শুক্রবার বিকালে পৌর এলাকার বরুনাতৈল গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলার শিকার ওই কাউন্সিলর প্রার্থী হচ্ছেন সাবেক কাউন্সিলর মো. জাহিদুল ইসলাম। তিনি ৫ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন করছেন।
আরও পড়ুন: অনিয়মের অভিযোগে চালনা পৌর নির্বাচন বর্জন বিএনপি প্রার্থীর
মো. জাহিদুল ইসলামের বলেন, গতকাল বিকাল ৫টার দিকে বরুনাতৈল ক্যানেলপাড়া এলাকায় কয়েকজন সমর্থককে নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন তিনি। এমন সময় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. রুহুল আমিনের নেতৃত্বে কয়েকজন লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলায় জাহিদুল ইসলাম ও তার সাথে থাকা তিনজন আহত হন।
এ সময় হামলাকারীরা তার কাছে থাকা দুটি মুঠোফোন ছিনিয়ে নেন বলে অভিযোগ করেন জাহিদুল ইসলাম।
আরও পড়ুন: কুয়াকাটা পৌর নির্বাচনের প্রচারণায় সংঘর্ষে আহত ২৪
জাহিদুল বলেন, বর্তমান কাউন্সিলর হুমায়ূন কবির ভোটের মাঠে তাকে কোণঠাসা করতে তার ভাতিজা রুহুল আমিনকে দিয়ে এ হামলা চালিয়েছেন। হামলার সময় ভোটের মাঠ থেকে সরে যেতে জীবননাশের হুমকি দেয়া হয়েছে তাকে।
যোগাযোগ করা হলে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এ ব্যপারে মাগুরা থানায় জিডি হয়েছে।
আরও পড়ুন: মানিকগঞ্জ পৌর নির্বাচন: নৌকার প্রার্থীকে বর্তমান মেয়রের সমর্থন
আগামী ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচন
দ্বিতীয় ধাপে দেশের ৬১ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৬ জানুয়ারি এ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে।
গত ২ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এই তফসিল ঘোষণা করেন।
আরও পড়ুন: ফরিদপুর পৌর নির্বাচন: মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী আ’লীগে ১৭, বিএনপির ৫
ইসি সচিব বলেন, ‘দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার মধ্যে ২৯ পৌরসভার ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩২ পৌরসভার ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।’
যেসব পৌরসভায় ভোট হবে
চট্টগ্রাম জেলার সন্দ্বীপ পৌরসভা, সিরাজগঞ্জের উল্লাপাড়া, সিরাজগঞ্জ, রায়গঞ্জ, বেলকুচি ও কাজিপুর, নেত্রকোনার মোহনগঞ্জ ও কেন্দুয়া, কুষ্টিয়ার মিরপুর, ভেড়ামারা, কুমারখালী ও কুষ্টিয়া পৌরসভা, মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ, নারায়ণগঞ্জের তারাব, শরীয়তপুর পৌরসভা, কুড়িগ্রামের নাগেশ্বরী, গাইবান্ধার সুন্দরগঞ্জ ও গাইবান্ধা, দিনাজপুরের বিরামপুর, বীরগঞ্জ ও দিনাজপুর, মাগুরা ও ঢাকার সাভার পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ফরিদপুরে ২ পৌর নির্বাচনের তফসিল ঘোষণা, প্রার্থীদের তোড়জোড়
নওগাঁর নজিপুর, পাবনার ভাঙ্গুড়া, ঈশ্বরদী, ফরিদপুর, সাঁথিয়া ও সুজানগর, রাজশাহীর কাকনহাট, আড়ানী ও ভবানীগঞ্জ, সুনামগঞ্জের ছাতক, জগন্নাথপুর ও সুনামগঞ্জ, হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ, ফরিদপুরের বোয়ালমারী, ময়মনসিংহের ফুলবাড়ীয়া, নাটোরের নলডাঙ্গা, গুরুদাসপুর ও গোপালপুর, বগুড়ার সান্তাহার, শেরপুর ও সারিয়াকান্দি, মেহেরপুরের গাংনী, ঝিনাইদহের শৈলকুপা, পিরোজপুর, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার লামায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: চাঁদপুর পৌর নির্বাচন: সহিংসতায় নিহত ১
এ ছাড়া নীলফামারীর সৈয়দপুর, টাঙ্গাইলের ধনবাড়ী, কুমিল্লার চান্দিয়া, ফেনীর দাগনভূঞা, কিশোরগেঞ্জের কুলিয়ারচর ও কিশোরগঞ্জ সদর, নরসিংদীর মনোহরদী, ময়মনসিংহের মুক্তাগাছা, নোয়াখালীর বসুরহাট ও বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে।