তিনি অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি।
রবিবার বেলা ১১টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের বিচারক সিরাজউদ্দৌলা তার জামিন মঞ্জুর করেন।
স্থানীয় প্রশাসন দাবি করছে, শুক্রবার রাতে শহরের চড়য়াপাড়া এলাকার বাড়ি থেকে আরিফুলকে মাদকসহ আটক করা হয়।
আরও পড়ুন :কুড়িগ্রামে সাংবাদিককে এক বছরের কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে পুলিশ, আনসার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদকসহ আরিফুল ইসলাম রিগানকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের সামনে তিনি দোষ স্বীকার করায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’
তবে আরিফুলের স্ত্রী মোস্তারিমা সরদার নিতু অভিযোগ করে বলেন, শুক্রবার গভীর রাতে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল বাসায় প্রবেশ করে আরিফুলকে জোরপূর্বক ধরে নিয়ে যায়। কী অভিযোগে তাকে আটক করা হয়েছে তখন তারা জানাননি।