একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়ন করতে আগ্রহী ব্যক্তিদের পরামর্শ দেওয়ার এবং সুপারিশ করার আহ্বান জানিয়েছেন এ বিষয়ে গঠিত কমিটি।
শ্বেতপত্র প্রণয়ন কমিটি মনে করছে সবার সহযোগিতা পেলে একটি পূর্ণাঙ্গ শ্বেতপত্র প্রণয়ন করা সম্ভব।
এর আগে পরিকল্পনা কমিশনে শ্বেতপত্র কমিটির কার্যালয়ে ২৯ আগস্ট ও ৩ সেপ্টেম্বর দুটি সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: শ্বেতপত্র প্রণয়ন কমিটি দুর্নীতির বিষয়গুলো তুলে ধরবে, অপরাধীদের ধরবে না: ড. দেবপ্রিয়
সেখানে কমিটি কী কী বিষয়ে কাজ করবে এবং কীভাবে তারা তথ্য-উপাত্তের বিশ্লেষণের মাধ্যমে অংশীজনদের সঙ্গে আলোচনার সংশ্লেষ ঘটাবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে আগ্রহী ব্যক্তিদের এই কমিটির কাছে তাদের পরামর্শ ও সুপারিশ রাখতে আহ্বান জানানো হয়েছে। এতে একটি ই-মেইল আইডি, একটি ফেসবুক পেইজ ও লিংকডইন পেইজের উল্লেখ করা হয়েছে।
সেগুলো হলো- [email protected], www.facebook.com/whitepaperbd2024 পেইজ এবং www.linkedin.com/company/whitepaperbd2024 পেইজ।
এছাড়াও পরিকল্পনা মন্ত্রণালয়ে কমিটির কার্যালয়ে (ব্লক ৪, নিচতলা) একটি পরামর্শ বাক্স রাখা থাকবে। লিখিতভাবে এখানে পরামর্শ ও দলিলপত্রাদি জমা দেওয়া যাবে।
শ্বেতপত্র প্রণয়ন কমিটি যেসব বিষয়ে মতামত ও পরামর্শ আহ্বান করছে, সেগুলো হলো- সরকারি পরিসংখ্যানের যথার্থতা ও নির্ভরযোগ্যতা; সামষ্টিক অর্থনীতির বর্তমান চ্যালেঞ্জসমূহ; জিডিপির প্রবৃদ্ধির পর্যালোচনা; মূল্যস্ফীতির ধারা ও তার অভিঘাত; দারিদ্র্য, অসমতা ও বিপন্নতা; অভ্যন্তরীণ সম্পদ আহরণ; সরকারি ব্যয় বরাদ্দে অগ্রাধিকার মূল্যায়ন; বৈদেশিক লেনদেনের ভারসাম্য এবং ঋণ ধারণক্ষমতা, মেগা-প্রকল্প সমূহের মূল্যায়ন, ব্যাংকিং খাতের প্রকৃত অবস্থা; জ্বালানি ও বিদ্যুৎ খাতের পরিস্থিতি; ব্যবসা-পরিবেশ এবং বেসরকারি বিনিয়োগ; অবৈধ অর্থ ও তার পাচার; শ্রমবাজারের গতিশীলতা এবং যুব কর্মসংস্থান; বৈদেশিক শ্রমবাজার ও প্রবাসী শ্রমিকদের অধিকার।
আরও পড়ুন: অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়নে ১০ সদস্যের প্যানেল অনুমোদন প্রধান উপদেষ্টার