উপজেলার কুলকাঠি ইউনিয়নের মল্লিক বাড়ির মাঠে শুক্রবার বিকালে এই ঘোড়ার দৌড়ের আয়োজন করেন স্থানীয় জনপ্রতিনিধি ও যুব সমাজ।
ব্যতিক্রমধর্মী এবং বিশাল সংখ্যক এ ঘোড়দৌড় দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেন। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থান থেকে ঘোড়া আসে। এ উপলক্ষে বিকাল থেকে গ্রামীণ মেলা বসে চলে রাত পর্যন্ত।
একসাথে ৫০টি ঘোড়ার দৌড় এর আগে ঝালকাঠির আবাল-বৃদ্ধ বনিতা কেউ কখনো দেখেনি। তাই দুপুর থেকেই নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের মল্লিক বাড়ির মাঠে দুই হাজারেরও বেশি মানুষ ভিড় করেন। সুগন্ধা নদী পার হয়ে শহর থেকে নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ সব বয়সের মানুষের মিলন মেলা জমে মাঠের কানায় কানায়।
এই প্রতিযোগিতার আয়োজক কমিটির আহ্বায়ক জালাল মল্লিক জানান, মুজিব জন্ম শতবর্ষ উপলক্ষে প্রথমবারের মতো এ আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় প্রতিযোগিতা শেষে বিজয়ী ঘোড়ার সাওয়ারদের পুরস্কৃত করা হয়। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন ঝালকাঠির ভবানীপুরের মোসলেম আলী, দ্বিতীয় হয়েছেন পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলার রাকিব হোসেন ও বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার নাঈম ইসলাম তৃতীয় হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুলকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও চেয়ারম্যান আখতাউজ্জামান বাচ্চু, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সামচুল আলম। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।