থানীয় সময় রবিবার দেশটির কর্তৃপক্ষ এসব তথ্য জানায়।
কার্টেল (মাদকের সঙ্গে জড়িত অপরাধী) অধ্যুষিত গুয়ানাজুয়াতো রাজ্যের প্রসিকিউটররা জানান, শনিবার রাতে আপাসিও এল গ্রান্দে শহরে গুলি করে হত্যার এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: মেক্সিকোয় পরিত্যক্ত পিকআপ থেকে ১১ লাশ উদ্ধার
দোকানটির বাইরে আটজন মানুষ নিহত হন। সেখানে একটি ঐতিহ্যবাহী দুধের তৈরি ফাজ বিক্রি করা হচ্ছিল। আক্রমণে আরও একজন পুরুষ এবং একজন নারী আহত হয়েছেন। তবে তাদের অবস্থা সম্পর্কে তাত্ক্ষণিকভাবে কিছু যায়নি।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বন্দুকধারীর গুলিতে নিহতদের মধ্যে একজন প্যারামেডিকও রয়েছেন।
রাষ্ট্রীয় অ্যাম্বুলেন্স ও প্যারামেডিক এজেন্সি জানায়, শনিবার রাতে একজন জরুরি মেডিকেল টেকনিশিয়ান মারা গেছেন। তবে তিনি হামলায় নিহতদের একজন কি না তা নিশ্চিত করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, স্টলের বাইরে পার্ক করা মোটরসাইকেল এবং মাথার ক্ষত নিয়ে কয়েকজনের দেহ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।
আপাসিও এল গ্রান্দে শহর এবং এর সিস্টার কমিউনিটি আপাসিও এল আল্টোতে সাম্প্রতিক বছরগুলোতে ব্যাপক গোলাগুলি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাতপূর্ণ মাদক কার্টেলগুলোর সঙ্গে এসব ঘটনা সম্পর্কিত। অন্তত ২০১৮ সাল থেকে ওই এলাকার বার, ক্লাব ও ব্যবসা প্রতিষ্ঠানে ধারাবাহিক বন্দুক হামলা হয়েছে।
শিল্প ও কৃষি কেন্দ্র গুয়ানাজুয়াতোয় কয়েক বছর ধরে মেক্সিকোর ৩২টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে। জালিসকো কার্টেল এবং স্থানীয় সান্তা রোসা ডি লিমা গ্যাং রাজ্যে কয়েক বছর ধরে লড়াই করছে।
আরও পড়ুন: মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
১২৭ দিন আগে
ভেনিজুয়েলায় আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী প্রচার কমিটি গঠন
ফ্যাসিবাদ, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ-বিরোধী মূল্যবোধ রক্ষায় বিশ্বের বিভিন্ন দেশকে ঐক্যবদ্ধ করতে আন্তর্জাতিক ফ্যাসিবাদবিরোধী প্রচার কমিটি গঠন করেছে ভেনিজুয়েলা সরকার।
বুধবার (২৭ নভেম্বর) ও বৃহস্পতিবার দু্ই দিনব্যাপী এক অনুষ্ঠানের মাধ্যমে এই কমিটির যাত্রা শুরু হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল বলেন, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রস্তাবিত উদ্যোগে এই মূল্যবোধের প্রতি বিশ্বের সব মানুষকে একত্রিত করার আহ্বান জানানো হয়েছে। ফ্যাসিবাদকে পরাজিত করার লক্ষ্যের দিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিচালিত করাই এর উদ্দেশ্য।
পশ্চিমা দেশগুলোসহ সারা বিশ্বেই ফ্যাসিবাদের ক্রমবর্ধমান হুমকির মুখে ফ্যাসিবাদ ও উপনিবেশবাদ-বিরোধী প্রচার জরুরি বলে মন্তব্য করেন গিল।
অনুষ্ঠানে ৭৫টি দেশের প্রায় এক হাজার প্রতিনিধি অংশ নেন।
১২৯ দিন আগে