নতুন ফরম্যাটে আগামী বছর শুরু হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। ট্রান্সফার মৌসুমের মাঝামাঝি এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বিধায় দলবদলের অসুবিধা এড়াতে একটি বিশেষ নিয়ম চালু করেছে ফিফা, যা থেকে সুবিধা পেতে পারে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।
২০২৪-২৫ মৌসুমের ঠাসা সূচি শেষ হওয়ার পরই ২০২৫ সালের জুনে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। আগামী বছরের ১৫ জুন এই টুর্নামেন্টটি শুরু হয়ে পর্দা নামবে ১৩ জুলাই।
এর ফলে পুরো মৌসুম ফুটবল খেলে টুর্নামেন্টে অংশগ্রহণকারী ক্লাবগুলোর খেলোয়াড়দের ওপর পড়বে বাড়তি চাপ। আবার চোটের সমস্যাও উড়িয়ে দেওয়া যায় না একেবারে। এর সঙ্গে আবার রয়েছে দলবদল কর্মযজ্ঞ। টুর্নামেন্টটির কারণে ফুটবলারদের দলবদল কার্যক্রমেও পড়বে বাধা।
আরও পড়ুন: বার্সেলোনাকে খুশি করে সমতায় শেষ মাদ্রিদ ডার্বি
এসবকিছু মাথায় রেখে ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর জন্য আগামী বছরের ১ থেকে ১০ জুন পর্যন্ত একটি বিশেষ ট্রান্সফার উইন্ডো রাখার অনুমতি দিয়েছে ফিফা। ওই সময়ে চোটের কারণে কোনো দলের স্কোয়াড ছোট হয়ে গেলে কিংবা ৩০ জুন যেসব খেলোয়াড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, তারাও বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত ক্লাবে থেকে যেতে পারবে।
স্পেন থেকে আসন্ন ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করবে মাদ্রিদের দুটি ক্লাব। আর এর ফলে চাইলে ওই সময়ে নিজেদের স্কোয়াড শক্তিশালী করার সুযোগ পাবে ক্লাব দুটি।
তবে শেষ পর্যন্ত এই সুবিধা কাজে লাগায় কিনা রিয়াল ও আতলেতিকো মাদ্রিদ, তা পুরোপুরি নির্ভর করবে তাদের স্কোয়াডের পরিস্থিতির ওপর।
আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের ফাইনালের ভেন্যুতেই হবে ২০২৫ ক্লাব বিশ্বকাপ ফাইনাল