চলুন, দক্ষিণ আটলান্টিকের ছোট্ট দ্বীপ সেন্ট হেলেনা থেকে ঘুরে আসি। যেখানে কিছুদিন আগে পালন করা হয়েছে ১৯০ তম জন্মদিনের উৎসব। ১৯০ তম! চোখ কপালে উঠছে নিশ্চয়ই। না উঠার কারণ নেই। জোনাথন, বিশ্বের বয়োজ্যেষ্ঠ কচ্ছপ। দ্বীপটিতে দিব্বি বিচরণ করে নিজের জন্মদিন উদযাপন করেছে আশ্চর্য এই সৃষ্টি।
বিশ্বাস করা হয়, জোনাথনের জন্ম হয় ১৮৩২ সালে। যদিও নির্দিষ্ট তারিখ জানা যায়নি। সেন্ট হেলেনার গভর্নর নাইজেল ফিলিপস কচ্ছপটির আনুষ্ঠানিক জন্ম তারিখ ৪ ডিসেম্বর নির্ধারণ করেন।