বিনোদন
সিআইডির এসিপি প্রদ্যুমানের বিদায়: সনি টিভির সেরা গোয়েন্দা সিরিজে আকস্মিক ছন্দপতন
এবার আর কোনও প্লট টুইস্ট নয়। চূড়ান্ত ভাবে জীবনাবসান ঘটলো ভারতের সনি টিভি ধারাবাহিক সিআইডির প্রধান চরিত্র এসিপি প্রদ্যুমানের। শিবাজী সাটম অভিনীত সর্বদা ভ্রু কুঁচকে থাকা চরিত্রটির জনপ্রিয়তা বিগত দুই যুগেরও বেশি সময় ধরে। তীক্ষ্ণ দৃষ্টি, দৃঢ় কণ্ঠস্বর এবং হৃদয়ে গেঁথে থাকা কালজয়ী সংলাপগুলো তাকে করে তুলেছিলো গোটা সিরিজের মধ্যমণি। ছোট পর্দায় হিন্দি ভাষার গোয়েন্দা নাটক মানেই সিআইডি, আর সিআইডি মানেই প্রদ্যুমান। চলুন, কিংবদন্তিতূল্য চরিত্র এসিপি প্রদ্যুমানের প্রস্থানের ঘটনাটি নিয়ে আরও বিস্তারিত জেনে নেওয়া যাক।
এসিপি প্রদ্যুমানের অন্তিম পর্ব: দ্যা ইন্ড অফ দ্যা ওয়াচ
গত ৫ এপ্রিল শনিবার ‘দি এন্ড অফ দ্যা ওয়াচ’ শিরোনামে সম্প্রচারিত হয় সিআইডি সিজন ২-এর ৩১-তম পর্ব। সেখানে সিআইডি দল অ্যাকশনে নামে দীর্ঘদিনের ফেরারি আসামী বারবোজাকে (তিগমাংশু ধুলিয়া) ধরার জন্য। ঘটনাচক্রে ধূর্ত বারবোজা সিআইডি দলনেতাকে ফাঁদে ফেলতে সক্ষম হয়। এরই পরিণতিতে এক শক্তিশালী বিস্ফোরণের শিকার হন এসিপি। বিস্ফোরণে তার কোনও ক্ষতি হয়েছে কিনা তা সরাসরি পর্দায় দেখানো না হলেও দৃশ্যে বোঝানো হয়েছে যে তার মৃত্যু ঘটেছে। স্বভাবতই এতে প্লট টুইস্টে তার বেঁচে ফেরার সমূহ সম্ভাবনা দেখেছে ভক্তরা।
কিন্তু সম্প্রচারের পর নির্মাতা প্রতিষ্ঠান সনি টিভি সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রদ্যুমানের মৃত্যুকে আনুষ্ঠানিক ভাবে নিশ্চিত করে। এছাড়া পূর্বে অভিনেতা শিবাজি সাটম চরিত্রটি থেকে তার সরে দাড়ানোর অভিমত ব্যক্ত করেছিলেন। একই সাথে চরিত্রটির ইতি টানা নিয়ে সনির ইতিবাচক অবস্থানের ব্যাপারে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন উঠেছিলো। এবার নিশ্চিত ভাবেই পরিসমাপ্তি ঘটলো দুই যুগ পুরনো কিংবদন্তির চরিত্রটির।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
সিআইডি এবং গোয়েন্দা নাটকে প্রদ্যুমানের একাধিপত্য
অপরাধ, রহস্য, তদন্ত, গোয়েন্দা- এ সবকিছুর মিশেলে ধারাবাহিক সিআইডি’র যাত্রা শুরু হয় ১৯৯৮ সালে। আকর্ষণীয় প্লট, নাটকীয়তা, এবং গোয়েন্দাগিরিতে ভরপুর বিপি সিং রচিত থ্রিলারটি খুব কম সময়ের মধ্যেই একটি স্বতন্ত্র দর্শক শ্রেণী তৈরি করেছিল।
প্রদ্যুমানের সহশিল্পীরা ছিলেন দয়া (দয়ানন্দ শেঠি), অভিজিত (আদিত্য শ্রিভাস্তভ), ফ্রেডি (দীনেশ ফাড়নিস), এবং ডক্টর আরপি স্যালুন্খে (নরেন্দ্র গুপ্ত)। দলের প্রতিটি সদস্যেরই ছিলো নিজ নিজ বিশেষত্ব, যা দারুণ মুগ্ধতা সৃষ্টি করেছিলো দর্শকদের মাঝে।
সিআইডির পুরোপুরি ফর্মে ছিলো ২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত দশকটিতে। সাটমের বলিষ্ঠ নির্দেশনা ও উপস্থিত বুদ্ধি রহস্যজট ছাড়ানোর মুহুর্তগুলোকে প্রাণবন্ত করে রাখতো। তার অন্তর্ভেদী দৃষ্টি যেন যে কোনও অপরাধীর মস্তিষ্কে কি চলছে তা নিমেষেই দেখতে পেতো। হিন্দি ভাষার নাট্যজগতে গোয়েন্দা কল্পকাহিনীর কেন্দ্রবিন্দুতে ছিলো সিআইডি। এর প্রায় পুরো কৃতিত্বটাই দেয়া যেতে পারে প্রদ্যুমান চরিত্রটিকে। তাই অন্য কোনও নাটক বা এমনকি সিনেমাতেও শিবাজীকে দেখা গেলে মনে হতো- এখনি হয়ত শুরু হয়ে যাবে তদন্ত।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
তার “দয়া, দারওয়াজা ছোড় দো”-এর মতো সংলাপগুলো এই সোশ্যাল মিডিয়ার যুগেও ধরে রেখেছে সিআইডির জনপ্রিয়তাকে। স্পষ্ট সংকল্পের পাশাপাশি গভীর সহানুভূতির বৈচিত্র্যপূর্ণ সন্নিবেশ চরিত্রটিকে দিয়েছিলো গভীর মানবিকতা। এর ফলে গোটা ফ্র্যাঞ্চাইজিটি একটি নৈতিক দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলো।
তাই চরিত্রটির এমন অনাকাঙ্ক্ষিত প্রয়াণ যে কোনও অনুগত ভক্তের জন্যই কষ্টদায়ক। তারই প্রতিফলন ঘটেছে সনির সোশ্যাল মিডিয়া পোস্টের কমেন্টে। সেখানে সেই ভক্ত প্রতিক্রিয়া জানিয়েছিলেন- “এই আরআইপি (রেস্ট-ইন-পিস) কেবল এসিপি প্রদ্যুমানের নয়। এটি গোটা সিআইডির আরআইপি”।
চরিত্রের নেপথ্যের মানুষ
শিবাজি সাটম ভারতীয় নাট্যজগতের বহুল সমাদৃত এক অভিনেতা, যার ঝুলিতে রয়েছে কয়েক দশকের অভিজ্ঞতা। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ছিলো তার সমান বিচরণ। তবে সে সবগুলোকে ছাড়িয়ে এই এসিপি অফিসারের চরিত্রটিই লক্ষ লক্ষ মানুষের হৃদয় কেড়েছিলো। এ প্রজন্মের ক্রাইম ঘরানার ভক্তরা তার আসল নাম না জানলেও অচিরেই তাকে স্বীকৃতি দেয় প্রদ্যুমান নামে।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
এই চরিত্রের জন্য শিবাজি ২০০২ ও ২০০৩ সালে ভারতীয় টেলি অ্যাওয়ার্ডে এবং ২০১২ সালে গোল্ড অ্যাওয়ার্ডে সেরা অভিনেতার পুরস্কার পান।
১৩ দিন আগে
ঈদুল ফিতর ২০২৫-এ ছোট পর্দার ঈদ আয়োজন: মুক্তির অপেক্ষায় শীর্ষ ১০টি নাটক
বসন্তের উৎসবমুখরতা ও ঈদুল ফিতর; এ দুয়ে মিলে শুরু হচ্ছে জমকালো আয়োজন। চাঁদ রাত থেকে শুরু করে ঈদুল ফিতর ২০২৫-এ পুরো সপ্তাহ জুড়ে বিনোদনসূচীতে ইতোমধ্যে যুক্ত হয়েছে দারুণ কিছু নাটক। রোমান্টিক ঘরানাকে সামনে রেখে এই নাটকগুলোতে দেখা মিলবে জীবনমুখী ও পারিবারিক জনরার মেলবন্ধন। দর্শকদের চমক দিতে থ্রিলার ও সিরিয়াস ড্রামার মতো কিছু ভিন্ন পরিবেশনাও রয়েছে। তবে সবকিছুকে ছাপিয়ে নাট্যপ্রেমিদের উদ্দীপনার খোরাক যোগাচ্ছে প্রিয় তারকাদের অভিনয় দেখার আগ্রহ। চলুন, এবারের ঈদে মুক্তির অপেক্ষায় থাকা শীর্ষ ১০টি নাটকের ব্যাপারে জেনে নেওয়া যাক।
ঈদুল ফিতর ২০২৫-এ যে ১০টি নাটক দর্শকনন্দিত হওয়ার অপেক্ষায়
.
