রিয়াল মাদ্রিদের ব্রাজিলীয় ফরোয়ার্ড ভিনিসিউসকে নিয়ে বর্ণবাদী ক্যাম্পেইন করতে অনলাইনে প্রচারণা চালানোর অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে স্পেনের পুলিশ।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্যালারিতে ভিনিসিউসকে নিয়ে বিদ্বেষমূলক স্লোগান দিতে বিভিন্ন ক্লাবের সমর্থকদের জন্য ওইসব স্লোগান লেখা ও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে তা প্রচার করে আসছিল গ্রেপ্তারকৃতরা। এছাড়া তাদের অনুসারীরা মুখোশ পরে গ্যালারিতে বিদ্বেষ ছড়িয়ে থাকে।
গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত মাদ্রিদ ডার্বিতে এ ধরনের কর্মকাণ্ডের জন্য ১৪ অক্টোবর ২৪ বছর বয়সী এক যুবককে হেফাজতে নেয় পুলিশ। অবশ্য জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরেরদিন ছেড়েও দেওয়া হয়।
বিগত কয়েক বছর ধরে প্রতিপক্ষের সমর্থকদের কাছে অসংখ্যাবার বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন ভিনিসিউস। এরই পরিপ্রেক্ষিতে বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেন থেকে ২০৩০ বিশ্বকাপ সরিয়ে নেওয়া উচিত বলে মন্তব্য করেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
আরও পড়ুন: বর্ণবাদ পরিস্থিতির উন্নতি না হলে স্পেনে বিশ্বকাপ চান না ভিনিসিউস
এমনকি, মাদ্রিদ ডার্বি চলাকালে থিবো কোর্তোয়ার দিকেও আবর্জনা ছুড়ে মারতে দেখা যায় আতলেতিকোর সমর্থকদের। এ কারণে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখেন রেফারি।
পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএফইএফ) নির্দেশে লেগানেসের বিপক্ষে ম্যাচে মেত্রোপলিতানোর কিছু অংশ বন্ধ রেখে খেলতে হয় আতলেতিকোকে।
শুধু তা-ই নয়, মাদ্রিদ ডার্বির ঘটনায় আরও একটি শাস্তির মুখোমুখি হতে পারে আতলেতিকো।
ওই ঘটনার শাস্তি হিসেবে মেত্রোপলিতানো স্টেডিয়ামটি দুই সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ করার পাশাপাশি ক্লাবটিকে ৬৫ হাজার ইউরো জরিমানা করার আহ্বান জানিয়েছে স্পেনের সহিংসতাবিরোধী কমিটি।