সোমবার রাজধানীতে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম (বিসিজেএফ) ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) আয়োজিত ‘মাদ্রিদ জলবায়ু সম্মেলন পর্যালোচনা ও ভবিষ্যত করণীয়’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘এ বিষয়টি শুধু মানবজাতির জন্য নয়, পুরো পৃথিবী এবং সকল প্রাণের অস্তিত্বের সাথে যে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে, সেটি মনে রাখলেই আমরা আরও পরিবেশবান্ধব হতে পারবো, জলবায়ু পরিবর্তন মোকাবিলাও সহজতর হবে।’
তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় যুগান্তকারী ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা চ্যাম্পিয়ান অব দি আর্থ পুরস্কারে ভূষিত হয়েছেন।
‘এবারের সম্মেলনে হতাশার দিক হচ্ছে অর্থায়নের বিষয়টা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি,’ বলেন মন্ত্রী।
আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এ কে এম এ হামিদের সভাপতিত্বে ও বিসিজেএফ সভাপতি কাওসার রহমানের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার।
সেমিনারে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মো শামসুর রহমান, বিসিজেএফের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন ও পরিবেশ অধিদপ্তরের পরিচালক জিয়াউল হক ও মির্জা শওকত আলী বক্তব্য রাখেন।
এছাড়াও, হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান ড. সেলিম উদ্দিন, জলবায়ু গবেষক ড. এম আসাদুজ্জামান এবং ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান আলোচনায় অংশ নেন।