ভুল সবই ভুল
সমূহ যাচাই-বাছাইয়ের পর বিয়ের পরেই শুরু হলো যত বিড়ম্বনা। নব দাম্পত্য জীবনের এমনি খুটিনাটি নানা বিড়ম্বনা নিয়ে হাস্যকৌতুকে ভরপুর নাট্যরঙ্গ ‘ভুল সবই ভুল’। ইমদাদ বাবুর গল্প ও চিত্রনাট্যে এর পরিচালনা করেছেন মাসরিকুল আলম।
শ্রেষ্ঠাংশে রয়েছেন বর্তমান সময়ে ছোট পর্দার প্রথম সারির জনপ্রিয় জুুটি অপূর্ব-সাবিলা নূর। পাশাপাশি বিভিন্ন ভূমিকায় অভিনয় করেছেন মিলি বাশার, সমু চৌধুরী, বাপ্পী আশরাফ, শামীমা নাজনীন, ও সুষমা সরকার।
গোল্লাছুট নিবেদিত নাটকটি সম্প্রচারিত হবে ঈদের ৪র্থ দিন রাত ১০:২০ মিনিটে মাছরাঙা চ্যানেলে। পরবর্তীতে এটি মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেল থেকেও প্রকাশ করা হবে।
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
কোন এক বসন্ত বিকেল
জিয়াউল ফারুক অপূর্ব ও তাসনিয়া ফারিণ অভিনীত বিশেষ এই নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি রচনায় রয়েছেন রহমান মোস্তাফিজ পাভেল।
শুরুটা স্নিগ্ধ এক সম্পর্কের মাধ্যমে হলেও ধীরে ধীরে হাল্কা হাস্যরসের আঙ্গিকে নাটকে যুক্ত হয় জীবনবোধ। সেই সাথে থাকে দারিদ্র্যের দুর্দশা নিয়ে নিরঙ্কুশ বার্তা।
অপূর্ব-ফারিণ জুটির পাশাপাশি এখানে বিভিন্ন চরিত্রে দেখা যাবে নরেশ ভূঁইয়া, মাসুম বাশার, ও বাশার বাপ্পীকে।
নাটকটি মুক্তি দেওয়া হবে দীপ্ত টিভি ও দীপ্ত নাটক ইউটিউব প্ল্যাটফর্মে।
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
এক ধ্রুবতারা
প্রণয় ও হাস্যরসে ভরপুর দীপ্ত নেটওয়ার্কের আরও একটি নাটক ‘এক ধ্রুবতারা’, যার শ্রেষ্ঠাংশে আছেন অপূর্ব ও ফারিণ। এই নাটকেরও নির্দেশনায় রয়েছেন সৈয়দ শাকিল।
অন্যান্য সহশিল্পীরা হলেন মিলি বাশার, সাবেরী আলম, সমাপ্তি মাশুক, আলমগীর হোসেন, ও তমাল মাহবুব।
কাজী মিডিয়া লিমিটেড প্রযোজিত নাটকটি দীপ্ত টিভিতে দেখানো হবে ঈদের দিন সন্ধ্যা ৭টায়।
মাকড়সা
রেবেকা সুলতানা কেয়ার গল্পে নির্মিত এই নাটকটি হতে যাচ্ছে এবারের ঈদের এক ভিন্ন পরিবেশনা। নাটকের চিত্রনাট্য ও নির্দেশনায় আছেন রাগিব রাইহান পিয়াল।
কেন্দ্রিয় চরিত্রে রয়েছেন সাবিলা নূর এবং শ্যামল মাওলা। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো একসঙ্গে জুটি হিসেবে কাজ করছেন এই দুই তারকা।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, গল্পের অপ্রত্যাশিত মোড় আর ক্লাইম্যাক্সের চমক এক নতুন অভিজ্ঞতার সঞ্চার করবে।
সাসপেন্স ও থ্রিলার গল্প নির্ভর নাটকটি দেখা যাবে দীপ্ত নেটওয়ার্কের টিভি ও ইউটিউব চ্যানেলে।
মেঘবালিকা
ভ্যালেন্টাইন মৌসুমে ‘মন দুয়ারী’র ব্যাপক সাফল্যের ধারাবাহিকতায় এই ঈদে আবারও জুটি বাঁধছেন অপূর্ব ও নাজনীন নাহার নিহা। এই জুটিকে নিয়ে জাকারিয়া সৌখিনের রচনা ও পরিচালনায় আসছে নতুন নাটক ‘মেঘবালিকা’।
নাটকের প্রধান দুই চরিত্র আবিদ ও নায়লা। আবিদ শুধু নায়লার বড় ভাইয়েরই বন্ধু নয়, তাদের পারিবারিক বন্ধুও। নায়লার বাবা-মা ও ভাই আবিদকে নিজেদের পরিবারের একজন হিসেবে মনে করে। কিন্তু বিড়ম্বনা বাধে যখন নায়লা পাগলের মতো প্রেমে পড়ে যায় আবিদের। আর এই পাগলামী আবিদের সাথে তাদের পারিবারিক সম্পর্ককে ফেলে দেয় হুমকির মুখে।
আরো পড়ুন: ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
নাটকের অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন সমাপ্তি মাশুক, সমু চৌধুরী, এবং মিলি বাশার।
নাটকটি দেখতে হলে চোখ রাখতে হবে ধূপছায়া এন্টারটেইনমেন্টের ইউটিউব প্ল্যাটফর্মে।
২২ দিন আগে
ঈদুল ফিতর ২০২৫-এ ঢালিউডে মুক্তির অপেক্ষায় যে সকল বাংলাদেশি সিনেমা
বাণিজ্যিক ঘরানার পাশাপাশি অভিনব গল্প ও আধুনিক চিত্রনাট্যে সমৃদ্ধ সিনেমা সাদরে গ্রহণ করেছে বাংলাদেশি চলচ্চিত্রপ্রেমিরা। বিশেষ করে ঈদ উৎসবে এখনও সিনেমা হলগুলোতে থাকে দর্শকদের উপচে পড়া ভিড়। সেই ধারাবাহিকতায় ২০২৫ সালের ঈদুল ফিতরেও নানান উদ্দীপনার খোরাক যোগাচ্ছে নতুন কিছু ছবি। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আসন্ন ঈদে ২০২৫ ঈদুল ফিতরে ঢালিউডে মুক্তি পাচ্ছে যে সকল চলচ্চিত্র মুক্তির অপেক্ষায় থাকা চলচ্চিত্রগুলো।
২০২৫ ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে যে সকল বাংলাদেশি চলচ্চিত্র
.
বরবাদ
ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার ইধিকা পল জুটির এই দ্বিতীয় কাজটি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র পাড়ায় বেশ হৈচৈ চলছে। এর আগে প্রিয়তমা (২০২৩)-তে বেশ সাড়া ফেলেছিলো এই জুটি। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে ভারতের যীশু সেনগুপ্তের যুক্ত হওয়া ছবিটির প্রতি আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। একটি আইটেম গানে ক্যামিও চরিত্রে থাকবেন কলকাতার আরেক তারকা নুসরাত জাহান-কে।
রোমান্টিক অ্যাকশন থ্রিলারটি পরিচালনার মধ্য সিনেমা নির্মাণে পদার্পণ করেন মেহেদী হাসান হৃদয়। প্রযোজনায় রয়েছেন শাহরিন আক্তার সুমি (রিয়েল এনার্জি প্রোডাকশন) এবং আজিম হারুন (রিধি সিধি এন্টারটেইনমেন্ট)।
অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, এবং ইন্তেখাব দিনার।
আরো পড়ুন: ‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
সংগীত আয়োজনে আছেন প্রীতম হাসান। ২০২৪ সালের তুফান চলচ্চিত্রে তার ‘লাগে উড়া ধুরা’ গানটি বিভিন্ন মহলে বেশ সমাদৃত হয়। সেই সাফল্যের ধারাবাহিকতায় এ নিয়ে তিনি দ্বিতীয়বার কাজ করছেন শাকিব খানের সঙ্গে। প্রীতমসহ ছবির বিভিন্ন গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের কয়েকজন গায়ক।
অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন বলিউড ও তেলুগু ইন্ডাস্ট্রির অ্যাকশন ডিরেক্টর রবি বর্মা। নাচের কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।
জংলি
বেশ কয়েকবার মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে যাচ্ছে বহু প্রতীক্ষিত চলচ্চিত্র জংলি। এম রাহিম পরিচালিত রোমাঞ্চকর নাট্য চলচ্চিত্রটির প্রধান ভূমিকায় আছেন এ সময়কার দর্শকনন্দিত তারকা সিয়াম আহমেদ। তার প্রধান সহশিল্পীরা হলেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি।
সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্প লিখেছেন আজাদ খান। মেহেদী হাসান ও সুকৃতি সাহা যৌথভাবে গল্পটিকে চিত্রনাট্যে রূপ দিয়েছেন।
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
অন্যান্য অভিনয়শিল্পীদের মধ্যে রয়েছেন শহীদুজ্জামান সেলিম, দিলারা জামান, রাশেদ মামুন অপু, সোহেল খান, এবং এরফান মৃধা শিবলু।
প্রিন্স মাহমুদের সংগীত পরিচালনায় একটি বিশেষ গানে কণ্ঠ দিয়েছেন তাহসান খান। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিও এবং টাইগার মিডিয়া।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে ২৫ এপ্রিল চলচ্চিত্রটি আন্তর্জাতিকভাবে উন্মুক্ত হবে।
দাগি
২০২৩ সালে শাকিব অভিনীত প্রিয়তমার সাথে প্রতিযোগিতা করেছিলো আফরান নিশোর সুড়ঙ্গ। এবার তারই পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে আসন্ন ঈদে। প্রথম ছবি সুড়ঙ্গ-এর পর প্রায় দেড় বছরের বিরতিতে ছিলেন ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেতা। তারপর ভক্তদের হতবাক করে দিয়ে দিলেন দ্বিতীয় চলচ্চিত্র দাগি’র সংবাদ। তার বিপরীতে নায়িকার অবস্থানও থাকছে অপরিবর্তিত। দেড় বছর সিনেমা থেকে দূরে থাকার পর দ্বিতীয়বারের মতো নিশোর সাথে জুটি বদ্ধ হয়েছেন তমা মির্জা।
আরো পড়ুন: অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার জয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালকে। সিনেমায় আরও রয়েছেন মনোজ কুমার প্রামানিক, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, মনিরা আক্তার মিঠু, এবং মিলি বাশার।
পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য গড়েছেন শিহাব শাহীন। এখানে বলা হয়েছে একজন সাধারণ মানুষের অপরাধজগতে জড়ানোর গল্প। এই পটভূমিকে উপজীব্য করেই কাহিনী এগিয়ে গেছে মূল চরিত্রের প্রায়শ্চিত্য ও মুক্তির দিকে।
২০১৫ সালে ‘ছুঁয়ে দিলে মন’-এর পর ‘দাগি’ নির্মাতার দ্বিতীয় চলচ্চিত্র। এটি এসভিএফ আলফা-আই এবং দেশীয় ওটিটি (ওভার দ্যা টপ) চরকির একটি যৌথ প্রযোজনা।
চক্কর ৩০২
মোশাররফ করিম ভক্তদের জন্য এবারের ঈদে রয়েছে দারুণ চমক। শরাফ আহমেদ জীবনের গল্প, পরিচালনা এবং সহ-প্রযোজনায় নির্মিত হয়েছে ‘চক্কর ৩০২’। সহ-প্রযোজনায় আরও ছিলেন আবুল ফজল মোহাম্মদ রিতু, সৈয়দ গাউসুল আলম শাওন, সরদার সানিয়াত হোসেন, এবং আদনান আল রাজীব।
আরো পড়ুন: ভালোবাসা দিবস ২০২৫: ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাচ্ছে যেসব নাটক
সিনেমাতে মোশাররফ করিম একটি মার্ডার কেসের তদন্তকারী কর্মকর্তা। তার স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন রিকিতা নন্দিনী শিমু।
সংলাপ লিখেছেন নাহিদ হাসনাত, যিনি সৈয়দ গাউসুল আলম শাওনের সাথে যৌথভাবে ভূমিকা রেখেছেন চিত্রনাট্যে।
বিভিন্ন চরিত্রের অভিনয়ে ছিলেন তারিন জাহান, ইন্তেখাব দিনার, মৌসুমী নাগ, রওনক হাসান, শাশ্বত দত্ত্ব, সুমন আনোয়ার, সারা আলম, ফারজানা বুশরা, আহমেদ গোলাম দস্তগীর শান, এবং ডিকন নূর।
সঙ্গীত পরিচালনার কাজ করেছেন ইমন চৌধুরী, জাহিদ নিরব, অমিত চ্যাটার্জি।
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
বাংলাদেশ জাতীয় চলচ্চিত্রের অনুদানে নির্মিত ছবিটি মুক্তি পাবে কারখানা প্রোডাকশন এবং গামাফ্লিক্স-এর ব্যানারে।
৩২ দিন আগে
‘কৃশ ৪’-এর বিশাল বাজেটে অনিশ্চিত বিনিয়োগ, কেন সরে দাঁড়ালেন রাকেশ রোশান
‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির যাত্রা শুরু হয়েছিল ২০০৩ সালের সায়েন্স-ফিকশন সিনেমা ‘কোই... মিল গয়া’ দিয়ে। এরপর ২০০৬ সালে ‘কৃশ’ এবং ২০১৩ সালে ‘কৃশ ৩’ মুক্তি পায়। হৃত্বিক রোশন প্রতিটি কিস্তিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যেখানে শেষ দুটি সিনেমায় তার বিপরীতে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।
যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ‘বলিউড হাঙ্গামার’ প্রতিবেদন অনুসারে ‘কৃশ ৪’-এর চিত্রনাট্য চূড়ান্ত করা হয়েছে।
রাকেশ রোশন ‘কৃশ ৪’-এর পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন, নতুন পরিচালকের ইঙ্গিত
বলিউডের প্রবীণ চলচ্চিত্র নির্মাতা রাকেশ রোশন অদ্যাবধি ‘কৃশ’ ফ্র্যাঞ্চাইজির পরিচালনা করেছেন । সম্প্রতি এই প্রতিভাবান নির্মাতা নিশ্চিত করেছেন যে আসন্ন চতুর্থ কিস্তির পরিচালনা তিনি করছেন না।
রাকেশ রোশন পুত্র জনপ্রিয় নায়ক হৃত্বিক রোশন অভিনীত এই ফ্র্যাঞ্চাইজি বক্স অফিসে ধারাবাহিক সাফল্য অর্জন করেছে। তবে এখন প্রশ্ন হচ্ছে—কে হতে চলেছেন নতুন পরিচালক?
