ক্রিকেটে নারী-পুরুষ বৈষম্য দূর করতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে আইসিসি। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে এখন পুরুষ ক্রিকেটারদের সমান করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আইসিসির এক বিবৃতিতে বলা হয়েছে, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি বাড়িয়ে ৭.৯৬ মিলিয়ন মার্কিন ডলার করা হয়েছে। এর মধ্যে বিজয়ী দল পাবে ২.৩৪ মিলিয়ন ডলার যা গত আসরের ১ মিলিয়ন ডলার প্রাইজমানির দ্বিগুণের বেশি। আর রানার-আপ দল পাবে ১.১৭ মিলিয়ন ডলার, গত যা আসরে ছিল অর্ধেকেরও কম (৫ লাখ ডলার)।
এছাড়া সেমিফাইনাল খেলা অপর দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে, ২০২৩ আসরের চেয়ে (২ লাখ ১০ হাজার) যা তিন গুণেরও বেশি।
আরও পড়ুন: বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ
১০ দলের এই প্রতিযোগিতায় গ্রুপ পর্বে প্রতিটি জয়ের জন্য দেওয়া হবে ৩১ হাজার ১৫৪ ডলার। গত আসরে দেওয়া ১৭ হাজার ৫০০ ডলারের চেয়ে এই অঙ্ক ৭৮ শতাংশ বেশি।
গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া দলগুলোও খালি হাতে ফিরবে না। গ্রুপে তৃতীয় ও চতুর্থ হওয়া দলকে ২ লাখ ৭০ হাজার ডলার করে দেওয়া হবে। আর পঞ্চম স্থানে থাকা দল পাবে ১ লাখ ৩৫ হাজার ডলার। পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া ১০ দলের প্রত্যেককেই ১ লাখ ১২ হাজার ৫০০ ডলার করে পুরস্কৃত করা হবে।
বিবৃতিতে আইসিসি বলেছে, নারী ক্রিকেটকে অগ্রাধিকার দেওয়া এবং ২০৩২ সালের মধ্যে এর বৃদ্ধি ত্বরান্বিত করতে আইসিসির নেওয়া কৌশলগত পদক্ষেপের অংশ।
এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক অস্থিরতায় এখান থেকে টুর্নামেন্টটি আমিরাতে সরিয়ে নিয়েছে আইসিসি। ৩ অক্টোবর শারজায় বাংলাদেশ-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের।
আরও পড়ুন: ভারতকে হারিয়ে প্রথম এশিয়া কাপের শিরোপা জিতল শ্রীলঙ্কার মেয়েরা
সূচিতে একটি পরিবর্তনও এনেছে আইসিসি। ৫ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচটি বিকাল ৪টার পরিবর্তে মাঠে গড়াবে রাত ৮টায়। এছাড়া ওই দিন অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার লড়াই রাত ৮টার বদলে হবে বিকাল ৪টায়।
১৫ অক্টোবর শেষ হবে গ্রুপ পর্বের খেলা। এরপর ১৭ ও ১৮ অক্টোবর মাঠে গড়াবে দুই সেমি-ফাইনাল। আর ২০ অক্টোবর হবে ফাইনাল। দুবাই ও শারজাহতে হবে পুরো টুর্নামেন্ট।