রবিবার সকালে সন্দ্বীপের ভাসানচর এলাকায় জাহাজ ডুবির ঘটনা ঘটে। এ সময় ডুবে যাওয়া জাহাজ থেকে ১৩ জনকে উদ্ধার করা হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক মো. সেলিম জানান, চট্টগ্রাম থেকে ঢাকামুখী লাইটার জাহাজ এমভি শেখ ফারদিনের সাথে বিপরীত দিক থেকে আসা বসুন্ধরা-২৭ লাইটারের সংঘর্ষ ঘটে।
এতে এমভি শেখ ফারদিন ডুবে যায়। জাহাজটিতে দেড় হাজার টন সিমেন্ট বহন করা হচ্ছিল।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক ইউএনবিকে বলেন, লাইটার জাহাজ ডুবির ঘটনা বন্দর চ্যানেলের বাইরে। তাই এতে বন্দরের জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা নেই।
এর আগে গত ৭ আগস্ট রাত আড়াইটার দিকে সন্দ্বীপ চ্যানেলে আরেকটি লাইটার জাহাজের সাথে ধাক্কা লেগে গমবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজ এমভি পাটগাটি-২ থেকে উদ্ধার করা হয়েছিল ১২ ক্রুকে। লাইটার জাহাজটি প্রায় ১০০ টন গম নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল।
বিআইডব্লিউটিএ জানায়, ভাটার সময় নাব্যতা কমে দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে সন্দ্বীপ চ্যানেল।