আরো পড়ুন: গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে রাকেশ রোশন পরিচালকের দায়িত্ব থেকে সরে যাওয়ার বিষয়টি ‘বলিউড হাঙ্গামা’ কে জানিয়েছেন। তিনি বলেছেন, "এটি ভালো যে আমি এখনই দায়িত্ব হস্তান্তর করি, যখন আমার বুদ্ধি-বিবেক পুরোপুরি সচল। এতে আমি পুরো প্রক্রিয়াটি তদারকি করতে পারব এবং নিশ্চিত করতে পারব যে এটি সঠিকভাবে হচ্ছে। যদি আমি দেরি করি এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, তাহলে আমি জানতেও পারব না তারা কী তৈরি করছে।"
তবে ‘কৃশ ৪’-এর পরিচালক না হওয়া নিয়ে কোনো হতাশা নেই বলে জানিয়েছেন রাকেশ রোশন। তিনি বলেন, "এটি একটি ঝুঁকি, যা আমাদের নিতেই হবে। কোনো নিশ্চয়তা নেই যে আমি যদি ‘কৃশ ৪’ পরিচালনা করি, সেটি সুপারহিট হবে। এটি উল্টো দিকেও যেতে পারে।"
তিনি আসন্ন ‘কৃশ ৪’ সিনেমার নতুন পরিচালকের নাম প্রকাশ করেননি, তবে ইঙ্গিত দিয়েছেন যে তিনি ছবির প্রযোজনায় জড়িত থাকবেন।
আরো পড়ুন: অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
‘কৃশ ৪’-এর বাজেট ৭০০ কোটি রুপি? স্টুডিওগুলো বিনিয়োগে অনিশ্চিত
বলিউড হাঙ্গামার সাম্প্রতিক প্রতিবেদনে জানা গেছে, ‘কৃশ ৪’-এর বাজেট ৭০০ কোটি রুপি। এই বিশাল অঙ্কের বাজেট স্টুডিওগুলোর জন্য বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াকে চ্যালেঞ্জিং করে তুলেছে। ফলে স্টুডিওগুলো প্রতিশ্রুতি দিতে দ্বিধা করছে।
প্রথমদিকে, হৃত্বিক রোশন তার বন্ধু সিদ্ধার্থ আনন্দকে—যিনি এই প্রকল্পের একজন প্রযোজক ছিলেন—উপযুক্ত স্টুডিও খুঁজে বের করার দায়িত্ব দেন। তবে পোস্ট-মার্ভেল যুগে ছবিটির প্রাসঙ্গিকতা নিয়ে সংশয় থাকায় স্টুডিওগুলো বিনিয়োগে আগ্রহী হয়নি। ফলে সিদ্ধার্থ আনন্দ ও তার প্রযোজনা প্রতিষ্ঠান মারফ্লিক্স প্রকল্পটি থেকে সরে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে এক সূত্রকে উদ্ধৃত করে বলা হয়েছে, "পোস্ট-মার্ভেল যুগে এই বাজেটে ‘কৃশ’-এর সম্ভাবনা নিয়ে স্টুডিওগুলো আত্মবিশ্বাসী ছিল না, কারণ ‘কৃশ ৩’ মুক্তির পর থেকে এক দশকের বেশি সময় পেরিয়ে গেছে।"
আরো পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
তবে ইন্ডিয়া টুডে ডিজিটাল-এর কাছে এক সূত্র নিশ্চিত করেছে যে, ‘কৃশ ৪’-এর বাজেট ৭০০ কোটি রুপি নয়। তিনি বলেন, "এই বিপুল বাজেট নিয়ে যে গুজব ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।"
৩৩ দিন আগে
গৌরী স্প্রাট কে? আমির খানের বান্ধবী, বেঙ্গালুরু-ভিত্তিক উদ্যোক্তা
কিংবদন্তি বলিউড অভিনেতা আমির খান তার ৬০তম জন্মদিনের আগের দিন বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিলেন।
আমির খান তার ভক্তদের জন্য এক বিশাল চমক নিয়ে এলেন যখন তিনি ১৩ মার্চ মুম্বাইতে একটি প্রাক-বার্থডে সাক্ষাৎকারে তার বান্ধবী গৌরী স্প্রাটকে মিডিয়ার সামনে পরিচয় করিয়ে দিলেন।
অভিনেতা জানান যে তারা একে অপরকে ২৫ বছর ধরে চেনেন, তবে এক বছর আগে তারা সম্পর্কে জড়িয়েছেন। বর্তমানে, গৌরী স্প্রাট আমির খানের প্রোডাকশন হাউসে কাজ করছেন।
গৌরী স্প্রাটের নাম প্রকাশ্যে আসার পর থেকে ইন্টারনেট জুড়ে তাকে নিয়ে কৌতূহল দেখা দিয়েছে।
আরো পড়ুন: ভালোবাসা দিবস ২০২৫: ভ্যালেন্টাইনস ডে নাটক
গৌরী স্প্রাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং তার জীবনের বেশিরভাগ সময় তিনি ওই শহরেই কাটিয়েছেন। তিনি অর্ধেক তামিল এবং অর্ধেক আইরিশ বংশোদ্ভূত, এবং তার দাদা একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন। গৌরী ছয় বছর বয়সী এক পুত্রসন্তানের মা।
তার লিংকডইন প্রোফাইল অনুসারে, গৌরী ব্লু মাউন্টেন স্কুলে পড়াশোনা করেছেন এবং ২০০৪ সালে লন্ডনের ইউনিভার্সিটি অফ দ্য আর্টস থেকে "FDA স্টাইলিং অ্যান্ড ফটোগ্রাফি" বিষয়ে একটি ফ্যাশন কোর্স সম্পন্ন করেছেন। প্রোফাইল অনুযায়ী, বর্তমানে তিনি মুম্বাইতে একটি বি ব্লান্ট (BBlunt) স্যালন চালান।
আমির খান ১৪ মার্চ ৬০ বছরে পা দিলেন এবং তিনি তার পরিবারের সঙ্গে জন্মদিন উদযাপন করবেন। সম্প্রতি, আমির খান তার সন্তানদের, পরিবারের সদস্যদের এবং তার বহু বছরের পুরনো বন্ধু শাহরুখ খান ও সালমান খানের সঙ্গে গৌরীর পরিচয় করিয়ে দিয়েছেন। ১২ মার্চ, আমিরের প্রাক-জন্মদিনের নৈশভোজে শাহরুখ ও সালমান তার বাড়িতে আসেন এবং সেখানে গৌরীর সঙ্গে পরিচিত হন।
আরো পড়ুন: অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
আমির খান সর্বশেষ "লাল সিং চাড্ডা" সিনেমায় অভিনয় করেছিলেন, তবে এটি বক্স অফিসে সাফল্য পায়নি। তিনি এখন "সিতারে জমিন পর" সিনেমায় অভিনয় করবেন। তিনি আরও জানান যে তিনি তার স্বপ্নের প্রজেক্ট "মহাভারত"-এর প্রি-প্রোডাকশন শুরু করতে চলেছেন।
৩৬ দিন আগে
অস্কার ২০২৫: ৯৭তম অ্যাকাডেমি পুরষ্কারের আসর মাতালেন যারা
