প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব থেকে দেশ ও জনগণকে মুক্ত রাখতে করতোয়াসহ আন্তসীমান্ত নদীগুলোকে প্লাস্টিকমুক্ত করতে প্লাস্টিকের সংযমী-বিকল্প ও সচেতন ব্যবহারে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞ ও অংশীজনরা।
শনিবার (১৩ জানুয়ারি) পঞ্চগড়ের দেবীগঞ্জে জলবায়ু পরিবর্তন বিষয়ক তৃনমূল সংগঠন ‘সিক্ত বাংলাদেশ’র আয়োজনে ‘রিজিওনাল কনসালটেশন অন ট্রান্সবাউন্ডারি রিভার প্লাস্টিক পলুশন ইন পঞ্চগর’ শীর্ষক এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান বক্তারা।
এতে দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিকসহ উপস্থিত জনপ্রিতিনিধি, তরুণ সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন সেক্টরের অংশীজন প্লাস্টিক ব্যবহার কমানোসহ নিজ নিজ উদ্যেগে প্লাস্টিক দূষণ রোধে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বক্তারা বলেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সস্পর্কে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
‘সিক্ত বাংলাদেশ’র পরিচালক মো. মাহাবুল আলম তামিমের সঞ্চালনায় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আব্দুর রশিদ, বেগম রোকেয়া বিশ্বাবিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক মাহামুদুল হক এবং দেবীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোছাম্মাৎ রিতু আক্তার অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: কপ২৯ অনুষ্ঠিত হবে আজারবাইজানে
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌরসভার কাউন্সিলর নেপাল চন্দ্র রায়, মো. শফিকুল আলম লবা, এবং লুতফা বেগম।
‘সিক্ত বাংলাদেশ’র প্রোগ্রাম সঞ্চালক হাবিবা জাহান বিথী অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে জেলার ৬০জন সমাজসেবক অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশের নদীসমূহের দূষণের কারণসমূহ চিহ্নিত করে দূষণরোধে করণীয় পদক্ষেপ গ্রহণে ঐকমত্য হন।
মতবিনিময় সভার আয়োজনে সহযোগিতা করেছে মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, ইনভ্যাকশন , জনতা ক্লাব অব ঢাকা , এবং ইএসআরআই।
আরও পড়ুন: দ্রুত লস অ্যান্ড ড্যামেজ ফান্ড পেতে পদক্ষেপ নেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রীর জলবায়ুবিষয়ক বিশেষ দূত