সারাদেশ
সাভারে সিআরপি নার্সিং কলেজ শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র- সিআরপির নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার নিহতের ঘটনায় বাসের চালক ও হেলপারের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে প্রথমে মানববন্ধন করে লোকান লেন অবরোধ করে বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিমুলতলা সিআরপি গেটে ঢাকা-আরিচা মহাসড়কের ৪টি লেন অবরোধ করে বন্ধ করে দেয় অবস্থান নেয় তারা।
এতে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত দূরপাল্লাহ স্থানীয় সব যানবাহন দীর্ঘযানজটের কবলে পড়ে। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয়।
১ দিন আগে
গাজীপুরের বোতাম কারখানার আগুন নিয়ন্ত্রণে, নিহত ১
গাজীপুরের শ্রীপুরের বোতাম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা ২টার দিকে শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় এম এন্ড ইউ ট্রিমস্ লিমিটেড নামের বোতাম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রচেষ্টায় বিকাল পৌনে ৪টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মামুনুর রশিদ জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলে নিহতের লাশ কারখানার ভেতর থেকে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে তার পরিচয় এখনও জানা যায়নি।
১ দিন আগে
ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৫
কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজি অটোরিকশার চালকসহ পাঁচজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার জগন্নাথপুরে ব্রহ্মপুত্র সেতুর ওপর দুর্ঘটনাটি ঘটে।
খবর পেয়ে পুলিশ ও সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন। এ প্রতিবেদন লেখার সময় দুই জন ব্যতীত অন্যদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
নিহতদের মধ্যে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক শাহিন মিয়া (২৪) ও যাত্রী রাজন মিয়ার(২২) পরিচয় শনাক্ত করেছে ভৈরব হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় নারী নিহত
অপর তিনজন নারীর পরিচয় সনাক্তে মরদেহগুলো ভৈরব হাইওয়ে থানায় রাখা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নরসিংদীর বেলাবো উপজেলার বারৈচা এলাকা থেকে তিন নারী ও এক পুরুষ যাত্রী নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা ভৈরবের দিকে আসছিল।
এসময়, ঢাকা থেকে আসা দুটি কাভার্ডভ্যান ব্রহ্মপুত্র সেতুর ওপর দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়। এতে, অটোরিকশাটি দুমড়েমুচড়ে গিয়ে চালকসহ ৫জন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।
এই দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানটি পুলিশ আটক করলেও চালক পালিয়ে যায়।
ভৈরব বাজার ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আল আমিন মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস টিম উদ্ধার অভিযান করে, লাশগুলো ভৈরব হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন জানান, দুটি কাভার্ডভ্যান আটক করে হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। তবে, চালক পালিয়ে গেছে।
আরও পড়ুন: কুমিল্লায় বাস দুর্ঘটনায় নিহত ৩
১ সপ্তাহ আগে
লালমনিরহাটে কম্বলে আগুন লেগে নারীর মৃত্যু
লালমনিরহাটে আগুনে দগ্ধ হয়ে অইচন বেওয়া নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াসারডুবি গ্রামে ঘটনাটি ঘটে।
অইচন বেওয়া (৬৮) বুড়াসারডুবি গ্রামের মৃত জমির উদ্দিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, কুপির আগুন কম্বলে লেগে অগ্নিদগ্ধ হয়ে নিজ বাড়িতে মারা যান অইচন বেওয়া। খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
বার্ধক্যজনিত কারণে তিনি সঠিক ভাবে চলাচল করতে পারতেন না বলে জানিয়েছে এলাকাবাসী।
ফকিরপাড়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, কোনো অভিযোগ না থাকায় পরিবার তার দাফনের ব্যবস্থা করছে।
হাতিবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত করা হয়েছে। ধারণা করা হচ্ছে কুপির আগুন কম্বলে লেগে ওই নারীর মৃত্যু হয়েছে।
১ সপ্তাহ আগে
অভয়নগরে ট্রাকচাপায় নিহত ২, ট্রাকে আগুন
যশোরের অভয়নগর ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) উপজেলার শংকরপাশা নন্দির বটতলায় রাত সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নন্দির বটতলা গ্রামের ইব্রাহিম বিশ্বাস ছেলে সাবেক সেনা সদস্য ও ব্যবসায়ী ইসমাইল বিশ্বাস (৪০) ও একই গ্রামের দাউদ মল্লিকের ছেলে মহসিন (৩২)।
আরও পড়ুন: দিনাজপুরে ট্রাকচাপায় প্রাণ গেল দুই বন্ধুর
স্থানীয়রা জানান, ইসমাইল বিশ্বাস এদিন রাত সাড়ে ৯টার দিকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল দোকানের কর্মচারী মহসিন। তারা বাড়ির কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এসময় তারা রাস্তায় ছিটকে পড়লে তাদের শরীরের উপর দিয়ে ট্রাকের সামনে চাকা চলে যায়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।
এসময় স্থানীয়রা ঘটনাস্থলে দুই জনকে মৃত অবস্থায় দেখতে পেয়ে উত্তেজিত হয়ে ট্র্যাকটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকটি ফেলে পালিয়ে যায়।
খবর পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ট্রাকের আগুন নিয়ন্ত্রণে আনেন।
মোটরসাইকেল আরোহী দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্কর্তা (ওসি) ইমাদুল করিম বলেন, পলাতক ট্রাকচালক ও হেলপারকে আটকে পুলিশি অভিযান অব্যাহত আছে।
লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু
১ সপ্তাহ আগে
ঘন কুয়াশায় ২ নৌরুটে চলাচল বন্ধ, মাঝ নদীতে ৪ ফেরি
ঘন কুয়াশায় মানিকগঞ্জের আরিচা-কাজিরহাট ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে আটকে আছে চারটি ফেরি। চার ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, ঘন কুয়াশায় বুধবার(১১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এসময় মাঝ নদীতে আটকে পড়ে শাহপরান ও এনায়েতপুরী নামে দুইটি ফেরি।
এছাড়া ঘন কুয়াশার কারণে আরেক নৌরুট আরিচা-কাজিরহাটে রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এসময় মাঝ নদীতে যানবাহন নিয়ে নোঙর করে রাখা হয় হামিদুর রহমান ও কৃষাণী নামে দুইটি ফেরি।
আরও পড়ুন: আরিচা-কাজিরহাট নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ
এছাড়া পাটুরিয়াঘাটে ৪টি ও দৌলতদিয়াঘাটে ৬টি ফেরি এবং আরিচাঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই আরও চারটি ফেরি আটকে রাখা হয়েছে বলেও জানান ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, মধ্য রাত থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে তিন শতাধিক যানবাহন। এর মধ্যে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক, বাকীগুলো যাত্রীবাহী বাস। এছাড়াও প্রাইভেটকার-মাইক্রোবাস রয়েছে।
এদিকে, ঘন কুয়াশায় ফেরি বন্ধ হয়ে পড়ায় ঘাটগুলোতে আটকে পড়া যাত্রীরা কনকনে শীতে দুর্ভোগে পড়েছেন। নদী পার হতে আসা বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সে রোগীরাও আটকে পড়েছেন।
আরিচা সেক্টরের ডিজিএম নাসির চৌধুরী জানান, ঘন কুয়াশা প্রাকৃতিক বিষয়। কুয়াশা না কেটে যাওয়া পর্যন্ত ফেরি চালানো সম্ভব হবে না। ফেরিতে উচ্চ মাত্রা ফগ লাইট লাগানো থাকলেও সেগুলো কাজে আসছে না বলেও জানান কর্তৃপক্ষ।
কুয়াশার প্রকোপ কেটে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলেও জানান এই কর্মকর্তা।
আরও পড়ুন: কুয়াশায় সাড়ে ৮ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চালু
১ সপ্তাহ আগে
ঠাকুরগাঁও সীমান্তে বসছে না পাথরকালি মেলা
বাংলাদেশ ও ভারতের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল-হরিপুরের ঐতিহ্যবাহী পাথরকালি মেলা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
আগামী শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে প্রতি বছরের ন্যায় সীমান্তে মেলাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
কিন্তু এবার মেলাসহ সীমান্তে জনসমাগম নিষিদ্ধ ঘোষণা করেছে রাণীশংকৈল উপজেলা প্রশাসন।
রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান জানান, এবার সীমান্তে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনার আশঙ্কা রয়েছে। তাই মিলনমেলা বন্ধ ঘোষণা করা হয়েছে এবং জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।
এছাড়াও বিজিবি ও বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে একই সিদ্ধান্ত গ্রহণ করে। সেদিন সীমান্তের কাছে কাউকে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ের আউলিয়াপুরে মন্দিরে ১৪৪ ধারা জারি
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল ও হরিপুর উপজেলার সীমান্তবর্তী চাপাসার তাজিগাঁও গ্রামের টেংরিয়া গোবিন্দপুর কুলিক নদীর পাড়ে প্রতি বছর এ ঐতিহ্যবাহী পাথরকালির মেলাটি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়ার দুই পাশে দু'দেশের আত্মীয় স্বজনদেরকে সাক্ষাৎ করার জন্য ওই এলাকাটিতে প্রায় ২০ থেকে ৩০ হাজার নারী-পুরুষের সমাগম হয়।
উল্লেখ্য, বহু বছর ধরে হরিপুর ও রাণীশংকৈল উপজেলার সীমান্তবর্তী কুলিক নদীর ধারে কালীপূজা আয়োজন করে আসছেন সনাতন ধর্মের অনুসারীরা। মেলার দিন সকাল থেকে দুই পাশের শত শত মানুষ আত্মীয় স্বজনের সঙ্গে দেখা-সাক্ষাৎ করতে উপস্থিত হয়। দুপুর সাড়ে ১২টার দিকে নদী পেরিয়ে কাঁটাতারের বেড়ার পাশে যেতে শুরু করেন নারী-পুরুষ ও শিশুরা। দুই থেকে তিন ঘণ্টাব্যাপী দুই বাংলার হাজার হাজার মানুষ মিলিত হন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে উদ্বোধন হলো ‘কৃষকের বাজার’
২ সপ্তাহ আগে
পাগলা মসজিদের দানবাক্সে মিলল প্রায় সোয়া ৮ কোটি টাকা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গেছে।