মহা সমারোহে পর্দা নামলো বিশ্ব চলচ্চিত্রের মহা উৎসব অস্কারের ৯৭তম আসরের। ২০২৫-এর ২ মার্চ কোটি কোটি সিনেমাপ্রেমির উদ্দীপ্ত দৃষ্টি ছিল লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারের দিকে। অ্যাকাডেমি অব মোশন পিক্চার আর্টস অ্যান্ড সায়েন্সেস’র পরিবেশনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল মার্কিন মুল্লুকের হলিউড সন্ধ্যা। কমেডিয়ান কোনান ও'ব্রায়েনের হাস্যোজ্জ্বল সম্ভাষণে শুরু হলো সেরা সব স্বপ্নবাজদের সম্মাননা। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোকে ঘিরে একে একে উদ্ভাসিত হতে থাকল ২৩টি বর্ণিল বিভাগ। চলুন, ২০২৫-এর অস্কার পুরষ্কারে ভূষিত তারকা এবং তাদের শ্রেষ্ঠ কাজগুলোর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
সেরা নির্মাণ, নির্মাতা, এবং অভিনয়শিল্পীরা
আসরের সেরা সিনেমার তকমা পেয়েছে মার্কিন চলচ্চিত্র নির্মাতা শন বেকারের ছবি ‘অ্যানোরা’। মুভির সম্পাদনা, রচনা, এবং পরিচালনার পাশাপাশি প্রযোজনা টিমেও ছিলেন বেকার। আয়োজনের মধ্যমণি হতে ফিল্ম ন্যাশন ইন্টারটেইনমেন্ট ও ক্রি ফিল্মের এই যৌথ নির্মাণটিকে পেছনে ফেলতে হয়েছে ৮টি চলচ্চিত্রকে। সেগুলো হলো- 'দ্যা ব্রুটালিস্ট', 'এ কম্প্লিট আন্নোন', 'কনক্লেভ', 'ডিউন: পার্ট টু', 'এমিলিয়া পেরেজ', 'আই’অ্যাম স্টিল হেয়ার', ‘নিকেল বয়েজ’, 'দ্যা সাবস্ট্যান্স', এবং 'উইকেড'।
সেরা নির্দেশকের পুরষ্কারটিও ছিলো অ্যানোরা’র নির্মাতার হাতেই। এই প্রতিযোগিতায় বেকারের প্রতিদ্বন্দ্বীরা ছিলেন 'দ্যা ব্রুটালিস্ট'র ব্র্যাডি করবেট, 'এ কম্প্লিট আন্নোন'র জেমস ম্যানগোল্ড, 'এমিলিয়া পেরেজ'র জ্যাক অদিয়ার্দ, এবং 'দ্যা সাবস্ট্যান্স'র কোরালি ফার্জা।
'দ্যা ব্রুটালিস্ট' মুভির ‘লাজেলো টথ’ হিসেবে অভিনয়ের জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতার খেতাব পেয়েছেন অ্যাড্রিয়েন ব্রডি। বিজয়ীর নাম ঘোষণার আগ পর্যন্ত তার সহযাত্রী ছিলেন ৪ জন। প্রথম দুজন হলেন 'এ কম্প্লিট আন্নোন'র বব ডিলানের ভূমিকায় থাকা টিমোথি শ্যালামেট এবং ‘সিং সিং’ চলচ্চিত্রে জন ‘ডিভাইন জি’ হুইটফিল্ডের চরিত্রে থাকা কোলম্যান ডোমিঙ্গো। বাকি দুজন 'কনক্লেভ'র কার্ডিনাল টমাস লরেন্স চরিত্রে অভিনীত রালফ ফিয়েন্স এবং ‘দি অ্যাপ্রেন্টিস’ সিনেমার ডোনাল্ড ট্রাম্পের ভূমিকায় অভিনয় করা সেবাস্টিয়ান স্ট্যান।
আরো পড়ুন: ভালোবাসা দিবস ২০২৫: ভ্যালেন্টাইনস ডেতে মুক্তি পাচ্ছে যেসব নাটক
অ্যানোরা’র প্রধান অ্যানোরা ‘আনি’ মিখিভা হিসাবে চরিত্রটির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মাইকি ম্যাডিসন। তার এই চরিত্রের সঙ্গে আরও ৪টি চরিত্র লড়েছিলো শ্রেষ্ঠ নারী অভিনয়শিল্পী বিভাগ জেতার জন্য। প্রথম দুটি চরিত্র হলো সিনথিয়া এরিভো’র এলফাবা থ্রপ (উইকেড) এবং কার্লা সোফিয়া গ্যাস্কোন’র এমিলিয়া পেরেজ/জুয়ান ‘ম্যানিটাস’ ডেল মন্টে (এমিলিয়া পেরেজ)। বাকি দুটি ডেমি মুর অভিনীত এলিজাবেথ স্পার্কল (দ্যা সাবস্ট্যান্স) এবং ফার্নান্দা টরেস’র ইউনিস পাইভা (আই’অ্যাম স্টিল হেয়ার)।
‘এ রিয়েল পেইন’ চলচ্চিত্রের বেঞ্জি কাপলানের চরিত্রের জন্য পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভূষিত হয়েছেন কিইরান কালকিন। এই প্রতিযোগিতায় তিনি পেছনে ফেলেছেন ৪ অভিনেতাকে। এর মধ্যে ইউরা বোরিসভের নাম এসেছিল ‘অ্যানোরা’র ‘ইগোর’ এবং এডওয়ার্ড নর্টন নির্বাচিত হয়েছিলেন 'এ কম্প্লিট আন্নোন'র ‘পিট সিগার’ চরিত্রের জন্য। গায় পিয়ার্সের চরিত্র ছিলো 'দ্যা ব্রুটালিস্ট'-এর হ্যারিসন লি ভ্যান বিউরেন সিনিয়র এবং জেরেমি স্ট্রংয়ের চরিত্র ছিলো ‘দি অ্যাপ্রেন্টিস’র রয় কোন।
'এমিলিয়া পেরেজ'–এ রিতা মোরা ক্যাস্ত্রো চরিত্রটি করেছিলেন জো সাল্ডানা এবং এর জন্য তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরষ্কার জিতেন। বিভাগটির জন্য তিনি সহ মোট ৫ জন অভিনেত্রী মনোনীত হয়েছিল। এর মধ্যে মনিকা বারবারোকে নির্বাচিত করা হয়েছিল জোয়ান বেজ (এ কম্প্লিট আন্নোন) ভূমিকায় এবং আরিয়ানা গ্র্যান্ডের নাম এসেছিল গালিন্ডা ‘গ্লিন্ডা’ আপল্যান্ড (উইকেড) চরিত্রে অভিনয়ের জন্য। ফেলিসিটি জোন্সের চরিত্রের নাম ছিলো এর্জসেবেত টথ (দ্যা ব্রুটালিস্ট) এবং ইসাবেলা রোসেলিনির চরিত্রের নাম সিস্টার অ্যাগ্নেস (কনক্লেভ)।
এবারের আসরের সেরা এনিমেটেড ফিচার ফিল্মের মর্যাদা পেয়েছে সংলাপহীন সিনেমা ‘ফ্লো’। গিন্টস জিল্বালদিস পরিচালিত লাটভিয়ান চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ড্রিম ওয়েল স্টুডিও, স্যাক্রেব্লিউ প্রডাকশন্স ও টেক ফাইভ’র যৌথ প্রযোজনায়। পুরষ্কার ঘোষণার আগে মনোনয়নের সারিতে এর সঙ্গে ছিলো ‘ইন্সাইড আউট ২’, যার প্রথম পর্বটি ২০১৬ সালে অস্কার জিতেছিল। অন্যান্য এনিমেটেড মুভিগুলো হলো- ‘মেমোয়ার অফ এ স্নেইল’, ‘ওয়ালেস অ্যান্ড গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল’, এবং ‘দ্যা ওয়াইল্ড রোবট’।
