সিলেটে নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে সুন্দর, দৃষ্টিনন্দন স্থাপত্যের আধুনিক বাস টার্মিনাল। সিলেটের ঐতিহ্য আসাম ধাঁচের বাড়ি এবং চাঁদনীঘাটের ঘড়ির আদলে এ টার্মিনালের নকশা করা হয়েছে। বিশ্বব্যাংকের অর্থায়নে আধুনিক সুযোগ সুবিধার এই টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে। এ মাসেই এটি উদ্বোধন হবে।
সংশ্লিষ্টরা বলছেন, সিলেটের ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে নির্মিত এ স্থাপনা হবে দেশের ‘সবচেয়ে দৃষ্টিনন্দন ও আধুনিক বাস টার্মিনাল’।
সিলেট নগরীর দক্ষিণ সুরমা এলাকার কদমতলীতে পুরনো বাস টার্মিনালের জায়গাতেই আট একর জায়গা জুড়ে প্রায় ৬৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে নতুন বাস টার্মিনাল। ২০২০ সালের মধ্যে এই টার্মিনালের কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে যায়। তবে এই জুনের মধ্যে যে কোনো মূল্যে কাজ শেষ হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, ‘জুনেই এই বাস টার্মিনালের কাজ শেষ করতে হবে। কাজ শেষে এটি উদ্বোধনের তারিখ ঠিক করা হবে। আমাদের ইচ্ছা প্রধানমন্ত্রীর মাধ্যমে এই টার্মিনাল উদ্বোধন করানোর।’
তিনি বলেন, এতে আধুনিক সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এর নানন্দিক স্থাপত্যশৈলীও সবার নজর কাড়বে।
আরও পড়ুন: সিলেটে ২৪ ঘন্টায় আরও ৪০ জন ডায়রিয়ায় আক্রান্ত
সিলেটে ট্রাকের ধাক্কায় নারীর মৃত্যু, চালক গ্রেপ্তার