সদ্যসমাপ্ত ইউরো আসরে ইতালির রক্ষণভাগে চমক দেখানো তরুণ ডিফেন্ডার রিকার্দো কালাফিওরিকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে দলে ভেড়াতে চলেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। দলবদলের খবর অনুযায়ী, কালাফিওরিকে দলে পেতে ৪২ মিলিয়ন পাউন্ড বা ৫০ মিলিয়ন ইউরো গুনতে হচ্ছে গানারদের।
ফাব্রিৎসিও রোমানো জানিয়েছেন, শিগগিরই লন্ডনে কালাফিওরির প্রথম পর্বের মেডিকেল সম্পন্ন হবে। এরপর যুক্তরাষ্ট্রে দ্বিতীয় পর্বের মেডিকেল সম্পন্ন হওয়ার পর তিনি পাঁচ বছরের জন্য আর্সেনালের সঙ্গে চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।
কালাফিওরির এজেন্ট আলেসান্দ্রো লুচ্চিও সংবাদমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগেও বোলোনিয়া ও আর্সেনালে খেলোয়াড় চুক্তিবদ্ধ করানোর অভিজ্ঞতা রয়েছে এই ইতালিয়ান এজেন্টের।
আরও পড়ুন: এদেরসনের ভবিষ্যৎ অনিশ্চিত হলেও ডি ব্রুইনের নিশ্চিত, জানালেন গার্দিওলা
প্রাক-মৌসুমে প্রীতি ম্যাচ খেলতে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে আর্সেনাল। ভালোভাবে মেডিকেল সম্পন্ন হওয়ায় পর সেখান থেকেই গানার শিবিরে যোগ দেওয়ার কথা ২২ বছর বয়সী এই ডিফেন্ডারের।
স্থানীয় সময় বুধবার ইংলিশ ক্লাব বোর্নমাউথের বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ম্যাচ শেষ করার পর টাইব্রেকারে ৫-৪ ব্যাবধানে জিতেছে মিকেল আর্তেতার শিষ্যরা।
আগামী শনিবার ম্যানচেস্টার ইউনাইটেড এবং বুধবার (৩১ জুলাই) লিভারপুলের বিপক্ষে খেলবে আর্সেনাল।
সেন্টার ব্যাক হিসেবে খেলে থাকলেও রক্ষণের সব জায়গা এমনকি উইঙ্গার হিসেবেও খেলতে পটু কালাফিওরি।
রোমার অ্যাকাডেমি থেকে ফুটবলের প্রাথমিক পাঠ নিয়ে ২০২২ সালে সুইস ক্লাব এফসি বাসেলে যোগ দেন তিনি। এরপর গত মৌসুমে বাসেল থেকে মাত্র ৪ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে ভেড়ায় ইতালির ক্লাব বোলোনিয়া। অবশ্য ভবিষ্যত দলবদলের ৫০ শতাংশ ফিও তারা পাবে বলে চুক্তিতে একটি শর্ত রাখে বাসেল। সে হিসেবে আর্সেনালের দেওয়া ৫০ মিলিয়ন ইউরোর ২৫ মিলিয়নই যাবে তাদের পকেটে।
আরও পড়ুন: বর্ণবাদী স্লোগান দেওয়ায় ৭ দেশের ওপর উয়েফার নিষেধাজ্ঞা
গত মৌসুমে বোলোনিয়ার হয়ে সেরি আ’য় ৩০ ম্যাচে দুই গোল ও পাঁচ অ্যাসিস্ট করেন কালাফিওরি। এছাড়া ক্লাবটিকে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে তুলে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাইয়ে দিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
এরপর ইউরো ২০২৪ আসরে ইতালির হয়ে শুরুর একাদশের নিয়মিত খেলোয়াড় ছিলেন তিনি। শেষ ষোলোতে সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ার আগে গ্রুপ পর্বের তিন ম্যাচেই তাকে একাদশে রেখে ম্যাচ শুরু করেন ইতালি কোচ লুসিয়ানো স্পালেত্তি।
ইউরোতে ইতালির পারফরম্যান্স হতশ্রী হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে ফুটবল সমালোচকদের নজর কাড়েন তিনি।