২০২৪ সালের সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম ব্রাজিলিয়ান সিনেমা ‘আই অ্যাম স্টিল হেয়ার’। পর্তুগিজ ভাষায় নির্মিত চলচ্চিত্রটি নির্দেশনায় ছিলেন ওয়াল্টার সালেস। এই বিভাগের মনোনয়নপ্রাপ্ত ছবিগুলো হলো- 'এমিলিয়া পেরেজ' (ফ্রান্স), ‘ফ্লো’ (লাটভিয়া), ‘দ্যা গার্ল উইথ দ্যা নিডল’ (ডেনমার্ক), এবং ‘দ্যা সিড অফ দ্যা সেইক্রেড ফিগ’ (জার্মানি)।
শর্ট ফিল্মের সারিতে সেরা লাইভ অ্যাকশন বিভাগে জয় পেয়েছে ‘আই’অ্যাম নট এ রোবট’ এবং সেরা এনিমেশন জিতেছে ইরানি শর্ট ফিল্ম ‘ইন দ্যা শ্যাডো অফ দ্যা সাইপ্রাস’।
সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম ‘নো আদার ল্যান্ড’ এবং সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্ম ‘দি অনলি গার্ল ইন দি অর্কেস্ট্রা’।
আরও পড়ুন: ২০২৫ সালের রূপালি পর্দায় সুপারহিরোদের রোমাঞ্চকর অভিযান
পর্দার পেছনের অন্যান্য কলাকুশলীরা
জাঁকজমক উৎসবের লাইমলাইটে থাকা চলচ্চিত্র ‘অ্যানোরা’র আরও দুটি অর্জন হচ্ছে সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা চলচ্চিত্র সম্পাদনা। সিনেমাটির একমাত্র চিত্রনাট্যকার ও সম্পাদক হওয়ায় যথারীতি এই পুরষ্কারটি গিয়েছে শন বেকারের হাতেই।
অন্য গল্পের ছায়ায় নির্মিত চিত্রনাট্যে শ্রেষ্ঠ পুরষ্কারটি পেয়েছেন পিটার স্ট্রন 'কনক্লেভ' সিনেমার জন্য। এর গল্পটি তিনি নিয়েছিলেন ব্রিটিশ লেখক রবার্ট হ্যারিসের একই শিরোনামের উপন্যাস (২০১৬) থেকে।
প্রথমটির মতো ‘ডিউন: পার্ট টু'ও এবার জিতে নিয়েছে সেরা ভিজ্যুয়াল ইফেক্টের খেতাব। সম্মাননার অংশীদার হয়েছেন পল ল্যামবার্ট, স্টিফেন জেম্স, রীস সালকম্ব, এবং গার্ড নাফজার। এই স্বীকৃতি অর্জনে তাদের লড়াই হয়েছিলো ‘এলিয়েন: রোমুলাস’, ‘বেটার ম্যান’, ‘কিংডম অফ দ্যা প্ল্যানেট অফ দি এপ্স’ এবং 'উইকেড'র সঙ্গে। এছাড়া 'ডিউন: পার্ট টু'র শব্দগ্রহণের জন্য পুরষ্কৃত হয়েছেন গ্যারেথ জন, রিচার্ড কিং, রন বার্টলেট, এবং ডগ হেমফিল।
'দ্যা ব্রুটালিস্ট'র অর্জনগুলোর মধ্যে অন্যতম একটি পুরষ্কার হলো শ্রেষ্ঠ সিনেমাটোগ্রাফি, যেটি পেয়েছেন লল ক্রোলি। মৌলিক স্কোরের জন্য সেরা সঙ্গীতায়োজনের পুরষ্কার পেয়েছেন ড্যানিয়েল ব্লামবার্গ।
ক্লেমেন্ট ডুকল ও ক্যামিলির গাওয়া ‘এল মাল’ (এমিলিয়া পেরেজ) গানটি সেরা মৌলিক গান হিসেবে স্বীকৃতি পেয়েছে। ডুকল এবং ক্যামিলির পাশাপাশি গানটির কথা লিখেছেন জ্যাক অদিয়ার্দ।
'উইকেড'র শোকেস-এ যুক্ত হয়েছে সেরা প্রডাকশন ডিজাইনের পদবি, যার কৃতিত্ব নেইথান ক্রাউলি এবং লি সান্ডালিসের। আর সেরা কস্টিউম ডিজাইনের পুরষ্কার ঘরে তুলেছেন পল টাজেওয়েল।
সেরা মেকআপ ও হেয়ারস্টাইলিং বিভাগের বিজয়ীরা হলেন 'দ্যা সাবস্ট্যান্স'-এর পিয়েরে-অলিভিয়ার পার্সিন, স্টেফানি গিলন এবং মেরিলিন স্কারসেলি।
আরো পড়ুন: গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫: সঙ্গীতের সেরা পুরস্কার বিজয়ীরা
অস্কার ইতিহাসে নতুন রেকর্ড
শন বেকার ৪টি পুরষ্কার জয় করে দ্বিতীয়বারের মতো একই বছরে সর্বোচ্চ সংখ্যক ক্যাটাগরিতে অস্কার জেতার রেকর্ড গড়লেন। এর আগে এই রেকর্ডের একমাত্র অধিকারী ছিলেন কিংবদন্তির এনিমেটর ওয়াল্ট ডিজনি।
এ আসরে সর্বোচ্চ মনোনয়নের (১৩) অধিকারী চলচ্চিত্র 'এমিলিয়া পেরেজ'। একই সঙ্গে এটি নন-ইংলিশ ভাষার চলচ্চিত্রের দিক থেকেও সর্বাধিক মনোনয়নপ্রাপ্ত। কেননা এর আগে চাইনিজ মুভি ‘ক্রাউচিং টাইগার, হিডেন ড্রাগন’ (২০০০) এবং স্প্যানিশ মুভি ‘রমা’ (২০১৮) প্রত্যেকে এক আসরে ১০টি মনোনয়নের অধিকারী ছিল। এছাড়াও মুভিটি ‘আই’অ্যাম স্টিল হেয়ার’ চলচ্চিত্রের সঙ্গে একত্রে সেরা ছবি এবং সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের জন্য মনোনয়ন পায়। একসঙ্গে দুটি বিভাগে দুটি চলচ্চিত্রের মনোনয়ন পাওয়ার ঘটনা অস্কারের ইতিহাসে এই প্রথম।
মাত্র ২৯ বছর বয়সে টিমোথি শ্যালামেট সর্বকনিষ্ঠ অভিনয়শিল্পী হিসেবে দ্বিতীয়বারের মতো (প্রথমবার ২০১৮তে) প্রধান সেরা অভিনেতার মনোনয়ন পেয়েছেন। সর্বশেষ ১৯৫৭ সালে এই রেকর্ডের অধিকারী হয়েছিলেন জেমস ডিন।
‘অ্যানোরা’তে সহশিল্পীর মনোনয়ন পেয়েছেন রাশিয়ান অভিনেতা ইউরা বোরিসভ। ১৯৭৮ সালের মুভি ‘দ্যা টার্নিং পয়েন্ট’র জন্য মিখাইল বারিশ্নিকভের পর এই প্রথম এই বিভাগের মনোনয়নে একজন রাশিয়ান অভিনেতার নাম এসেছে।
প্রথম পর্তুগিজ ভাষার ছবি হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য প্রতিদ্বন্দ্বীতা করা ছবিটির নাম 'আই’অ্যাম স্টিল হেয়ার'।
একসঙ্গে সেরা এনিমেটেড এবং সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম উভয় বিভাগে মনোনয়ন পাওয়া দ্বিতীয় এনিমেটেড মুভি ‘ফ্লো’। পূর্বে এই ঘটনা ঘটেছিল ২০২১ সালে ‘ফ্লি’ মুভির ক্ষেত্রে।
