নিখোঁজ হওয়ার ৩৭ দিন পর জয়পুরহাটের ক্ষেতলাল থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার শিবপুর পূর্বপাড়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়।
নিহত বিউটি বেগম (৩৩) বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দ দামগড়া গ্রামের অধিবাসী।
পুলিশ জানায়, অভিযুক্ত উজ্জ্বলের সঙ্গে বিউটি বেগমের অবৈধ সম্পর্ক ছিল। গত ২১ এপ্রিল রাতে সে জয়পুরহাটের ক্ষেতলালের শিবপুর পূর্বপাড়া গ্রামে উজ্জ্বলের বাড়িতে আসে। রাতে উজ্জ্বল হোসেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ করে। এরপর বিউটি তাকে বিয়ের জন্য চাপ দিলে উজ্জ্বল তাকে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ তার বাড়ির টয়লেটে লুকিয়ে রাখে।
আরও পড়ুন: কামরাঙ্গীরচর থেকে ২ তরুণের লাশ উদ্ধার
পরিবারের পক্ষ থেকে বগুড়ার শিবগঞ্জ থানায় বিউটি বেগমের নিখোঁজের কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ নিহতের হারানো মোবাইল ফোনের সিমের সুত্র ধরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শুক্রবার দিবাগত রাতে উজ্জ্বল হোসেনকে বগুড়া শহর থেকে গ্রেপ্তার করে।
এরপর উজ্জ্বলের দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে বগুড়া ও ক্ষেতলাল থানা পুলিশ তার বাড়ির টয়লেট থেকে বিউটি বেগমের খণ্ডিত লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি জানান, শনিবার নিহত বিউটি বেগমের ভাই বাবুল হোসেন বাদী হয়ে ক্ষেতলাল থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে তরুণের বস্তাবন্দি লাশ উদ্ধার
কুষ্টিয়ায় ইবি শিক্ষকের স্ত্রীর লাশ উদ্ধার