নিয়মিত, এড-হক ও চার্টার ভিত্তিতে ফ্লাইটগুলো পরিচালিত হয়। খাদ্য, ওষুধ, করোনা প্রতিরোধ সামগ্রীসহ বিভিন্ন অত্যাবশ্যকীয় পণ্য ও অন্যান্য সামগ্রী পরিবহন করা হয়েছে ফ্লাইটগুলোতে।
এমিরেটসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- কার্গো নাবিল সুলতান জানান, এয়ারলাইনের নেটওয়ার্কে কার্গো গন্তব্যের সংখ্যা বর্তমানে একশটিরও বেশি। উৎপাদনকারী ও ভোক্তা বাজারগুলোর মধ্যে পণ্য পরিবহনের স্বার্থে ফ্লাইট সংখ্যাও বৃদ্ধি করা হয়েছে।
মে এবং জুন মাসে গড়ে প্রতি সপ্তাহে ৩৮০০ টির অধিক ফ্লাইট পরিচালনা করেছে এমিরেটস স্কাইকার্গো । মার্চ মাসে ৩৫টি গন্তব্য দিয়ে শুরু করলেও জুলাই মাসে মোট গন্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে ১০০টিরও অধিক।
এমিরেটস স্কাইকার্গো বর্তমান ঢাকায় নিয়মিতভাবে দৈনিক একটি করে কার্গো ফ্লাইট পরিচালনা করছে। চাহিদা অনুযায়ী চার্টার ফ্লাইটও পরিচালিত হচ্ছে। এছাড়াও ঢাকায় পরিচালিত চারটি সাপ্তাহিক যাত্রীবাহী ফ্লাইট এর জন্য ব্যবহৃত উড়োাজাহাজের বেলি হোল্ডেও পণ্য পরিবহন করছে স্কাইকার্গো।