প্রধান চরিত্রে সেরা অভিনেত্রী বিভাগে মোট ৫টি মুভি থেকে অভিনেত্রীদের মনোনয়ন নির্ধারিত হয়েছিল। এই ৫টির সবকটিই সেরা ছবি বিভাগের মনোনয়নের কাতারে রয়েছে। ১৯৭৮ সালের পর এই ৯৭তম অস্কারে দ্বিতীয়বারের মতো ঘটনাটির পুনরাবৃত্তি ঘটল।
'উইকেড' ছবির সেরা শব্দগ্রহণে মনোনয়নপ্রাপ্ত আর্টিস্টদের মধ্যে রয়েছেন অ্যান্ডি নেলসন। এই সাউন্ড মিক্সার এ নিয়ে মোট ২৫টি অস্কার মনোনয়ন পেলেন। এর মাধ্যমে তিনি দ্বিতীয় সর্বোচ্চ মনোনয়নধারীর রেকর্ড করলেন। প্রথম স্থানে থাকা ব্যক্তিটি হচ্ছেন জন উইলিয়াম্স, যিনি সংশ্লিষ্ট বিভাগে এ নিয়ে সর্বমোট ৫৪টি মনোনয়ন পেয়েছেন।
শেষাংশ
২০২৫ সালের অস্কার বিশ্ব চলচ্চিত্র ইতিহাসের কতগুলো অনন্য ঘটনার সাক্ষী হয়ে রইল। উৎসবমুখরতার কেন্দ্রবিন্দুতে ছিল ‘অ্যানোরা’। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা প্রধান অভিনেত্রী (মাইকি ম্যাডিসন), সেরা মৌলিক চিত্রনাট্য ও সেরা সম্পাদনা সবই এই মুভির ঝুলিতে। সেরা প্রধান অভিনেতা (অ্যাড্রিয়েন ব্রডি), সেরা সিনেমাট্রোগ্রাফি, এবং সেরা মৌলিক স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে 'দ্যা ব্রুটালিস্ট'। 'এমিলিয়া পেরেজ'র সর্বোচ্চ সংখ্যক মনোনয়নের রেকর্ডের ফলে আরও বেশি বিদেশি ভাষার সিনেমামুখী হবে সিনেমাপ্রেমীরা। সর্বোপরি, প্রতিটি বর্ণিল ক্যাটাগরি বৈচিত্র্যপূর্ণ সজ্জায় নৈপুণ্য মেলে ধরেছে সমগ্র চলচ্চিত্র জগৎকে।
আরও পড়ুন: ষাটে পা রাখতে যাচ্ছেন বলিউডের তিন খান, কী থাকছে চমক?
৪৭ দিন আগে
বিয়ে করলেন অভিনেত্রী মেহজাবীন
বিয়ে করেছেন জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। দীর্ঘদিনের প্রেমিক পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে গত ১৪ ফেব্রুয়ারি আকদের পর ঢাকার অদূরে একটি রিসোর্টে বিয়ের আনুষ্ঠানিকতা হবে আজ।
সোমবার (২৪ ফেব্রয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে দেড় সপ্তাহ পর তিনি ভক্তদের এই সুখবর জানান।
ওই পোস্টে স্মৃতিচারণ করে মেহজাবীন লিখেছেন, ২০১২ সালের ৯ এপ্রিল প্রথমবার রাজীবের সঙ্গে তার দেখা হয়েছিল। সেদিন তাদের ১৫ মিনিটের সংক্ষিপ্ত কথোপকথন তাদের পরস্পরের মনে জায়গা করে নিয়েছিল। বছরের পর বছর তাদের বন্ধন আরও দৃঢ় হয়েছে। অবশেষে ১৩ বছর পরে বিয়ের মাধ্যমে পরিণতি পেয়েছে তাদের সম্পর্ক।
পোস্টে তিনি লেখেন, ‘১৩ বছর পর আমরা একসঙ্গে, উপভোগ করছি আমাদের উচ্চাকাঙক্ষা, প্রতিকূলতাকে অতিক্রম করেছি।’
অভিনেত্রী সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের দাম্পত্য জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চেয়েছেন।
জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্টুরেন্টে মেহজাবীন ও আদনানের আকদ সম্পন্ন হয়।
গতকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের গায়ে-হলুদ অনুষ্ঠান হয়েছে। একই রিসোর্টে আজ হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা। তবে অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানে গোপনীয়তা বজায় রাখতে চেয়েছেন। তিনি নিজেই ছবি পোস্ট করবেন বলেও জানান।
আরও পড়ুন: এবার বিয়ের খবর দিলেন পড়শী
দীর্ঘদিন ধরেই রাজীবের সঙ্গে মেহজাবীনের প্রেমের গুঞ্জন চলছিল। তারা বিয়ে সেরেছেন এমন কথাও ভাসছিল শোবিজ অঙ্গনে। তবে এটি নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি এই দম্পতি। অবশেষে গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের মধ্য দিয়ে।
বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ মেহজাবিন। টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের হৃদয় জয় করেছেন এই অভিনেত্রী। মেহজাবিনের স্বামী আদনান আল রাজীব একজন পরিচালক।
এই দম্পতির বিয়ের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সহকর্মী ও ভক্তরা তাদের সুখী ও প্রেমময় দাম্পত্য জীবনের জন্য শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
৫৫ দিন আগে
মারা গেছেন তরুণ অভিনেতা শাহবাজ সানী
তরুণ অভিনেতা শাহবাজ সানি আর নেই। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব।
ফেসবুকে ভেরিফায়েড পেজে অপূর্ব লিখেছেন, অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন। সবাই সানীর জন্য দোয়া করবেন।
অভিনেতা নিলয় আলমগীরও ফেসবুকে এক পোস্টের মাধ্যমে সানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
বিনোদন জগতের অনেকে মৃত্যুর বিষয়টি জানালেও সানির মৃত্যুর সময় ও কারণটি নিশ্চিত করতে পারেননি।
নির্মাতা ইমরাউল রাফাতের ‘কাছে আসার পর’ নাটক দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন শাহবাজ সানী।অল্প সময়েই মধ্যেই সানি তার অভিনয়ের গুণে দর্শকের প্রিয় হয়ে উঠেছেন এবং সেইসঙ্গে অর্জন করেছেন নির্মাতাদের আস্থাও।
৬২ দিন আগে
হাসপাতালে ভর্তি শাকিরা, বাতিল কনসার্ট
অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর একটি কনসার্ট বাতিল করেছেন কলোম্বিয়ান সঙ্গীতশিল্পী শাকিরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে তিনি বলেন, ‘তার উদরে সমস্যা হওয়ায় পেরুর লিমার কনসার্টে যেতে পারছেন না।’
কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পরিস্থিতিতে তিনি এখন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।-খবর এপির।
বিবৃতিতে এই সঙ্গীতশিল্পী বলেন, ‘আমি খুবই দুঃখিত তো যে আজ মঞ্চে উঠতে পারবো না। আমার পেরুভিয়ান দর্শকদের সঙ্গে একত্রিত হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
শুক্রবার সন্ধ্যায় পেরুতে যান শাকিরা। সেখানে কনসার্টে রবি ও সোমবার তার গান গাওয়ার কথা ছিল। দক্ষিণ আমেরিকা ট্যুরে দ্বিতীয় দেশ হিসেবে পেরুতে পা রেখেছেন এই শিল্পী। এরআগে ব্রাজিলে পারফর্ম করেন বিশ্বখ্যাত এই তারকা। এরপর কানাডা ও ব্রাজিল যাবেন তিনি।
আরও পড়ুন: ওস্তাদ রাহাত ফতেহ আলী খানের ঢাকা কনসার্টের টিকেট কিনবেন যেভাবে
লাতিন ভক্তদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনা পেয়ে আপ্লত হওয়ার কথা জানিয়েছেন তিনি। লিমায় তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে ভিড় করতে দেখা গেছে ভক্তদের। শনিবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এমন আবেগঘন অভ্যর্থনার জন্য ধন্যবাদ, লিমা।’
খুবই দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে জানিয়েছেন শাকিরা। বিবৃতিতে বলেন, ‘যত দ্রুত সম্ভব এই শোতে আমি পারফর্ম করতে চাই। নতুন একটি তারিখ নির্ধারণে আমার টিম কাজ করছে।’
৬২ দিন আগে
চিরনিদ্রায় শায়িত পাকিস্তানের ৩ বিখ্যাত নাত-মানকাবাত তারকা
পাকিস্তানের বিখ্যাত তরুণ তিন নাত ও মানকাবাত শিল্পী আলী কাজিম খাঁজা ও তার বড় ভাই নাদিম খাঁজা ও জান আলী শাহ কাজেমিকে সমাহিত করা হয়েছে। হাজারো মানুষের অংশগ্রহণে জানাযা শেষে গিলগিত-বেলুচিস্তানের নিজ নিজ গ্রামের কবরস্থানে তাদের দাফন করা হয়।
স্কার্দুর বাসিন্দা ১৬ বছর বয়সী কাজিম আলী ও ১৮ বছর বয়সী তার ভাই নাদিম, শিগারের ধর্মীয় গুরু হাসান তুরাবির ছেলে সমাজকর্মী জাইন তুরাবি রোহরির আবদুল গনি মাংরিও এবং ২৪ বছর বয়সী জান আলী শাহ গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) খায়েরপুরে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ করে করাচি ফেরার পথে সিন্ধু হাইওয়ের সান টাউনের কাছে একটি এসইউভি তাদের গাড়িকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা সবাই মারা যান।
আরও পড়ুন: জনপ্রিয় সংগীতশিল্পী পাপিয়া সারোয়ার আর নেই
তাদের লাশগুলো প্রথমে মানঝন্দ তালুক হাসপাতালে নেওয়া হয়। পরে করাচিতে নিয়ে তাদের দুজনকে সমাহিত করা হয়। বাকী তিনজনের লাশ স্কার্দু ও শিগারে দাফনের জন্য বিমানে করে স্কার্দু আন্তর্জাতিক বিমান বন্দরে আনা হয়। এসময় স্কার্দু বিমান বন্দরে লাশ গ্রহণের জন্য হাজার হাজার ভক্ত সমবেত উপস্থিত হয়েছিলেন।
পরে লাশগুলো দাফনের জন্য মারকাজি ইমামিয়া জামিয়া মসজিদে নেওয়া হলে সেখানে এক আবেগঘন দৃশ্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা শাবি হুসেন বলেন, 'বেলুচিস্তানের দুই সেরা নাত ও মানকবাত শিল্পী সিন্ধুতে এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানোয় আজ আমরা শোকাহত।
তিনি বলেন, ‘আমরা সবাই দুঃখিত কারণ, এই অঞ্চলের সবচেয়ে জনপ্রিয় দু'জন শিল্পীকে হারিয়েছি। যারা সারা বিশ্বে জনপ্রিয় ছিলেন।’
মুহাম্মদ আব্বাস নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, এটা এই অঞ্চলের জন্য দুঃখজনক। এমন প্রতিভাবান এবং জনপ্রিয় নাত ও মানকাবাত শিল্পী খুব অল্প বয়সে প্রাণ হারিয়েছেন। ‘তারা এই অঞ্চলের রত্ন ছিলেন।’
হাজার হাজার মানুষের অংশগ্রহণে জানাযায় ইমামতি করেন বেলুচিস্তানের আঞ্জুমান ইমামিয়ার সভাপতি সৈয়দ বাকির আল-হুসাইনি।
জানাজা শেষে নিহতদের লাশ দাফনের জন্য স্কার্দু ও শিগার জেলার নিজ গ্রামে নিয়ে যাওয়া হয়।
এদিকে, বেলুচিস্তানের আঞ্জুমান ইমামিয়া কেন্দ্রীয় সরকার এবং সিন্ধুর প্রাদেশিক প্রশাসনকে এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায় আর নেই
সামাজিক মাধ্যমে শ্রদ্ধা ও সমবেদনা জানিয়ে ভক্তরা নিহত শিল্পীদের পরিবেশনা এবং তাদের জনপ্রিয় নাত এবং মানকাবাতগুলো নিজেদের সামাজিক মাধ্যমের ওয়ালে শেয়ার করছেন।
স্কার্দুর বাসিন্দা কাজিম স্কার্দুতে ধর্মীয় সমাবেশে খুব অল্প বয়স থেকেই নাত পরিবেশনা শুরু করেছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। কয়েক বছর আগে মানকাবাত ও নাত পাঠ করে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছিলেন।
কাজিম প্রায়ই নাত ও মানকাবাত পাঠের জন্য দেশ-বিদেশের বিভিন্ন ধর্মীয় সমাবেশে যেতেন।
৬৩ দিন আগে