শনিবার (৩০ নভেম্বর) কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান প্রাপ্ত টাকা গণনার পর বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে সকালে মসজিদের ১১টি দানবাক্স খুলে ২৯ বস্তা টাকা পাওয়া যায়। টাকার পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও সোনার গহনাও পাওয়া গেছে দানবাক্সগুলোতে।
এর আগে চলতি বছরের ১৭ আগষ্ট পাগলা মসজিদের দানবাক্স থেকে প্রাপ্ত টাকা গণনা করে ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা পাওয়া গিয়েছিল।
আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে মিলল ২৯ বস্তা টাকা
আজ সকালে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান ও পুলিশ সুপার হাছান চৌধুরীর উপস্থিতিতে দানবাক্সগুলো আবার খোলা হয়।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রুবেল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিজাবে রহমত, রূপালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রফিকুল ইসলামসহ মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং মসজিদ কমপ্লেক্সে অবস্থিত মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরাসহ প্রায় ৪০০ জন টাকা গণনার কাজে অংশগ্রহণ করেন।
ফৌজিয়া খান বলেন, মসজিদের দান থেকে পাওয়া এসব অর্থ সংশ্লিষ্ট মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজে ব্যয় হয়। মসজিদটিতে এবার আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুতই এর কাজ শুরু হবে। যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। সেখানে ৬০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন।
কথিত আছে, প্রায় পাঁচশত বছর পূর্বে বাংলার বারো ভুঁইয়া বা প্রতাপশালী বারোজন জমিদারদের অন্যতম ঈশা খাঁর আমলে দেওয়ান জিলকদর খান ওরফে জিল কদর পাগলা নামক একজন ব্যক্তি নদীর তীরে বসে নামাজ পড়তেন। পরে ওই স্থানটিতে মসজিদটি নির্মিত হয়। জিল কদর পাগলার নামানুসারেই মসজিদটি ‘পাগলা মসজিদ’ হিসেবে পরিচিতি পায়।
আরও পড়ুন: পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৭ কোটি ২২ লাখ ১৩ হাজার ৪৬ টাকা
৩ সপ্তাহ আগে
রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় নারী নিহত, আহত ২৩
রাঙ্গামাটির বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রী নিহত হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে আরও ৪ জন।
অন্যদিকে রাঙ্গামাটির মানিকছড়ি শালবাগান এলাকায় তীর্থ যাত্রীদের গাড়ি উল্টে ১৯ জন আহত হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১২টার দিকে পর্যটকবাহী একটি বাস চন্দ্রঘোনা থেকে যাওয়ার পথে বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির পাশে মোড় ঘুরতে গিয়ে বান্দরবন থেকে রাঙ্গামাটি গামী সিএনজি অটোরিশকাকে ধাক্কা দেয়। এতে ওই নারী নিহত হন।
নিহত ওই নারী বান্দরবান বালাঘাটা এলাকার প্রয়াত মংক্য মারমার স্ত্রী বলে জানা গেছে। বাঙ্গালহালিয়া পুলিশ সদস্যরা গুরুতর আহতদের উদ্ধার করে চন্দ্রঘোনা খ্রিষ্টান হাসপাতালে নেওয়া হয়।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে সংঘর্ষ-ভাঙচুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি
অন্যদিকে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙ্গামাটি রাজবন বিহারে আসার সময় তীর্থ যাত্রীদের নিয়ে আসা গাড়িটি মানিকছড়ি শালবাগান এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১৯ জন যাত্রী গুরুতর আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় দুই জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গাড়িতে থাকা তীর্থ যাত্রীরা জানায়, সকালে রাঙ্গামাটি রাজ বন বিহারে একটি সংঘদান অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে আসার সময় শালবাগান এলাকায় আসলে বাসটি হঠাৎ উল্টে যায়। এ সময় আমাদের গাড়িতে থাকা সকল যাত্রীরা আহত হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে আসে। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠায়।
রাঙ্গামাটি হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, জরুরি বিভাগে আহত রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। গুরুতর আহত ২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আর কয়েকজন গুরুতর আহতকে রাঙ্গামাটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
আরও পড়ুন: খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংসতার ঘটনাস্থল পরিদর্শনে তদন্ত কমিটি
৩ সপ্তাহ আগে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সারজিস ও হাসনাতের গাড়ি
হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
গাড়িটির সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি।
লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রোড মোড়ে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারটির।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
৩ সপ্তাহ আগে