পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও র্যাবের ছয় কর্মকর্তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রত্যাখ্যান করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেছেন, বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনা যথাযথভাবে তদন্ত করা হয় এবং সে অনুযায়ী আইনি ব্যবস্থা নেয়া হয়।
শনিবার রাজধানীর ঢাকা ওয়াসায় এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ মন্তব্য করেন।
আসাদুজ্জামান খাঁন বলেন, ‘মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা জানাজানি হলে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে তদন্ত করা হয়। কোনো সরকারি সংস্থা মানবাধিকার লঙ্ঘন করলেও আইনি ব্যবস্থা নেয়া হয়।’
তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র নিরপেক্ষভাবে নিষেধাজ্ঞা আরোপ করেনি, অতিরঞ্জিত খবরের ভিত্তিতে তারা এটা করেছে। বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষা করা একটি চ্যালেঞ্জিং কাজ।’
তিনি আরও বলেন, ‘মাদক বিক্রেতারা আত্মরক্ষার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করে, যার ফলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বন্দুকযুদ্ধে লিপ্ত হতে বাধ্য হয়। এর ফলে হতাহতের ঘটনা ঘটে।’
উল্লেখ্য, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাব এর সাবেক মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমেদ ও ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বেনজীর আহমেদ বাংলাদেশ পুলিশের বর্তমান মহাপরিদর্শক (আইজিপি)।
আরও পড়ুন: করোনা নেগেটিভ সার্টিফিকেট ছাড়া ‘মহাবিজয়ের মহানায়ক’ অনুষ্ঠানে অংশ নেয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মানবাধিকারের গুরুতর লঙ্ঘনের জন্য গ্লোবাল ম্যাগনিটস্কি নিষেধাজ্ঞা কর্মসূচির অধীনে দেশটির ট্রেজারি বিভাগ র্যাব, বেনজির আহমেদ ও অন্য ছয় কর্মকর্তাকে এ নিষেধাজ্ঞার আওতায় এনেছে।
এছাড়া নিষেধাজ্ঞার আওতায় আসা অন্যরা হলেন- র্যাব ইউনিট-৭ এর সাবেক কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ, র্যাবের বর্তমান মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) খান মোহাম্মদ আজাদ, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) তোফায়েল মোস্তাফা সরোয়ার, সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সাবেক অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন্স) মোহাম্মদ আনোয়ার লতিফ খান।
২০১৮ সালের কক্সবাজারের টেকনাফে পৌর কাউন্সিলর একরামুল হকের ‘বিচার বহির্ভূত হত্যাকাণ্ড’ এর ঘটনাটি উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
এ কর্মকর্তাদের ওপর মার্কিন নির্বাহী আদেশ (ইও) ১৩৮১৮ জারি করা হয়েছে। এর মানে হলো দেশটিতে এ কর্মকর্তাদের কোনো সম্পত্তি থাকলে তা জব্দ করা হবে। এ প্রথম বাংলাদেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন: ভৌগোলিক কারণে বাংলাদেশে মাদক সমস্যা বিরাজমান: স্বরাষ্ট্রমন্ত্রী
নিয়ম অনুযায়ী হত্যা মামলার দুই আসামির ফাঁসি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী