গোপনীয়তা
জনগণের গোপনীয়তা লঙ্ঘনকে সমর্থন করে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সমন্বয়ক রিফাত রশিদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ বলেছেন, মানুষের গোপনীয়তা লঙ্ঘন করে এমন কোনো কিছুই তারা সমর্থন করেন না।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) গণঅবস্থান কর্মসূচি চলাকালে বিভিন্ন স্থানে মানুষের মোবাইল ফোন চেক করে হয়রানির অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ড বৈষম্যের পুরনো দৃষ্টান্তগুলোর পুনরাবৃত্তি করছে। তাই ফোন চেকসহ একজন নাগরিকের ব্যক্তিগত জীবনের স্বাভাবিক ধারা বিনষ্ট হয় এমন কিছু করবেন না।’
আরও পড়ুন: নতুন উপদেষ্টা পাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, শুক্রবার শপথ
‘মানুষের ব্যক্তিগত জীবনের স্বাধীনতা’ নিশ্চিত করা একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
সাধারণ জনজীবন যাতে আরও সুন্দর ও সুশৃঙ্খল হয় তা নিশ্চিত করতে এবং সারাদেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে রাজপথে সবাইকে শান্তিপূর্ণ অবস্থান নিতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: গণতন্ত্রের প্রতি অন্তর্বর্তী সরকার যতদিন প্রতিশ্রুতবদ্ধ থাকবে ততদিন সমর্থন করবে বিএনপি
৩ মাস আগে